ছ পৃষ্ঠা ১২
- Bengali Word ছ্যাঁক Bengali definition ⇒ ছেঁক১
- Bengali Word ছ্যাঁচড়, ছ্যাঁচড়া ১ Bengali definition ⇒ ছেঁচড়
- Bengali Word ছ্যাঁচড়া ২ Bengali definition ⇒ ছেচড়া২
- Bengali Word ছ্যাকড়া, ছ্যাকরা Bengali definition ⇒ ছেকড়া
- Bengali Word ছ্যাতলা Bengali definition ⇒ ছাতলা
- Bengali Word ছ্যাবলা, ছেবলা, ছাবলা Bengali definition [ছ্যাব্লা] (বিশেষণ) ১ হালকা স্বভাব; লঘুপ্রকৃতি। ২ বাচাল; প্রগল্ভ (আমার মত ঠোঁটকাটা ছ্যাবলার পক্ষে তা নিতান্তই আলোচনার বিষয় হয়ে ওঠে-কাজী নজরুল ইসলাম)। ছ্যাবলামি, ছ্যাবলামো বি। {(আরবি) সিফ্লাহ=নীচতা; হীন, ইতর}
- Bengali Word ছড় ১ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ছড়] (বিশেষ্য) ১ বেহালা, এসরাজ ইত্যাদি বাদ্যযন্ত্র বাজাবার জন্য ব্যবহৃত সরু লম্বা তারযুক্ত দণ্ডবিশেষ। ২ লম্বা চিকন তারযুক্ত দণ্ডবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ছল্লি>ছড়ড়ি>ছড়ই>ছড়}
- Bengali Word ছড় ২ (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [ছড়] (বিশেষ্য) চর্ম; চামড়া; বাকল; ছাল (হরিণের ছড়-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ আঁচড়; দাগ; ছড়ে যাওয়া অবস্থা; ক্ষত (গায়ে ছড় কাঁটা ফুটে পায়-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছল্লি/শল্ল>}
- Bengali Word ছড়া ১ Bengali definition [ছড়া] (বিশেষ্য) ১ গ্রাম্য ক্ষুদ্র পদ্যবিশেষ; বিশেষ ধরনের ছন্দের ক্ষুদ্রাকার কবিতাবিশেষ। ২ শিশুভুলানো বা মেয়েলি কবিতা। ৩ ছড়ি বা মালার আকারবিশিষ্ট বস্তু (হার ছড়া)। ৪ গুচ্ছ (কলার ছড়া)। ৫ তরল পদার্থের ছিটা; তরল গোবর (সকল উঠান ঝাঁট দিলেন, সকল উঠানে ছড়া দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ছড়াকাটা (ক্রিয়া) ১ ছড়া রচনা করে বলা। ২ ছড়া তৈরি করে প্রতিপক্ষকে উত্তর বা প্রত্যুত্তর দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ছটা>}
- Bengali Word ছড়া ২ Bengali definition [ছড়া] (বিশেষ্য) পাহাড়-পর্বতের অভ্যন্তরে থেকে নির্গত পানির ধারা বা ঝরনা; ক্ষীণতোয়া পাহাড়ি নদী (মাগুরছড়া)। ছড়ি (বিশেষ্য) ছড়ার চেয়ে ছোট পাহাড়ি ঝরনা (খাগড়াছড়ি, নাইখ্যংছড়ি)। {(তৎসম বা সংস্কৃত) সরিৎ}
- Bengali Word ছড়াছড়ি Bengali definition [ছড়াছোড়ি] (বিশেষ্য) দ্রব্যসমূহের বিশৃঙ্খলভাবে নিক্ষেপ। ২ প্রাচুর্য; অতিশয্য। ৩ অবহেলাজনিত অপচয়। {(তৎসম বা সংস্কৃত) ছটা>ছড়া, (অনুকারক শব্দ, শব্দদ্বৈত)ছড়ি}
- Bengali Word ছড়ানো, ছড়ান Bengali definition [ছড়ানো, ছড়ান] (ক্রিয়া) ১ বিশৃঙ্খলভাবে নিক্ষেপ বা বিক্ষিপ্ত করা (আসবাবপত্র ছড়ানো)। ২ প্রসারিত করা (হাত পা ছড়ানো)। ৩ ছিটানো (বীজ ছড়ানো)। ৪ বিস্তৃত করা বা হওয়া (রোগ ছাড়নো)। □(বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√ছড়া+আনো}
- Bengali Word ছড়ানো। Bengali definition টান টান (বিশেষ্য) ১ সবদিকেই খাটো পড়ার ভাব; ঘাটতির ভাব। ২ অভাব; টানাটানি। টান দেওয়া (ক্রিয়া) ১ বলপূর্বক আকর্ষণ করা। ২ সুর তোলা বা তান ধরা। ৩ আঁচড় দেওয়া; রেখা টানা। টান ধরা (ক্রিয়া) ১ নিঃশ্বাস ঊর্ধ্ব হওয়া বা শ্বাস-প্রশ্বাস বন্ধ হয়ে আসা। ২ খিলধরা; খিচুনি ধরা (বুকেপিঠে টান ধরেছে)। □(বিশেষ্য) শুষ্ক হওয়ার ভাব (এতদিনে ঘায়ে টান ধরেছে)। টানন (ক্রিয়া) টেনে আনা; আকর্ষণ করা। টান পড়া (ক্রিয়া) ১ অভাব হওয়া। ২ দুর্মূল্য হওয়া। হাতটান (বিশেষণ) ১ চুরির প্রবণতাযুক্ত। ২ কৃপণ। {(তৎসম বা সংস্কৃত) √তন্>তান>টান}
- Bengali Word ছড়াৎ Bengali definition [ছড়াত্] (অব্যয়) সড়াৎ; মসৃণ তলের জন্য দ্রুত নেমে যাওয়ার সময়ে উদ্ভুত শব্দবিশেষ (শূলের উপর দিলেই অমনি ছড়াৎ করে নেমে যাবে-জসীমউদ্দীন)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ছড়ি, ছড়ী Bengali definition [ছোড়ি] (বিশেষ্য) ১ চিকন লাঠি। ২ মঞ্জরি। ছড়িদার (বিশেষ্য) ১ সরু লাঠি ধারণ করে যে। ২ পাণ্ডার ভৃত্য বা অনুচর। ছড়িভঙ্গ (বিশেষণ) ছত্রভঙ্গ; বিশৃঙ্খল। খেজুরছড়ি (বিশেষ্য) খেজুরের মঞ্জরি। ফুলছড়ি (বিশেষ্য) ফুল দ্বারা তৈরি সরু যষ্টি। {(তৎসম বা সংস্কৃত) যষ্টি>; (তুলনীয়) (হিন্দি) ছড়, ছড়ি}
- Bengali Word ছয়, ছ Bengali definition [ছয়, ছ] (বিশেষ্য), (বিশেষণ) ৬ সংখ্যা বা ৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্>(প্রাকৃত) ছঅ>}
- Bengali Word ছয়লাপ, সয়লাব Bengali definition [ছয়্লাপ্, ছয়্লাব] (বিশেষণ) ১ আকীর্ণ; পরিপূর্ণ (তামাম শহর নাইট-স্কুলে ছয়লাপ করে দিতে পারে-সৈয়দ মুজতবা আলী)। ২ প্লাবিত (নহেন সময় দুনিয়াময় ছয়লাব হয়ে গেল-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ সম্পূর্ণ বিনষ্ট বা বিধ্বস্ত (জিনিসপত্র ছয়লাপ করা)। {(ফারসি) সয়লাব}