Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ছোঁ Bengali definition [ছোঁ] (বিশেষ্য) কামড়; ছোবল; হঠাৎ আক্রমণ। (ছোঁ মারা, ছোঁ দেওয়া)। {(তৎসম বা সংস্কৃত) √ছুপ্‌>ছোপ>}
  • Bengali Word ছোঁক ছোঁক Bengali definition [ছোঁক্‌ছোঁক্‌] (অব্যয়) লোলুপতাজনিত চাঞ্চল্য প্রকাশক। মন ছোঁক ছোঁক করা (ক্রিয়া) কোনো বিষয়ে মন ব্যাকুল হওয়া। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছোঁকা Bengali definition [ছোঁকা] (বিশেষ্য) ছক্কা; ঘি-সহযোগে (ছয়টি) বিভিন্ন তরকারি যোগে প্রস্তুত ব্যঞ্জনবিশেষ। {(তুলনীয়) (হিন্দি) ছোঁকনা}
  • Bengali Word ছোঁচা Bengali definition [ছোঁচা] (বিশেষ্য), (বিশেষণ) খাদ্য-লোভী; ভোজনের ব্যাপারে নির্লজ্জ ও স্বার্থপর (ছোঁচা তুমি তোমার সঙ্গে আড়ি আমার যাও-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ছুছুন্দর>ছোটা>ছোঁচা}
  • Bengali Word ছোঁচানো, ছোঁচান Bengali definition [ছোঁচানো] (ক্রিয়া) মলত্যাগের পর পরিষ্কার করানো; জল শৌচ করা বা করানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) শৌচ>ছোঁচ+আনো}
  • Bengali Word ছোঁড়া ১ Bengali definition [ছোঁড়া] (বিশেষ্য) (অবজ্ঞার্থে) ছোকরা; কিশোর; বালক। ছুঁড়ি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ছমণ্ড}
  • Bengali Word ছোঁড়া ২ Bengali definition ছোড়া
  • Bengali Word ছোঁয়া, ছুঁয়া Bengali definition [ছোঁয়া, ছুঁয়া] (ক্রিয়া) স্পর্শ করা। □(বিশেষ্য) স্পর্শ (একটুকু ছোঁয়া লাগে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) ১ স্পর্শ করা হয়েছে এমন; স্পৃষ্ট (ছোঁয়া খাবার)। ২ ছুঁয়েছে বা ছুঁইছুঁই করছে এমন (আকাশ-ছোঁয়া দালান)। ছোঁয়াচ (বিশেষ্য) ১ স্পর্শ বা স্পর্শের প্রভাব (এখনকার কালের ছোঁয়াচ আমাকে লাগিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হানিকর সংস্পর্শ। ছোঁয়াচে (বিশেষণ) সংক্রামক; স্পর্শে সংক্রমিত হয় এমন (এ জিনিসটা ছোঁয়াচে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ছোঁয়াছুঁয়ি (বিশেষ্য) ১ বার বার স্পর্শ। ২ পরস্পর স্পর্শ। ৩ স্পর্শজনিত দোষ। ছোঁয়ানো (ক্রিয়া) স্পর্শ করা; ঠেকানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। ছোঁয়ালেপা (বিশেষ্য) ১ অস্পৃশ্য বস্তুর বা ব্যক্তির সংস্রব। ২ স্পর্শদোষ। {(তৎসম বা সংস্কৃত) √ছুপ্‌+আ}
  • Bengali Word ছোকরা Bengali definition [ছোক্‌রা] (বিশেষ্য) ১ (অবজ্ঞার্থে) ছোঁড়া; নব যুবক; কিশোর; বালক। ২ অল্প বয়স্ক চাকর (তাহাতে একজন মুদি ও একটি ছোকরা মাত্র ছিল-ইসমাইল হোসেন শিরাজী)। □(বিশেষণ) অপরিণতবয়স্ক। ছুকড়ি, ছুড়ি (স্ত্রীলিঙ্গ)। {(আরবি) সুগরা; সগীর}
  • Bengali Word ছোট, ছোটো Bengali definition [ছোটো] (বিশেষণ) ১ কণিষ্ঠ (ছোট ভাই)। ২ অপেক্ষাকৃত অল্পবয়স্ক (সে আমার ছোট)। ৩ ক্ষুদ্র; খর্ব (ছোট আকার)। ৪ হীন; নীচ; হেয় (ছোট মন)। ৫ সমাজে অবনত (ছোট জাত)। ৬ ক্ষমতায় বা পদমর্যাদায় অপেক্ষাকৃত খাটো (ছোট বড়, ছোট জা, ছোট আদালত)। ৭ বিনীত; নম্র (বড় যদি হতে চাও ছোট হও তবে)। ৮ সংকুচিত (ছোট হওয়া)। ৯ মর্যাদায় হীন বা নীচ (ছোট করা)। ছোটখাটো (বিশেষণ) ১ অল্পায়তন; খর্বাকৃতি (ছোটখাটো মানুষটি)। ২ নাতিদীর্ঘ (ছোটখাটো বক্তৃতা)। ছোটমুখে বড় কথা (বিশেষ্য) ১ অবস্থার পক্ষে অশোভন উক্তি। ২ অযথা অহঙ্কার; বৃথা গর্ব। ছোট লোক (বিশেষ্য) ১ নীচ স্বভাবের বা ইতর প্রকৃতির লোক। ২ অভদ্র বা অসভ্য ব্যক্তি। ৩ অন্ত্যজ বা নীচ কুলের লোক। ছোটলোকি, ছোটলোকামি (বিশেষ্য) ছোটলোকের আচরণ। □(বিশেষণ) ছোটলোকসুলভ; ইতরজনোচিত (ছোটলোকি… চেহারা বিলেতে বড় একটা দেখা যায় না-প্রচৌ)। ছোটলোকামির সাধনাই আমাদের কাছে জীবন-সাধন হয়ে দাঁড়ায়-মোহিতলাল মজুমদার)। ছোট-হাজরি (বিশেষ্য) প্রাতরাশ; নাশতা (ফজর তো হল এখন ছোটহাজরির জন্যে একটা গাঙ্গ ফড়িং পেলে হয় ভালো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষুদ্র>(প্রাকৃত) ছুট্ট>}
  • Bengali Word ছোটা ১, ছুটা Bengali definition [ছোটা, ছুটা] (ক্রিয়া) ১ অতি দ্রুত বেগে সামনের দিকে অগ্রসর হওয়া; ধাবিত হওয়া; দৌড়ানো; অতিদ্রুত চলা, প্রবাহিত হওয়া (ঘোড়া ছোটা, হাওয়া ছোটা)। ২ প্রবলভাবে বের হওয়া (রক্ত ছোটা)। ৩ লোপ পাওয়া (ঘুম ছোটা)। ৪ দূর হওয়া; ছাড়া; মুক্ত হওয়া (ভোর থেকে আজ বাদল ছুটছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □(বিশেষণ) উক্ত সকল অর্থে। ছোটাছুটি, ছুটোছুটি (বিশেষ্য) ১ দৌড়াদৌড়ি। ২ অতি ব্যস্ততা। ছোটানো (ক্রিয়া) ১ ধাবিত করানো। ২ বেগে প্রবাহিত করানো। ৩ ভাঙা; ভেঙে ফেলা; বিচ্ছিন্ন করা; দূর করা। ৪ বন্ধ করা। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। মনছোটা (ক্রিয়া) প্রচণ্ড আশঙ্কা বা ঝোঁক হওয়া। মুখছোটা (ক্রিয়া) অনর্গল বিরতিহীন কথা বলা। {(তৎসম বা সংস্কৃত) ক্ষিপ্ত>(প্রাকৃত) ছুট্‌ঠ>}
  • Bengali Word ছোটা ২ Bengali definition [ছোটা] (বিশেষ্য) শুকনা লতা কলার বাসনা ইত্যাদির সাহায্যে প্রস্তুত বোঝা বাঁধার দড়ি। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>}
  • Bengali Word ছোটো Bengali definition ছোট
  • Bengali Word ছোট্ট Bengali definition [ছোট্‌টো] (বিশেষণ) ১ অত্যন্ত ছোট; অতি ক্ষুদ্র; হ্রস্ব; সামান্য। {(তৎসম বা সংস্কৃত) ক্ষুদ্র>(প্রাকৃত) ছুট্ট>}
  • Bengali Word ছোপ Bengali definition [ছোপ্‌] (বিশেষ্য) ১ ছাপ; দাগ; রং; কলির ছোপ (সাহেবি কাপড়ের সঙ্গে মনেও সাহেবিয়ানার ছোপ ধরে-প্রথম চৌধুরী)। ২ প্রলেপ (বাহিরের ছোপ আঁচড়ে সে লোপ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ছোপানো, ছোপান, ছুপানো, ছুপান (ক্রিয়া) রঞ্জিত করা; রাঙানো। □(বিশেষ্য) রঞ্জিতকরণ। □(বিশেষণ) ১ রঙিন; ছাপা (ছোপানো…গামছা হাতে-কালীপ্রসন্ন সিংহ)। ২ রঞ্জিত (তার মেহেদী-ছোবানো হাতের চেয়েও লাল হয়ে উঠেছিল তার মুখটা-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) ছুপ্‌>(বাংলা) ছোপ}
  • Bengali Word ছোবল Bengali definition [ছোবোল্‌] (বিশেষ্য) ১ সর্পাঘাত; দংশন; খাবল (ছোবলে মোরা নিজেরাই মরি-আশরাফ সিদ্দিকী)। ২ ছোঁ। ছোবলানো, ছুবলানো (ক্রিয়া) দাঁত বা মুখ দ্বারা হঠাৎ আক্রমণ করা; ছোবল মারা। ২ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত) কবল>; (তৎসম বা সংস্কৃত) ছুপ্‌>}
  • Bengali Word ছোবা Bengali definition [ছোবা] (বিশেষ্য) ১ নারকেলের ছোবড়া। ২ মৃৎপাত্র বিশেষ (ছোবাতে তেলটুকু দিয়া বেগুন তাহাতে ফেলিয়া দিয়া ভাজে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় )। {(তৎসম বা সংস্কৃত) শল্ল>ছাল>ছোল>ছোব+আ}
  • Bengali Word ছোবড়া Bengali definition [ছোব্‌ড়া] (বিশেষ্য) ১ ছিবড়া; ফলের আঁশওয়ালা খোসা (ছোবড়া যেমন নারিকেলের বাহ্যিক অংশ; রূপও স্ত্রীলোকের বাহ্যিক অংশ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ রসহীন; শুষ্ক নারিকেলের বহিরাবরণ (কচি ছেলেটা কাজের যন্ত্রগুলো দাঁতে চিবিয়ে ছোবড়া বানিয়ে ছেড়ে দিলে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) শল্ল>ছাল>ছোব, ছোপ+ড়া}
  • Bengali Word ছোরা Bengali definition [ছোরা] (বিশেষ্য) আকারে বড় ছুরি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ছুরিকা>(প্রাকৃত) ছুরিআ>}
  • Bengali Word ছোলঙ্গ Bengali definition [ছোলঙ্‌গো] (বিশেষ্য) ফলবিশেষ; বাতাবি লেবু (গুয়া নারিকেল বেল ডালিম্ব ছোলঙ্গ-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) সুরঙ্গ>ছোলঙ্গ}
  • Bengali Word ছোলতান Bengali definition সুলতান
  • Bengali Word ছোলদারি Bengali definition [ছোল্‌দারি] (বিশেষ্য) সৈন্যদের ত্রিকোণ তাঁবু। {(ইংরেজি) soldier>+(বাংলা) ই}
  • Bengali Word ছোলা ১, ছুলা Bengali definition [ছোলা, ছুলা] (ক্রিয়া) ১ ছাল ছাড়ানো। ২ ছাঁচা; পরিষ্কার করা (জিভ ছোলা)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ছোলানো (ক্রিয়া) খোসা ছাড়িয়ে নেওয়া। □(ক্রিয়াবিশেষণ) উক্ত অর্থে। {ছোল্‌+আ; (তৎসম বা সংস্কৃত) শল্ল>}
  • Bengali Word ছোলা ২ Bengali definition [ছোলা] (বিশেষ্য) ডাল জাতীয় শস্য বিশেষ; চানা; বুট; চণক। {(তৎসম বা সংস্কৃত) চণক>}
  • Bengali Word ছোলে, ছোলেনামা Bengali definition সোলে
  • Bengali Word ছোহারা Bengali definition [ছোহারা] (বিশেষ্য) শুকনা খেজুর; খোরমা (অকরোট ছোহারা লবঙ্গ জলপাই-সৈয়দ আলাওল)। {(হিন্দি) ছুহারা}
  • Bengali Word ছোড়ই Bengali definition [ছোড়োই] (ক্রিয়া) ১ ত্যাগ করে; ছাড়ে। □(অসমাপিকা ক্রিয়া) ত্যাগ করে; ছেড়ে। ছোড়ন (বিশেষ্য) পরিত্যাগ; ছাড়াছাড়ি; বর্জন; বিচ্ছিন্নতা (আর ছোড়ন নেই)। ছোড়ব ((ব্রজবুলি)) (ক্রিয়া) ছাড়বে; ত্যাগ করবে। ছোড়বি ((ব্রজবুলি)) (ক্রিয়া) ছাড়বি; ত্যাগ করবি (তুহু নহি বিসরবি ‍তুঁহু নহি ছোড়বি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {√ছোড়্‌+ই; (তুলনীয়) (হিন্দি) ছোড়না}
  • Bengali Word ছোড়ভঙ্গ Bengali definition [ছোড়্‌ভঙ্‌গো] (বিশেষণ) বিচ্ছিন্ন ছাড়াছাড়ি; বিশৃঙ্খল। {(তৎসম বা সংস্কৃত) ছত্রভঙ্গ}
  • Bengali Word ছোড়া. ছোঁড়া, ছুড়া, ছুঁড়া Bengali definition [ছোড়া, ছোঁড়া, ছুড়া, ছুঁড়া] (ক্রিয়া) ১ ছুড়ে ফেলা; নিক্ষেপ করা (ঢিল ছোড়া)। ২ দাগা (বন্দুক ছোড়া)। ৩ ইতস্তত নিক্ষেপ করা; বিক্ষেপ করা (হাত-পা ছোড়া)। □(বিশেষ্য) উক্ত সকল অর্থে। □(বিশেষণ) নিক্ষিপ্ত। ছোড়ানো (ক্রিয়া) ১ নিক্ষেপ করানো; ত্যাগ করানো; বিক্ষেপ করানো। ২ দাগানো। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষিপ্‌>ছুড়্‌+আ}
  • Bengali Word ছ্যা Bengali definition ছি