Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তওবা, তোবা, তুবা, তৌবা Bengali definition [তওবা, তোবা, তুবা, তোউবা] (বিশেষ্য) ১ পুনরায় পাপ কাজ না করার জন্য সংকল্প (সত্যভাবে তওবা কর দঢ়াইয়া মন-সৈয়দ আলাওল)। ২ ধর্মপথে বা সৎপথে প্রত্যাবর্তন। ৩ পশ্চাত্তাপ; সন্তাপ; খেদ; অনুশোচনা। {(আরবি)তরবাহ}
  • Bengali Word তওরাত, তৌরাত, তউরেত Bengali definition [তওরাত্‌, তৌউরাত্‌, তৌউরেত্‌] (বিশেষ্য) হজরত মুসার প্রতি/কাছে প্রেরিত ঐশী বাণীর গ্রন্থ (তওরাত, ইঞ্জিন, ভরি শুনিল যাঁর আগমনী-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তার্‌রাত }
  • Bengali Word তওহিদ, তৌহিদ, তৌহীদ Bengali definition [তওহিদ্‌, তোউহিদ্‌, তোউহিদ্‌] (বিশেষ্য) একেশ্বরবাদ; সমগ্র বিশ্বের স্রষ্টা ও নিয়ন্তা যে বহুজন নন, একজন এইমত; সারা জাহানের স্রষ্টা প্রতিপালক এক আল্লাহ ব্যতীত অন্য কোনো উপাস্য নেই-এই মত। তওহিদবাদ (বিশেষ্য) এক আল্লাহ ভিন্ন উপাস্য নাই এই মতবাদ; ইসলামের মূল শিক্ষা। {(আরবি)তাওহীদ }
  • Bengali Word তওয়াক্কল, তাওক্কাল, তাওয়াক্‌কুল Bengali definition [তওয়াক্‌কল্‌, তাওক্‌কাল্‌, তাওয়াক্‌কুল্‌] (বিশেষ্য) নির্ভরতা; ভরসা; আস্থা (খোদার উপর তওয়াক্কল রাখলে নিশ্চয়ই জুটবে-কাজী ইমদাদুল হক; ‘আল্লার উপর তাওক্কাল না করে নিজের জোরের বড়াই করার সাজা’)। {(আরবি)তারক্কউল্‌ }
  • Bengali Word তওয়াক্কা, তোয়াক্কা Bengali definition [তওয়াক্‌কা, তোয়াক্কা] (বিশেষ্য) ১ পরোয়া (পুলিশী জুলুমের তোয়াক্কা না করে .....নিজেদের মনোবলের যথেষ্ট পরিচয় দিয়াছে-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ প্রত্যাশা (আলেমগণ আল্লাহর প্রতি তওয়াক্কা রেখে সব কাজ করে থাকেন)। {(আরবি)তরক্কু}
  • Bengali Word তওয়াক্‌কুল Bengali definition তওয়াক্কল
  • Bengali Word তওয়াফ Bengali definition [তওয়াফ্‌] (বিশেষ্য) ১ প্রদক্ষিণ; সম্মানের সঙ্গে পরিক্রমণ বা অতিক্রমণ (বায়তুল্লার তওয়াফ-মাওলানা মুস্তাফিজুর রহমান)। ২ চতুর্দিক বেষ্টন করে ডান থেকে বামে ঘোরা (পবিত্র রওজা মোবারক সপ্তবার তওয়াফ করিয়া রাজপুরী মধ্যে প্রবেশ করিলেন-মীর মশাররফ হোসেন)। {(আরবি)তরাফ্‌}
  • Bengali Word তওয়ারিখ, তায়ারীখ Bengali definition [তওয়ারিখ্‌, তায়ারিখ্‌] (বিশেষ্য) ইতিহাস। {(আরবি)তরারীখ}
  • Bengali Word তক Bengali definition (অব্যয়) অবধি; পর্যন্ত; সীমা; শেষ (লাল কেল্লা থেকে হুমায়ুনের সমাধি তক-ছদরুদ্দীন)। কাঁহাতক (অব্যয়) কেন; কি জন্য। {(তৎসম বা সংস্কৃত) দগ্ন>}
  • Bengali Word তকছির Bengali definition তকসির
  • Bengali Word তকতক Bengali definition [তক্‌তক্‌] (অব্যয়) ১ পরিচ্ছন্নতাসূচক (ঘর বা উঠান তকতক করছে)। ২ সচ্ছলতা-ব্যঞ্জক। ৩ সজীব; সতেজ সমুজ্জ্বল ভাবব্যঞ্জক। তকতকে (বিশেষণ) (ছোট ছোট তকতকে সারি সারি মাটির কুটির-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। {(তুলনীয়) চকচক}
  • Bengali Word তকদির, তক্‌দির, তকদীর Bengali definition [তোক্‌দির্‌] (বিশেষ্য) ভাগ্য; অদৃষ্ট; কপাল; নসিব (বদলাবে তকদীর আমার ঘুচিবে সব অন্ধকার-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তাকদীর্‌ }
  • Bengali Word তকবির, তকবীর Bengali definition [তোক্‌বির্‌] (ক্রিয়াবিশেষণ) ১ ‘আল্লাহু আকবর’ এই ধ্বনি (ঐ আকাশে তকবির ওঠে মহাআজানের ধ্বনি-কাজী নজরুল ইসলাম)। ২ আল্লাহর মাহাত্ম্য ঘোষণা। ৩ ধ্বনি; আওয়াজ; শোর (তকদীর বদলেছে আজ; উঠিছে তকবীর তারি-কাজী নজরুল ইসলাম)। ৪ নারা-ই-তকবির ধ্বনি। {(আরবি)তাক্‌বীর্‌ }
  • Bengali Word তকব্বরি, তকাব্বরি, তাকাব্বরি, তাকাব্বরী, তাকাব্বুরি Bengali definition [তকোব্‌বোরি, তকাব্‌বোরি, তাকাব্‌বোরি, তাকাব্‌বোরি, তাকাব্‌বুরি] (বিশেষ্য) ১ অহঙ্কার; গর্ব; দেমাগ (দুই চার রোজ কর তকব্বরি তুমি-সৈয়দ হামজা)। □ (বিশেষণ) অহঙ্কারী; গর্বিত (এয়ছা তকব্বরি বাত-সৈয়দ হামজা)। □ (বিশেষণ) অহঙ্কারী; গর্বিত (এয়ছা তকব্বরি বাত-সৈয়দ হামজা)। {(আরবি)তাকব্বুর্‌ }
  • Bengali Word তকমা, তক্‌মা-তাবিজ Bengali definition তমগা
  • Bengali Word তকরার [তক্‌বার্‌] Bengali definition (বিশেষ্য) ১ তর্ক; এক কথা বার বার ঝগড়ার ভাবে বলা; পুনরাবৃত্তি; বাদানুবাদ; বাক্‌কলহ; বচসা (দুই উকিল আবার একসঙ্গে তকরার জুড়লে যুক্তি বিসর্জন দিয়ে-শওকত ওসমান)। ২ বিচার। তকরারি (বিশেষণ) ১ তর্ক করে এমন; ঝগড়াটে। ২ মীমাংসাধীন; বিচারসাপেক্ষ। {(আরবি)তাক্‌রার }
  • Bengali Word তকলি Bengali definition [তোক্‌লি] (বিশেষ্য) টাকু; তুলা থেকে সুতা প্রস্তুতের যন্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) তক্‌>}
  • Bengali Word তকলিফ, তকলীফ Bengali definition [তোক্‌লিফ্‌] (বিশেষ্য) কষ্ট; দুর্ভোগ (একটু তকলিফ হইল-আবুল মনসুর আহমদ)। {(আরবি)তাক্‌লীফ্‌ }
  • Bengali Word তকল্লুফ Bengali definition [তকোল্‌লুফ্‌] (বিশেষ্য) ভদ্রতা; আনুষ্ঠানিক বিনয়; ctiquette। {(আরবি)তাকল্লুফ }
  • Bengali Word তকসিম, তকসীম Bengali definition [তোক্‌সিম্‌] (বিশেষ্য) ১ মুঘল আমলে প্রশাসনিক বিভাগ বা division অর্থে প্রচলিত শব্দ (মুল্লুক ফতেয়াবাদ বাঙ্গবোড়া তকসিম-বিজয় গুপ্ত)। ২ ভাগ; বাঁটোয়ারা; বন্টন; অংশ। {(আরবি)তাকসীম}
  • Bengali Word তকসির, তকসীর, তকছির Bengali definition [তোক্‌সির্‌] (বিশেষ্য) দোষ; ত্রুটি; অপরাধ; ভুল (কাকুতিতে বলিল আমার কি তকসির-রামরাম বসু)। {(আরবি)তাকসীর}
  • Bengali Word তকাবী Bengali definition তগাবি
  • Bengali Word তকাব্বরী Bengali definition তকব্বরি
  • Bengali Word তক্কে তক্কে ১, তাকে তাকে, টকে টকে, টগে টগে Bengali definition [তক্‌কে তক্‌কে, তাকে তাকে, টকেটকে, টগেটগে] (ক্রিয়াবিশেষণ) সতর্কভাবে; সাবধানে। ২ অপেক্ষায়; প্রতীক্ষায়; সুযোগের জন্য ওত পেতে থাকা (তক্কে-তক্কে ছিলাম আজকে হাতে-নাতে ধরে ফেলেছি-মনোজ বসু)। {(আরবি)তারাক্কু; (তুলনীয়) তোরাক্কা}
  • Bengali Word তক্কেতক্কে ২ Bengali definition তর্ক
  • Bengali Word তক্ত Bengali definition তখ্‌ত্‌
  • Bengali Word তক্তপোশ, তক্তপোষ, তক্তাপোশ, তক্তাপোষ Bengali definition [তক্‌তোপোশ্‌, তক্‌তোপোশ্‌, তক্‌তাপোশ্‌, তক্‌তাপোশ্‌] (বিশেষ্য) তক্তা বা কাঠের শয্যাধার; চৌকি (তন্দ্রাবশে তক্তপোশে প্রচণ্ড পণ্ডিত চিৎ-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) তখত্‌হ্‌পুশ্‌ }
  • Bengali Word তক্তা Bengali definition [তক্‌তা] (বিশেষ্য) কাষ্ঠফলক; কাগজের তা (তক্তা তক্তা কাগজ লিখে ফেলা)। {(ফারসি) তখ্‌ত}
  • Bengali Word তক্তাপোশ, তক্তাপোষ Bengali definition তক্তপোশ
  • Bengali Word তক্তি Bengali definition [তোক্‌তি] (বিশেষ্য) ১ ক্ষুদ্র তক্তা। ২ ছেলেমেয়েদের লেখার কাঠের ফলক; কাঠের শ্লেট। ৩ চতুষ্কোণবিশিষ্ট তক্তার আকারে প্রস্তুত এক প্রকার মিষ্টান্ন। ৪ ছোট ছেলেমেয়েদের গলার এক প্রকার অলঙ্কার। তক্তি হাতে দেওয়া (ক্রিয়া) শিশুদের হাতেখড়ি দেওয়া। {(ফারসি) তখতি }