খ পৃষ্ঠা ১২
- Bengali Word খাদির Bengali definition [খাদির্] (বিশেষণ) ১ খদির সংক্রান্ত। ২ খদির কাষ্ঠবির্মিত। □ (বিশেষ্য) খয়ের। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদির + অ(অণ্)}
- Bengali Word খাদুন Bengali definition [খাদুন্] (বিশেষ্য) মাছ ধরার যন্ত্রবিশেষ। (মাছ ধরিবার লাগি; সাঁঝের বেলায় খাদুন দোহার গেছে তারা পেতে রাখি- বন্দে আলী মিয়া)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+ (বাংলা) উন}
- Bengali Word খাদেম, খাদিম Bengali definition [খাদেম্, খাদিম] (বিশেষ্য) ১ যে খেদমত করে; সেবক; ভৃত্য (খাদেম গেরদায় ঠেস দিয়া দোকানে বসিল-নজিবর রহমান)। ২ সেবাইত (দরগার খাদেম)। ৩ চিঠিপত্রের শেষে অনেক সময়ে বিনয় প্রকাশার্থ নামের পূর্বে খাদেম লেখা হয়। খাদেমদার (বিশেষ্য) খাদ্য পরিবেশক। খাদেমদারি (বিশেষ্য) খাদ্য পরিবেশন। খাদেমা, খাদিমা (বিশেষ্য) ১ সেবিকা; পরিচারিকা। ২ উপপত্নী। {(আরবি) খাদিম্}
- Bengali Word খাদ্য Bengali definition [খাদ্দো] (বিশেষ্য) ১ আহার্য বস্তু; ভোজ্য দ্রব্য; খাবার। □ (বিশেষণ) খাওয়ার যোগ্য; ভক্ষ্য। খাদ্য খাদক সম্বন্ধ -একে অপরের ক্ষতিমূলক অপকার করতে চায় এরূপ সম্পর্ক; প্রবল বৈরীভাব। খাদ্যনালি (বিশেষ্য) যে অন্ত্রপথে খাদ্যদ্রব্য পরিপাকের জন্য পরিবাহিত হয়; food canal। খাদ্যপ্রান (বিশেষ্য) খাদ্যবস্তুতে বিদ্যমান পদার্থ যা জীবনীশক্তি বর্ধন করে; vitamin। খাদ্যশস্য (বিশেষ্য) খাওয়ার ফসল প্রভৃতি; কৃষিজাত আহার্য দ্রব্যাদি; আনাজ; food grain। খাদ্যাখাদ্য (বিশেষ্য) খাওয়ার যোগ্য বা অযোগ্য বস্তু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+য(ণ্যৎ); খাদ্য+অখাদ্য; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word খাদ্যাভাব Bengali definition [খাদ্দাভাব্] (বিশেষ্য) দুর্ভিক্ষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাদ্য+অভাব; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word খান বাহাদুর Bengali definition ⇒ খাঁ
- Bengali Word খান সাহেব Bengali definition ⇒ খাঁ
- Bengali Word খান ২, খানা Bengali definition [খান্, খানা] (বিশেষণ) ১ টুকরা; খণ্ড (একখানা কাপড়; একখানা দিলে -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সংখ্যা (তিনখান কাপড়)। খানখান (অব্যয়) টুকরা টুকরা; খণ্ড খণ্ড (পেয়ালাটা ভাঙিয়া খান খান হইল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>}
- Bengali Word খান ৩ Bengali definition ⇒ খাঁ
- Bengali Word খানকা, খানকাহ Bengali definition [খান্কা, খান্কাহ্] (বিশেষ্য) ১ বৈঠকখানা (পুরানো সেই খানকা এখন মলিন মুখে কাটায় দিন-গোলাম মোস্তফা)। ২ পীরের আস্তানা (পরিবাগের খানকা শরিফ)। {(ফারসি) খানগাহ্; (ফারসি) খানকাহ}
- Bengali Word খানকাহ Bengali definition ⇒ খানকা১
- Bengali Word খানকি, খানকী Bengali definition [খান্কি] (বিশেষ্য) (অশিষ্ট) বারাঙ্গনা; বেশ্যা। খানকিখোর (বিশেষণ) বেশ্যায় আসক্ত। ২ বেশ্যার হাবভাব বা আচরণ। খানকিপনা (বিশেষ্য) বেশ্যার হাবভাব; বেশ্যার ন্যায় আচরণ। খানিকবাজ (বিশেষণ) বেশ্যাসক্ত; লম্পট। খানকিবাজি বি। {(ফারসি) খানগী}
- Bengali Word খানখানান Bengali definition [খান্খানান্] (বিশেষ্য) ১ উচ্চ উপাধিবিশেষ। ২ মহাসম্মানিত; সম্মানিতদের ভিতরে শ্রেষ্ঠ (সিপাহ্সালার খানখানান মহব্বৎ জং -রাজশেখর বসু (পরশু))। {(ফরাসি) খান খানান}
- Bengali Word খানচা Bengali definition ⇒ খাঞ্চা
- Bengali Word খানদান, খান্দান Bengali definition [খান্দান্] (বিশেষ্য) ১ বংশ (তাইমুর খান্দানের এ অবমাননা একেবারেই অসহ্য-ইসমাইল হোসেন শিরাজী; আমাদের খানদানে ধরগে তোমার কেউ কোনকালে চাকরী কল্লে না-কাজী ইমদাদুল হক)। ২ উচ্চবংশ। ৩ বংশধর (হাতেম তাইয়ের হে খান্দান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ তরিকা; সাধনপথ (হানাফী মোযহাব ধরে চিন্তি খান্দান-দৌলত উজির বাহরাম খান)। {(ফারসি) খানদান}
- Bengali Word খানদানি, খানদানী, খান্দানি Bengali definition [খান্দানি] (বিশেষণ) ১ বংশমর্যাদাযুক্ত; বংশগৌরববিশিষ্ট (আরবের যত খান্দানী ঘরে-(কাজী নজরুল ইসলাম))। ২ অভিজাত; উচ্চবংশীয় (তিনি খানদানী মনিষ্যি-রাজশেখর বসু (পরশু))। □ (বিশেষণ) (বিশেষ্য) বংশ; বংশধর (বাবর মাহের খান্দানীরা আজকে শুনি রেঙ্গুনে দপ্তরী -সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খানদান+ (বাংলা) ই}
- Bengali Word খানম, খানুম Bengali definition [খানোম্, খানুম] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ খানের স্ত্রী; খানপত্নী। ২ মহিলা। ৩ উচ্চ পদমর্যাদাসম্পন্ন মহিলা (বিবি খানমের মূর্তিটী বিশ্বপ্রহ্লাদিনী ঊষার ন্যায় মনোহারিণী-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষ্য) মুসলিম মহিলাদের নামের শেষে ব্যবহারের পদবি। {(তুর্কি) খানুম, খানম}
- Bengali Word খানসামা Bengali definition [খান্শামা] (বিশেষ্য) আহার পরিবেশনকারী ভৃত্য; পরিচারকবিশেষ (তার পূর্বে আমার খানসামা একবাটি ঘন দুধের চা নিয়ে এলে ভাল হয়-অবনীন্দ্রনাথ ঠাকুর; হাকিম সাহেবের প্রিয় খানসামা রামহরি .... হাজির হইল .... -মীর মশাররফ হোসেন)। খানসামাগিরি (বিশেষ্য) খানসামার পদ বা কার্য। {(ফারসি) খানসামান}
- Bengali Word খানা ১ Bengali definition [খান্] (বিশেষ্য) স্থান (এখানে সেখানে)। খানে খানে (ক্রিয়া) (বিশেষণ) স্থানে স্থানে; বিভিন্ন স্থানে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্থান>থান (আদ্যবর্ণলোপে)>খান (থ>খ)}
- Bengali Word খানা ১ Bengali definition [খানা] (বিশেষ্য) গর্ত; গহ্বর; খাই; খাত (খোঁড়ার পা খানায় পড়ে)। {(পর্তুগিজ) cana}
- Bengali Word খানা ২ Bengali definition [খানা] (বিশেষ্য) গৃহ; স্থান; কক্ষ (গরিবখানা)। খানাতল্লাশ, খানাতল্লাশি (বিশেষ্য) গৃহে অনুসন্ধান; বাসস্থানে বিশেষ অনুসন্ধান, search। খানাপুরী (বিশেষ্য) ১ ঘরকাটা কাগজের বিভিন্ন ঘরে প্রজার জমি ইত্যাদি সম্বন্ধে বিস্তারিত বিবরণ লিপিবদ্ধ করণ। ২ ফর্মের ঘর পূরণ। খানা বাড়ি (বিশেষ্য) ১ বসতবাড়ি। ২ জমিদার বাড়ির ভৃত্যাদির বাড়ি ও জমি। খানা শুমারি (বিশেষ্য) ১ বাড়ি-গণনা। ২ আদমশুমারি; census। {(ফারসি) খানাহ্}
- Bengali Word খানা ৩ Bengali definition [খানা] (বিশেষ্য) খাদ্য; আহার্য (আজ কিরূপ খানা প্রস্তুত করিতে হইবে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ মুসলমানি বা বিলাতি ধরনের খাদ্য (সাহেবের মেজের সজ্জা এবং খানা ও টিফিন খাওয়া দেখিয়া .... -ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। ৩ বৃহৎ ভোজ (হাজার লোকের খানা করা হইয়াছিল)। খানাঘর (বিশেষ্য) খাওয়ার ঘর; ভোজন কক্ষ; dining-hall বা room (খানাঘরে গিয়ে ফরমায়েস করি ভাত খাওয়াতে হবে কিন্তু-মনোজ বসু)। খানাদানা, খানাপিনা (বিশেষ্য) পান-ভোজন, খাওয়া-দাওয়া (খানাদানা না হলে বাড়ী সরগরম হয় না-মোঃ ওয়ালিউল্লাহ; সাত রোজ মোর ঘরে খানাপিনা নাই- ভারতচন্দ্র রায় গুণাকর)। {(হিন্দী) খানা}
- Bengali Word খানা, খানি Bengali definition [খানা, খানি] (অব্যয়) ১ খান; খণ্ড; টুকরা। ২ বস্তু বা বিষয় নির্দেশক (কাপড়খানা, গাড়িখানা)। ৩ সংখ্যা পরিমাণ; সংখ্যা মাত্র (দুইখানা বই)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড>}
- Bengali Word খানাখন্দ Bengali definition [খানাখন্দো] (বিশেষ্য) গর্ত; খাদ; ডোবা (খানাখন্দ ভরাট করছে- মব)। খানাখন্দল (বিশেষ্য) গর্তাদি। {(পর্তুগিজ) cana+ (আরবি) খন্দক}
- Bengali Word খানাজাদ Bengali definition ⇒ খানেজাদ
- Bengali Word খানাপুরী Bengali definition ⇒ খানা২
- Bengali Word খানি Bengali definition [খানি] (অব্যয়) [খানা+আদরার্থে ই=খানি]। ⇒ খানা।
- Bengali Word খানিক Bengali definition [খানিক্] (ক্রিয়াবিশেষণ) ১ ক্ষণেক; অল্প সময়; কিছুক্ষণ। □ (বিশেষণ) অল্প; কিছু; একটু; কতক। খানিকটা (ক্রিয়াবিশেষণ) কিছু; কিঞ্চিৎ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণেক>}
- Bengali Word খানিকক্ষণ Bengali definition [খানিক্খন্] (বিশেষ্য) কিছু সময় (খানিকক্ষণ দিগন্তে তাকিয়ে ...-রশীদ খাঁন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড> (বাংলা) খানিক+ (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ}
- Bengali Word খানুম Bengali definition ⇒ খানম