Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word তদানীন্তন Bengali definition [তদানিন্‌তন্‌] (বিশেষণ) তখনকার; সে সময়ের। {(তৎসম বা সংস্কৃত) তদানীম্‌+তন}
  • Bengali Word তদারক Bengali definition [তদারক্‌] (বিশেষ্য) ১ তদন্ত; অনুসন্ধান; খোঁজ (আমার প্রতি যেরূপ তদারক করিয়াছিলেন তাহাতে আমার পরকালের দফা একেবারে খাইয়া দিয়াছেন-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ তত্ত্বাবধান; খবরদারি (এখন থেকে তিনি ছেলে-মেয়ের চিঠিপত্রও তদারক করতে শুরু করলেন-আবুল ফজল)। তদারকি (বিশেষ্য) তদারক ব্যবস্থা; খবরদারি (আবদুর রহমান আগুনের তদারকিতে বসল-সৈয়দ মুজতবা আলী)। {(আরবি)তাদারুক}
  • Bengali Word তদিক Bengali definition তদেক
  • Bengali Word তদীয় Bengali definition [তদিয়ো] (সর্বনাম) তার; সে ব্যক্তি সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+ঈয়(ছ)}
  • Bengali Word তদুপরি Bengali definition [তদুপোরি] (ক্রিয়াবিশেষণ) তার উপর; তাছাড়া; এ ভিন্ন; এর উপর। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+উপরি, ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদুপলক্ষে Bengali definition [তদুপোলোক্‌খে] (ক্রিয়াবিশেষণ) সে উপলক্ষে; সে উদ্দেশ্যে; উক্ত প্রয়োজন। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+উপলক্ষে, (কর্মধারয় সমাস)}
  • Bengali Word তদেক Bengali definition [তদেকো] (বিশেষণ) ১ তার সাথে এক অভেদ বা অভিন্ন ভাবাপন্ন (তদেকচিত্ত)। ২ সেই একমাত্র; অনন্য; অদ্বিতীয় (তদেকশরণ)। ৩ তৎস্বরূপ; তদ্রূপ। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+এক, (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তদ্দণ্ডে Bengali definition [তদ্‌দন্‌ডে] (ক্রিয়াবিশেষণ) সে মুহূর্তে; সে ক্ষণে; তৎক্ষনাৎ। {(তৎসম বা সংস্কৃত) তৎ+দণ্ডে, (কর্মধারয় সমাস)}
  • Bengali Word তদ্দরুন Bengali definition [তদ্‌দোরুন্‌] (ক্রিয়াবিশেষণ) সে জন্য; সেই নিমিত্ত; তজ্জন্য। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+(ফারসি) দরুন}
  • Bengali Word তদ্দর্জনে Bengali definition [তদ্‌দর্‌শনে] (ক্রিয়াবিশেষণ) তা দেখে। {(তৎসম বা সংস্কৃত) তৎ+দর্শনে; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্দিন Bengali definition [তদ্‌দিন্‌] (ক্রিয়াবিশেষণ) ততদিন। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+দিন; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word তদ্দ্বারা Bengali definition [তদ্‌দারা] (সর্বনাম) তার দ্বারা। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+দ্বারা; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্ধিত Bengali definition [তদ্‌ধিত্‌] (বিশেষ্য) শব্দের পরে ব্যবহৃত শব্দের পরিবর্তনকারী প্রত্যয়-যার যোগে অন্য শব্দ উৎপন্ন হয় (কাঠ+তদ্ধিত প্রত্যয় ‘উরিয়া’=কাঠুরিয়া)। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+হিত}
  • Bengali Word তদ্ধেতু Bengali definition [তদ্‌ধেতু] (অব্যয়) সেজন্য। {(তৎসম বা সংস্কৃত) তৎ+হেতু}
  • Bengali Word তদ্বিধ Bengali definition [তদ্‌বিধো] (বিশেষণ) সেরূপ; সে প্রকার; সে রকমের বা ধরনের; তা যার বিধা; তার বিধার ন্যায় বিধা যার। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+বিধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word তদ্বির Bengali definition তদবির
  • Bengali Word তদ্বিষয়ক Bengali definition [তদ্‌বিশয়োক্‌] (বিশেষণ) সে বিষয়ে; সে ব্যাপার সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+বিষয়ক; (কর্মধারয় সমাস)}
  • Bengali Word তদ্ব্যতিরিক্ত, তদ্ব্যতীত Bengali definition [তদ্‌বেতিরিক্‌তো, তদ্‌বেতিতো] (বিশেষণ) তার অতিরিক্ত। □ (ক্রিয়াবিশেষণ) তা ছাড়া; তদ্ব্যতিরেকে; তদ্ভিন্ন। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+বি+অতিরিক্ত, অতীত; ৫(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্বৎ Bengali definition [তদ্‌বৎ] (অব্যয়) তার মতে; সে রূপ; সে রকম; তত্তুল্য। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+বৎ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্ভব Bengali definition [তদ্‌ভবো] (বিশেষণ) তা থেকে উৎপন্ন। □ (বিশেষ্য) (ব্যাকরণ) প্রকৃত বাংলা শব্দ-এই শব্দগুলো প্রাচীন ভারতীয় আর্যভাষা (যার অন্যতম লিখিত রূপ সংস্কৃত ভাষা) থেকে বিভিন্ন স্তরের মাধ্যমে ক্রমপরিবর্তিত হয়ে রূপান্তর লাভ করেছে। তদ্ভব শব্দের উদাহরণ-(তৎসম বা সংস্কৃত) কৃষ্ণ>(প্রাকৃত) কাহ্ন>কণ্‌হ> (বাংলা) কানাই (তদ্ভব)। {(তৎসম বা সংস্কৃত) তৎ+ভব; ৫(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্ভাব Bengali definition [তদ্‌ভাব্‌] (বিশেষ্য) ১ তার বিশেষ ভাব; তার প্রকৃত ধর্ম, অবস্থা ইত্যাদি। ২ সে বিষয়ে চিন্তা। ৩ সে অবস্থা। তদ্ভাব ভাবিত (বিশেষণ) সেই চিন্তায় মগ্ন; তদবস্থাপ্রাপ্ত; তার ভাবপ্রাপ্ত। তদ্ভাবাপন্ন (বিশেষণ) তদবস্থ; তার ভাবপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) তৎ+ভাব; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্ভিন্ন Bengali definition [তদ্‌ভিন্‌নো] (ক্রিয়াবিশেষণ) তা ভিন্ন; তা ছাড়া। □ (বিশেষণ) তা থেকে স্বতন্ত্র; তা থেকে পৃথক। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+ভিন্ন; ৫(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্রূপ Bengali definition (বিশেষণ) সেই রূপ; তার মতো বা সদৃশ; তত্তুল্য। □ (ক্রিয়াবিশেষণ) তদনুযায়ী; তদনুসারে; সে প্রকারে; সে ভাবে। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌+রূপ; ৬(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তদ্‌ Bengali definition (বিরল) [তদ্‌] (সর্বনাম) যেই; সে; তিনি। □ (অব্যয়) তবে। □ (বিশেষ্য) হিন্দুমতে ব্রহ্ম। {(তৎসম বা সংস্কৃত) তদ্‌}
  • Bengali Word তদ্‌গত Bengali definition [তদ্‌গতো] (বিশেষণ) তাতে নিমগ্ন বা অভিনিবিষ্ট বা মনোনিবিষ্ট; একাগ্র। তদ্‌গতচিত্ত তাতে নিবেদিত চিত্ত; অনন্যচিত্ত; অনন্যমনা; তন্ময়। {তৎ+গত; ৭(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word তন ১ Bengali definition [তন্‌] (বিশেষ্য) তনু; দেহ; শরীর; অঙ্গ (জান নেকালিয়া গেল খালি তন রৈল-সৈয়দ হামজা)। {(ফারসি) তন্‌; (তৎসম বা সংস্কৃত) √তন্‌+উ=তনু}
  • Bengali Word তন ২ Bengali definition ((মধ্যযুগীয় বাংলা)) [তন্‌] (বিশেষ্য) ((পদ্যে ব্যবহৃত)) স্তন (নিতস্ব জঘন ঘন পীন তন ভার-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) স্তন>}
  • Bengali Word তনকা, তনখা, তংখা Bengali definition [তন্‌কা, তনখা, তঙ্‌খা] (বিশেষ্য) ১ মুদ্রা; টাকা (তাহার বার্ষিক খাজনা মবলগ প্রাপ্য ৭৩ তন্‌খা-গোপাল হালদার)। ২ বেতন (নূতন বাদশাহ্‌ আমানউল্লা সেপাইদের তন্‌খা অত্যন্ত কম বলে ... ডবল করে দিলেন-সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) তন্‌খাহ্‌=}
  • Bengali Word তনজিম, তনযীম Bengali definition [তন্‌জিম্‌] (বিশেষ্য) সংগঠন; শৃঙ্খলা; মালা গাঁথা (তনযিম কমিটি গঠন করিতেছে-মুহম্মদ মনসুরউদ্দীন)। {(আরবি)তান্‌জীম }
  • Bengali Word তনজিহি Bengali definition [তন্‌জিহি] (বিশেষণ) পবিত্র; সর্বপ্রকার অপবিত্রতা থেকে ঊর্ধ্বে (তশবীহি রূপ এই যদি তার তনজিহি কিবা হয়-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)তন্‌জীহ }