Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জুত ২, জুৎ ২ Bengali definition [জুত্‌] (বিশেষ্য) ১ জ্যোতি (চোখের জুত)। ২ শক্তি; সামর্থ্য (লোকটার দেহে এখনও জুত আছে)। ৩ চোট; জোর; তেজ (গুণ থাক বা না থাক মুখের জুত আছে)। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>(প্রাকৃত) জুত্ত>}
  • Bengali Word জুত ৩ Bengali definition [জুত্‌] (বিশেষ্য) কোনো যন্ত্রের ভালো বা কার্যকর অবস্থা; যন্ত্রবিশেষ (তড়াক করিয়া জুতা উঠাইয়া তাক করি ছুড়ি মারে-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>(প্রাকৃত) জুত্ত>}
  • Bengali Word জুতা ১, জুতো, জুতি, জুত ৩ Bengali definition [জুতা, জুতো, জুতি, জুত্‌] (বিশেষ্য) চর্মপাদুকা; পায়ে পরার চর্ম নির্মিত আবরণ (বলেই চালাল চটাপট জুতি-কাজী নজরুল ইসলাম)। জুতাখাওয়া (ক্রিয়া) ১ জুতা দ্বারা প্রহৃত হওয়া। ২ অপমানিত হওয়া। জুতাজুতি (বিশেষ্য) পরস্পর জুতা দ্বারা মারামারি। জুতানো (ক্রিয়া) ১ জুতা দ্বারা আঘাত করা। ২ অপমানিত করা। □ (ক্রিয়া) (বিশেষণ) অনুরূপ অর্থে। জুতামারা (ক্রিয়া) জুতানো। জুতাসেলাই থেকে চণ্ডীপাঠ (বিশেষ্য) সংসারের ছোট বড় ভালোমন্দ সব রকম কাজ। জুতাপেটা করা (ক্রিয়া) জুতা দিয়ে প্রহার করা। {(তৎসম বা সংস্কৃত) যুক্ত>?}
  • Bengali Word জুতা ২ Bengali definition জোতা
  • Bengali Word জুতি ১ (মবা) Bengali definition [জুতি] (বিশেষ্য) দীপ্তি; কান্তি; জ্যোতি (জুতিহীন করে ভানু-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) জ্যোতিঃ>}
  • Bengali Word জুতি ২ Bengali definition জুতা১
  • Bengali Word জুতুয়া Bengali definition [জুতুয়া] (বিশেষ্য) জুতা; পাদুকা (লাল জুতুয়া পায়-ছড়া)। {জুতা+উয়া>}
  • Bengali Word জুদা Bengali definition [জুদা] (বিশেষণ) পৃথক; ভিন্ন; আলাদা। জুদাই (বিশেষ্য) বিরহ; পার্থক্য। জুদা জুদা (ক্রিয়াবিশেষণ) পৃথক পৃথক; ভিন্ন ভিন্ন; আলাদা আলাদা (জুদা জুদা করিয়া আনা)। {(ফারসি) জুদায়ী}
  • Bengali Word জুন Bengali definition [জুন্‌] (বিশেষ্য) ইংরেজি মাসের নাম; জৈষ্ঠ্যের শেষার্ধ থেকে আষাঢ়ের প্রথমার্ধ পর্যন্ত; ইংরেজি বৎসরের ষষ্ঠ মাস। {(ইংরেজি) June}
  • Bengali Word জুনি, জুনিপোকা Bengali definition জোনাকি
  • Bengali Word জুনিয়র Bengali definition [জুনিয়র্‌] (বিশেষণ) ছোট। □ (বিশেষ্য) নতুন; অপ্রবীণ; কনিষ্ঠ। {(ইংরেজি) Junior}
  • Bengali Word জুবিলি, জুবিলী Bengali definition [জুবিলি] (বিশেষ্য) জয়ন্তী; জন্মতিথি উৎসব; একাদিক্রমে পঁচিশ বছর পূর্তিতে রৌপ্য; পঞ্চাশ বছর পূর্তিতে সুবর্ণ এবং ষাট বছর পূর্তিতে হীরক জয়ন্তী (জন্মতিথি) উৎসব পালনের (জুবিলি) একটি ইউরোপীয় প্রথা (জুবিলি উপলক্ষে উপঢৌকন পাঠিয়ে দুঃখ প্রকাশ করা হয়েছে-কাজী আবদুল মান্নান)।{(ইংরেজি) Jubilee}
  • Bengali Word জুব্বা Bengali definition জোব্বা
  • Bengali Word জুবড়ানো, জোবড়ানো Bengali definition [জুব্‌ড়ানো, জোব্‌ড়ানো] (ক্রিয়া) ১ ডুবানো, চুবানো (দাড়ি জুবড়ে খাওয়া)। ২ বেশি ভিজানো; অভিষিক্ত করা। ৩ ধেবড়ানো। ¨ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জুবড়ি, জোবড়া (বিশেষণ) অতিশয় সিক্ত (মাথাটা যে ভিজে একেবারে জুবড়ি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {জাবড়া>জুবড়া+আনো}
  • Bengali Word জুম ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জুম্‌] (বিশেষ্য) এক (অপপ্রয়োগ) অত্যাচার; জুলুম; জবরদস্তি (বিস্তর লস্কর সঙ্গে অতিশয় জুম-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ স্পর্ধা (এত জুম আজ্ঞা বিনা বুকে হাত দিলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি) জুলুম্‌}
  • Bengali Word জুম ২, জুম আবাদ, জুম চাষ Bengali definition [জুম্‌, জুমআবাদ, জুমচাশ্‌] (বিশেষ্য) ১ স্থানে স্থানে গর্ত করে এক সঙ্গে বিভিন্ন ফসলের বীজ বপন। ২ পার্বত্য চট্টগ্রামের এক ধরনের চাষাবাদের পদ্ধতি {-(অজ্ঞাতমূল)}
  • Bengali Word জুমা, জুম্মা Bengali definition [জুমা, জুম্‌মা] (বিশেষ্য) ১ শুক্রবার দিন জোহরের সময়ে মুসলমানদের সন্মিলিত (জামাতে) নামাজ। ২ শুক্রবার। জুমাঘর (বিশেষ্য) যে মসজিদে শুক্রবারে মিলিত হয়ে জুমার নামাজ পড়া হয়। জুমাবার (বিশেষ্য) শুক্রবার (আগামী জুন্মাবারে জয়নাল দ্বারা মহারাজের নামে খোৎবা পাঠ করাইব-মীর মশাররফ হোসেন)। জুমা মসজিদ (বিশেষ্য) ১ যে বৃহৎ মসজিদে শুক্রবারে নামাজ ও খোৎবা পাঠ করা হয়। ২ দিল্লির বিখ্যাত জামে মসজিদ। {(আরবি) জুম্‌আহ}
  • Bengali Word জুরি, জুরী Bengali definition [জুরি] (বিশেষ্য) আসামির বিচারের জন্য বিচারকের সাহায্যকারী নির্দিষ্ট ভদ্রমণ্ডলী; বিচারকার্যে সহায়তার জন্য আদালত কর্তৃক জনসাধারণের মধ্য থেকে নিযুক্ত ব্যক্তিগণ। {(ইংরেজি) Jury}
  • Bengali Word জুলজুল Bengali definition [জুল্‌জুল্‌] (অব্যয়) ১ মিটমিট বা ক্ষীণোজ্জ্বল ভাব (জুলজুল করে চেয়ে থাকা)। ২ অল্প অল্প; কিছু প্রকাশ কিছু অপ্রকাশ ভাব (ধান্য শীষ তার করছে বিস্তার, তলিয়ে বন্যায় জাগছে জুলজুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জ্বলজ্বল>}
  • Bengali Word জুলজেনা Bengali definition [জুল্‌জেনা] (বিশেষ্য) দুলদুল অশ্বের উপাধিবিশেষ (তাহা দেখি হাসে মনে আলীর কুমার, জুরজেনা টিপিয়া যায় তাহার মাঝার-হেয়াত মাহমুদ)। {(আরবি) যুল্‌জনাহ্‌}
  • Bengali Word জুলফ, জুলফি, জুলপি Bengali definition [জুলফ্‌, জুল্‌ফি, জুলপি] (বিশেষ্য) ১ কানের নিকট গালের কিছুদুর পর্যন্ত যে দাড়ি রাখা হয়। ২ গণ্ডদেশের উপর এলিয়ে পড়া চুল; চূর্ণকুন্তল বা কান ঝাপটা (কালো কস্তুরী জুলফি যে তার-মোহিতলাল মজুমদার)। জুলফি ওয়ালি/ ওয়ালী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) চূর্ণ কুন্তলের অধিকারিণী বা কান ঝাপটা ধারিণী (শা’জাদী জুলফওয়ালী-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) জুল্‌ফ + হি ওয়ালী}
  • Bengali Word জুলফিকার, জুলফেকার Bengali definition [জুল্‌ফিকার্‌, জুলফেকার্‌] (বিশেষ্য) হজরত আলীর তলোয়ার (নাহি সে হজরত আলী জুলফিকার নাহি-কাজী নজরুল ইসলাম; জুলফেকার খাণ্ডা নিল কোমরে বান্দিয়া-হেয়াত মাহমুদ)। {(আরবি) যুল্‌ফিকার}
  • Bengali Word জুলম Bengali definition জুলুম
  • Bengali Word জুলমাত, জুলমৎ, জূলমাত Bengali definition [জুল্‌মাত্‌, জুলমাত্‌, জুল্‌মাত্‌] (বিশেষ্য) ১ অত্যাচার; উৎপীড়ণ; অবিচার ও তজ্জনিত অনিয়ম উচ্চৃঙ্খলতা (দুনিয়াতে আজ জুলমাৎ ভারী-গোলাম মোস্তফা)। ২ প্রলয় লক্ষণ; ধ্বংসের সূচনা; অশান্তভাব; অন্ধকার (দিনের আকাশে একী জুলমাত মাঝি-ফররুখ আহমদ)। {(আরবি) জুল্‌মত}
  • Bengali Word জুলাই Bengali definition [জুলাই] (বিশেষ্য) ইংরেজি মাসবিশেষ; ইংরেজি বৎসরের সপ্তম মাস (রোমান বীর জুলিয়াস সিজারের স্মারক নাম); আষাঢ় মাসের শেষার্ধ থেকে শ্রাবণ মাসের প্রথমার্ধ পর্যন্ত। {(ইংরেজি) July}
  • Bengali Word জুলাপ Bengali definition জোলাপ
  • Bengali Word জুলি, জুলী, জোলি Bengali definition [জুলি, জুলী, জোলি] (বিশেষ্য) ছোট নালা; লম্বা সরু খাত; জলনালি। {তিব্বতি জুর; (দ্রাবিড়) জোল, জোলি}
  • Bengali Word জুলু Bengali definition [জুলু] (বিশেষ্য) দক্ষিণ আফ্রিকার অধিবাসী জাতি ও তাদের ভাষা। {(ইংরেজি) Zulu}
  • Bengali Word জুলুম, জুলম, জোলম Bengali definition [জুলুম, জুলম্‌, জোলম্‌] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; উৎপীড়ন (জালিমে জুলম কৈলে করিব সবর-সৈয়দ আলাওল)। ২ জবরদস্তি; জোরাজুরি(নিষেধ কোরানে বিধর্মী পরে করিতে কোনো জুলুম-কাজী নজরুল ইসলাম)।(বিশেষ্য) জোর জবরদস্তি ও অত্যাচারে দক্ষ; প্রবল পরাক্রান্ত অত্যাচারী (জমিদারের জুলুম-জবর আমলা নায়েব-সত্যেন্দ্রনাথ দত্ত)। জুলুমবাজ (বিশেষণ) অত্যাচারী; দুর্দান্ত। জুলুমবাজি বি। {(আরবি) জুল্‌ম}
  • Bengali Word জুলুস Bengali definition জলুস