Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ছিয়াল, ছীয়াল Bengali definition [ছিয়াল্‌] (বিশেষণ) ১ বাড়ন্ত; দীঘল; বিশাল। □(অব্যয়) নামের পূর্বে ব্যবহৃত শব্দবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) শ্রী+বালা (ওয়ালা)}
  • Bengali Word ছিয়াশি Bengali definition [ছিয়াশি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৬ সংখ্যা; ৮৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষড়শীতি>}
  • Bengali Word ছিয়ে Bengali definition (ব্রজবুলি) (অব্যয়) ছি; ধিক; ধিক্কার বা লজ্জা প্রকাশক শব্দ (রাখা ছিয়ে ছিয়ে চঞ্চল চিত্ত তোহারি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(প্রাকৃত) ছিছি}
  • Bengali Word ছুঁই ছুঁই Bengali definition [ছুঁইছুঁই] (অব্যয়) ছোঁয়া লাগে লাগে এরূপ ভাবপ্রকাশক; সন্নিকটে; অতি কাছে। {(তৎসম বা সংস্কৃত) √ছুপ্‌>(প্রাকৃত) ছুর>ছুঁ+ই}
  • Bengali Word ছুঁচ Bengali definition [ছুঁচ্‌] (বিশেষ্য) সুচ; সেলাই করার জন্য ব্যবহৃত ক্ষুদ্রাকার তীক্ষ্মমুখ শলাকাবিশেষ। ছুঁচ ফুটানো (ক্রিয়া) ১ সুচ দ্বারা বিদ্ধ করা। ২ (আলঙ্কারিক) মর্মবিদ্ধ করা। {(তৎসম বা সংস্কৃত) সূচি>}
  • Bengali Word ছুঁচল, ছুঁচলো Bengali definition ছুঁচাল
  • Bengali Word ছুঁচা, ছুঁচো Bengali definition [ছুঁচা, ছুঁচো] (বিশেষ্য) ১ ইদুরজাতীয় প্রাণী; ছুছন্দরী; গন্ধমূষিক। ২ অসৎ বা ঘৃণিত ব্যক্তি। □(বিশেষণ) খাই-খাই স্বভাববিশিষ্ট; লোভী। ছুঁচা বাজি, ছুঁচা বাজী (বিশেষ্য) ছুঁচার ন্যায় বেগে ধাবমান আতসবাজি। ছুঁচামেরে হাত গন্ধ করা (ক্রিয়া) তুচ্ছ ব্যক্তিকে শাস্তি দিয়ে অখ্যাতি লাভ করা। ছুঁচোর কেত্তন (বিশেষ্য) ১ ছুঁচার চিৎকারের মতো বিরক্তিজনক চেঁচামেচি। ২ অনবরত কলহ। ৩ ছুঁটার বিষ্ঠার মতো জুগুপ্সাজনক অবস্থা; অভাবজাত বিশৃঙ্খল অবস্থা। ঘরে ছুঁচোর কেত্তন, বাইরে কোঁচার পত্তন-বাড়িতে চরম দারিদ্র্য বাইরে বড়লোকি দেখানো; প্রকৃত অবস্থা গোপন করে আড়ম্বর প্রদর্শন। সাপের ছুঁচা গেলা ১ দুর্গন্ধযুক্ত ছুঁচো গলাধঃকরণ কষ্টদায়ক অথচ সাপের পক্ষে তার মুখের গঠনের দরুণ কিছুটা গেলা ছুঁচো উদ্‌গিরণ অসম্ভব। ২ উভয়-সঙ্কট দশা। {(তৎসম বা সংস্কৃত) ছুচুন্দরী; (তৎসম বা সংস্কৃত) তুচ্ছ> (প্রাকৃত) ছুচ্ছ>}
  • Bengali Word ছুঁচালো, ছুঁচাল, ছুঁচলো, ছুঁচল Bengali definition [ছুঁচালো, ছুঁচাল, ছুঁচোল, ছুঁচল] (বিশেষণ) সুচালো; তীক্ষ্ণাগ্র। □(বিশেষ্য) সরু ও গোলাকার অধরোষ্ঠের কুঞ্চিত ভঙ্গিবিশেষ (ডাবা হুঁকোয় ছুঁচলো করে ঠোঁট রাখা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ছুঁটালোধার (বিশেষণ) সুচের মতো তীক্ষ্ণ ও ধারবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) সূচি>ছুঁচ+আলো}
  • Bengali Word ছুঁচো Bengali definition ছুঁচা
  • Bengali Word ছুঁত, ছুঁৎ Bengali definition ছুত
  • Bengali Word ছুঁড়া Bengali definition ছোড়া
  • Bengali Word ছুঁড়ি, ছুড়ি Bengali definition [ছুঁড়ি, ছুড়ি] (বিশেষ্য) ১ নবযুবতী; ছুকরি; কিশোরী; বালিকা (সত্য কি অসত্য কৈল বৃদ্ধ কৈল ছুড়ি-হেয়াত মাহমুদ)। ২ বালিকা অর্থে তাচ্ছিল্যবাচক শব্দ; ছেমড়ি। ছোঁড়া পু.। উঠছুঁড়ি তোর বিয়ে-বিয়ের কথাবার্তা ও আয়োজন না করে হঠাৎ বিয়ে করার জন্য আহবান। ২ (আলঙ্কারিক) সম্পূর্ণ অপ্রস্তুত অবস্থায় কাজ করার ডাক। {(তৎসম বা সংস্কৃত) ছমণ্ডী>}
  • Bengali Word ছুঁয়া Bengali definition ছোঁয়া
  • Bengali Word ছুকরি Bengali definition [ছুক্‌রি] (বিশেষ্য) (তুচ্ছার্থে ব্যবহৃত) ছুঁড়ি; বালিকা; কিশোরী। ছোকরা পুংলিঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) ছমণ্ডী; (হিন্দি) ছোকরী}
  • Bengali Word ছুছুন্দর, চুচন্দর Bengali definition [ছুছুন্‌দর, ছুচন্‌দর] (বিশেষ্য) ইঁদুরজাতীয় প্রাণী; গন্ধমূষিক; ছুঁচো। ছুছুন্দরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) ছুছু+√দৃ+অ(অণ্‌)}
  • Bengali Word ছুট ১ Bengali definition [ছুট্‌] (বিশেষ্য) ১ ছাঁট; যা পরিত্যাগ করা হয়। ২ বাদ; ছাড়; বর্জন। ৩ দৌড় (বাদ দেওয়া)। ৪ বর্জিত; দলছুট (এ দুটি উক্তিই সমান কবিত্ব-ছুট-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) ছটা অথবা (তৎসম বা সংস্কৃত) ক্ষিপ্ত>(প্রাকৃত) ছুট্‌ঠ}
  • Bengali Word ছুট ২ Bengali definition [ছুট্‌] (বিশেষ্য) ১ চুল বাঁধার ফিতা বা দড়ি (এক পণ ছুট করেছি ক্নিতু মুটার ভিতর থাকবে-দীনবন্ধু মিত্র)। ২ পরিধেয় বস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>}
  • Bengali Word ছুট ৩ Bengali definition [ছুট্‌] (বিশেষ্য) ফাঁক; অবসর; মুক্তি; ছাড়; ত্যাগ (ছুট পাওয়া)। {(তৎসম বা সংস্কৃত) ছটা>}
  • Bengali Word ছুটকা, ছুটকো Bengali definition [ছুট্‌কা, ছুট্‌কো] (বিশেষণ) ১ হঠাৎ ছিটকে আসা; হঠাৎ আগত। ২ অপ্রধান; টুকিটাকি (ছুটকা কাজ)। ৩ বিক্ষিপ্ত; দল-ছাড়া। ৪ পলাতক। ছুটকী (স্ত্রীলিঙ্গ)। ছুটকো-ছাটকা (বিশেষণ) ইতস্তত বিক্ষিপ্ত; গণনার মধ্যে আসে না এমন। {(তৎসম বা সংস্কৃত) ক্ষুদ্রক>ছোটকা>ছুট+কা}
  • Bengali Word ছুটকি, ছুটকী Bengali definition [ছুট্‌কি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ কণিষ্ঠা। ২ ছোট (অবজ্ঞার্থে)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষুদ্র>+(বাংলা) কি; (হিন্দি) ছোট্‌কী}
  • Bengali Word ছুটকো Bengali definition ছুটকা
  • Bengali Word ছুটা ১ Bengali definition ছোটা১
  • Bengali Word ছুটা ২ Bengali definition [ছুটা] (বিশেষ্য) দড়ি; ছোটা। □বিন অস্থায়ী। □(ক্রিয়াবিশেষণ) পৃথক; আলাদা (রাখে ছুটা বিড়া বাঁধি খিলি সাজাইয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>}
  • Bengali Word ছুটি Bengali definition [ছুটি] (বিশেষ্য) ১ ফুরসত; অবসর; অবকাশ। ২ দৈনিক কর্মসূচির অবসান (অফিসের ছুটি)। ৩ পর্বাদি উপলক্ষে নির্দিষ্ট কাজের বিরাম (ঈদের ছুটি)। ৪ কর্ম থেকে কিছুকালের জন্য অবসর (কেরান বাবু ছুটিতে আছেন)। ৫ কর্ম থেকে স্থায়ীভাবে অবসর; চির বিদায়। ৬ নিষ্কৃতি; খালাস (কয়েদির ছুটি)। {(তৎসম বা সংস্কৃত) ক্ষিপ্ত>(প্রাকৃত) ছুট্‌ঠ>; (তুলনীয়) (হিন্দি) ছুট্টী}
  • Bengali Word ছুত, ছুঁৎ, ছুঁত Bengali definition [ছুত্‌, ছুঁত, ছুঁত] (বিশেষ্য) ১ স্পর্শজনিত দোষ; স্পর্শদোষে খাদ্যাদির অশুচিতা (ছুতলাগা)। ২ স্পর্শ। ৩ খুঁত; ত্রুটি। ছুতবাই (বিশেষ্য) ১ ছোঁয়াছুঁয়ি বা অস্পৃশ্যতা বিচারের আতিশয্য বাই (ভাষাতে সেদিনকার ছুৎরোগ আমরা পেয়েছিলুম ভিক্টোরিয়া প্যুরিটানিজম থেকে-সৈয়দ মুজতবা আলী)। ২ ছোঁয়াছুঁয়ির আতিশয্যজনিত রোগ বিশেষ (ছুতবাই রোগ)। ছুতমার্গ (বিশেষ্য) অস্পৃশ্য জনিত স্পর্শ করলে দোষ হয় এই বিশ্বাস বা মত। ছুতামার্গী (বিশেষণ) ছুঁৎমার্গে বিশ্বাসী (…শুধু গেতে হয় মনের ছুঁতমার্গী হওয়া আমাদের পক্ষে স্বাভাবিক-প্রথম চৌধুরী)। ছুতমার্গীয় (বিশেষণ) ছুতমার্গ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) স্পর্শ>; (হিন্দি) ছুত}
  • Bengali Word ছুতা, ছুতো Bengali definition [ছুতা, ছুতো] (বিশেষ্য) ১ ছল; অছিলা; ভান (চোখ ঘুরাইয়া সূতোরে শাসায় করিযা রাগের ছেুতো-জসীমউদ্‌দীন)। ২ ছিদ্র; খুঁত; দোষ; ত্রুটি। ৩ সামান্য কারণ; তুচ্ছ উপলক্ষ। ছুতানাতা, ছলছুতা (বিশেষ্য) ১ কোনো সামান্য কারণ বা অজুহাত। ২ সামান্য ত্রুটি। {(তৎসম বা সংস্কৃত) সূত্র>সুতা>}
  • Bengali Word ছুতার, ছুতোর Bengali definition [ছুতার, ছুতোর] (বিশেষ্য) ১ সুতার; কাঠমিস্ত্রি; সূত্রধর। ২ হিন্দু পদবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) সূত্রধার>(প্রাকৃত) সুত্তহার> সুত্তার> সুঅর>}
  • Bengali Word ছুতো Bengali definition ছুতা
  • Bengali Word ছুপ Bengali definition [ছুপ্] (বিশেষ্য) রঙের ছোপ। ছুপ ছুপ (অব্যয়) ছপছপ থেকে মৃদু শব্দ। {(তৎসম বা সংস্কৃত) √ছুপ; ধ্বন্যাত্মক}
  • Bengali Word ছুপানো, ছুপান Bengali definition ছোপ