Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খাসি ১, খাসী ১ Bengali definition [খাশি] (বিশেষ্য) অণ্ডহীন ছাগ; ছিন্নমুষ্ক ছাগল (কাসির মাংসেত বিষ আনিয়া মাখিল-সৈয়দ সুলতান)। □ (বিশেষণ) অণ্ডহীন; ছিন্নমুষ্ক (খাসি ভেড়া, খাসি মোরগ)। খাসি করা (ক্রিয়া) অণ্ডকোষ বের করে ফেলা। {(আরবি) খসসী}
  • Bengali Word খাসি ২, খাসী ২ Bengali definition [খাশি] (বিশেষণ) অতি উত্তম; চমৎকার (পাঠান মাথা নেড়ে বলে উঠলো, ‘বাহাবা! খাসী!’- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) খাসী}
  • Bengali Word খাসিয়ত Bengali definition [খাশিয়ত্‌] (বিশেষ্য) ১ গুণ। ২ স্বভাব; প্রবণতা। ৩ বিশেষত্ব। খো-খাসিয়ত (বিশেষ্য) স্বভাবচরিত্র। {(আরবি) খাসিয়াহ}
  • Bengali Word খাসিয়া Bengali definition [খাশিয়া] (বিশেষ্য) ১ আসামের পার্বত্য জাতিবিশেষ। ২ আসামের একটি পাহাড়। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খাসী Bengali definition খাসি
  • Bengali Word খাস্ত, খাস্তা ১ Bengali definition [খাস্‌তো, খাস্‌তা] (বিশেষণ) ১ নষ্ট; পীড়িত; বিকৃত। ২ লুপ্ত। সাত (বা পাঁচ) নকলে আসল খাস্ত (বিশেষ্য) একের পর এক অনুকরণের ফলে বিকৃত হতে হতে আসলই নষ্ট হয়ে যাওয়া। {(ফারসি) খাস্তা}
  • Bengali Word খাস্তগির Bengali definition [খাস্‌তোগির্‌] (বিশেষ্য) ১ প্রার্থী; আবেদক। ২ উপাধিবিশেষ। {(ফারসি) খাস্তগর}
  • Bengali Word খাস্তা ২ Bengali definition [খাস্‌তা] (বিশেষণ) ১ উৎকৃষ্ট; উত্তম। ২ প্রচুর ঘিয়ের ময়ান দেওয়ার ফলে মচমচে; ময়দার খাবার অল্প চাপে ভাঙ্গে (খাস্তা লুচি)। {(ফারসি) খাস্তাহ}
  • Bengali Word খাহেশ, খাহিস, খাহিশ Bengali definition খায়েশ
  • Bengali Word খাড়ব Bengali definition [খাড়োব্‌] (বিশেষ্য) যে সমস্ত রাগরাগিণীতে ছয়টি সুরের ব্যবহার হয়; ছয়টি সুর ব্যবহার করে গাইবার রাগ (পাঁচ সুরে ঔড়ব, ছয় সুরে খাড়ব)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাড়ব}
  • Bengali Word খাড়া ১ Bengali definition [খাড়া] (বিশেষণ) ১ সোজা; সিধা; স্থির (খাড়া দাঁড়িয়ে রইলো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ সতর্ক (তখন আপনি কান খাড়া করেন-ওবায়েদুল হক)। ৩ দণ্ডায়মান। ৪ পুরোপুরি বা একাটানা (খাড়া এক ঘন্টা)। ৫ লম্বরূপে অবস্থিত; সটান উঠে যাওয়া; খাঁজ না থাকায় আরোহণ সুকঠিন; steep (খাড়া পাহাড়)। ৬ অবশ্য পতিপাল্য (খাড়া হুকুম)। □ (ক্রিয়া) সাজানো (মকদ্দমা খাড়া করা)। খাড়াই (বিশেষ্য) লম্বা অবস্থায় মাপ; উচ্চতা। খাড়া-খাড়া, খাড়াক্‌খাড়া (ক্রিয়াবিশেষণ) ১ দাঁড়িয়ে দাঁড়িয়ে। ২ শীঘ্র; তাড়াতাড়ি; দেখতে না দেখতে। খাড়া পাহারা (বিশেষ্য) কড়া পাহারা; সতর্ক প্রহরা (রাজা সারারাত খাড়া পাহারা হুকুম দিলেন-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। খাড়া ফসল (বিশেষ্য) জমির পাকা ফসল যা এখনও কাটা হয়নি; standing crop। খাড়াহুন্ডি (বিশেষ্য) যে হুন্ডি উপস্থিত করলেই টাকা দিতে হয়, দর্শনমাত্র বা তৎক্ষণাৎ পরিশোধ্য ঋণশোধের প্রতিশ্রুতি-পত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক>}
  • Bengali Word খাড়া ২ Bengali definition [খাড়া] (বিশেষ্য) সজিনা ইত্যাদির ডাঁটা। খাড়াবড়ি থোড়, থোড় বড়ি খাড়া (বিশেষ্য) ১ দৈনন্দিন খাদ্য তালিকার একঘেয়েমি। ২ ((আলঙ্কারিক)) বৈচিত্র্যশূন্যতা। (বিশেষণ) একঘেয়ে; পূর্বাপর এক প্রকার। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্ড>খাড়+আ}
  • Bengali Word খাড়া ৩ Bengali definition [খাড়া] (বিশেষ্য) বাজ; ঠাটা (সন্নাসীর কথা শুন্যা শিরে পড়ে খাড়া -ময়মনসিংহ গীতিকা। খাড়া জিলিখ, খাড়া ঝিলিক (বিশেষ্য) বিদ্যুতের তীব্র ঝলক; চক্ষু -ঝলসানো বিদ্যুচ্চমক। খাড়া দজ্জাল, খরদজ্জাল, খরদর্জাল (বিশেষ্য) ১ প্রবল অত্যাচারী। ২ ভয়ানক ধরনের উৎপীড়ক। ¨(বিশেষ্য) দজ্জালের বাহন গর্দভ। {(আরবি) খর+দজ্জাল}
  • Bengali Word খাড়ি Bengali definition খাঁড়ি১
  • Bengali Word খাড়ু, খাড়ুয়া ১, খারুয়া ১ Bengali definition [খাড়ু, খাড়ুয়া, খারুয়া] (বিশেষ্য) ১ হাত বা পায়ের অলঙ্কারবিশেষ; বাঁক মল (দুই পায়েতে কাঁসার খাড়ু বাজছে ঘুরি ঘুরি-(জসীমউদ্‌দীন); নাকের নথ দিবাম তবে পায়ের গোল খারুয়া-পূর্ববঙ্গ গীতিকা)। ২ হাতের অলঙ্কারবিশেষ (সবে মাত্র দুই গাছা খাড়ু ছিল হাতে-ঈশ্বর গুপ্ত.)। {(হিন্দী) খড়ুআ.}
  • Bengali Word খায়রাত Bengali definition খয়রাত
  • Bengali Word খায়েশ, খায়েস, খাইশ, খাহেশ, খাহিশ Bengali definition [খায়েশ্‌, খায়েস, খাইশ্‌, খাহেশ্‌, খাহিশ্‌] (বিশেষ্য) ১ ইচ্ছা; আকাঙ্ক্ষা (তখ্‌ত তাউস কোহিনুর করো নাই খায়েশ-(কাজী নজরুল ইসলাম); মুসাফির হয়ে খায়েশ জানাই রাত্রি যাপন লাগি- আহসান হাবীব)। ২ বাসনা; কামনা; অভিলাষ (বহুত খায়েত রাখি ফের দেখিবার-সৈয়দ হামজা)। ৩ শখ; সাধ। {(ফারসি) খাহিশ্‌}
  • Bengali Word খি, খী, খে Bengali definition [খি, খী, খে] (বিশেষ্য) ১ সুতার মুখ; খেই। ২ আলোচনার সূত্র (কথার খি ধরে নেওয়া)। ৩ সুতার তার বা গাছা (রাজার মেয়ে এক খাঁ রেশমে সাত খী সুতো কেটে ....-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খে-হারানো (ক্রিয়া) খেই হারানো; কথার সূত্র ভুলে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষেপ> (প্রাকৃত) খেঅ>খে, খি}
  • Bengali Word খিঁচ, খেঁচ Bengali definition [খিঁচ, খেঁচ] (বিশেষ্য) ১ টান; আকর্ষণ। ২ কাঁকর। ৩ ত্রুটি; গোলযোগ। ৪ মনান্তর; কলহ; বিবাদ। ৫ তর্কাতর্কি। খিঁচা, খেঁচা (ক্রিয়া) আকর্ষণ করা; টানা। {(হিন্দী) খিঁচ্‌না, √খিচঁ}
  • Bengali Word খিঁচানো, খিচানো Bengali definition [খিঁচানো, খিচানো] (বিশেষ্য) ভেংচানো; ভেংচি কাটা; মুখ বিকৃত করা (দাঁত খিঁচিয়ে বললে-অবনীন্দ্রনাথ ঠাকুর; মুখ খিঁচানো)। □ (ক্রিয়া) আক্ষেপ করা; বিকারবশত বিশেষভাবে হাত-পা ছোঁড়া (হাত-পা খিঁচানো)। খিঁচুনি, খিঁচনি, খিচুনি (বিশেষ্য) ১ ভেংচানি; বিকৃত অঙ্গভঙ্গি। ২ বিকারজনিত দৈহিক আক্ষেপ। {(হিন্দী) খিচ্‌+ (বাংলা) আন, উনি ইত্যাদি}
  • Bengali Word খিআতি, খিয়াতি Bengali definition [খিয়াতি] (প্রাচীন বাংলা) (বিশেষ্য) সুনাম; খ্যাতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ্যাতি>খিয়াতি, য>য়, স্মরণীয় য-এর সংস্কৃত উচ্চারণ ইঅ অনুসরণে তৈরি}
  • Bengali Word খিচক Bengali definition [খিচক্‌] (ক্রিয়াবিশেষণ) দূরে; তফাত (খিচক যা! খিচক যা! সময় থাকতে থাকতে কাইটা পড় হালায়-মুনির চৌধুরী)। {(অজ্ঞাতমূল)}
  • Bengali Word খিচখিচ, খিচখিচি, খিচিমিচি Bengali definition [খিচ্‌খিচ্‌, খিচ্‌খিচি, খিচিমিচি] (অব্যয়) একটানা বিতণ্ডা; কলহ বা তর্কাতর্কি; অনবরত বকাবকি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word খিচুরি, খিচুড়ি Bengali definition [খিচুরি, খিচুড়ি] (বিশেষ্য) চাল ও ডাল মিশিয়ে তৈরি করা অন্ন বিশেষ। ২ (আলঙ্কারিক) নানা বস্তু বা বিষয়ের বিসদৃশ সংমিশ্রণ। ৩ দুই বিপরীত ভাষা বা বর্ণের মিশ্রণ (খিচুড়ি ভাষা)। খিচুরি পাকানো (ক্রিয়া) নানারকম বিসদৃশ বস্তুর একত্র সমাবেশ করা। □ (বিশেষ্য) তালগোল পাকানো; গুলিয়ে ফেলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃসর> (প্রাকৃত) কিসর>খিছর>খিচুরি, খিচুড়ি, (তুলনীয়) (হিন্দী) খিচৌড়ী}
  • Bengali Word খিচড় Bengali definition [খিচড়্‌] (বিশেষণ) দুষ্ট; বদ; পাজি। খিচড়ামি (বিশেষ্য) পেজোমি; দুষ্টামি। {(হিন্দী) খচ্চর}
  • Bengali Word খিজমত Bengali definition খেজমত
  • Bengali Word খিজলানো Bengali definition [খিজ্‌লানো] (ক্রিয়া) বিরক্ত করা; অপ্রিয় কথা বার বার বলে উত্ত্যক্ত করা। {(আরবি) খিজালত}
  • Bengali Word খিজালত Bengali definition [খিজালত্‌] (বিশেষ্য) উৎপাত; জ্বালাতন। {(আরবি) খিজালাহ}
  • Bengali Word খিজি Bengali definition [খিজি] (বিশেষ্য) উৎপাত। □ (ক্রিয়া) খিজালত করা। {(আরবি) খিজালাহ}
  • Bengali Word খিজির, খিযির, খেজের Bengali definition [খিজির্‌, খিযির, খেজের্] (বিশেষ্য) জনৈক ওলি বা নবীর নাম। খাজা খিজির, খোয়াজ খিজির (বিশেষ্য) হজরত খিজির (আঃ) (ঊর্ধ্বে জাগিয়া রহিলেন ‘ঈসা’ অমর মর্ত্ত্যে ‘খাজাখিজির’ -(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) খিদর্‌}