Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word ছেকড়া, ছ্যাকড়া, ছ্যাকরা Bengali definition [ছ্যাক্‌ড়া, ছ্যাক্‌ড়া, ছ্যাক্‌রা] (বিশেষ্য) ছক্কড়; নিকৃষ্ট শ্রেণির যানবাহন বা ঘোড়াগাড়ি (সখের ছেকড়ায় এই খোঁড়া টাট্টুটি জুড়িয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়; চটপট করে ঢুকে পড়ত ছ্যাকড়া গাড়ীর ভিতরে-রখা; ছ্যাকরা গাড়িতে করে মামা-বাড়ি যাই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) শকট>(বাংলা) ছ্যাকড়া; (তুলনীয়) (হিন্দি) ছক্কড়া}
  • Bengali Word ছেচকি Bengali definition ছেঁচকি
  • Bengali Word ছেচল্লিশ, ছচল্লিশ Bengali definition [ছেচল্‌লিশ, ছচল্‌লিশ] (বিশেষ্য), (বিশেষণ) ৪৬ সংখ্যা; ৪৬ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্‌চত্বারিংশৎ>(প্রাকৃত) ছঅচত্তালীস>}
  • Bengali Word ছেতো Bengali definition ছাতা২
  • Bengali Word ছেত্তা Bengali definition [ছেত্‌তা] (বিশেষণ) ছেদন করে এমন; ছেদক; ছেদনকারী। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্‌+তৃ(তৃচ্‌)=ছেত্তৃ}
  • Bengali Word ছেদ Bengali definition [ছেদ্‌] (বিশেষ্য) ১ কর্তন; বিচ্ছিন্নকরণ; ছেদন (মুণ্ডচ্ছেদ)। ২ বিরাম; বিরতি (মৃত্যুর মুরতি হেরি যুদ্ধে তুমি দাওনিক ছেদ-আজহারুল ইসলাম)। ৩ ভাগ; খণ্ড; অংশ। ৪ অধ্যায়। ৫ যতিচিহ্ন; দাঁড়ি কমা ইত্যাদি। ছেদক (বিশেষণ) ছেদন করে এমন; ছেদনকারী। ছেদন (বিশেষ্য) কর্তন; বিচ্ছিন্নকরণ। ছেদনী (বিশেষ্য) ছেদন করার অস্ত্র। ছেদনীয়, ছেদ্য (বিশেষণ) ছেদনযোগ্য; ছেদন করা যায় এমন। ছেদিত (বিশেষণ) ছেদন করা হয়েছে এমন; কর্তিত; খণ্ডিত; নিহত। {(তৎসম বা সংস্কৃত) √ছিদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word ছেনি, ছেনী Bengali definition [ছেনি] (বিশেষ্য) ১ ধাতু বা প্রস্তর ছেদনের যন্ত্রবিশেষ; ছোট বাটালি। ২ ধান কাটবার অস্ত্র; কাস্তে (বছরে বছরে তারে কাটিয়াছে ছেনি দাও দিয়া-বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত) ছেদনী>(প্রাকৃত) ছেঅণী>ছেনী}
  • Bengali Word ছেপ, ছ্যাপ Bengali definition [ছ্যাপ্‌] (বিশেষ্য) থুথু; নিষ্ঠীবন (তবে এক মুখে দুই কথা ছেপ ফেলে গেলা এই একটু দোষ-দীসে)। {(তৎসম বা সংস্কৃত) √ক্ষেপ্‌>ছেপ্‌}
  • Bengali Word ছেপারা Bengali definition সিপারা
  • Bengali Word ছেপায়া, সেপায়া Bengali definition [ছেপায়া] (বিশেষ্য) তেপায়া; তিন পদবিশিষ্ট টেবিল। {(ফারসি) সেহ্‌পায়াহ্‌}
  • Bengali Word ছেফলা Bengali definition [ছেফলা] (বিশেষ্য) সফরী; পুঁটি মাছ। {ছেফল মৎস্য-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত) সফরী}
  • Bengali Word ছেব Bengali definition [ছেব্‌/সেব্‌] (বিশেষ্য) ফলবিশেষ; সেব; আপেল (ছেব বিহি খোরমা সুরস নানা ছল-সৈয়দ আলাওল)। {(ফারসি) সেব}
  • Bengali Word ছেবল Bengali definition ছ্যাবল
  • Bengali Word ছেবড় Bengali definition [ছ্যাবড়্‌] (বিশেষণ) ছ্যাবল্‌; ছেঁচড় (ঠক, ঠেঁটা, নাবড় ছেবড় লোকে রটে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) শাব>(প্রাকৃত) ছাব+ল>}
  • Bengali Word ছেমহলা Bengali definition [সেমহোলা] (বিশেষণ) তিন মহল-সমন্বিত (ছেমহলা বালাখানা-রাজশেখর বসু (পরশু))। {(ফারসি) সেহ+(আরবি) মহল+(বাংলা) আ}
  • Bengali Word ছেমোচাপা (আঞ্চলিক) Bengali definition [ছেমোচাপা] (বিশেষণ) ভূতে পাওয়া; ভয়ে অভিভূত; থমথমে (ঐ দেখ ছেমোচাপা ছমছমে আসে রাজা-গিরিশ চন্দ্র সেন)। {(বাংলা) ছম+উয়া=ছেমো+চাপা}
  • Bengali Word ছেমড়া Bengali definition [ছ্যাম্‌ড়া] বি১ পিতৃমাতৃহীন বালক; মা-বাপ খাওয়া ছেলে; অনাথ বালক। ২ বালক; ছোঁড়া (গালি বা তুচ্ছভাবের সম্বোধন)। ছেমড়ি, ছেমরি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ বালিকা; ছুঁড়ি; নবযুবতী (আলতাফের মনে ছেমড়ীটা …অস্বস্তি নিত্য ছড়াচ্ছে-আবু রুশ্‌দ্‌)। ২ অসহায় বা আত্নীয়বিহীন নারী। {(তৎসম বা সংস্কৃত) ছমণ্ড>}
  • Bengali Word ছেরি (অপ) Bengali definition [ছেরি] (বিশেষ্য) ছুঁড়ি; বালিকা; কিশোরী। {(তৎসম বা সংস্কৃত) ছমণ্ডী}
  • Bengali Word ছেলম, ছলম Bengali definition [ছেলম্‌, ছলম্‌] (বিশেষ্য) সাপের পরিত্যক্ত গাত্রচর্ম; সাপের খোলস (কোথাও গাছের শাখায় তাদের ছেলম রয়েছে ছিঁড়ে-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) শল্ল/ছল্লী>}
  • Bengali Word ছেলি, ছেলী Bengali definition [ছেলি] (বিশেষ্য) ছাগল (ছেলি চরাইতে রামা নাহি স্থল-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছাগী>ছেলি}
  • Bengali Word ছেলিয়া Bengali definition [ছেলিয়া] (বিশেষ্য) ছেলে। {ছেলে+ইয়া>ছেলিয়া}
  • Bengali Word ছেলে Bengali definition [ছেলে] (বিশেষ্য) ১ বালক; বাচ্চা; শিশু। ২ পুত্র (রাজার ছেলে)। ৩ লোক; ব্যক্তি (বেটা ছেলে, মেয়েছেলে)। □(বিশেষণ) শিশুসুলভ; বালকসুলভ (ছেলেখেলা)। ছেলেখেলা (বিশেষ্য) ১ শিশুর মতো খেলা। ২ অস্থায়ী ও অকিঞ্চিৎকর অনুষ্ঠান বা কাজ; সহজসাধ্য কাজ। ছেলে ছোকড়া, ছেলে ছোকরা (বিশেষ্য) অপরিণতবুদ্ধি কিশোর বালক; কিশোর বা তদ্বৎ অল্প বয়স্ক ব্যক্তি। ছেলে ধরা (বিশেষ্য) অল্পবয়স্ক বালক-বালিকা অপহরণ করে যে লোক। ছেলেপেলে, ছেলেপুলে, ছেলেপিলে (বিশেষ্য) ১ ছোট ছোট ছেলেমেয়ে। ২ সন্তান-সন্তুতি; পুত্র-কন্যা। ছেলে বেলা (বিশেষ্য) বাল্যকাল। ছেলেমানুষ (বিশেষ্য), (বিশেষণ) ১ অল্পবয়স্ক। ২ অনভিজ্ঞ; অপরিণত বুদ্ধি। ছেলেমানুষি, ছেলে-মানসি (বিশেষ্য) বালকসুলভ আচরণ। □(বিশেষণ) বালকসুলভ; বালকোচিত। ছেলেমি, ছেলেমো (বিশেষ্য) বালকসুলভ আচরণ বা বুদ্ধি। ছেলেমেয়ে (বিশেষ্য) ১ বালক-বালিকা। ২ সন্তান-সন্তুতি; পুত্র-কন্যা। বেটাছেলে (বিশেষ্য) পুরুষ ছেলে। মেয়ে ছেলে (বিশেষ্য) নারী; স্ত্রীলোক। {সাধুরীতি শাবক>ছাওয়াল>ছেলে}
  • Bengali Word ছেষট্টি, ছষট্টি Bengali definition [ছেশোট্‌টি] (বিশেষ্য), (বিশেষণ) ৬৬ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) ষট্‌ষষ্টি>(প্রাকৃত) ছসট্টি>}
  • Bengali Word ছেহের (বিরল) Bengali definition [ছেহের্‌] (বিশেষ্য) যাদু; মন্ত্রশক্তি (তুমি নাকি জানো… ছেহের মেহের টোনা হেকমত তামাম-সৈয়দ হামজা)। {(আরবি) সিহর}
  • Bengali Word ছেহেরা Bengali definition সেহেরা
  • Bengali Word ছেয়া Bengali definition [ছেয়া] (বিশেষ্য) ১ ছিন্নাংশ (বাঁশের ছেয়া)। ২ উদূখল (ভেরেণ্ডা ছেয়ায় উড়ি ধান্য ভানি-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ছিন্ন}
  • Bengali Word ছেয়ানি Bengali definition [ছেয়ানি] (বিশেষ্য) ১ ছেনি (বন্দীর ডাড়ুকা তারা ছেয়ানিতে কাটে-কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী)। ২ বিচ্ছেদ; বিরাম (বৃষ্টির ছেয়ানি)। {(তৎসম বা সংস্কৃত) ছেদনী>ছেঅনি>ছেয়ানি}
  • Bengali Word ছেয়াল Bengali definition [ছেয়াল্‌] (বিশেষণ) ছড়ানো; বাড়ন্ত; বিস্তৃত (ছেয়াল গড়ন)। {(তৎসম বা সংস্কৃত) শ্রী>+(হিন্দি) রাল(=ওয়াল)}
  • Bengali Word ছৈ Bengali definition ছই
  • Bengali Word ছৈল, ছৈলা ((মধ্যযুগীয় বাংলা)) Bengali definition [ছইলো], ছইলা] (বিশেষ্য), (বিশেষণ) ১ শঠ; প্রতারক; ছলনাকারী। ২ নায়ক; নাগর (মালতী ভ্রমর যেন সমাগম চারু ছৈলা দেম আনি-কোদৌ)। {(তৎসম বা সংস্কৃত) ছল+(বাংলা) ইয়া>ছইল্যা>ছৈল>}