Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জিন্নাৎ, জিন্নাতুলবাকিয়া Bengali definition জিন্নাত
  • Bengali Word জিপ Bengali definition [জিপ্‌] (বিশেষ্য) এক প্রকার মোটরগাড়ি (মোড়ের কাছেই একখানা জিপ অপেক্ষা করছিল-নীলিমা ইব্রাহীম)। {(ইংরেজি) Jeep}
  • Bengali Word জিব ১, জিভ Bengali definition [জিব্‌, জিভ্‌] (বিশেষ্য) মুখমধ্যস্থ যে প্রত্যঙ্গ স্বাদ গ্রহণ করে; রসনা; জিহ্বা। জিবআলগা (বিশেষণ) পেটে কোনো কথা থাকে না এমন; কথা গোপন ও গুপ্ত রাখতে অশক্ত এমন। জিবকাটা (ক্রিয়া) লজ্জা প্রকাশ করা; লজ্জায় দাঁত দিয়ে জিভ চেপে ধরা। জিবচোখানো, জিবচোকানো (ক্রিয়া) খাওয়ার জন্য লোভ করা। জিবছোলা (বিশেষ্য) জিহবা পরিষ্কার করার জন্য পাতলা পাত বা ফলক। জিববাহির হওয়া (ক্রিয়া) ১ সাধ্যের অতিরিক্ত পরিশ্রম করা। ২ অত্যন্ত পরিশ্রমের ফলে কষ্ট অনুভব করা। জিবে (বিশেষণ) জিহ্বার ন্যায় রূপ বা আকৃতি এমন (জিবে-গজা)। জিবে জল পড়া, জিবে জল সরা (ক্রিয়া) লোভের উদ্রেক হওয়া; লোভাতুর হওয়া জিবে দাঁতে সন্বন্ধ, জিভে দাঁতে সন্বন্ধ-সৎ-অসতের বিপরীত সন্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) জিহ্বা>}
  • Bengali Word জিব ২ ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জিব্‌] (বিশেষ্য) জীবন; প্রাণ (রেকাবেতে পদ দিতে তার জিব নিল-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জীব}
  • Bengali Word জিবরাইল, জিবরাঈল, জিবরীল Bengali definition [জিব্‌রায়িল্‌, জিবরাঈল, জিব্‌রিল্‌] (বিশেষ্য) আল্লাহর ফেরেশতা, যিনি আল্লাহর নিকট থেকে নবী রসুলগণের নিকট বাণী পৌছান; স্বর্গীয় দূত। {(আরবি) জীব্‌রাঈল}
  • Bengali Word জিভ Bengali definition জিব
  • Bengali Word জিমনাষ্টিক, জিম্‌নাষ্টিক Bengali definition [জিম্‌নাস্‌টিক্‌] (বিশেষ্য) ইউরোপীয় প্রণালিতে বিবিধ কৌশলযুক্ত ব্যায়াম বা বিচিত্র দেহকৌশল। {(ইংরেজি) gymnastic}
  • Bengali Word জিম্মা, জিম্মা, জেন্মা Bengali definition [,জিম্‌মা, জেম্‌মা] (বিশেষ্য) ১ হেফাজত; তত্ত্বাবধান; সংরক্ষণ; দায়িত্ব (বাক্‌সটি দারোয়ানের জিম্মায় রাখিয়া-সুকুমার রায়; আসামী আমার জিন্মায় আছে-মীর মশাররফ হোসেন)। ২ আয়ত্ত; অধিকার (তোর জিম্বা মোর পুরি, বিদ্যার মন্দিরে চুরি-ভারতচন্দ্র রায়গুণাকর)। ¨ (বিশেষণ) গচ্ছিত; ন্যস্ত। জিম্মাদার (বিশেষ্য) যার নিকট কোনো জিনিস গচ্ছিত রাখা যায় বা যার দায়িত্বে কোনো বস্তু রক্ষিত থাকে। জিম্মাদারি (বিশেষ্য) রক্ষনাবেক্ষণের দায়িত্ব (আফগানিস্থানের বাইরে নিয়ে যাবার জিন্মাদারি-সৈয়দ মুজতবা আলী)। জিন্মি (বিশেষ্য) মুসলিম রাষ্ট্রের অমুসলমান প্রজা; যাদের রক্ষণাবেক্ষণের ভার রাষ্ট্র গ্রহণ করবে (ঐ সকল অমুসলমান জিম্মী প্রজার উপর যা’দের আমরা আশ্রয় দিয়েছি-হবীবুল্লাহ বাহার)। ২ শর্ত আরোপ করে কোনো ব্যক্তি বা বস্তু আগলে রাখা। {(আরবি) যিম্মাহ}
  • Bengali Word জিরগা, জির্গা Bengali definition [জির্‌গা] (বিশেষ্য) আফগান রাজ্য পরিষদ; অরণ্যবাসীদের গোত্রীয় প্রশাসনিক সংস্থা বা পরিষদ। {(তুলনীয়) জর্‌গাহ}
  • Bengali Word জিরজির, জিরজিরে Bengali definition [জিরজির্‌, জিরজিরে] (বিশেষণ) জীর্ণ; শীর্ণ; কঙ্কালসার; অস্থিচর্মসার; রোগা; কৃশ। {(তৎসম বা সংস্কৃত) জর্জর}
  • Bengali Word জিরন, জিরনো Bengali definition জিরানো২
  • Bengali Word জিরা, জীরা, জীরক Bengali definition [জিরা, জীরা, জিরক্‌] (বিশেষ্য) রান্নার কাজে ব্যবহৃত এক প্রকার মসলা; cumin। {(তৎসম বা সংস্কৃত) জীরক}
  • Bengali Word জিরাত, জিরাৎ, জেরাত Bengali definition (বিশেষ্য) ১ চাষাবাদ (তাহার জরু, গরু, জমি, জেরাত সবই ছিল-রাজশেখর বসু (পরশু))। ২ চাষের বা বাসের জমি। জিরাতি (বিশেষণ) চাষের যোগ্য; কর্ষণীয়। জিরাতি জমি (বিশেষ্য) চাষের যোগ্য ভূমি। {(আরবি) জ্বরা’আত}
  • Bengali Word জিরান ১, জিরেন Bengali definition [জিরান্‌, জিরেন্‌] (বিশেষ্য) ১ আরাম; বিশ্রাম; শ্রান্তি অপনোদন। ২ অবকাশ; ফাঁক; বিরাম। জিরেনকাট (বিশেষ্য) খেজুর গাছ তিনদিন কাটিয়া রস লইয়া তিনদিন বন্ধ রাখবার পর প্রথম দিনের কাটা জিরান-কাট(জিরান-কাটের রস)। {(ফারসি) জিরয়ান; (আরবি) জরয়ান}
  • Bengali Word জিরানো ২,জিরান ২, জিরনো, জিরন Bengali definition [জিরানো,জিরান,জিরোন,জিরন] (ক্রিয়া) ১ বিশ্রাম করা; ক্লান্তি অপনোদন করা (বসিয়া দুই দন্ড একটু জিরাইয়া লও না-শামসুদ্দীন আবুল কালাম)। ২ বিরাম বা ছাড় দেওয়া (জিরিয়ে জিরিয়ে কাজ করা)। ¨ (বিশেষ্য) বিশ্রামকরণ। {(ফারসি) জিরয়ান; (আরবি) জরয়ান}
  • Bengali Word জিরাফ Bengali definition [জিরাফ্‌] (বিশেষ্য) খুব লম্বা গলা ও লম্বা পা-বিশিষ্ট আফ্রিকার বন্য জন্তুবিশেষ। {(ইংরেজি) Giraffe}
  • Bengali Word জিরে (কথ্য) Bengali definition জিরা
  • Bengali Word জিল Bengali definition জিলদ
  • Bengali Word জিলকি Bengali definition [জিল্‌কি] (বিশেষ্য) বিদ্যুৎ; বিজলি; বিদ্যুৎ ঝলক (জিলকি-দেয়া সঙ্গে লয়ে আসল যেন বাও-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলকা>ঝলক; (তুলনীয়) (হিন্দি) ঝলকী}
  • Bengali Word জিলদ, জেলদ, জিল Bengali definition [জিলদ্‌, জেলদ, জিল্‌] (বিশেষ্য) ১ পুস্তকের খণ্ড যা একসঙ্গে সেলাই করা হয়। ২ পুস্তকের চামড়ার বাঁধাই বা মলাট। ৩ চামড়া। জিলদগর (বিশেষ্য) যারা বই বাঁধে; দপ্তরি (জেলদগর ও দপ্তরি নিযুক্ত আছে)। {(ফারসি) জিল্‌দ +গির্‌}
  • Bengali Word জিলা, জেলা Bengali definition [জিলা, জেলা] (বিশেষ্য) প্রশাসনিক বিভাগ; একাধিক উপজেলার সমষ্টি; বিভাগের (division) অংশবিশেষ; district। {(আরবি) দিলা}
  • Bengali Word জিলাপি, জিলিপি Bengali definition [জিলাপি, জিলিপি] (বিশেষ্য) প্যাঁচবিশিষ্ট কুণ্ডলাকার মিঠাইবিশেষ। জিলাপির প্যাঁচ (বিশেষ্য) কুটিলতা; অসরল ভাব। {তুল (হিন্দি) জলেবী}
  • Bengali Word জিল্লত, জিল্লতী Bengali definition জেল্লৎ
  • Bengali Word জিষ্ণু Bengali definition [জিশনু] (বিশেষণ) জয়শীল; বিজয়কামী; জেতা (রুদ্র দামাল জিষ্ণু কামাল মুখে দিলে চুনকালী-শাহাদাত হোসেন)। □ (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। ২ হিন্দু দেবতা ইন্দ্র। ৪ (মহাভারতের) অর্জুন। {(তৎসম বা সংস্কৃত) √জি+স্ন(গস্নু)}
  • Bengali Word জিহ, জিহি Bengali definition [জিহো, জিহি] (বিশেষ্য) জিহবা; জিভ; রসনা (লক-লক জিহি-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) জিহবা>; (তুলনীয়) (হিন্দি) জীহ}
  • Bengali Word জিহাদ Bengali definition জেহাদ
  • Bengali Word জিহাদ, জিহাদী Bengali definition জেহাদ
  • Bengali Word জিহীর্ষা Bengali definition [জিহির্‌শা] (বিশেষ্য) অপহরণ করবার ইচ্ছা। জীহীর্ষু (বিশেষণ) হরণ করতে ইচ্ছুক; হরণ অভিলাষী। {(তৎসম বা সংস্কৃত) √হৃ+স(সন্‌)+অ+আ(টাপ্‌)}
  • Bengali Word জিহ্বা Bengali definition [জিউভা] (বিশেষ্য) যা দ্বারা লেহন করা যায়; রস আস্বাদন করার ইন্দ্রিয়; রসনা; জিভ। জিহ্বাকণ্ডূয়ন (বিশেষ্য) ঝগড়ার জন্য জিভ চুলকানো। জিহ্বাগ্র (বিশেষ্য) জিভের আগা; জিহ্বার অগ্রভাগ। জিহ্বাগ্রবর্তী (বিশেষণ) জিহ্বার অগ্রভাগে আছে এমন। জিহ্বামূল (বিশেষ্য) জিভের গোড়া। জিহ্বামূলীয় (বিশেষণ) ১ জিহ্বামূল বিষয়ক। ২ জিহ্বামূল থেকে জাত বা উচ্চার্য (জিহ্বামূলীয় বর্ণ)। ৩ জিহ্বামূল হতে উচ্চারিত বর্ণ -ক-বর্গীয় ধ্বনি, ক খ গ ঘ ঙ। জিহ্বাস্তম্ভ (বিশেষ্য) জিহ্বার অসাড়ত্ব; জিহ্বার পক্ষাঘাত (ঋষিদেরও জিহ্বাস্তম্ভ ঘটে-কেদারনাথ মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) √লিহ্‌+ব(কৃন্‌)+আ(টাপ্‌)}
  • Bengali Word জিৎ Bengali definition [জিত্‌] (বিশেষণ) ১ জয় করে এমন; জয়ী; জয়কারী। ২ প্রত্যয় হিসেবে অন্য শব্দের সঙ্গে যুক্ত হয়ে বিশেষ্য গঠন করে, যথা-ইন্দ্রজিৎ, বিশ্বজিৎ, রণজিৎ, শত্রুজিৎ। {(তৎসম বা সংস্কৃত) √জি+ক্বিপ্‌}