Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জীবাণু Bengali definition [জিবানু] (বিশেষ্য) অণুবীক্ষণে দৃ্শ্য অতিসূক্ষ্ম প্রাণী বা উদ্ভিদ; প্রাণবিশিষ্ট অতি ক্ষুদ্র কণা; microbe। {(তৎসম বা সংস্কৃত) জীব+অণু; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জীবাতু Bengali definition [জিবাতু] (বিশেষ্য) জীবনধারণের উপায়; জীবনের ঔষধ (রাধিকার রূপগুণ আমার জীবাতু-কৃষ্ণচন্দ্র মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) জীব+(বাংলা) আতু}
  • Bengali Word জীবাত্মা Bengali definition [জিবাত্‌তাঁ] (বিশেষ্য) ১ দেহস্থ আত্মা; দেহধারী আত্মা; জীবপুরুষ। ২ জীব-জীবনের মধ্যে অবিচ্ছিন্ন পরমাত্মা। {(তৎসম বা সংস্কৃত) জীব +আত্মান্‌; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জীবান্তক Bengali definition [জিবান্‌তক্‌] (বিশেষণ) প্রাণ-নাশক; জীবননাশক। ¨ (বিশেষ্য) ব্যাধ। {(তৎসম বা সংস্কৃত) জীব+অন্তক; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জীবাবশেষ Bengali definition [জিবাবশেষ্‌] (বিশেষ্য) ভূগর্ভ থেকে প্রাপ্ত বহু পূর্বে মৃত জীবের প্রস্তরীভূত দেহাবশেষ; fossil। {(তৎসম বা সংস্কৃত) জীব+অশ্ম; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word জীবিকা Bengali definition [জিবিকা] (বিশেষ্য) জীবন ধারণের জন্য গৃহীত পেশা; বৃত্তি; জীবনোপায়। জীবিকানির্বাহ (বিশেষ্য) জীবনযাত্রা সম্পাদন; জীবন-যাপন; ভরণ-পোষণ। জীবিকার্জন (বিশেষ্য) জীবনযাত্রা নির্বাহের জন্য বৃত্তি সংগ্রহ বা অর্থোপার্জন। {(তৎসম বা সংস্কৃত) জীব+ক(কন্‌)+ আ(টাপ্‌)}
  • Bengali Word জীবিত Bengali definition [জিবিতো] (বিশেষণ) ১ বেঁচে আছে এরূপ; জীবন্ত; সজীব (জীবিত প্রাণী)। ২ জীবনযুক্ত; আয়ুযুক্ত; মৃত নয়এমন প্রাণপূর্ণ। জীবিতা (স্ত্রীলিঙ্গ)। জীবিতকাল (বিশেষ্য) জীবদ্দশা বা আয়ুষ্কাল। জীবিতনাথ, জীবিতেশ, জীবিতেশ্বর (বিশেষ্য) ১ স্বামী; প্রিয়তম (জীবিতেশ! জগতে সখিনা বাঁচিয়া থাকিতে-মীর মশাররফ হোসেন)। ২ প্রদেশ; প্রাণেশ্বর। ৩ জীবনের প্রভু বা জগদীশ্বর। জীবিতসর্বস্ব (বিশেষ্য) জীবনের সবকিছু; জীবনসর্বস্ব। {(তৎসম বা সংস্কৃত) √জীব্‌+ত(ক্ত)}
  • Bengali Word জীবৎ Bengali definition [জিবত্‌] (বিশেষণ) জীবন আছে এমন; জীবন্ত; জীবনযুক্ত। জীবৎকাল, জীবদ্দশা (বিশেষ্য) জীবিতাবস্থা; আয়ুষ্কাল; জীবনকাল। জীবৎমান, জীবমান (বিশেষ্য) জীবিতকাল; জীবদ্দশা। জীবৎমানে, জীবমানে (ক্রিয়াবিশেষণ) জীবদ্দশায়; বেচেঁ থাকতে বা বর্তমানে। {(তৎসম বা সংস্কৃত) √জীব্‌+অৎ(শত্‌)}
  • Bengali Word জীমূত Bengali definition [জিমুতো] (বিশেষ্য) ১ মেঘ (সরোবরে নামি জল তোলায় জীমূত-সৈয়দ আলাওল)। ২ মেঘঘটা; ঘনঘটা (জীমূত সময় কিবা প্রকাশিত চান্দ-সৈয়দ আলাওল)। ৩ পর্বত। জীমূতনাদ, জীমূতমন্দ্র (বিশেষ্য) মেঘ; গর্জন; মেঘের গুরুগম্ভীর ডাক (জীমূতমন্দ্র হাহাকার রব-মাইকেল মধুসূদন দত্ত)। জীমূতবাহন (বিশেষ্য) ১ হিন্দুদেবতা ইন্দ্র। ২ বারো শতকের একজন প্রখ্যাত স্মার্ত। জীমূতবাহী (বিশেষ্য) ১ মেঘ যাকে বহন করে; হিন্দুদেবতা ইন্দ্র। ২ ধূম। জীমূতরাবী (-বিন্‌) (বিশেষণ) বজ্রনাদী। জীমূতরাবিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জী(জীবন)+√মূ(ধারণ করা)+ত(ক্ত)}
  • Bengali Word জীরক Bengali definition জিরা
  • Bengali Word জীর্ণ Bengali definition [জির্‌নো] (বিশেষণ) ১ শীর্ণ; ক্ষয়প্রাপ্ত (রোগ-জীর্ণ)। ২ জারিত; জর্জরিত (জীর্ণ গরাদে, জীর্ণকড়ি)। ৩ শিথিলতাপ্রাপ্ত; অকর্মণ্য (যৌবনের জীর্ণ নির্ভর-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ পুরনো (জীর্ণগ্রন্থ)। ৪ হজম; পরিপাক বা হজম হয়েছে এমন। ৫ গলিত বা জরাগ্রস্ত (জীর্ণ দেহ)। জীর্ণতা (বিশেষ্য) জীর্ণের ভাব; জীর্ণ হওয়া; বৃদ্ধতা; জরা; ক্ষীণতা। জীর্ণা (স্ত্রীলিঙ্গ)। জীর্ণজ্বর (বিশেষ্য) পুরাতন জ্বর; chronic fever। জীর্ণবসন (বিশেষ্য) ১ খুব পুরাতন বা ছেঁড়া কাপড়। ২ ছিন্ন বস্ত্র পরিহিত। জীর্ণ-সংস্কার, জীর্ণোদ্ধার (বিশেষ্য) মেরামত; ভাঙাচুরা সারা বা সংস্কার। {(তৎসম বা সংস্কৃত) √জ্‌+ত(ক্ত)}
  • Bengali Word জীহা ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জিহা] (বিশেষ্য) জিহ্বা; জিভ (মেলে ঘন ঘন জীহের আগ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) জিহ্বা>}
  • Bengali Word জীয়ন, জিয়ন, জীয়োন Bengali definition [জিয়ন্‌, জিয়ন্‌, জিয়োন্‌] (বিশেষ্য) জীবন; বাঁচন। জীয়নকাঠি (বিশেষ্য) যে কাঠির স্পর্শ দ্বারা জীবন সঞ্চার হয় (আমার হাতে সেই কোমল হাত জীয়োনকাঠির মতো-শওকত ওসমান)। জীয়ন্ত, জিয়ন্ত (বিশেষ্য) জীবিত; জ্যান্ত। জীয়ন্তে (ক্রিয়াবিশেষণ) জীবিত অবস্থায় (সে হচ্ছে জীয়ন্তে মরা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) জীবন>}
  • Bengali Word জীয়ল Bengali definition জিওল
  • Bengali Word জীয়ানো Bengali definition জিয়ানো
  • Bengali Word জুঁই Bengali definition [জুঁই] (বিশেষ্য) এক প্রকার সুগন্ধি ফুল; যূথিকা। {(তৎসম বা সংস্কৃত) যূথী>(প্রাকৃত) জুহী>}
  • Bengali Word জুখা Bengali definition জোঁকা
  • Bengali Word জুগুপ্সা Bengali definition [জুগুপ্‌শা] (বিশেষ্য) নিন্দা; কুৎসা; অপবাদ; ঘৃণা। জুগুপ্সক বিণ। জুগুপ্সন (ক্রিয়া) নিন্দা করা; কুৎসা রটনা করা। জুগুপ্সিত (বিশেষণ) নিন্দিত; ঘৃণিত (এই জুগুপ্সিত ব্যাপারের সমাধানের ভার গ্রহণ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) √গুপ্‌+স(সন্‌)+অ+ আ(টাপ্‌)}
  • Bengali Word জুচ্চুরি Bengali definition জুয়া
  • Bengali Word জুজ Bengali definition [জুজ্‌] (বিশেষ্য) বইয়ের ফর্মা বা খণ্ড। জুজদান (বিশেষ্য) যে কাপড়ে গ্রন্থাদি জড়িয়ে রাখা হয়। জুজবন্দী (বিশেষ্য) ১ বই বাঁধাইয়ের কাজ। ¨ (বিশেষণ) ফর্মা ফর্মা সেলাই করে বাঁধানো। জুজ-সেলাই (বিশেষ্য) ফর্মাগুলো পৃথকভাবে সেলাই করে বাঁধানো। জুজ-সেলাই (বিশেষ্য) ফর্মাগুলো পৃখকভাবে সেলাই করে বই বাঁধাই। {(আরবি) জুয}
  • Bengali Word জুজু Bengali definition [জুজু] (বিশেষ্য) ভয় দেখানোর জন্য কম্পিত মূর্তি বা জীব (জুজুর ভয় দেখানো অনুচিত)। ¨ (বিশেষণ) বড়সড় বা জবুথবু; আড়ষ্ট (এ যেন সর্বদা জুজু হইয়া থাকা-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। জুজুবুড়ি, জুজুবুড়ী (বিশেষ্য) ১ শিশুদের ভীতিজনক কম্পিত ডাইনি; ছেলেধরা। ২ জবুথবু মূর্তি (মেয়েরা রাস্তাঘাটে স্বচ্ছন্দে চলিয়াছে, কিন্তু বোরখা পড়িতে ভুলে নাই, অবশ্য মুখ ঢাকিয়া সম্পূর্ণ জুজুবুড়িও সাজে নাই-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। জুজুর ভয় (বিশেষ্য) কাল্পনিক বিপদ সম্বন্ধে অত্যন্ত ভীতি। {(তৎসম বা সংস্কৃত) জু(অর্থ-পিশাচী), (তুলনীয়) (ফারসি) জু (অর্থ-অণ্বেষণকারী)}
  • Bengali Word জুজুৎসু Bengali definition [জুজুত্‌শু] (বিশেষ্য) জাপান দেশীয় মল্লবিদ্যাবিশেষ; কুস্তির প্যাঁচবিশেষ। {জা. Jujutsu}
  • Bengali Word জুঝা, জুঝাজুঝি, জুঝারু Bengali definition জোঝা
  • Bengali Word জুটন Bengali definition [জুটন্‌] (বিশেষ্য) জুট (jute) অর্থ্যাৎ পাট থেকে তৈরি করা কাপড়বিশেষ। {(ইংরেজি) Jute+(বাংলা) অন}
  • Bengali Word জুটা, জুটানো, জুটনো Bengali definition জোটা
  • Bengali Word জুটি, জুটী Bengali definition [জুটি] (বিশেষ্য) সঙ্গী; সাথি; দোসর; এক দলের লোক (তোমার জুটি, একজুটি)। জুটিবাঁধা (ক্রিয়া) জোড় বাঁধা (প্রায় অসৎ উদ্দেশ্যে) এক সঙ্গে মিলিত হওয়া। {মু. জুড়ি}
  • Bengali Word জুঠা Bengali definition [জুঠা] (বিশেষ্য), (বিশেষণ) এটোঁ; উচ্ছিষ্ট; ভুক্তবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) জুষ্ট>(প্রাকৃত) জুট্‌ঠ>; (তুলনীয়) (হিন্দি) জুঠা}
  • Bengali Word জুডো Bengali definition [জুডো] (বিশেষ্য) একধরনের জাপানি মল্লযুদ্ধ যাতে প্যাঁচ ও কৌশল প্রয়োগ করে প্রতিপক্ষকে পরাভূত করা হয়। {জা. Judo}
  • Bengali Word জুত Bengali definition [জোতু] (বিশেষ্য) ১ লাক্ষা; গালা; জউ (চতুর্থে জতুর ঘরে রাখিলা হামিদ খাঁরে আনলে দহিয়া পরীক্ষিলা-রাজশেখর বসু (পরশু))। ২ আলতা। জতুগৃহ (বিশেষ্য) লাক্ষা বা গালা দিয়ে প্রস্তুত ঘর। জতুরস, জতুরাগ (বিশেষ্য) ১ আলতা; লাক্ষাজাত লাল রং। ২ আলতা-রঙিন। {(তৎসম বা সংস্কৃত) √জন্‌+উ}
  • Bengali Word জুত ১, জুৎ ১ Bengali definition [জুত্‌] (বিশেষ্য) ১ মনোমতো সুখ; সম্পূর্ণ বা সর্বাঙ্গীণ স্বস্তি, যথাযথ বা নিখুঁত নিটোল আরাম; পুরাদস্তুর আরাম (আর এক কাপ না দিলে জুত হচ্ছে না-আবু রুশ্‌দ্‌)। ২ মানানো; মিল বা লাগ; সুবিধা বা সুযোগ (জুতসই)। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>(প্রাকৃত) জুত্ত>}