Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word জৈতুন Bengali definition [জোইতুন্‌] (বিশেষ্য) ১ জলপাই। ২ জলপাই গাছ (জৈতুন-রাঙা রওগন নিয়ে হেরেমে প্রদীপ জ্বালিয়ে-কাজী নজরুল ইসলাম)। জৈতুনি, জৈতুনী (বিশেষণ) জলপাই বা জৈতুন ফলজাত (ওকি জৈতুনী রওগন, ওরই পারে জলপাই বনে-কাজী নজরুল ইসলাম)। {(আরবি) জয়্তুন}
  • Bengali Word জৈত্র Bengali definition [জোইত্‌ত্রো] (বিশেষণ) ১ জয়শীল; বিজয়ী (মানুষ হল তোমার স্নেহে তারা সবাই জৈত্র ধনুধারী-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পারদ। জৈত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) জেতৃ+অ(অণ্‌)}
  • Bengali Word জৈত্রি, জৈত্রী ১ Bengali definition জয়ত্রী
  • Bengali Word জৈত্রী ২ Bengali definition জৈত্র
  • Bengali Word জৈন Bengali definition [জোইন্‌] (বিশেষ্য) ধর্মসম্প্রদায়বিশেষ; মহাবীর কর্তৃক প্রবর্তিত ধর্মের অনুসারী। জিন (বিশেষ্য) সাধু; সাধক; শ্রমণ। {(তৎসম বা সংস্কৃত) জিন+অ(অণ্‌)}
  • Bengali Word জৈব Bengali definition [জোইবো] (বিশেষণ) ১ জীব-বিষয়ক; organic (উদ্ভিদ ও প্রাণী হইতে প্রাপ্ত বস্তুগুলিকে জৈব পদার্থ বলা হয়-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। ২ জীবজাত। ৩ জান্তব বা উদ্ভিজ্জ। জৈবরসায়ন (বিশেষ্য) জীব-বিষয়ক রসায়ন শাস্ত্র; organic chemistry বা biochemistry (প্রাণ রসায়ন)। {(তৎসম বা সংস্কৃত) জীব+অ(অণ্‌)}
  • Bengali Word জৈবন ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [জোইবন্‌] (বিশেষ্য) যৌবন। {(তৎসম বা সংস্কৃত) যৌবন>}
  • Bengali Word জৈবনিক Bengali definition [জোইবোনিক্‌] (বিশেষণ) জীবনঘটিত। {(তৎসম বা সংস্কৃত) জীবন+ইক(ঠঞ্‌)}
  • Bengali Word জৈমিনি Bengali definition [জোইমিনি] (বিশেষ্য) ভারতীয় মীমাংসা দর্শন প্রণেতা মুনি। জৈমিনি দর্শন (বিশেষ্য) জৈমিনি মুনি কৃত বেদের মীমাংসা এবং শ্রুতিস্মৃতির বিরোধ ভঞ্জনকারী দর্শনশাস্ত্র। জৈমিনি ভারত (বিশেষ্য) জৈমিনি মুনি প্রণীত মহাভারত গ্রন্থ। {(তৎসম বা সংস্কৃত) জৈমিনি}
  • Bengali Word জো হুকুম, যো হুকুম Bengali definition [জোহুকুম্‌] (বিশেষ্য) যে আজ্ঞা। □(বিশেষণ) অনুগত (ভৃত্য); আজ্ঞাবহ; স্তাবক। জো হুকুমের দল (বিশেষ্য) স্তাবক বা আজ্ঞাবহ বা চামচার দল। {(হিন্দি) জো+(আরবি) হুকুম}
  • Bengali Word জো, যো Bengali definition [জো] (বিশেষ্য) ১ উপায়; পথ; ফাঁক (অস্বীকার করার জো নেই)। ২ চাষের বা শস্য বপনের উপযুক্ত অবস্থা বা সময়। ৩ সুযোগ; অনুকূল অবস্থা; সুবিধা; জুত (জো পেয়ে গেছে)। ৪ উপক্রম; গতিক; জোগাড়; দশা (উৎসব মাটি হবার জো)। জোকাল (বিশেষ্য) শস্য বপনের উপযুক্ত সময়। জোবৃষ্টি (বিশেষ্য) যে বৃষ্টির ফলে ভূমি শস্য বপনের উপযুক্ত হয়। {(তৎসম বা সংস্কৃত) যোগ>জোগ>}
  • Bengali Word জো-সো Bengali definition [জোশো] (অব্যয়) যে কোনো প্রকারে; যে উপায়ে হউক। {(তৎসম বা সংস্কৃত) যঃ সঃ>(প্রাকৃত) জো সো>}
  • Bengali Word জোঁক Bengali definition [জোঁক্‌] (বিশেষ্য) রক্তপায়ী জলকীটবিশেষ; জলৌকা। জোঁকের মুখে নুন (বিশেষ্য) দুষ্টলোকের উপযুক্ত শাস্তির ব্যবস্থা; আস্ফালনকারীকে স্তব্ধ করতে পারে এমন উচিত কথা। {(তৎসম বা সংস্কৃত) জলৌকা>(প্রাকৃত) জলোআ>জোঁক; (তুলনীয়) (হিন্দি) জোংক}
  • Bengali Word জোঁকা, জোঁখা, জোখা, জোকা Bengali definition [জোঁকা, জোঁখা, জোখা, জোকা] (ক্রিয়া) ১ পরিমাণ করা বা তুলনা করা। ২ ওজন করা (জোখে বেনে চড়ায়্যা পড়্যান-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। □(বিশেষ্য) পরিমাণ; মাপ (যদি খাপের সঙ্গে তলোয়ার ঠিক জোখা মিলে যায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। জোঁকাজুঁকি (বিশেষ্য) ১ পাশাপাশি দাঁড় করিয়ে ছোট বড় পরীক্ষা। ২ মাপামাপি। জোঁকা দেওয়া (ক্রিয়া) ১ মেপে দেখা বা পাশাপাশি দেখে তুলনা করা (একবার দাঁড়াও ত ভাই জোঁকা দেই তোমার কতদূর পর্যন্ত হয়-দীনবন্ধু মিত্র)। লেখাজোঁকা (বিশেষ্য) যথাযথ হিসাব; নির্ভুল হিসাব; ব্যয়ের লিখিত হিসাবপত্র। মাপাজোঁকা (বিশেষণ) ১ নির্দিষ্ট মাপ; সুনির্দিষ্ট ; নিতান্ত পরিমিত; মাপা। {মু. জোকা; (তৎসম বা সংস্কৃত) যোগ/যোগ্য/যোজ্য>}
  • Bengali Word জোঁকার, জোকার ১ Bengali definition [জোঁকার, জোকার] (বিশেষ্য) জয়ধ্বনি; হুলুধ্বনি (জয়-জোকারে উৎসবেতে যায়-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) জয়কার>(প্রাকৃত) জোক্‌কার>}
  • Bengali Word জোকার ২ Bengali definition [জোকার্‌] (বিশেষ্য) ১ ভাঁড়। ২ বিচিত্র; বাড়তি তাসবিশেষ। {(ইংরেজি) Joker}
  • Bengali Word জোখ, জোক Bengali definition [জোখ্‌, জোক্‌] (বিশেষ্য) তুলনামূলকভাবে মাপের বা ওজনের আন্দাজ। মাপজোখ (বিশেষ্য) আন্দাজমতো মাপ বা হিসাব; পরিমাপ। {মু. জোকা; (তৎসম বা সংস্কৃত) যোগ/যোগ্য/যোজ্য>}
  • Bengali Word জোগান, যোগান Bengali definition [যোগান্‌] (বিশেষ্য) ১ এনে দেওয়া; সরবরাহ। ২ নিয়মিত সরবরাহ। জোগানদার (বিশেষ্য) সরবরাহকারী। {√জোগা+আন}
  • Bengali Word জোগাড়, যোগাড় Bengali definition [জোগাড়্‌] (বিশেষ্য) ১ উদদযোগ; আয়োজন; ব্যবস্থা। ২ উপক্রম। ৩ সংগ্রহ; আহরণ। যোগান দেওয়া (ক্রিয়া) ১ কারো কাজের সহায়তা করা। ২ প্রধান কর্মকর্তার হাতের কাছে প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী সরবরাহ করে সাহায্য করা। যোগাড় যন্ত্র (বিশেষ্য) আয়োজনাদি; কোনো কাজ সম্পন্ন করবার উপকরণাদি সংগ্রহ। জোগাড়ে, জোগালে (বিশেষণ) সংগ্রহকারী; যিনি জোগাড় করতে ওস্তাদ। □(বিশেষ্য) সাহায্যকারী। {(তৎসম বা সংস্কৃত) √যুজ্‌>যোগ+(বাংলা) আড়>}
  • Bengali Word জোচ্চুরি, জোচ্চুরিপনা, জোচ্চোর Bengali definition জুয়া
  • Bengali Word জোছনা (পদ্য.) Bengali definition [জোছন্] (বিশেষ্য) জ্যোৎস্না; চন্দ্রালোক। (অন্ধ এ মন্দিরে তুমি উদার জোছনা-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) জ্যোৎস্না>}
  • Bengali Word জোঝা, জুঝা Bengali definition [জোঝা, জুঝা] (ক্রিয়া) ১ ক্রিয়া; লড়া। ২ বোঝাপড়া করা। জুঝারু ((মধ্যযুগীয় বাংলা)) (বিশেষ্য) ১ যোদ্ধা (ঊনলক্ষ রণদক্ষ জুঝারু-মাতঙ্গ-ঘনরাম চক্রবর্তী)। □(বিশেষণ) যুদ্ধপটু। জোঝাজুঝি (বিশেষ্য) পরস্পরের যুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) √যুধ্‌>(প্রাকৃত) √জুজ্‌ঝ>√জুঝ}
  • Bengali Word জোট Bengali definition [জোট্‌] (বিশেষ্য) ১ দল দলেবলে ঘোঁট; জটলা (জোট বাঁধা বা পাকানো)। ২ মেল; সমাবেশ; ভিড়; জমায়েত (জোট করা বা হওয়া)। ৩ গিঁঠ; জট; জটিল; গ্রন্থি। জোট নিরপেক্ষ (বিশেষণ) সমকালীন বিশ্বের বৃহৎ শক্তিবর্গের সামরিক জোটে অন্তর্ভুক্ত না থাকা। জোট নিরপেক্ষতা বি। জোট পাট (বিশেষ্য) জটলা বা একত্র মিলন। ২ জোগাড়যন্ত্র। জোটবদ্ধ, জোঠবদ্ধ (বিশেষণ) একত্র সমাবিষ্ট; দলবদ্ধ; মিলিত (দেশের বদমাইশ সর্দ্দার লাঠিয়াল বহুতর জোঠবদ্ধ হয়েছে-মীর মশাররফ হোসেন)। জোটভাঙা (ক্রিয়া) বিচ্ছিন্ন হওয়া; জোড় ঘোচা। □(বিশেষণ) বিচ্ছিন্ন। এক জোট (বিশেষণ) দলবদ্ধ; একসঙ্গে মিলিত; একত্রিত। {(তৎসম বা সংস্কৃত) যূথ>জুট, জোট্‌}
  • Bengali Word জোটা, জুটা, যোটা Bengali definition [জোটা, জুটা, জোটা] (ক্রিয়া) ১ জোগাড় হওয়া; মেলা; সংগৃহীত হওয়া (অন্ন জোটে না কথা জোটে মেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মিলিত হওয়া; একত্র হওয়া (ছাত্রের দল জুটেছে)। ৩ উপস্থিত হওয়া (এসে জোটা)। ৪ লঅভ করা; পাওয়া (একটা চাকরী জুটিয়া গেল-আবু রুশ্‌দ্‌)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জোটাজোট (বিশেষ্য) ১ জোগাড়যন্ত্র;যোগসাজস। ২ পরস্পর মিলন। জোটানো, জুটানো, জুটনো (ক্রিয়া) ১ সংগ্রহ করা বা একত্র করা; একসঙ্গে সমাবেশ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। জুটেপুটে (ক্রিয়াবিশেষণ) ১ দলবদ্ধ হয়ে। জোটেবুড়ি, জুটেবুড়ি⇒জটে। {(তৎসম বা সংস্কৃত) যূথ>}
  • Bengali Word জোত ১, জোৎ ১, যোত Bengali definition [জোত্‌] (বিশেষ্য) লাঙল বা গাড়িতে গরু ঘোড়া প্রভৃতি বাঁধার দড়ি বা চামড়ার রশি। {(তৎসম বা সংস্কৃত) যোক্ত>জোত্ত>}
  • Bengali Word জোত ২, জোৎ ২ Bengali definition [জোত্‌] (বিশেষ্য) ১ কৃষকের চাষের জমি (আমার জোতের জমি হাল জরিপে কম হইয়াছে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ কর্ষণযোগ্য মাটি জমি বা ভূসম্পত্তি। ৩ ব্যক্তিমালিকানাধীন বনাঞ্চল (পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জোত সমিতি)। জোতজাম (বিশেষ্য) ভূসম্পত্তি; বিষয়-সম্পত্তি (কোঠাবাড়ী জোতজমা-রবীন্দ্রনাথ ঠাকুর)। জোতজমি (বিশেষ্য) জমিদারের নিকট থেকে জমা নেওয়া চাষের জমি (হাজার হাজার মুসলমান তাহাদের জোতজমি বৃটিশের হাতে তুলিয়া দিতে বাধ্য হয়-মোঃ ওয়ালিউল্লাহ)। জোতদার (বিশেষ্য) রায়ত; জমিদারের অধীনস্থ কর্ষণযোগ্য ভূসম্পত্তিবিশিষ্ট প্রজা। জোতস্বত্ব (বিশেষ্য) চাষের জমিতে স্বত্ব। {(আরবি) দয়’আত}
  • Bengali Word জোতা, যোতা, জুতা, যুতা Bengali definition [জোতা, জোতা, জুতা, জুতা] (ক্রিয়া) গাড়ি, ঘানি বা লাঙ্গলাদিতে পশু যোজন করা বা জোড়া বা যুক্ত করা। {(তৎসম বা সংস্কৃত) যোক্ত>জোট}
  • Bengali Word জোতানো, যোতানো Bengali definition [জোতানো, জোতানো] (বিশেষ্য) জোড়ন বা যুক্তকরণ। □(বিশেষণ) যুক্ত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) যোজন>}
  • Bengali Word জোত্র, জোত্তর Bengali definition [জোত্‌ত্রো, জোত্‌তোর্‌] (বিশেষ্য) ১ জো; সুযোগ; উপায়। ২ সংস্থান। {(তৎসম বা সংস্কৃত) যোত্র>}
  • Bengali Word জোনাকি, জোনাকিপোকা, জুনি, জুনিপোকা Bengali definition [জোনাকি, জোনাকিপোকা, জুনি, জুনিপোকা] (বিশেষ্য) জ্যোতিবিশিষ্ট ক্ষুদ্র পতঙ্গাবিশেষ; খদ্যোত। {(তৎসম বা সংস্কৃত) জ্যোৎস্নাকীর্‌>}