Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word কনীনিকা Bengali definition [কোনিনিকা] (বিশেষ্য) ১ চোখের তারা; চক্ষুর মণি; pupil (যেন অন্ধ আঁখির আভাস, নেত্র আছে, নাই কনীনিকা-মোহিতলাল মজুমদার)। ২ কনিষ্ঠাঙ্গুলি; কড়ে আঙুল। ৩ ছোট বোন; কনিষ্ঠা ভগিনী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌+ঈযস্‌+কন্‌+আ}
 • Bengali Word কনীয়সী Bengali definition [কোনিয়োশি] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) কনিষ্ঠা। □ (বিশেষ্য) অল্পবয়স্কা স্ত্রীলোক(লোকের গতিবিধি অধিক না থাকায় কনীয়সী কথোপকথন আরম্ব করিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্‌+ঈয়স্‌+ঈ}
 • Bengali Word কনীয়ান Bengali definition [কোনিয়ান্‌] (বিশেষণ) দুইয়ের মধ্যে ছোট বা অল্প বয়স্ক; অতিক্ষুদ্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্‌(অল্প)+ঈয়স্‌}
 • Bengali Word কনুই Bengali definition [কোনুই] (বিশেষ্য) বাহু ও হস্তের মিলনস্থল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কফোণি>কহোণি>কনুই}
 • Bengali Word কনে Bengali definition [কোনে] (বিশেষ্য) ১ বিবাহের পাত্রী; বিবাহ অনুষ্ঠানের বধূ। ২ বিবাহযোগ্য কন্যা; বিবাহের কথাবার্তা চলতে পারে এমন কুমারী। ৩ নববধূ; নব বিবাহিতা কন্যা। কনেবউ (বিশেষ্য) ১ নব বিবাহিতা বধূ। ২ বালিকাবধূ; কচি বউ। ৩ লজ্জাশীলা বধূ। ৪ নববধূর ন্যায় লজ্জাশীলা বা ব্রীড়াময়ী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্যা>কইন্যা>কনে}
 • Bengali Word কনেঠ (ব্রজবুলি) Bengali definition [কনেঠ] (বিশেষণ) কনিষ্ঠ (লখইন পারয়ে জেঠ কনেঠ-(বিদ্যাপতি))। {( তৎসম বা সংস্কৃত শব্দ) কনিষ্ঠ}
 • Bengali Word কন্টক Bengali definition [কন্‌টোক্, কন্‌টক] (বিশেষ্য) ১ কাঁটা; লতা-গুল্ম বৃক্ষাদির ছুঁচালো অংশ বিশেষ। ২ মাছের কাঁটা; মাছের হাড়-পাঁজরা। ৩ ((আলঙ্কারিক)) বিঘ্ন; অন্তরায়; বাধা (আহারাদির ব্যবস্থায় পদে পদে কন্টক পড়িতে লাগিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ ((আলঙ্কারিক)) কলঙ্ক; অপবাদ; লজ্জা; নিন্দাজনিত দুঃখের হেতু বলিয়া অবাঞ্ছিত(কুলের কন্টক)। ৫ রোমাঞ্চ। ৬ ((আলঙ্কারিক)) শত্রু।কন্টকফল, কন্টকিফল, কন্টকীফল, কন্টফল, কন্টাফল, কন্টাল (বিশেষ্য) ১ কাঁঠাল। ২ কাঁঠাল গাছ।কন্টকময় (বিশেষণ) ১ কাঁটায় আচ্ছন্ন; কাঁটায় আকীর্ণ। ২ ((আলঙ্কারিক)) দুর্গম।কন্টকশয্যা (বিশেষ্য) ১ কন্টক বিছানো শয্যা; কন্টকে প্রস্তুত শয্যা। ২ যন্ত্রণাময় অবস্থা; দুঃসহ অবস্থা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্ট্+অক(ণ্বুল্)}
 • Bengali Word কন্টকাকীর্ণ Bengali definition [কন্‌টোকাকির্‌নো] (বিশেষণ) ১ কাঁটায় ছাওয়া। ২ দুর্গম। কন্টকিত (বিশেষণ) ১ কাঁটায় পূর্ণ (কন্টকিত পথ)। ২ দুর্গম; বিঘ্ন পরিপূর্ণ। ৩ রোমঞ্চিত; পুলকিত (কন্টকিত কলেবর)। কন্টকোদ্ধার (বিশেষণ) ১ কাঁটা তুলে ফেলা। ২ অসুবিধার কারণ বা বিঘ্ন দূরীকরণ। ৩ শত্রু দমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক+আকীর্ণ; ৩ (তৎপুরুষ সমাস)}
 • Bengali Word কন্টকী Bengali definition [কন্‌টোকি] (বিশেষণ) কাঁটাওয়ালা। □ (বিশেষ্য) ১ একজাতীয় কাঁটাযুক্ত বাঁশ; বেউড় বাঁশ। ২ খেজুর জাতীয় কাঁটাযুক্ত গাছ। ৩ অতিরিক্ত কাঁটাওয়ালা মাছ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক>}
 • Bengali Word কন্টফল , কন্টাল Bengali definition কন্টক
 • Bengali Word কন্টিকা (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [কোন্‌টিকা] (বিশেষ্য) কাঁটা (নিকটেতে দূর যেন পুষ্পেতে কন্টিকা- সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টক+আ(টাপ্)>}
 • Bengali Word কন্টিকারি Bengali definition [কোন্‌টিকারি] (বিশেষ্য) অতিশয় কাঁটাযুক্ত গুল্মবিশেষ, যার পাতা বেগুনের পাতার ন্যায় নীল, ফল গোল, পাকলে হলুদ হয় (সেই সকালের টুকরো একটুখানি মাটির কাছে কন্টিকারির নীল সোনালীর বাণী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টকারি}
 • Bengali Word কন্টিনেন্ট Bengali definition [কন্‌টিনেন্‌ট] (বিশেষ্য) ১ মহাদেশ। ২ ব্রিটিশ দ্বীপপুঞ্জ ব্যতীত সমগ্র ইউরোপ। (সমস্ত কন্টিনেন্টে ছিল মাত্র দুটি ভারতীয় প্রতিষ্ঠান -সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) continent}
 • Bengali Word কন্টী Bengali definition [কোন্‌টি] (বিশেষ্য) (উদ্ভিদ.) গোক্ষুর; Zygophyllae tribulus terestries। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্টিন্(কন্ট+ইন্)>}
 • Bengali Word কন্ট্রাকদারি Bengali definition [কন্‌টাক্‌দারি] (বিশেষ্য) কন্ট্রাক্টের কাজ; ঠিকাদারি; কন্ট্রাক্টরি (কারবার কন্টাকদারি-আবুল মনসুর আহমদ)। {(ইংরেজি) Contract+ (ফারসি) দার বাংলা ই}
 • Bengali Word কন্ট্রাক্ট Bengali definition [কন্‌ট্রাক্‌ট্‌] (বিশেষ্য) চুক্তি; বন্দোবস্ত। কন্ট্রাক্টর (বিশেষ্য) ঠিকাদার; যিনি চুক্তিপত্রে প্রাপ্য স্থির করে নির্দিষ্ট কর্ম সমাপনের ভার গ্রহণ করেন। কন্ট্রাক্টরি (বিশেষ্য) ঠিকাদারি। {(ইংরেজি) Contractor}
 • Bengali Word কন্ট্রোল Bengali definition [কনট্রোল] (বিশেষ্য) নিয়ন্ত্রিত মূল্যে মাথাপিছু নির্দিষ্ট পরিমাণ বরাদ্দ চাল ও অন্যান্য ব্যবহার্য দ্রব্য সরবরাহের সরকারি ব্যবস্থা (আর অষ্টপ্রহর এই কন্ট্রোল আর লঙ্গরখানার ভিড়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। □ (ক্রিয়া ) নিয়ন্ত্রণ করা। {(ইংরেজি) control}
 • Bengali Word কন্ঠ Bengali definition [কন্‌ঠো] (বিশেষ্য) ১ স্বরযন্ত্র। ২ গলার স্বর (আমার কন্ঠ হতে গান কে নিল ভুলায়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ গলদেশ (কন্ঠ মালার বকুল যদি যায় গো ঝরে-গান)। ৪ টুঁটি(কন্ঠরোধ)। কন্ঠকণ্ডুয়ন (বিশেষ্য) বক্তব্য প্রকাশের জন্য কন্ঠদেশে অস্থিরতার অনুভূতি; বক্তব্য প্রকাশের জন্য চাঞ্চল্য। কন্ঠনালি, কন্ঠনালী (বিশেষ্য) গলনালি; windpipe। কন্ঠবদ্ধ, কন্ঠলগ্ন, কন্ঠলীন (বিশেষণ) কন্ঠ জড়িয়ে আছে এমন; কন্ঠের সাথে যুক্ত। কন্ঠভূষণ, কন্ঠভূষা, কন্ঠাভরণ (বিশেষ্য) ১ কন্ঠে ধারণ করার অলঙ্কার; হার। ২ প্রিয়; আদরণীয় বিষয়। কন্ঠরোধ (বিশেষ্য) ১ শ্বাসরোধ; কন্ঠনালি চেপে ধরা। ২ বাচন ক্ষমতা বন্ধ করা; প্রতিবাদের ক্ষমতা কেড়ে নেওয়া। ৩ বাক-রোধ। কন্ঠসূত্র (বিশেষ্য) মালা; হার। কন্ঠস্বর (বিশেষ্য) গলার আওয়াজ। কন্ঠস্থ (বিশেষণ) মুখস্থ; বিশেষরূপে আয়ত্ত। কন্ঠাগত (বিশেষণ) কন্ঠ পর্যন্ত আগত; বহির্গমনোম্মুখ (কন্ঠাগত প্রাণ)। কন্ঠাগ্র (বিশেষ্য) বিশেষরূপে অভ্যাস ও উত্তমরূপে মুখস্থ করার দরুণ সম্পূর্ণ কন্ঠস্থ অবস্থা (যাত্রাভিনয়ের সুদীর্ঘ খণ্ডসকল তাহার কন্ঠাগ্রে ছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্+ঠ}
 • Bengali Word কন্ঠা Bengali definition [কন্‌ঠা] (বিশেষ্য) কন্ঠের অস্থি; কন্ঠদেশের নিম্নবর্তী ও বক্ষ-পঞ্জরের উপরস্থ দীর্ঘ অস্থিদ্বয়; clavicle। কন্ঠাগত, কন্ঠাগ্র, কন্ঠাভরণ ⇒ কন্ঠ। কন্ঠাল (বিশেষ্য) ১ দীর্ঘ কন্ঠযুক্ত পশু বিশেষ; উট। ২ নৌকার হাল বা দাঁড়; কাঁড়ার। ৩ শূরণ; ওল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+আ}
 • Bengali Word কন্ঠি , কন্ঠী , কন্ঠিকা Bengali definition [কোন্‌ঠি, কোন্‌ঠি, কোন্‌কা] (বিশেষ্য) ১ একনরা কন্ঠমালা; কন্ঠের ভূষণ বিশেষ(নীলার কন্ঠী কন্ঠে পরেছে তারা- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তুলসীকাঠের একনরী মালা; বৈষ্ণবের কন্ঠভূষণ বিশেষ। □ (বিশেষণ) পরম আদরণীয়; অমূল্য সম্পদের ন্যায় আদরণীয় (মেয়ে পিতামাতার সোনার কন্ঠী-শেখ ফজলল করিম)। কন্ঠিছেঁড়া ( বিশেষ্য) বৈষ্ণব সম্প্রদায় পরিত্যাগ; বৈষ্ণব সম্প্রদায় থেকে বিচ্যুত হওয়া। কন্ঠিধারণ (বিশেষ্য) ১ আনুষ্ঠানিকভাবে বৈষ্ণবমতে দীক্ষা গ্রহণ। ২ বৈষ্ণবের ন্যায় ফোঁটা তিলকাদি গ্রহণ। কন্ঠিধারী (বিশেষ্য) বৈষ্ণব; বৈরাগী।কন্ঠীবদল (বিশেষ্য) বৈষ্ণব-সম্প্রদায়ের মধ্যে প্রচলিত কন্ঠের মালা বদল করে বিবাহ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+ইন্ = কন্ঠিন্>কন্ঠী> বাংলা কন্ঠী/কন্ঠি, (তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠী+ক(কন্)+আ(টাপ্)}
 • Bengali Word কন্ঠিত , কন্ঠীত Bengali definition [কোন্‌ঠিতো] (বিশেষণ) কন্ঠে ধারণকৃত (কত বেসরের নীলা আর চূণী, কন্ঠীত মুগা, কানের মতি-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+ইত(ইতচ্)}
 • Bengali Word কন্ঠীধারণ , কন্ঠীধারী , কন্ঠীবদল Bengali definition কন্ঠি
 • Bengali Word কন্ঠীষ্ঠ্য Bengali definition (বিশেষণ) কন্ঠ ও ওষ্ঠ থেকে উচ্চারিত (কন্ঠৌষ্ঠ্য) বর্ণ-ও, ঔ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ+য(যৎ)}
 • Bengali Word কন্ঠ্য Bengali definition [কন্‌ঠো] (বিশেষণ) ১ কন্ঠজাত; কন্ঠ থেকে উৎপন্ন বা উচ্চারিত (কন্ঠ্যবর্ণ-অ, আ, ক-বর্গ, হ)। উন্ঠবিষয়ক।
 • Bengali Word কন্থা Bengali definition [কন্‌থা] (বিশেষ্য) কাঁথা; জীর্ণ বস্ত্রনির্মিত শীত নিবারক আবরণ (জীর্ণ কন্থা দিয়ে ঢাকি কম্পমান প্রাণ-পক্ষীটারে- মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কম্‌+থ(থন্‌)+আ}
 • Bengali Word কন্দ ১ Bengali definition [কন্‌দো] (বিশেষ্য) উদ্ভিদমূল জাতীয় আনাজ; আলু কচু গুল ইত্যাদি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্দ্‌+অ(ঘঞ্)}
 • Bengali Word কন্দ ২ Bengali definition [কন্‌দ্‌] (বিশেষ্য) চিনির তাল-মিছরি; খণ্ড গুড়বিশেষ। {(আরবি) কন্‌দ্‌ }
 • Bengali Word কন্দ ৩ Bengali definition [কন্‌দো] (বিশেষ্য) স্কন্ধ; কাঁধ। কন্দকাটা (বিশেষণ) কবন্ধ; মস্তকবিহীন (কন্দকাটা দক্ষের দুর্গতি দেখে ভূতেরা সব হাসতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য) গলাকাটা ভূতপ্রেত ইত্যাদি ভয়ানক মূর্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) স্কন্ধ>কন্ধ>কন্দ}
 • Bengali Word কন্দক Bengali definition [কন্‌দক্‌] (বিশেষ্য) ফাঁদ (ভুরু যুগ কন্দক মৃণাল শোভন-সাবিরিদ খান)। {(ফারসি ) কমন্দ্‌ }
 • Bengali Word কন্দর Bengali definition [কন্‌দর্‌] (বিশেষ্য) ১ গুহা; পর্বত-গহবর (চেতনার গহন কন্দরে উদ্যমের নতুন বীজ রোপিত হয়-আবু রুশ্‌দ্‌)। ২ অঙ্কুশ; হস্তী শাসনের দণ্ড। ৩ আদা গাজর ওল প্রভৃতি ফলাকার উদ্ভিদ মূল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্‌+√দৃ+অ(অপ্‌)}