Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ছত্র ২, ছত্তর Bengali definition [ছত্‌ত্রো, ছত্‌তোর্‌] (বিশেষ্য) সত্র; অন্ন খাদ্যদ্রব্য বা পানীয় বিতরণের স্থান (জলছত্র)। {(তৎসম বা সংস্কৃত) সত্র>}
  • Bengali Word ছত্র ৩ Bengali definition [ছত্‌ত্রো] (বিশেষ্য) ১ পদ্যে পঙ্‌ক্তি বা চরণ; লাইন (এক ছত্র লিখে পাঠাও)। ২ সারি। ৩ পদ (ছত্রে ছত্রে ভুল)। ছত্রভঙ্গ (বিশেষ্য) ১ সারি ভাঙা; দলের বিশৃঙ্খলা। ২ বিপক্ষের আক্রমণে সৈন্যদলের বিশৃঙ্খলা। ৩ অরাজকতা; এলোমেলো; দলচ্যুত। {(আরবি) সতর}
  • Bengali Word ছত্রশালা Bengali definition [ছত্‌ত্রোশালা] (বিশেষ্য) পাঠশালা (পঞ্চম বরিষ যদি হইল রাজবালা পড়িতে গুরুর স্থানে দিল ছত্রশালা-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+শালা}
  • Bengali Word ছত্রাক Bengali definition ছত্র১
  • Bengali Word ছত্রাকার Bengali definition [ছত্‌ত্রাকার্‌] (বিশেষণ) চতুর্দিকে বিক্ষিপ্ত; বিশৃঙ্খলভাবে বিকীর্ণ; এলোমেলো; ছত্রখাঁন; খোলা ছাতার শিকের মতো দূরে ছড়িয়ে পড়া অর্থে (কড়িগুলি চারিধারে ছত্রাকার হইয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+আকার; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ছত্রি ১ Bengali definition [ছোত্‌ত্রি] (বিশেষ্য) নৌকা প্রভৃতির ছই বা চালা। ছত্রিদণ্ড (বিশেষ্য) ১ ছত্রধারী দণ্ড; মশারি টাঙাতে ব্যবহৃত লম্বা দণ্ড (পর্দা ফুটিয়া বড় পালঙ্গের ছত্রিদণ্ডের ছায়া… দেখা যাইতেছে-মীর মশাররফ হোসেন)। ২ ছইয়ের কাঠামো। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+(বাংলা) ই}
  • Bengali Word ছত্রি ২, ছত্রী ১ Bengali definition [ছোত্‌ত্রি] (বিশেষ্য) ক্ষত্রিয় জাতিবিশেষ; ক্ষেত্রী; খেত্রী। {(তৎসম বা সংস্কৃত) ক্ষত্রিয়>}
  • Bengali Word ছত্রিশ Bengali definition [ছোত্‌ত্রিশ্‌] (বিশেষ্য), (বিশেষণ) ৩৬ সংখ্যা বা ৩৬ সংখ্যক। ছত্রিশজাত (বিশেষ্য) ১ বাঙালি হিন্দুর বর্ণভেদ অনুযায়ী ছত্রিশ জাত, যেমন-ব্রহ্মণ, কায়স্থ, বৈদ্য, কামার, কুমোর, মোদক, সদ্‌গোপ, নাপিত, তেলি, সবর্ণবণিক, সাহা, যুগী, কৈবর্ত, নমঃশূদ্র, রাজবংশী, পৌণ্ড্রক্ষত্রিয় ইত্যাদি-তবে ছত্রিশ জাত বলা হলেও বাঙালি হিন্দুর জাত সংখ্যা অর্ধশতাধিক। ২ (আলঙ্কারিক) উচ্চনীচ নানা জাতের সমাহার। {(তৎসম বা সংস্কৃত) ষট্‌ত্রিংশৎ>(প্রাকৃত) ছত্তীস>}
  • Bengali Word ছত্রী (-ত্রিন্‌) Bengali definition [ছোত্‌ত্রি] (বিশেষণ) ছাতা মাথায় আছে এমন; ছত্রধারী। {(তৎসম বা সংস্কৃত) ছত্র+ইন্‌(ইনি)}
  • Bengali Word ছদ Bengali definition [ছদ্‌] (বিশেষ্য) ১ গাছের পাতা; বৃক্ষপত্র (সপ্তচ্ছদ)। ২ আচ্ছাদন; আবরণ; পোশাক (পোশাক-পরিচ্ছদ)। {(তৎসম বা সংস্কৃত) √ছদ্‌+অ(ঘ)}
  • Bengali Word ছদমা Bengali definition [ছদ্‌মা] (বিশেষ্য) আঘাত। {(আরবি) সদ্‌মাহ্‌}
  • Bengali Word ছদি Bengali definition [ছোদি] (বিশেষ্য) ১ ছাদ; গৃহের চাল। ২ আচ্ছাদন। {(তৎসম বা সংস্কৃত) √ছদ্‌+ই(কি)}
  • Bengali Word ছদ্ম Bengali definition [ছদ্‌দোঁ] (বিশেষণ) ছল; কপট। ছদ্মবেশ (বিশেষ্য) আত্মপরিচয় গোপনার্থে পরিধেয় বেশ। ছদ্মবেশী (-শিন্‌) (বিশেষণ) ছদ্মবেশ ধারণ করেছে এমন; ছদ্মবেশধারী। ছদ্মবেশিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √ছদ্‌+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word ছন, ছোন (বিরল) Bengali definition [ছন্‌, ছোন্‌] (বিশেষ্য) শণ; ঘরের ছাউনি দেওয়ার জন্য ব্যবহৃত খড়জাতীয় তৃণ (ঘরখানি যে দাঁড়িয়ে হাসে ছোনের ছানি নিয়ে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শণ>}
  • Bengali Word ছনছন Bengali definition [ছন্‌ছন্‌] (অব্যয়) সর্দি জ্বর জ্বর ভাব-ঈষৎ অসুস্থতা ইত্যাদি প্রকাশ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছনমন Bengali definition [ছন্‌মন্‌] (অব্যয়) চঞ্চল; ব্যাকুল; অস্বস্তিসূচক। ছনমনা (বিশেষণ) চঞ্চল; ব্যাকুল (ছনমনা ভাব)। ছনমনকরা (ক্রিয়া) উক্ত সকল অর্থে (জাহান আবার এই কথাতে সেইরূপ ছনমন করিয়া উঠিল-গোম)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছন্দ ১, ছন্দঃ Bengali definition [ছন্দো, ছন্দহ্‌] (বিশেষ্য) ১ ছাঁদ; পদ্যবন্ধ; রচনানুবন্ধ; মাত্রা বা তাল। ২ পদ্যের রচনারীতি। ছন্দপতন, ছন্দপাত (বিশেষ্য) ছন্দের ত্রুটি; পদ্যে মাত্রা বা তালের অভাব বা আধিক্য। ছান্দস বিণ। {(তৎসম বা সংস্কৃত) √ছন্দ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ছন্দ ২ Bengali definition [ছন্দো] (বিশেষ্য) ঝোঁক; ইচ্ছা (ছন্দানুগমন)। ২ বশ্যতা; অধীনতা; ইচ্ছানুবর্তিতা (স্বচ্ছন্দে)। ৩ রকম; প্রকার (বিভিন্ন ছন্দে)। ৪ ছলনা; প্রতারণা (বড়ই দানিসবন্দ কাহাকে না করে ছন্দ-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ছন্দানুগমন, ছন্দানুসরণ (বিশেষ্য) ইচ্ছা অনুযায়ী চলন বা কার্যকরণ। ছন্দানুগামী, ছন্দানুসারী (বিশেষণ) ইচ্ছা অনুযায়ী চলে এমন। ছন্দানুবর্তন, ছন্দানুবৃত্তি (বিশেষ্য) পরের মন জুগিয়ে চলন। ছন্দানুবর্তী (বিশেষণ) পরের মন জুগিয়ে চলে এমন। {(তৎসম বা সংস্কৃত) √ছন্দ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word ছন্দবদ্ধ, ছন্দোবদ্ধ Bengali definition [ছন্‌দোবদ্‌ধো, ছন্‌দোবদ্‌ধো] (বিশেষণ) ১ ছন্দে রচিত। ২ পদ্যবন্ধে রচিত। □(বিশেষ্য) ধ্বনি ও মাত্রার সুষম বাঁধুনি; গঠন পারিপাট্য। {(তৎসম বা সংস্কৃত) ছন্দঃ,>+বদ্ধ; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ছন্দবন্ধ Bengali definition [ছন্‌দোবন্‌ধো] (বিশেষ্য) বাক-কৌশল; ফন্দি-ফিকির। ছন্দেবন্ধে (ক্রিয়াবিশেষণ) কথার-কৌশলে; ফন্দি-ফিকিরে। {(তৎসম বা সংস্কৃত) ছন্দ+বন্ধ; ৬ (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word ছন্দানুগমন, ছন্দানুগামী, ছন্দানুবর্তন, ছন্দানুবর্তী, ছন্দানুবৃত্তি, ছন্দানুসরণ, ছন্দানুসারী Bengali definition ছন্দ২
  • Bengali Word ছন্ন Bengali definition [ছন্‌নো] (বিশেষণ) আচ্ছন্ন; আচ্ছাদিত; আবৃত। ২ লুপ্ত; নষ্ট; বিধ্বস্ত; বিনষ্ট; অপসারিত; দুরীভূত (পাপ তাপ হবে ছন্ন নানারস সুসম্পন্ন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ছন্নছাড়া (বিশেষণ) আশ্রয়হীন; নিরাশ্রয় (তাহলে হয়ত আজকের মত এমনি ছন্নছাড়া রিক্ত হতেন না তিনি-হেয়াত মাহমুদ)। ছন্নতা (বিশেষ্য) ১ আচ্ছন্নতা; মোহ (মহাভারতের ভাষায় সামাজিক নকশা বয়ন করা ছন্নতা মাত্র-প্রথম চৌধুরী)। ২ পাগলামি; বুদ্ধিভ্রষ্টতা। ছন্নমতি (বিশেষণ) লুপ্তবুদ্ধি; বুদ্ধিশূন্য; নষ্টবুদ্ধি (জীবব্রজ ধাইছে চৌদিকে ছন্নমতি-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √ছাদি+ত(ক্ত)}
  • Bengali Word ছপছপ Bengali definition [ছপ্‌ছপ্‌] (অব্যয়) জলে বা জলা জায়গায় কোনো প্রকার আঘাতজনিত শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছফ Bengali definition [ছফ্‌] (বিশেষ্য) কাতার; সারি; দীর্ঘ পাটি; দীর্ঘ চাটাই। {(আরবি) সফ্‌ফ}
  • Bengali Word ছবর (বিরল) Bengali definition [ছবর্‌] (বিশেষ্য) কারণ (যে কাজে আইনু শুন তাহার ছবর-সৈয়দ হামজা)। {(আরবি) সবর্‌}
  • Bengali Word ছবি ১ Bengali definition [ছোবি] (বিশেষ্য) ১ কিরণ; দ্যুতি; দীপ্তি; প্রভা (রবিচ্ছবি)। ২ শোভা; কান্তি; সৌন্দর্য (মুখচ্ছবি)। {(তৎসম বা সংস্কৃত)√ছো+বি (ক্বিন্‌)}
  • Bengali Word ছবি ২ Bengali definition [ছোবি] (বিশেষ্য) ১ প্রতিমূর্তি; প্রতিকৃতি। ২ চিত্র; আলেখ্য। ৩ চলচ্চিত্র; সিনেমা। {(আরবি) সবীহ>তসবীর। কিংবা (তৎসম বা সংস্কৃত) √ছো+ই}
  • Bengali Word ছমছম Bengali definition [ছম্‌ছম্‌] (অব্যয়) শঙ্কাজনিত দেহবিকৃতি; ভয়জনিত দেহের বিকার। {(তৎসম বা সংস্কৃত) চমৎ>চমক>ছম; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছরকট, চরকোট Bengali definition [ছর্‌কট্‌, ছর্‌কোট্‌] (বিশেষ্য) ১ বিশৃঙ্খলাপূর্ণ; বিশৃঙ্খলা; বন্দোবস্তের অভাব (বিদ্যাসাগর বাবু এ ছরকট টের পান নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ছড়াছড়ি; ইতস্তত বিক্ষেপ। {(তৎসম বা সংস্কৃত) ছত্র>+কুট}
  • Bengali Word ছররা Bengali definition ছটরা