Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খারেজি, খারেজী Bengali definition [খারেজি] (বিশেষণ) সরকারি শিক্ষা ব্যবস্থা বহির্ভূত; দেওবন্দের নেসাব বা পাঠ্য তালিকা অনুসারে পরিচালিত (একটি খারেজী মাদ্রাসা চলিয়া আসিতেছিল -আবুল মনসুর আহমদ)। {(আরবি) খারিজী}
  • Bengali Word খারেজিন, খারিজীন Bengali definition [খারেজিন্‌, খারিজীন] (বিশেষ্য) সমাজ বা ধর্ম থেকে বহিষ্কৃত ব্যক্তিবৃন্দ (রোয়েওয্‌যা হোবল্‌ ইবলিস খারেজিন -(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) একব খারিজী, বহুব খারিজীন}
  • Bengali Word খারেদজ্জাল Bengali definition [খারেদজ্‌জাল্‌] (বিশেষ্য) প্রবল উৎপীড়ক যার বাহন গর্দভ। □ (বিশেষণ) প্রবল অত্যাচারী। {(আরবি) খর + দজ্জাল}
  • Bengali Word খাল ১ Bengali definition [খাল্‌] (বিশেষ্য) ১ গর্ত; খানা; কাত; গহ্বর; নিম্নভূমি। ২ ডোবা। ৩ পরিখা; নালা; প্রণালি; canal। খাল কেটে কুমির আনা (ক্রিয়া) বাইরের বিপদ ঘরে আনা; বিপদ বা সর্বনাশ ডেকে আনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত>}
  • Bengali Word খাল ২, খাইল Bengali definition [খাল্‌, কাইল্‌] (বিশেষ্য) ১ চামড়া; ছাল (দাঁতে টুটি কেটে খালখানা তার ফেলাই ফেড়ে-মোহিতলাল মজুমদার)। ২ খিল; শরীরের আড়ষ্টভাব (কোমরে খাল ধরা); cramp। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল>খালি>খাইল}
  • Bengali Word খালই, খালই Bengali definition খালুই
  • Bengali Word খালকাত Bengali definition [খাল্‌কাত্‌] (বিশেষ্য) সৃষ্টি; জনতা। {(আরবি) খিলকত}
  • Bengali Word খালসা ১ Bengali definition [খাল্‌শা] (বিশেষ্য) গুরুগোবিন্দের অনুসারী শিখ সম্প্রদায়। □ (বিশেষণ) অকৃত্রিম; বিশুদ্ধ; খাঁটি; পবিত্র। {(আরবি) খালিস}
  • Bengali Word খালসা ২, খালিসা Bengali definition [খাল্‌শা, খালিশা] (বিশেষ্য) ১ সরকারি রাজস্ব বিভাগের দপ্তর (হুকুম হইলে কর্জদান করিয়া গোলাম এ টাকা খালিসা দাখিল করে-রামরাম বসু)। ২ খাসমহল। ৩ প্রধান রাজস্ব আদালত (উহা পাৎশাহী সরকারের খালসাহ-গোপাল হালদার)। {(আরবি) খালিসাহ}
  • Bengali Word খালা Bengali definition [খালা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) মাতার ভগিনী; মাসি। খালাতো মাসি। খালাতো বিণ। খালাতো ভাই (বিশেষ্য) খালার পুত্র; মাসতুতো ভাই। খালু (পুংলিঙ্গ)। {(আরবি) খালাহ}
  • Bengali Word খালাস, খলাস Bengali definition [খালাশ্‌, খলাস] (বিশেষ্য) ১ ছাড়; মুক্তি (কাল সন্ধ্যা বেলা জেল হইতে খালাস পাইয়াছি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রেহাই; নিষ্কৃতি; অব্যাহতি (শ্যামলাল একটু ধমক খাইয়াই খালাস পাইল-সুকুমার রায়)। ৩ প্রসব। ৪ ছাড়ানো (ভি. পি. খালাস)। ৫ বিযুক্ত; বিরত (ধন হন্তে মন যদি করিল খালাস-সৈয়দ আলাওল)। ৬ খালি; শূন্য (গুদাম খালাস করা)। ৭ শেষ; খতম। ৮ মুক্ত; উদ্ধার (আপনাকে কয়েদ হতে খালাস করব-মীর মশাররফ হোসেন)। ৯ কারামুক্তি; বন্ধন মোচন (খালাসের চেষ্টা করিতে প্রবর্ত হইল-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) ১ দায়মুক্ত (মা তো বলে খালাস- রাব; তুমি তো আমার ঘাড়ে চাপিয়েই খালাস হলে-মীর মশাররফ হোসেন)। ২ ভারমুক্ত (আমি সরল ভাষায়, সকল কথা বলিয়া খালাস-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। খালাসপত্র (বিশেষ্য) ছাড়পত্র; মুক্তি পত্র; মুক্তি নির্দেশক পত্র। {(আরবি) খালাস}
  • Bengali Word খালাসি, খালাসী Bengali definition [খালাশি] (বিশেষ্য) জাহাজাদিতে মাল খালাসের জন্য নিযুক্ত শ্রমিক (ঠেলা জাহাজের খালাসী বলিয়া আমরা তাহাদিগকে আমলে আনি নাই-মাহবুব-উল-আলম)। □ (বিশেষণ) মুক্তিসূচক (খালাসি পরওয়ানা)। {(আরবি) খলাসী}
  • Bengali Word খালাড়ি, খালাড়ী Bengali definition [খালাড়ি] (বিশেষ্য) যে স্থানে ক্ষারী লবণ প্রস্তুত হয়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষার>খাল(র>ল)+ (বাংলা) আড়ি, আড়ী}
  • Bengali Word খালি ১, খালী ১ Bengali definition [খালি] (বিশেষণ) ১ শূন্য; মুধু (খালি পেট)। ২ অনাবৃত; আবরণহীন (খালি মাথা)। ৩ ফাঁকা (খালি ঘর, মাঠ)। □ (ক্রিয়াবিশেষণ) ১ শুধু; কেবল (খালি পানি খাবো)। ২ ক্রমাগত; অনবরত (খালি বক বক)। ৩ সর্বদা; সদাই (খালি কান্না)। খালি খালি (ক্রিয়াবিশেষণ) অনর্থক; অকারণ; শুধু শুধু (খালি খালি কথা শুনলাম)। □ (বিশেষণ) শূন্যপ্রায়; প্রায় ফাঁকা; যেন ফাঁকা এরূপ (বাড়িটা খালি খালি মনে হচ্ছে)। খালি ঠেকা, খালি খালি ঠেকা (ক্রিয়া) শূন্য বোধ হওয়া। {(আরবি) খালী}
  • Bengali Word খালি ২ Bengali definition [খালি] (বিশেষ্য) ভাড়ায় প্রাপ্য শূন্য রিকশা (এই খালি, মীরপুর যাবে?)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কলিত>খালিত>খালি}
  • Bengali Word খালি ৩, খালী ২ Bengali definition [খালি] (বিশেষ্য) ছোট খাল (মধুখালী)। খালি জুলি (বিশেষ্য) ক্ষুদ্র জলস্রোত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খল্ল> (বাংলা) খাল+ (বাংলা) (ক্ষুদ্রার্থে)ই}
  • Bengali Word খালিত্য Bengali definition [খালিত্‌তো] (বিশেষ্য) টাক; মাথায় কেশশূন্যতা। {সংস্কৃত}
  • Bengali Word খালিস Bengali definition খালেস
  • Bengali Word খালিসা Bengali definition খালসা
  • Bengali Word খালী Bengali definition খালি
  • Bengali Word খালু Bengali definition [খালু] (বিশেষ্য) খালার স্বামী; মেসো। {(আরবি) খাল}
  • Bengali Word খালুই, খালই, খলই Bengali definition [খালুই, খালোই, খলোই] (বিশেষ্য) বাঁশ দ্বারা নির্মত মাছ বা তরিতরকারি প্রভৃতি বহন করবার খাড়া ঝুড়িবিশেষ (কুকুরটাকে ... মাছের খালুই মুখে করে আনতে ..... শিখিয়ে ..... -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আঞ্চলিক}
  • Bengali Word খালেস, খালিস Bengali definition [খালেশ, খালিস] (বিশেষণ) বিশুদ্ধ; খাঁটি (খালেস দিলের তওবা আইজো আল্লাহ কবুল করে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) খালিস}
  • Bengali Word খাস Bengali definition [খাশ্‌] (বিশেষণ) ১ আসল; বিশুদ্ধ; খাঁটি (যদি, আমি খাস হিন্দীতে বাৎ চালাইতে পারিতাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিশেষ (বসরার খাস কোন্‌ জিনিষ কিনিতে পাওয়া যায়-বেগম শামসুন্‌নাহার মাহমুদ)। স্বকীয়; নিজস্ব (খাস কামরা)। ৪ সরকারের অধিকারভুক্ত (খাসমহল)। খাস আপিল (বিশেষ্য) বিশেষ আপিল; আপিলের উপর আপিল। খাস করা (ক্রিয়া) অন্যের অধিকার থেকে ভূসম্পত্তি নিজের অধিকারে আনা। খাস কামরা (বিশেষ্য) ১ নিজস্ব ঘর। ২ আদালতের বিচারকদের বিশেষ বিশ্রামাগার। খাস খামার (বিশেষ্য) জমির মালিকের নিজ চাষাবাদের জমি। খাস তালুক (বিশেষ্য) জমিদারের নিজ তত্ত্বাবধানের ভূসম্পত্তি। খাস দখল (বিশেষ্য) ১ ভূস্বামীর নিজস্ব অধিকার। ২ প্রজার দখল উপেক্ষা করে জমিদারের নিজস্ব অধিকারে স্থাপন। খাস মহল, খাস মহাল (বিশেষ্য) ১ যে মহাল বা মৌজা প্রজার নিকট বিলি না করে জমিদার বা রাজসরকার সরাসরি নিজ তত্ত্বাবধানে রাখে। ২ নিজ আবাস (চল আমার খাস মহলে মহল-আলো অস্পরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) খাস}
  • Bengali Word খাস গেলাস Bengali definition [খাশ্‌গেলাশ্‌] (বিশেষ্য) বিবাহের শোভাযাত্রায় ব্যবহৃত অভ্রনির্মিত বাতিদানবিশেষ (রায়বাবুদের বিয়ের শোভাযাত্রার .... মউরপঙ্খি, কদমঝাড়, খাস গেলাস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) খাস + (ইংরেজি) glass}
  • Bengali Word খাসদান Bengali definition [খাস্‌দান্‌] (বিশেষ্য) পানের খিলি রাখার সুদৃশ্য পাত্রবিশেষ (পানের খাসদান ছিল-মীর মশাররফ হোসেন)। {(আরবি) খাস + (ফারসি) দান}
  • Bengali Word খাসনবিস, খাসনবীশ, খাসনবীস Bengali definition [খাশ্‌নোবিশ্‌] (বিশেষ্য) শাসনকর্তা বা তার সমপর্যায়ের কর্মচারীর ব্যক্তিগত কার্য পরিচালক; private secretary। {(আরবি) খাস +(ফারসি) নবীস}
  • Bengali Word খাসবরদার Bengali definition [খাশ্‌বর্‌দার্‌] (বিশেষণ) (বিশেষ্য) যে বিশিষ্ট সৈন্য বন্ধুক বহন করে অগ্রে চলে; আসসোঁটাধারী (আগে চলে লাল পোষ খাসবরদার -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) খাস + (ফারসি) বুরদার}
  • Bengali Word খাসলত Bengali definition [খাস্‌লত্‌] (বিশেষ্য) স্বভাব; আচরণ; অভ্যাসাদি; habit। {(আরবি) খসলাহ}
  • Bengali Word খাসা Bengali definition [খাশা] (বিশেষণ) ১ অতি উৎকৃষ্ট; প্রথম শ্রেণির (খাসা মখমলী পাদুকাপাত্র .... -মানিক বন্দ্যোপাধ্যায়)। ২ চমৎকার; উত্তম (খাসা মেয়ে-কেদারনাথ মজুমদার)। ৩ উপাদেয়। □ (ক্রিয়াবিশেষণ) বেশ; দিব্যি। {(আরবি) খাস্‌সাহ}