Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খেঁচড়া Bengali definition [খ্যাঁচ্‌ড়া] (বিশেষণ) অশিষ্ট; দুষ্ট; পাজি; বজ্জাত। খেঁচড়ামি (বিশেষ্য) দুষ্টামি; বজ্জাত। আধ/আধা খেঁচড়া (বিশেষণ) সম্পূর্ণ হয়নি এমন; অসম্পূর্ণ; অর্ধপক্ব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচর>খচ্চর>খেঁচড়া}
  • Bengali Word খেঁট Bengali definition খ্যাঁট
  • Bengali Word খেঁটে, খেটে Bengali definition [খেঁটে, খেটে] (বিশেষ্য) মোটা ছোট লাঠি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেট>}
  • Bengali Word খেঁতখেঁত, খ্যাঁৎখ্যাঁত Bengali definition [খ্যাঁত্‌খ্যাঁত্‌] (বিশেষ্য) শিশুর অসুস্থতার প্রারম্ভের অল্প ক্রন্দন শব্দ। খেঁতখেঁতানো ক্রি। খেঁতখেতানি বি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খেঁদা Bengali definition খাঁদা
  • Bengali Word খেঁসারি Bengali definition খেসারি
  • Bengali Word খেঁড়, খেড় Bengali definition [খ্যাঁড়্‌, খ্যাড়্‌] (বিশেষ্য) ১ বিচালি (এক পাঁজা এলুয়ে খেড়-গোগা)। ২ শুষ্ক তৃণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়>}
  • Bengali Word খেঁড়ু Bengali definition [খেঁড়ু] (বিশেষ্য) খেউড় গান; অধুনালুপ্ত অশ্লীল গানবিশেষ। □ (বিশেষণ) যারা খেউড় গান করে; খেউড় গায়ক (নদে শান্তিপুর হৈতে খেঁড়ু আনাইব নূতন নূতন ঠাটে খেড়ু শুনাইব-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেড়>}
  • Bengali Word খেঁড়ো Bengali definition [খেঁড়ো] (বিশেষ্য) ১ কাঁকুড় জাতীয় ফলবিশেষ। ২ যে গাভী অনেকদিন বাচ্চা দিয়েছে অথচ এখনও বাচ্চা দুধ খায় (খেঁড়ো গাইয়ের দুধ ঘন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্কটী> (বাংলা) কাঁকুড়>খেঁড়ো}
  • Bengali Word খেংরা Bengali definition খ্যাংরা
  • Bengali Word খেই, খাই, খে ২ Bengali definition [খেই, খাই, খে] (বিশেষ্য) ১ সুতার মুখ বা প্রান্ত (ঝিউড়ির খেই আর বউড়ির পাঁজ গো-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ প্রসঙ্গ; ধারা; সূত্র (কোন জিনিসের খেই ধরলে তিনি জট না ছাড়িয়ে সন্তুষ্ট হতেন না-সৈয়দ মুজতবা আলী)। ৩ সন্ধান। ৪ সুতার তারের সংখ্যা; strand। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>খেপ> (বাংলা) খেই}
  • Bengali Word খেউর, খেঁউড় Bengali definition [খেউ্‌র, খেঁউড়্‌] (বিশেষ্য) ১ বাদ-প্রতিবাদমূলক অশ্লীল গ্রাম্য গান বা কবিতা বিশেষ। ২ অকথ্য ভাষায় গালাগালি; খিস্তি। ৩ বাদপ্রতিবাদ; কচাল (আর খেউড় বাড়াসনে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>}
  • Bengali Word খেউরি, খৌরি Bengali definition [খেউরি, খোউরি] (বিশেষ্য) ক্ষৌরকার্য; নাপিতের দ্বারা চুল দাড়ি প্রভৃতি কাটানো বা কামানো (জুম্মা বার কিনা, সকলেই খেউরি হৈব-গোলাম মোস্তফা; চুলদাড়ি সে খেউরি করে এমন চমৎকার-সৈয়দ মুর্তাজা আলী; খেউর করিয়া অঙ্গ করিলা নির্মল-দৌলত উজির বাহরাম খান; ল্যান্ডলেডি যাতে ঘর গোছাবার সময় খেউরির জিনিষপত্র না দেখে ভাবে আমি নিতান্ত চ্যাংড়া-সৈয়দ মুজতবা আলী)। খেউরি বন্ধ করা (ক্রিয়া) সামাজিক শাস্তি হিসেবে ধোপা নাপিত বন্ধ করা; একঘরে করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষৌর> (প্রাকৃত) খউর>খেউর+ (বাংলা) ই}
  • Bengali Word খেওয়া Bengali definition খেয়া
  • Bengali Word খেকো, খেগো Bengali definition [খেকো, খেগো] (বিশেষণ) ১ ভোজনকারী; ভক্ষক; খাদক (মানুষ-খেকো বাঘ)। ২ ভক্ষিত; আংশিক-খাওয়া (ইঁদুর-খেকো রুটি)। খাকি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদ্‌> (বাংলা) খা+ (বাংলা) উকা>উকো)}
  • Bengali Word খেঙরা, খেঙ্গরা Bengali definition খ্যাংরা
  • Bengali Word খেচকা Bengali definition [খ্যাচ্‌কা] (বিশেষণ) হঠাৎ প্রযুক্ত; হেঁচকা {(খেচ+হেচকা)>খেচকা}
  • Bengali Word খেচর, খচর Bengali definition [খেচর্, খচর্‌] (বিশেষণ) আকাশে বিচরণকারী; আকাশচারী। □ (বিশেষ্য) পাখি। খেচরী, খচরী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+√চর্‌+অ(ট); অলুক.}
  • Bengali Word খেচরান্ন, খেচারি Bengali definition [খেচোরান্‌নো, খেচারি] (বিশেষ্য) খিচুড়ি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃসর+> (প্রাকৃত) কিসর>কিছর>খিচর>; খেচর+ (তৎসম বা সংস্কৃত শব্দ) অন্ন}
  • Bengali Word খেচাখেচি, খেচামেচি Bengali definition [খ্যাচাখেচি, খেচামেচি] (বিশেষ্য) বাগবিতণ্ডা; কলহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কচাকচি> (হিন্দী) খিঁচ}
  • Bengali Word খেজমত, খিজমত Bengali definition খেদমত
  • Bengali Word খেজমতগার, খেদমতগার Bengali definition [খেজ্‌মত্‌গার্‌, খেদ্‌মতগার] (বিশেষ্য), (বিশেষণ) সেবক; পরিচর্যাকারী (তৎপরে ভৃত্যগণের বিরূপণ, খানসামা খেজমতগার ফরাস .... -ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(ফারসি) খিদমতগার}
  • Bengali Word খেজাব, খিযাব Bengali definition [খেজাব্‌, খিযাব] (বিশেষ্য) কলপ; রং বিশেষ; সাদা চুল কালো করার রং (বাবু দেন মেখে দাড়িতে ‘খেজাব’-(কাজী নজরুল ইসলাম); চুল-দাড়িতে খেযাব লাগানোর জন্য-আবুল মনসুর আহমদ)। {(আরবি) খিদাব}
  • Bengali Word খেজালত, খেজালৎ Bengali definition [খেজালত্‌] (বিশেষ্য) জ্বালাযন্ত্রণা; ঝঞ্ঝাট; দিগদারি (অত খেজালত আর না টানায় প্রাণে-ময়মনসিংহ গীতিকা)। {(আরবি) খিজালত}
  • Bengali Word খেজুর, খাজুর Bengali definition [খেজুর্‌, খাজুর] (বিশেষ্য) এক জাতীয় ফল; খেজুর গাছ। খেজুর গুড় (বিশেষ্য) খেজুর গাছের রস থেকে প্রস্তুত গুড়। খেজুর ছড়ি, খেজুর ছড়া (বিশেষ্য) ১ খেজুরের ছড়ি বা কাঁদি। ২ খেজুর পাতার নকশাযুক্ত পাড়ের শাড়ি কাপড়। ৩ এক জাতীয় ধান। খেজুর মাথি (বিশেষ্য) খেজুর গাছের মাথার কোমল শাঁস - যা খাদ্যরূপে ব্যবহৃত হয়। খেজুর রস (বিশেষ্য) খেজুর গাছের রস-যা জ্বাল দিয়ে গুড় প্রস্তুত করা হয়। খেজুরে, খাজুরে, খেজুরিয়া (বিশেষণ) ১ খেজুর সম্বন্ধীয়। ২ খেজুরের রস থেকে প্রস্তুত (খেজুরের গুড়)। ৩ খেজুরের ন্যায় মিষ্ট। খেজুরে বা খাজুরে আলাপ (বিশেষ্য) সময় অপচয়কারী বিরক্তিকর মিষ্ট আলাপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্জূর>খজ্জুর>খাজুর, খেজুর (স্বরসাম্যে)}
  • Bengali Word খেজের ১ Bengali definition খিজির
  • Bengali Word খেজের ২, খিযর Bengali definition [খেজের্‌, খিজর] (বিশেষ্য) ১ সবুজ। ২ নবীন; তরুণ (হে খেজের বলো-সৈয়দ আলী আশরাফ)। ৩ সবুজ গাছপালা বা লতাপাতা। খিজির {(আরবি) খিদর}
  • Bengali Word খেট Bengali definition খ্যাঁট
  • Bengali Word খেটক Bengali definition [খেটক্‌] (বিশেষ্য) ঢাল; ফলক (পাশাঙ্কুশ ঘন্টা খেটক শরাসন.....-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেট্‌+ক(কন্‌)}
  • Bengali Word খেটে জাল Bengali definition [খেটেজাল] (বিশেষ্য) ইলিশ মাছ ধরার জালবিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্ব>খেটে+জাল}