Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খেটে ১ Bengali definition [খেটে] (বিশেষ্য) ১ খাটো মুগুর। ২ খাটো মোটা লাঠি। ৩ ঢেঁকির মোনা; মুষল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেট>}
  • Bengali Word খেটে ২ Bengali definition [খেটে] (অসমাপিকা ক্রিয়া) মেহনত করে (খেটে খায়)। {খাটা>}
  • Bengali Word খেটেল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খেটেল্‌] (বিশেষ্য) ১ শ্রমিক; মজুর; যে খাটে। ২ সামান্য ভৃত্য (কখন খেটেল কখন ভাড়াড়ী- ভারতচন্দ্র রায় গুণাকর)। {খেটে+ল}
  • Bengali Word খেত, ক্ষেত Bengali definition [খেত্‌] (বিশেষ্য) মাঠ; চাষের জমি; শস্যোৎপাদনের মাঠ (চায় তারা ফসলের খেত, দীঘি ও খামার-বিষ্ণু দে)। খেত-খোলা, খেত-খামার (বিশেষ্য) আবাদি জমি; ছাষির কর্মক্ষেত্র (এক গেলাস চাউল-পানি খাইয়া খেত-খোলা দেখিতে বাহির হইয়া ওসমান সরকারের অনেক দিনের অভ্যাস-আবুল মনসুর আহমদ)। খেতালি, খেতি, ক্ষেতি (বিশেষ্য) ১ চাষ-আবাদ (...বিবিধ ক্ষেত ক্ষেতি শোভয়-দৌলত উজির বাহরাম খান)। ২ ক্ষেত কর্ষণের বা চাষ-আবাদের কাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেত্র> (প্রাকৃত) খেত্ত>খেত}
  • Bengali Word খেতাব, খিতাব Bengali definition [খেতাব, খিতাব] (বিশেষ্য) সম্মানজনক উপাধি (সামান্য একটা পদক বা খেতাব দিয়ে নয়, দস্তুর মতো মোটা মাশুলে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। খেতাবধারী (বিশেষণ) খেতাব লাভ করেছে এমন। খেতাবি, খিতাবী ( বিশেষণ) সম্মানসূচক উপাধিধারী (যদিচ খেতাবী প্রতাপী তথাপি বেশকই পোশাকী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) খিতাব}
  • Bengali Word খেতি ১ Bengali definition খেত
  • Bengali Word খেতি ২ Bengali definition [খেতি] (বিশেষ্য) ক্ষতি; লোকসান। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষতি>খতি>খেতি}
  • Bengali Word খেত্রী, ক্ষেত্রী, খেত্তিক Bengali definition [খেত্‌ত্রি, ক্ষেত্রী, খেত্‌তিক্‌] (বিশেষ্য) হিন্দুস্থানী ক্ষত্রিয় জাতিবিশেষ; ছত্রী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত্রিয়>ক্ষত্রী>খেত্রী; (তুলনীয়) (হিন্দী) ক্ষত্রী}
  • Bengali Word খেদ Bengali definition [খেদ্‌] (বিশেষ্য) ১ দুঃখ; আফসোস; অনুতাপ। ২ বিলাপ; আক্ষেপ। ৩ ক্লান্তি; অবসন্নতা। খিদ্যমান, খিন্ন, খেদিত বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খিদ্‌+অ(ঘঞ্‌)}
  • Bengali Word খেদঙ্গ Bengali definition [খেদঙ্‌গো] (বিশেষণ) তীক্ষ্ন; ধারালো (মারিনু খেদঙ্গ তীর খেঁচিয়া কামান - সৈহা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খেদ√খিদ্‌+অ)+অঙ্গ>}
  • Bengali Word খেদমত, খিদমত Bengali definition [খেদ্‌মত, খিদমত] (বিশেষ্য) ১ সেবাযত্ন; পরিচর্যা (স্বয়ং কর্ত্রী মন দিয়া মান্যের সহিত খেদমত করিবেন .... -মীর মশাররফ হোসেন; গণেশ মামা খিদমত করছেন ....-রাজশেখর বসু (পরশু))। ২ চাকরি (.....ধন্য রে কোটালি খেদমত-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৩ দাসত্ব। খেদমতগার (বিশেষ্য) সেবক; ভৃত্য; পরিচারক (তাহার খেদমতগার আমরা তামাম....-সৈয়দ আলাওল)। খেদমতগারী (বিশেষ্য) সেবকত্ব; দাসত্ব; গোলামি (...... ইউরোপীয় সভ্যতা খিদমতগারির পুরস্কার স্বরূপ হ্যাট-শমক .... শিরোপা লাভ করেছি-প্রথম চৌধুরী)।{(আরবি) খিদমত}
  • Bengali Word খেদা ১ Bengali definition [খেদা/খ্যাদা] (বিশেষ্য) হাতি ধরার এক প্রকার ফাঁদ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেদ্‌+আ}
  • Bengali Word খেদা ২ Bengali definition [খ্যাদা] (ক্রিয়া) তাড়ানো; দূর করা। খেদানো (ক্রিয়া) তাড়িয়ে দেওয়া; বিতাড়িত করা; দূর করে দেওয়া (তিনিও যে এদেরই মতো তাকে খেদিয়ে দেবেন না, তারই বা ঠিক কি!-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) বিতাড়ন। □ (বিশেষণ) বিতাড়িত। খেদানে, খেদানিয়া (বিশেষ্য) তাড়নকারী। খেদিত (বিশেষণ) ১ তাড়িয়ে দেওয়া হয়েছে এমন। ২ ব্যথিত; দুঃখিত; অবসাদগ্রস্ত; খিন্ন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খিদ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word খেদিত Bengali definition খেদ
  • Bengali Word খেদিব Bengali definition [খেদিব্‌] (বিশেষ্য) মিশরের সাবেক শাসনকর্তার উপাধি। {(ফারসি) খিদীর}
  • Bengali Word খেন (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খ্যান্‌] (বিশেষ্য) মুহূর্ত (খেনে খেনে ধুলায় লুঠায় ....-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ>খন, খেন}
  • Bengali Word খেপ, ক্ষেপ Bengali definition [খ্যাপ্‌] (বিশেষ্য) ১ দফা (তাদের প্রতিদ্বন্দ্বিতার প্রত্যেক ক্ষেপেই চালমাৎ অনিবার্য -সুধীন্দ্রনাথ দত্ত)। ২ নৌকা ও গাড়ির মাল নিয়ে যাত্রা (খেপ দেওয়া)। ৩ একবারে বহনযোগ্য মাল (ঐ মালে তিন খেপ হবে)। ৪ মাছ ধরার জন্য জাল নিক্ষেপণ। খেপ দেওয়া (ক্রিয়া) নৌকা বা গাড়িতে মাল আনা-নেওয়া করা। খেপের নৌকা (বিশেষ্য) মাল বহনকারী নৌকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>}
  • Bengali Word খেপলা, খ্যাপলা, ক্ষেপলা Bengali definition [খ্যাপ্‌লা] (বিশেষ্য), (বিশেষণ) মাছ ধরার জন্য যে জাল উপর দিয়ে দুই হাতে ঘুরিয়ে ছড়িয়ে ফেলতে হয়; গোলাকার ক্ষেপণযোগ্য জাল বিশেষ; ঝাঁকিজাল; ক্ষেপণের বিশেষ কায়দার দরুন এই নাম (দুই এক বড় মানুষ ক্ষ্যাপলা জাল ফেললেন-কালীপসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ>+ (বাংলা) লা}
  • Bengali Word খেপা ১, ক্ষেপা Bengali definition [খ্যাপা] (ক্রিয়া) নিক্ষেপ করা; ক্ষেপণ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √ক্ষিপ্‌+ (বাংলা) আ}
  • Bengali Word খেপা ২, খ্যাপা, ক্ষেপা Bengali definition [খ্যাপা] (ক্রিয়া) ১ পাগল হওয়া। ২ ক্ষিপ্ত হওয়া। ৩ ক্রুদ্ধ হওয়া। ৪ প্রমত্ত হওয়া। ৫ উত্তেজিত বা অবাধ্য হওয়া। ৬ উদ্দাম বা উদ্বেল হওয়া। □ (বিশেষণ) ১ পাগল; উন্মাদ। ২ বাতিকগ্রস্ত। ৩ ভাবোন্মত্ত; ভাবে ভোলা। □ (বিশেষ্য) ১ ক্ষিপ্ত ব্যক্তি; উন্মত্ত ব্যক্তি। ২ ভাবোন্মত্ত ব্যক্তি। ৩ স্নেহসূচক সন্বোধন বিশেষ; অবোধ; অবুঝ। খেপি, ক্ষেপি (স্ত্রীলিঙ্গ)। খেপানো, ক্ষেপানো (ক্রিয়া) ১ ক্ষিপ্ত করা; খেপিয়ে তোলা। ২ মাতিয়ে তোলা। ৩ জ্বালাতন করা; উত্ত্যক্ত করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উত্ত সকল অর্থে। খেপামি, খ্যাপামি, ক্ষ্যাপামি (বিশেষ্য) পাগলামি, পাগলাটে ভাব। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষিপ্ত>খিপ্‌প>খেপা>খ্যাপা}
  • Bengali Word খেম (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খেমো] (ক্রিয়া) মার্জনা করো; ক্ষমা করো (.... অপরাধ ক্ষেম মহাশয়-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষমা}
  • Bengali Word খেমচা, খামচা Bengali definition [খেম্‌চা, খামচা] (বিশেষ্য) ১ এক প্রকার বাদ্যযন্ত্র। ২ একমুষ্টি পরিমাণ; এক খামচা; এক খাবলা। {(আরবি) খম্‌সা্‌হ্‌}
  • Bengali Word খেমটা, খ্যামটা Bengali definition [খ্যাম্‌টা] (বিশেষ্য) ১ সংগীতের এক প্রকার তাল। ২ ঐ তালের নৃত্য। খেমটা ওয়ালি, খেমটাউলি (বিশেষ্য) নর্তকী; খেমটা গান সহযোগে নৃত্যকারিণী রমণী; খেমটা নর্তকী (খেমটাওয়ালীদের মত নেচে দিস্‌নে যে রাগের মাথায়-(কাজী নজরুল ইসলাম))। {(হিন্দী) খেমটা}
  • Bengali Word খেমি Bengali definition [খেমি] (বিশেষ্য) ক্ষৌমবস্ত্র; পট্টবস্ত্র; রেশমি কাপড় (বিচিত্র ননদ খেমি দিয়েছিল তায়- ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষৌম>খোম>খেমি}
  • Bengali Word খেযাব Bengali definition খেজাব
  • Bengali Word খেরাজ, কিরাজ, খরাজ Bengali definition [খেরাজ্‌, খিরাজ, খরাজ] (বিশেষ্য) খাজনা; ভূমিকর; রাজস্ব (এমরানের ঠাঁই আর না পাবে খেরাজ-সৈয়দ হামজা)। খেরাজি, খেরাজী বিণ। খেরাজি জমি (বিশেষ্য), (বিশেষণ) যে জমির জন্য নির্দিষ্ট খাজনা দিতে হয়। লাখেরাজ (বিপরীতার্থক শব্দ)। {(আরবি) খিরাজ}
  • Bengali Word খেরুয়া, খারুয়া, খাড়ুয়া, খেড়ুয়া, খেরো Bengali definition [খেরুয়া, খারুয়া, খাড়ুয়া, খেড়ুয়া, খেরো] (বিশেষ্য) ১ লালবর্ণের মোটা সুতার এক প্রকার কাপড়। সাধারণত তোশক তৈরি করা এবং বই-খাতা বাঁধার কাজে ব্যবহৃত হয় (এই পর্দাটা বড় পাতলা; এটা খুলে খেরুয়ার পর্দাটা বেন্দে দাও-মীর মশাররফ হোসেন; তিনখান খেরুয়া-মোড়া খাতা-দীনবন্ধু মিত্র)। ২ শিশুদের হাত ও পায়ের অলঙ্কার। {(হিন্দী) খারুআঁ, খারুরা}
  • Bengali Word খেরেস্তান Bengali definition [খেরেস্‌তান্‌] (বিশেষ্য) ১ খ্রিস্টান। ২ (আলঙ্কারিক) কদাচারী খ্রিস্টান। {(ইংরেজি) christian}
  • Bengali Word খেরো Bengali definition খেরুয়া
  • Bengali Word খেল Bengali definition [খেল্‌] (বিশেষ্য) ১ খেলা; ক্রীড়া; লীলা (হালকা হওয়ার খেল খেলে!- সদ)। ২ ভেলকিবাজি (ভানুমতির খেল)। ৩ কৌতুক; তামাশা। খেল খেলা, খেল দেখানো (ক্রিয়া) বুদ্ধির কৌশল দেখানো; চালাকি করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খেল্‌+অ(অচ্‌)}