খ পৃষ্ঠা ১১
- Bengali Word খাটিয়ে Bengali definition [খাটিয়ে] (বিশেষণ) পরিশ্রম করে এমন; পরিশ্রমী। {(বাংলা) √খাট্+ইয়ে}
- Bengali Word খাটো, খাট ১ Bengali definition [খাটো] (বিশেষণ) ১ খর্ব; বেঁটে (খাটো লোক)। ২ হীন; তুচ্ছ (সে কিসে খাটো?)। ৩ মৃদু; অনুচ্চ; চাপা (খাটো সুর)। ৪ দুর্বল; ক্ষীণ (কানে খাটো)। ৫ ছোট (খাটো কাপড়)। খাটো কথা (বিশেষ্য) তুচ্ছ কথা; সামান্য কথা; অনুচ্চ স্বরের কথা। খাটো করা (ক্রিয়া) ১ কমানো; ছোট করা। ২ হেয় করা; অপমানিত করা। খাটো দৃষ্টি, খাটো নজর (বিশেষ্য) ১ দূরে দেখার অক্ষমতা; short sight। ২ ছোট নজর। ৩ কৃপণতা; বখিলি। খাটো হওয়া (ক্রিয়া) হীন হওয়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর্ব; (তৎসম বা সংস্কৃত শব্দ) √খট্ট্>}
- Bengali Word খাট্টা, খাটা Bengali definition [খাট্টা, খাটা] (বিশেষ্য) (বিশেষণ) অম্ল; অম্বল; টক। খাট্টামিঠা (বিশেষণ) অম্লমধুর (খাটা মিঠা আচার)। মন খাট্টা করে দেওয়া (ক্রিয়া) মন বিরূপ করে দেওয়া; মেজাজ খারাপ করে দেওয়া (গফুরের মেজাজটা খাট্টা হয়ে গেল-শামসুল হক)। {(হিন্দী) খট্টা}
- Bengali Word খাণ্ডব Bengali definition [খান্ডব্/খানডো্ব] (বিশেষণ) খণ্ড থেকে জাত। □ (বিশেষ্য) মহাভারতে বর্ণিত যমুনা-তীরে বর্তমান দিল্লির নিকটস্থ বনবিশেষ। খাণ্ডবদাহ, খাণ্ডবদাহন (বিশেষ্য) ১ অগ্নিকে সন্তুষ্ট করার জন্য কৃষ্ণ ও অর্জুন কর্তৃক জীবজন্তুসহ খাণ্ডব বন দাহন ঘটনা (তাণ্ডব আজ পাণ্ডব সম খাণ্ডব দাহ চাই-(কাজী নজরুল ইসলাম))। ২ ভীষণ অগ্নিকাণ্ড। খাণ্ডবপ্রস্থ (বিশেষ্য) ইন্দ্রপ্রস্থ; উক্ত স্থানের আধুনিক নাম দিল্লি। খাণ্ডবানল (বিশেষ্য) ১ যে আগুনে খাণ্ডব বন দগ্ধ হয়েছিল। ২ ভীষণ অগ্নিকাণ্ড। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ডু+অ(অণ্)}
- Bengali Word খাণ্ডা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [খান্ডা] (বিশেষ্য) ১ খড়্গ; খাঁড়া (জুলফেকার খান্ডা নিল কোমরে বান্দিয়া-হেয়াত মাহমুদ)। ২ টুকরা (মাছের খাণ্ডা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+ (বাংলা) আ; (তৎসম বা সংস্কৃত শব্দ) খড়্গ> (প্রাকৃত) খণ্ড>}
- Bengali Word খাণ্ডার Bengali definition [খান্ডার্] (বিশেষণ) ১ কলহে ভীষণ; ভয়ঙ্কর কুঁদুলে। ২ প্রচণ্ড; উগ্রস্বভাবা (সুড় সুড় করে ছোকরা চলে গেল সেই খাণ্ডার বউয়ের পিছনে-সৈয়দ মুজতবা আলী)। খাণ্ডারনি, খাণ্ডারী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্ড+ (বাংলা) আর}
- Bengali Word খাণ্ডিক Bengali definition [খান্ডিক্] (বিশেষ্য) ময়রা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খণ্ড+ইক(ঠঞ্)}
- Bengali Word খাত Bengali definition [খাত] (বিশেষ্য) ১ গর্ত; খাই; খনিত স্থান। ২ খাঁড়ি। ৩ খনি। ৪ পুকুর; খানা। ৫ পরিখা; গড়খাই। □ (বিশেষণ) খনন করা হয়েছে এমন; খনিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+ত(ক্ত)}
- Bengali Word খাতক ১ Bengali definition [খাতোক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ঋণী; অধমর্ণ; দেনাদার। ২ যে মহাজনের নিকট থেকে টাকা কর্জ করেছে। খাতাক, খাতকি (বিশেষণ) ঋণদান সম্বন্ধীয়; তেজারতি। খাতকি কারবার (বিশেষ্য) লগ্নি কারবার; মহাজনি ব্যবসা; সুদের ব্যবসা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত> √খাতি+অক(ণ্বুল্)>}
- Bengali Word খাতক ২ Bengali definition [খাতক্] ১ বির্গত; পরিখা; খাত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত+ক}
- Bengali Word খাতা ১ Bengali definition [খাতা] (বিশেষ্য) ১ একত্র বাঁধা পত্রাদি। ২ হিসাবের বহি। ৩ দল; ঝাঁক (খাতায় খাতায় পাখি পড়ছে)। খাতা খোলা (ক্রিয়া) লেনদেন আরম্ভ করা। খাতাপত্র (বিশেষ্য) বিভিন্ন বিষয়ের খাতা; হিসাবপত্র। খাতাবন্দী (বিশেষ্য) ১ খাতা অনুসারে কর নির্ধারণ প্রণালি। ২ খাতায় লিখিত; খাতায় নির্দিষ্ট। খাতা লেখা (ক্রিয়া) দৈনিক আয়-ব্যয় বা কেনা-বেচার বিবরণ খাতায় লিপিবদ্ধ করা। হালখাতা (বিশেষ্য) ব্যবসায় প্রতিষ্ঠানসমূহে হিসাব ইত্যাদি শুরু করার জন্য (বাংলা বৎসরের প্রথম দিনে) নতুন খাতা খোলার অনুষ্ঠান। {(আরবি) খত (ফারসি) খাতা}
- Bengali Word খাতা ২ Bengali definition [খাতা] (বিশেষ্য) দোষ; ত্রুটি; অপরাধ; ভুল (গুনা খাতা; কোন বাতে খাতা নাহি পায়-সৈয়দ হামজা)। {(আরবি) খতা’}
- Bengali Word খাতাঞ্জি, খাতাঞ্জী Bengali definition [খাতান্জি] (বিশেষ্য) ১ খাজাঞ্চি; কোষাধ্যক্ষ; ধনরক্ষক; treasurer; cashier (বুড়া খাতাঞ্জি একটা লোহার শিক বসানো খাঁচার মত ঘরে অন্ধকারের মধ্যে বসিয়া থাকে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়; বাবু উকিল সাহেবদের আফিসে খাতাঞ্জী-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ খাজনার জিম্মাদার। {(আরবি) খাজান +(ফারসি) চী}
- Bengali Word খাতাল Bengali definition [খাতাল্] (বিশেষণ) ঝগড়াটে; দুষ্ট; বহুভাষী (এটি বড় খাতাল মেয়ে)। {(আরবি) খততাল}
- Bengali Word খাতিমা বিল খয়র Bengali definition [খাতিমাবিল্খয়র্] (বিশেষ্য) শুভসমাপ্তি; শুভ পরিণাম। {(আরবি) খাতিমাহ (আরবি) বিল-খায়ির}
- Bengali Word খাতির, খাতের Bengali definition [খাতির্, খাতের] (বিশেষ্য) ১ কারণ; নিমিত্ত; জন্য (দুধ নাহি খায় লাড়কা কিসের খাতির-সৈয়দ হামজা; সত্যের খাতিরে একথাও স্বীকার করতে হয়-প্রেমেন্দ্র মিত্র)। ২ সমাদর; যত্ন; কদর (নজদিকে বসায় তারে করিয়া খাতির-সৈয়দ হামজা)। ৩ সৌহার্দ্য বা প্রীতিপূর্ণ সম্পর্ক (আমার সঙ্গে খাতির জমেছে কলকাতা থেকেই-মনোজ বসু)। ৪ অন্তঃকরণ; মন। ৫ প্রতি; নিকট; কাছে (পুছিতে লাগিল বাত দোহার খাতের -সৈয়দ হামজা)। ৬ প্রভাব; দৌলত (টাকার খাতিরেই অনেক ফেরফোর হয়-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। খাতিরে (ক্রিয়াবিশেষণ) সম্মানার্থ; সম্মানহেতু (আপনার খাতিরে তাকে মাফ করলাম)। খাতির জমা (ক্রিয়াবিশেষণ) নিশ্চিন্তে; নিরুদ্বেগে (যান, খাতিরজমা থাকুন গিয়া কিছুই হইব না-আবুল মনসুর আহমদ; চলিল খাতেরজমা ডর নাহি আ-সৈয়দ হামজা)। খাতিরে তোয়াজ, খাতিরে তোয়ায (বিশেষ্য) সম্প্রীতি ও শিষ্টতা। খাতির দারি (বিশেষ্য) সমাদর; আপ্যায়ন (খেলাত দিয়া খাতিরদারিতে সে দিবস বাসায় বিদায় করিল-রামরাম বসু)। করিল খাতেরদারি তাহা সবাকার-সৈয়দ হামজা)। খাতির নদারত, খাতির নাদারদ (বিশেষণ) ১ কাউকে খাতির করে চলে না এমন (বিবিজানের সঙ্গে একত্রে বসেই চলেছেন খাতির নদারৎ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ স্পষ্টবক্তা; নিরপেক্ষ সমালোচক। {(আরবি) খাতির}
- Bengali Word খাতুন Bengali definition [খাতুন] (বিশেষ্য) ১ মহিলা (কোন্ খাতুনের মুখসরোজ তোর হিয়ার সরসীতে-(কাজী নজরুল ইসলাম))। ২ গৃহিণী। ৩ মুসলিম মহিলাদের নামের শেষে ব্যবহৃত উপাধি। খাতুনে-জান্নাত (বিশেষ্য) বেহেশতের রানী; হজরত ফাতিমা। {(তুর্কি) খাতুন}
- Bengali Word খাদ ১, খাইদ Bengali definition [খাদ্, খাইদ্] (বিশেষ্য) ১ সোনারুপার সহিত মিশ্রিত নিকৃষ্ট ধাতু; পান; alloy। ২ ভেজাল (মরণে পুড়েছে খাদ আছে শুধু হেম-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষয়দ>খয়দ>খঅদ>খাদ, খাইদ; (তৎসম বা সংস্কৃত শব্দ) খাদক>}
- Bengali Word খাদ ২ Bengali definition [খাদ্] (বিশেষ্য) ১ গর্ত; খাই; গহ্বর। ২ খাত; গভীর উপত্যকাভূমি (ওরা যেন মস্ত একটা খাড়া পাহড়ের খাদ বেয়ে চলেছে- নই)। ৩ খানা; ডোবা; খাদের পারে জলাভূমি-কাজী আফসারউদ্দীন)। ৪ পরিখা; গড়খাই। ৫ খনিত স্থান। ৬ খনি। ৭ গভীরতা। ৮ (সন্) উদারার সুর; নিম্নসুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত>}
- Bengali Word খাদক Bengali definition [খাদোক্] (বিশেষ্য) ১ খাদ্য খায় এমন; ভক্ষক (নরখাদক বাঘ)। ২ পণ্য প্রভৃতির ব্যবহারকারী বা ক্রেতা; consumer। ৩ অধমর্ণ; ঋণী। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) খাদিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+অক(ণ্বুল্}
- Bengali Word খাদন Bengali definition [খাদোন্] (বিশেষ্য) ১ আহার; ভোজন। ২ পণ্যাদির ভোগ; কাটতি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+অন(ল্যুট্)}
- Bengali Word খাদরি Bengali definition [খাদ্রি] (বিশেষ্য) ইটের গাঁথুনি বা সাজানোর রীতি বিশেষ। ইট শায়িতভাবে না পেতে প্রস্থের দিকে খাড়া রেখে কোনাকুনিভাবে পরপর সাজানো গাঁথুনি; খাজারি গাঁথুনি (একটা ফটকের মাঝ দিয়ে ইটের খাদরি করা চওড়া একটা রাস্তা-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {খাদ+রি}
- Bengali Word খাদা ১, খান্দা Bengali definition [খাদা, খান্দা] (বিশেষ্য) ১ জমির পরিমাণবিশেষ; ষোলো বিঘা (তালুকদার সাহেবের খামারের তিন খাদা জমি -নজিবর রহমান; দশ খান্দা জমি রূপার-(জসীমউদ্দীন))। ২ গর্ত; খাদ। {(আরবি) খদ্দ}
- Bengali Word খাদা ২ Bengali definition [খাদা] (বিশেষ্য) ১ পাথর বা কাষ্ঠনির্মিত গামলা জাতীয় পাত্র। {কদ্হ্}
- Bengali Word খাদাবাড়ি Bengali definition [খাদাবাড়ি] (বিশেষ্য) বসতবাড়ি; খানাবাড়ি (এটা কলুর বাড়ি কি গয়লাবাড়ি কিম্বা পুলিশের খাদাবাড়ি তা বোঝা যাচ্ছে না- অবনীন্দ্রনাথ ঠাকুর)। {খাদা+বাড়ি}
- Bengali Word খাদাড়ি Bengali definition [খাদাড়ি] (বিশেষ্য) লবণ প্রস্তুত করার কারখানা; খালাড়ি; খালারি। {(ফারসি) খালরী}
- Bengali Word খাদি ১ Bengali definition ⇒ খদ্দর
- Bengali Word খাদি ২ Bengali definition [খাদি] (বিশেষণ) ভক্ষক; খাদক (নরখাদি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+ (বাংলা) (ইংরেজি)}
- Bengali Word খাদিত Bengali definition [খাদিতো] (বিশেষণ) খাওয়া হয়েছে এমন; ভক্ষিত। খাদিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খাদ্+ত(ক্ত)}
- Bengali Word খাদিম Bengali definition ⇒ খাদেম