Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জোন্দা, জোঁদা Bengali definition [জোন্‌দা, জোঁদা] (বিশেষণ) ১ অতিশয় টক; তেঁতুল (পথশ্রম হবে মন্দ কিনহ তোড়ানি জোন্দা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ জবরদস্ত। {(তৎসম বা সংস্কৃত) যমদূতিকা; আঞ্চলিক}
  • Bengali Word জোব্বা, জুব্বা Bengali definition [জোব্‌বা, জুব্‌বা] (বিশেষ্য) লম্বা ঢিলা বুকখোলা অঙ্গাবরণবিশেষ যা অন্যান্য জামার উপর পরা হয় (সামান্য পরেই দেখা যায় কালো জোব্বা এবং পাগড়ি পরা এক ব্যক্তি অশ্ব পৃষ্ঠে-আজা)। {(আরবি) জুব্‌রাহ}
  • Bengali Word জোবড়া, জোবড়ানো Bengali definition জুবড়ানো
  • Bengali Word জোর Bengali definition [জোর্‌] (বিশেষ্য) ১ বল; ক্ষমতা; শক্তি। ২ জবরদস্তি; বলপ্রয়োগ (জোর করে নেওয়া)। ৩ উচ্চতা ও তীব্রতা (গলার জোর)। ৪ বীরষ্ঠতা; দৃঢ়তা (চরিত্রের জোর)। ৫ দাবি; অধিকার; স্বত্ব (চোরাই মালে জোর নাই)। ৬ উচ্চারণে স্বরাঘাত (কথা জোর দিয়ে বলা)। ৭ ত্বরিত; দ্রুত (জোর কদম)। ৮ প্রবল। ৯ বিশেষ অনুকূল বা প্রত্যাশার অতিরিক্ত ভালো বা শুভ (জোর বরাত)। □(বিশেষণ) ১ তীব্র; উচ্চ; চড়া (জোর গলা)। ২ কড়া; অনড় বা অনমনীয় (জোর হুকুম)। ৩ খাড়া; জরুরি (জোর তলব)। ৪ প্রবল; বিশেষরূপে বলিষ্ঠ (জোর আন্দোলন)। জোরওয়ার, জোরবার (বিশেষণ) বলশালী; বলবান; বলদৃপ্ত (জোরওয়ার শেষ কই? জেবরার জানোয়ার-কাজী নজরুল ইসলাম)। জোরকলম (বিশেষ্য) শক্তিশালী লেখা। জোরগলায় (বিশেষণ) ১ উচ্চৈঃস্বরে সকলকে শুনিয়ে। ২ প্রবলভাবে; বলিষ্ঠভাবে। জোরজবরদস্তি, জোরজুলুম (বিশেষ্য) ১ অত্যাচার; বলপ্রয়োগ (জোরজবরদস্তী করিয়া কুফল ব্যতীত কোনও সুফল হইবে না-ইসমাইল হোসেন শিরাজী)। ২ নির্বন্ধাতিশয্য। জোরজবরি (বিশেষ্য) অত্যাচার; বলপ্রয়োগ। জোরজারি (বিশেষ্য) বলপ্রয়োগ; জবরদস্তি। জোরতলব (বিশেষ্য) অবিলম্বে হাজির হবার হুকুম বা ডাক। জোরেশোরে (ক্রিয়াবিশেষণ) তুমুলভাবে; তীব্রভাবে (পশু-পাখীদের লড়াই আবার জোরেশোরে বেধে যায়-ফররুখ আহমদ)। জোর যার মুল্লুক তার (বিশেষ্য) যার শক্তি আছে সেই সমস্ত বিষয়ের অধিকারী। জোরসে (ক্রিয়াবিশেষণ) ১ সজোরে; তীব্রভাবে (একদম জোরসে ঠুসি-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জোর}
  • Bengali Word জোরা Bengali definition [জোরা] (বিশেষ্য) যম (অধিকার এদেশে করিতে নারে জোরা-ঘনরাম চক্রবর্তী; ডাকবি তো জোরার বাড়ী যাবি-দীনবন্ধু মিত্র)। {আমূ.}
  • Bengali Word জোরাজুরি Bengali definition [জোরাজুরি] (বিশেষ্য) ক্রমান্বয়ে বলপ্রয়োগ বা পীড়াপীড়ি। ২ পরস্পরের বিরুদ্ধে শক্তিপ্রয়োগ। {জোর+(অনুকারক শব্দ, শব্দদ্বৈত)জুরি}
  • Bengali Word জোরালো, জোরাল Bengali definition [জোরালো] (বিশেষণ) ১ শক্তিশালী; বলবান। ২ উচ্চ; দৃপ্ত (জোরালো কন্ঠে)। ৩ প্রবল; সুদৃঢ়; জোরদার (জোরালো দাবি)। {জোর + আলো}
  • Bengali Word জোরু Bengali definition জরু
  • Bengali Word জোল Bengali definition জোলা১
  • Bengali Word জোলা ১, জোল, জুলি Bengali definition [জোলা, জোল্‌, জুলি] (বিশেষ্য) ছোট খাল; সরু নালা; প্রাণালি। জোলান (বিশেষণ) নিম্নভূমি; যে স্থানে বৎসরের অধিকাংশ সময়ে পানি জমে থাকে (জোলান জমি)। নয়নজুলি (বিশেষ্য) শাখা জলনালা বা খাল; সরু নালি। {(দ্রাবিড়) জোল+(বাংলা) আ, ই; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) নাল}
  • Bengali Word জোলা ২ Bengali definition [জোলা] (বিশেষ্য) মুসলিম তাঁতি (তামন করিয়া নাম বলাইল জোলা-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষ্য), (বিশেষণ) নির্বোধ; বেত্তকুফ (জোলা কোথাকার)। জোলানি (স্ত্রীলিঙ্গ)। {(ফারসি) জুলাহা}
  • Bengali Word জোলাপ, জোলাব, জুলাপ Bengali definition [জোলাপ্‌, জোলাব্‌, জুলাপ্‌] (বিশেষ্য) যে ঔষধে প্রচুর বাহ্য হয়; বিরেচক ঔষধ (ডাক্তারেরা জোলাপ দিয়া পেট পরিষ্কার করিয়া দেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; বহুত জোলাব ও পাওয়াই দিয়ে বোখারকে দফা করে খেচ্‌রি খেলান-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। জোলাপ নেওয়া (ক্রিয়া) বিবেচক ঔষধ ব্যবহার করা। {(আরবি) জুল্লাব; (ফারসি) গুলাব}
  • Bengali Word জোলায়খা, জোলেখা Bengali definition [জোলায়খা, জোলেখা] (বিশেষ্য) প্রাচীন মিশরের মন্ত্রী আজিজ মিশরীর স্ত্রীর নাম; ইউসুফ নবীর প্রেমিকা। {(আরবি) জুলায়খা}
  • Bengali Word জোলি Bengali definition জুলি
  • Bengali Word জোলেখা Bengali definition জোলায়খা
  • Bengali Word জোলো Bengali definition [জোলো] (বিশেষণ) ১ পানিমিশ্রিত। ২ ফিকা (জলী বিলের জোলো রঙের টিপ-জসীমউদ্‌দীন)। ৩ ভিজা বা পানির আভাসযুক্ত। ৪ পানসে। {(তৎসম বা সংস্কৃত) জল>}
  • Bengali Word জোশ Bengali definition [জোশ্‌] (বিশেষ্য) ১ তাপ; উত্তপ্ততা। ২ বল; শক্তি (বুকেতে নাহিক জোশ-তেজ-কাজী নজরুল ইসলাম)। ৩ উত্তেজনা; উদ্দীপনা (ইসলামী জোশে পাগল-পারা-ফররুখ আহমদ)। ৪ মত্ততা; মস্তানা ভাব। {(ফারসি) জূশ্‌, জোশ্‌}
  • Bengali Word জোহর ১, যোহরা ১ Bengali definition [জোহোরা] (বিশেষ্য) শুকতারা; তারার মতো দীপ্তিময়ী (জোহরা সেতারা উঠেছে কি পূবে?-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জোহরাহ}
  • Bengali Word জোহর, যোহর Bengali definition [জোহোর্‌] (বিশেষ্য) ১ সূর্য পশ্চিম গগনে ঈষৎ ঢলে পড়ার সময়। ২ অপরাহ্ণ। ৩ ঐ সময়ের নামাজ। {(আরবি) জুহ্‌র}
  • Bengali Word জোহরা ২, যোহরা Bengali definition [জোহোরা] (বিশেষণ) ১ উজ্জ্বল; গৌরবর্ণা। ২ নবীকন্যা হজরত ফাতিমা (রা.)-র উপাধি; ফাতিমা জোহরা (শুদ্ধ উচ্চারণ; ‘ফাতিমাতুয্‌ যোহরা’)। {(আরবি) জোহরা}
  • Bengali Word জোহার ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জোহার্‌] (বিশেষ্য) অভিবাদন; নমস্কার; সেলাম (উপস্থিত হৈল দেখি বসন্তকুমার। আপনাপনি সব করেন্ত জোহার-সৈয়দ আলাওল)। {(হিন্দি) জুহার}
  • Bengali Word জোড়, যোড় Bengali definition [জোড়্‌] (বিশেষ্য) ১ মিলন, সংযোগ; সন্ধি (জোড়ের মুখ)। ২ যুগল; জোড়া (মানিকজোড়)। ৩ ধুতি ও চাদর (বেনারসি জোড়)। □(বিশেষণ) মিলিত; সংযুক্ত; একত্রিত (জোড়হাত)। জোড় কলম (বিশেষ্য) বড় গাছের ডালের সাথে চারা গাছ জুড়ে গজানো কলমের গাছ। জোড় খাওয়া বা মেলা (ক্রিয়া) ১ মিল হওয়া; ঠিকভাবে বা উত্তমরূপে সংযোজিত হওয়া। ২ জীবজন্তুর পুরুষ ও স্ত্রীর মিলন হওয়া। ৩ স্বামী-স্ত্রীর মনের মিল হওয়া। জোড়তাড়, জোড়তোড় (বিশেষ্য) ১ জোড়া দেওয়া ও পৃথক করা; ভাঙাগড়া। ২ যন্ত্রপাতি; সাজসরঞ্জাম। ৩ উদ্যোগ; আয়োজন। ৪ উপকরণাদি সংগ্রহ। জোড়ভাঙা (ক্রিয়া) যুগলের মধ্যে বিচ্ছেদ হওয়া। জোড়ো যাওয়া (ক্রিয়া) ১ বিবাহের পর বর-বধূ যুগলের প্রথম শ্বশুরবাড়ি যাওয়া। তোড়জোড় (বিশেষ্য) যোগাড়যন্ত্র; আয়োজন। {(তৎসম বা সংস্কৃত) যোগ>}
  • Bengali Word জোড়া ১, যোড়া ১ Bengali definition [জোড়া] (বিশেষণ) দুটি; যুগল (জোড়া গরু)। □(বিশেষ্য) যুগ্ম (জামা জোড়া)। □(বিশেষ্য), (বিশেষণ) জুড়ি; সমকক্ষ; সমান (জোড়া পাওয়া ভার)। {(তৎসম বা সংস্কৃত) যুগ্ম>জোড়}
  • Bengali Word জোড়া ২, যোড়া ২, জুড়া, যুড়া Bengali definition [জোড়া, জোড়া, জুড়া, জুড়া] (ক্রিয়া) ১ একত্র করা; যুক্ত করা (জুড়ি দুই কর)। ২ আঁটা; বন্ধ করা বা লাগানো। ৩ আরম্ভ করা (কান্না জোড়া)। ৪ জোড়া বা সংযুক্ত করা; যোজিত করা (লাঙ্গলে গরু জোড়া)। ৫ পূর্ণ বা ব্যাপ্ত করা (মন জুড়ে থাকা)। □(বিশেষণ) ১ যুক্ত বা সম্পৃক্ত। ২ আঁটা। ৩ যোজিত। ৪ পূর্ণ বা ব্যাপ্ত (ভুবন-জোড়া আসনখানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষ্য) জুড়ন; জোড়ন। জোড়ন, জুড়ন, যোড়ন, যুড়ন বি। জোড়া তাড়া (বিশেষ্য), (বিশেষণ) কোনো রকমে জোড়া; ঠেকনা দিয়ে কোনো প্রকারে কার্যোপযোগী করণের চেষ্টা (সযত্নে জোড়াতাড়া দিয়ে যতদিন সম্ভব টিকিয়ে রাখত-সুকুমার রায়)। জোড়াতালি (বিশেষ্য) সেলাই ও তালি। □(বিশেষণ) ১ কষ্টেসৃষ্টে কাজ চালাবার মতো বা এখান ওখান থেকে জুটিয়ে চালানো (জোড়াতালির সংসার)। ২ গোঁজামিল (জোড়াতালি কাজ ভাল হবে না)। জোড়ানো, যোড়ানো (ক্রিয়া) ১ জোড়া দেওয়া বা দেওয়ানো; সংযুক্ত করা বা করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জোড়ের পায়রা (বিশেষ্য) সব সময়ের সঙ্গী; ঘনিষ্ঠ বন্ধু। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত> (হিন্দি) জোড়, (বাংলা) জোড়া}
  • Bengali Word জোয়ান ১, জোয়ানো Bengali definition জুয়ান১
  • Bengali Word জোয়ান ২, যোয়ান Bengali definition [জোয়ান্‌] (বিশেষ্য) ১ যুবক; প্রাপ্তবয়স্ক লোক। ২ বলবান বা যৌবনশক্তি সম্পন্ন ব্যক্তি (কে আছ জোয়ান হও আগুয়ান-কাজী নজরুল ইসলাম)। □(বিশেষণ) ১ যুবা বয়স। ২ বলিষ্ঠ (জোয়ান লোক)। জোয়ানকি (বিশেষ্য) ১ যৌবন (জোয়ানকির বড়াই)। ২ তরুণ (এই জোয়ানকি বয়সে-কাজী আবদুল ওদুদ)। জোয়ানি, জোয়ানী (বিশেষ্য) যৌবন (জোয়ানী সাবাস। যে কালো জহরের ছুরী-মোহিতলাল মজুমদার)। {(ফারসি) জর্‌য়ান, (তৎসম বা সংস্কৃত) যুবন}
  • Bengali Word জোয়ার ১ Bengali definition [জোয়ার্‌] (বিশেষ্য) ১ চন্দ্রসূর্যের আকর্ষণের ফলে অমাবস্যা-পূর্ণিমার সমুদ্র ও নদীর পানির স্ফীতি। ২ সৌভাগ্য; কর্মতৎপরতা ইত্যাদি হঠাৎ বৃদ্ধি (জাতির জীবনে জোয়ার আসা)। জোয়ার-ভাটা (বিশেষ্য) জোয়ার ও ভাটা; উন্নতি ও অবনতি। জোয়ারের পানি, জোয়ারের জল (বিশেষ্য) হঠাৎ উচ্ছ্বসিত কিন্তু স্বল্পকাল স্থায়ী (নারীর যৌবন জোয়ারের পানি-প্রাচীন প্রবাদ)। {(তৎসম বা সংস্কৃত) জলবৃদ্ধি> জলবাড়> জুআর>জোয়ার}
  • Bengali Word জোয়ার ২ Bengali definition [জোয়ার্‌] (বিশেষ্য) গমজাতীয় শস্য। জোয়ারি১ (বিশেষণ) জোয়ার থেকে তৈরি (জোয়ারি রুটি)। জোয়ারদার (বিশেষ্য) উপাধিবিশেষ। {(ফারসি) জর্‌য়ার+দার}
  • Bengali Word জোয়ারি ১ Bengali definition [জোয়ারি] (বিশেষ্য) অনুরণনবিশেষ; স্পন্দন বা ঝঙ্কার (যে আওয়াজ বাঁশির নয়, তারের যন্ত্রের, তাতে জোয়ারি ছিল)। {(ফারসি) খার্‌ক্‌}
  • Bengali Word জোয়াল, যোয়াল Bengali definition [জোয়াল্‌] (বিশেষ্য) লাঙল বা গাড়িতে সংযুক্ত বলদের কাঁধে যে কাষ্ঠখণ্ড বা বংশদণ্ড থাকে যার সাথে গাড়ি বা লাঙল বাঁধা হয়; যুগন্ধর। {(তৎসম বা সংস্কৃত) যুগল>যোয়াল>জোয়াল}