Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word খানে কাবা Bengali definition [খানেকাবা] (বিশেষ্য) কা’বাগৃহ (মুক্তি এনেছি খানে কাবার-গোলাম মোস্তফা)। {(ফারসি) খানা-ই + (আরবি) কা’বাহ}
  • Bengali Word খানে খারাব, খানে খারাপ Bengali definition [খানেখারাব্‌, খারাবপ্‌] (বিশেষণ) ১ ধ্বংস; নিপাত; উৎসন্ন। ২ একশেষ; নাকাল; হয়রান (খানার পোশাকের কায়দা-কানুন কস্ত করতে নাস্তানাবুদ খানে খারাপ হতে হয়-প্রথম চৌধুরী)। খানে খারাবি, খানে খারাপি (বিশেষ্য)। খানে খারাবে, খানে খারাপে (বিশেষণ) সর্বনেশে। {(ফারসি) খান-ই + (আরবি) খরাব}
  • Bengali Word খানেক Bengali definition [খানেক্‌] (বিশেষণ) প্রায় এক; একের সামান্য কম বেশি (মাইল খানেক)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্ড> (বাংলা) খান+ (তৎসম বা সংস্কৃত শব্দ) এক}
  • Bengali Word খানেজাদ, খানাজাদ Bengali definition [খানেজাদ, খানাজাদ] (বিশেষণ) ১ গৃহে জাত; বাড়িতে জন্মগ্রহণ করেছে এরূপ (আমি আপনার খানেজাদ গোলাম- মীর মশাররফ হোসেন)। ২ ঘরোয়া। □ (বিশেষ্য) বান্দা; ভৃত্য; চাকর-নফর; বান্দির বাচ্চা (আলাওল মল্ল ঢালী চেলা খানেজাদ-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(ফারসি) খানহ্‌জাদ}
  • Bengali Word খান্দা Bengali definition খাদা১
  • Bengali Word খান্দান Bengali definition খানদান
  • Bengali Word খান্দানি Bengali definition খানদানি
  • Bengali Word খান্নাস, খন্নাস Bengali definition [খান্‌নাশ্‌, খন্নাস] (বিশেষ্য) শয়তান (খান্নাসের অশুভ মন্ত্র দিয়ে বনি আদমেরে ফেলে মৃত্যুর ফাঁদে- তালিম হোসেন)। {(আরবি) খন্নাস}
  • Bengali Word খাপ Bengali definition [খাপ্‌] (বিশেষ্য) ১ অসিকোষ; অস্ত্রাধার (তলোয়ার রেখে খাপে এরা রণজয়ী হবে দন্তবিহীন বৈদান্তিকী ছলে-(কাজী নজরুল ইসলাম))। ২ আবরণ; কোষ (চশমার খাপ)। ৩ বস্ত্রাদির ঠাস বা ঘন বুনন। ৪ মিল; সামঞ্জস্য; সঙ্গতি (খাপ খাওয়া)। ৫ ওত; গোপনে প্রতীক্ষা (খাপ পাতিয়া থাকা)। ৬ খাঁজ। খাপ খাওয়া (ক্রিয়া) ১ মিল হওয়া; সামঞ্জস্য হওয়া। ২ যোগ্য বা উপযোগী হওয়া; match। খাপ খাওয়ানো (ক্রিয়া) মিল খাওয়ানো; সামঞ্জস্য বিধান করা। খাপ খোলা (বিশেষণ) খাপ থেকে মুক্ত (খাপ-খোলা তলোয়ার)। খাপ খোলা তলোয়ার (বিশেষ্য) ((আলঙ্কারিক)) সদা প্রস্তুত সাহসী বীরপুরুষ। খাপছাড়া (বিশেষণ) ১ বেমানান। ২ সামঞ্জস্যবিহীন; অসংলগ্ন; অসম্বন্ধ; অপ্রাসঙ্গিক। ৩ অদ্ভুত; উদ্ভট। খাপ পাতা (ক্রিয়া) শিকার ধরার জন্য ওত পেতে বসা (রইলো শেষে খাপ পাতিয়া সুযোগ নাকি পাই-রওশন ইজদানী)। খাপা (ক্রিয়া) ১ খাপ খাওয়া; মিলে যাওয়া; মানানসই হওয়া। ২ খেপে যাওয়া; ছোট হয়ে যাওয়া। খাপনো (ক্রিয়া) ১ খাপ খাওয়ানো; মানানো। ২ খাপি করা। খাপি, খাপী (বিশেষণ ) ১ ঠাস বুননের; ঘন জমিন বিশিষ্ট (কাজের টানাপোড়েনে জীবন যত খাপি করেই বোনা হোক না কেন-প্রেমেন্দ্র মিত্র)। ২ মোটা; পুরু। খাপে খাপে বসা (ক্রিয়া) খাঁজে খাঁজে বসা। {(ফারসি) খাম}
  • Bengali Word খাপচি Bengali definition [খাপ্‌চি] (বিশেষ্য) ১ খামচি। ২ চিমটি। ৩ অল্প পরিমাণ; খাবলা (এক খাপচি তেল মাথায় দিল)। {খাপ+চি}
  • Bengali Word খাপর Bengali definition [খাপোর্‌] (বিশেষ্য) ভিক্ষাপাত্র (হাতেতে খাপর, মাগি এই বর, আর কিছু নাহি ধিক-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর> (প্রাকৃত) খপ্‌পর>(ক্ষতিপূরণে)খাপর}
  • Bengali Word খাপর Bengali definition [খাপোর্‌] (বিশেষ্য) ভিক্ষাপাত্র (হাতেতে খাপর, মাগি এই বর, আর কিছু নাহি ধিক-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর> (প্রাকৃত) খপ্‌পর>(ক্ষতিপূরণে)খাপর}
  • Bengali Word খাপরা, খাবরা, খাপরা Bengali definition [খাপ্‌রা, খাব্‌রা, খপ্‌রা] (বিশেষ্য) ১ কলসি হাঁড়ি প্রভৃতির ভাঙা অংশ বা টুকরা। ২ খোলা; ঘর ছাওয়ার টালি (সামনের ওই খাপরা-ছাওয়া বস্তিখানার চালে-সুধীন্দ্রনাথ দত্ত)। ৩ মাটি বা পাথরের পাত্রবিশেষ (চিরটা কাল আগুনের খাপরা বুকে নিয়ে কাল কাটাতে হবে-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর+ (বাংলা) আ}
  • Bengali Word খাপরেল Bengali definition [খাপ্‌রেল্‌] (বিশেষ্য) ১ খোলার ছাউনি দেওয়া ঘর। ২ ঘর ছাওয়ার জন্য ব্যবহৃত খোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর; (হিন্দী) খপরৈল}
  • Bengali Word খাপসুরৎ Bengali definition খুবসুরত
  • Bengali Word খাপা ১ Bengali definition খাপ
  • Bengali Word খাপা ২, খাপ্পা Bengali definition [খাপা, খাপ্‌পা] (বিশেষণ) ক্রুদ্ধ; ক্ষিপ্ত (ক্রুদ্ধ মূর্তি দেখিয়া শৈলেন অত্যন্ত খাপা হইয়া উঠিল-রবীন্দ্রনাথ ঠাকুর; তিনি বিনা কারণে যখন তখন খাপ্পা হইয়া উঠিতেন- সুরা; বাকিটুকু না শুনলে খাপ্পা হবে ধরমরাজ- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(ফারসি) খফাহ্‌; (ফারসি), খপাহ্‌}
  • Bengali Word খাপি, খাপী Bengali definition খাপ
  • Bengali Word খাপ্পা Bengali definition খাপা২
  • Bengali Word খাব Bengali definition খোয়াব
  • Bengali Word খাবরা Bengali definition খাপরা
  • Bengali Word খাবরি Bengali definition [খার্‌বি] (বিশেষ্য) পাত্রবিশেষ; খাপরা জাতীয় কাঁসা বা পিতলে নির্মিত পাত্র (খাবরি ভরিয়া দিমু পানি-শেখ ফয়জুল্লাহ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্পর> (প্রাকৃত) খপ্‌পর>খাবর+ (বাংলা) ই}
  • Bengali Word খাবল, খাবোল, খাবলা Bengali definition [খাবোল্‌, খাবোল, খাব্‌লা] (বিশেষ্য) ১ পাঞ্জা পরিমাণ হাতের কোষ বা কোষ পরিমাণ; থাবা পরিমাণ; মুষ্টি; মুঠা (এক খাবোলে একটা গহ্বর কাটে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ গ্রাস। ৩ দংশন। খাবল মারা (ক্রিয়া) হঠাৎ দংশন করা; অতর্কিত থাবা মারা। খাবলা খাবলা (বিশেষ্য) থাবা থাবা; বারবার থাবা পরিমাণ। খাবলানো (ক্রিয়া) ১ খাবলা দেওয়া; থাবায় থাবায় নেওয়া; হাত দিয়ে তুলে নেওয়া। ২ কামড়ানো; ছোবলানো (কুকুর খাবলিয়ে মাংস তুলে নিল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কবল}
  • Bengali Word খাবসুরত Bengali definition খুবসুরত
  • Bengali Word খাবার Bengali definition [খাবার্‌] (বিশেষ্য) ১ খাদ্যদ্রব্য। ২ মিষ্টান্নাদি অল্পপরিমিত খাবার দ্রব্য; নাশতা। □ (বিশেষণ) ১ খাদ্য; আহার্য; ভোজ্য (খাবার জিনিস)। ২ পানীয়; পানযোগ্য (খাবার পানি)। ৩ ভোজন সম্পর্কিত (খাবার ঘর)। খাবারওয়ালা (বিশেষ্য) নাশতাওয়ালা; নাশতাবিক্রেতা; ভোজ্য দ্রব্য বিক্রেতা। খাবার দাবার (বিশেষ্য) নানান খাদ্য দ্রব্য; খাদ্যদ্রব্যাদি (পুটলিতে খাবার বেঁধে রওনা হওয়া গেল)। জলখাবার (বিশেষ্য) নাশতা; টিফিন; অল্প খাদ্য। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্‌+অন=খাদন> খাঅন> খাওন> খাওয়ার>খাবার}
  • Bengali Word খাবি Bengali definition [খাবি] (বিশেষ্য) ১ শ্বাসকষ্ট হেতু নিঃশ্বাস গ্রহণের জন্য মুখব্যাদান। ২ হাঁসফাঁস; ধড়ফড়ি; চটফটি। খাবি খাওয়া (ক্রিয়া) ১ বাধাপ্রাপ্ত নিঃশ্বাস টানার জন্য প্রাণপণ চেষ্টায় ধড়ফড় করা (প্রাণটা খাবি খাগ্‌ বোয়াল মাছেল মতন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ (আলঙ্কারিক) মুক্তির জন্য প্রাণান্তকর চেষ্টায় ছটফট করা (বিক্রয়ের জন্য খাবি খাইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ হাঁসফাঁস করা (সেই সব সামলাতে গিয়েই প্রাণটা খাবি খায় ..... -সৈয়দ মুজতবা আলী)। {(ফারসি) খাপ>খাব+ই। শ্বাস গ্রহণের জন্য খাপের মতো বিস্তৃত মুখব্যাদান অর্থে)}
  • Bengali Word খাবিন্দ, খামেন্দ Bengali definition [খাবিন্‌দ্‌, খামেন্‌দ্‌] (বিশেষ্য) ১ মালিক; প্রভু(দীনের খাবিন্দ সেরা হজরত রাসুল-সৈয়দ হামজা)। ২ স্বামী (বেগম খামেন্দ নারী নেক যদি থাকে; আল্লার আলম তবু বদ কহে তাকে -সৈয়দ হামজা)। {(ফারসি) খারীন্দ}
  • Bengali Word খাবোল Bengali definition খাবল
  • Bengali Word খাম ১ Bengali definition [খাম্‌] (বিশেষ্য) ঘরের বাঁশের বা কাঠের খুঁটি; স্তম্ভ; খাম (গোয়ালঘরের খাম থুয়ে তার চাল সে নিল টানি-(জসীমউদ্‌দীন))। খাম আলু (বিশেষ্য) খামের আকার বিশিষ্ট এক প্রকার মেটে আলু; চুপড়ি আলু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্তম্ভ> (প্রাকৃত) থম্ভ>খম্‌ব>খাম}
  • Bengali Word খাম ২ Bengali definition [খাম্‌] (বিশেষ্য) চিঠিপত্রাদির আবরণ; আচ্ছাদন; লেফাফা। {(ফারসি) খাম}