Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কঞ্চু , কঞ্চুক Bengali definition [কোন্‌চু, কোন্‌চুক্] (বিশেষ্য) ১ সাঁজোয়া; কবচ; বর্ম (কাঞ্চন-কঞ্চুক-বিভা উজলিল পুরী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ গাত্রাবরণ; বস্র; জামা বা আবরণ। ৩ কাঁচুলি; বক্ষাবরণ (স্ত্রীলোকেরা উত্তরীয় আর অন্তর্বাসক ছাড়াও ছাট কঞ্চুক ব্যবহার করে-রাহুল সাংকৃত্যায়ন)। ৪ সাপের খোলস; নির্মোক (কিম্বা বিষধর; যবে বিচিত্র কঞ্চুক ভূষিত-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) √কনচ্+উ, উক}
  • Bengali Word কঞ্চুকী Bengali definition [কোন্‌চুকি] (বিশেষ্য) ১ অন্তঃপুরের নপুংসক বা খোজা প্রহরী; অন্তঃপুরের রক্ষী। ২ বর্মধারী। ৩ রাজান্তঃপুর প্রবেশাধিকারী বৃদ্ধ বিচক্ষণ ব্রাহ্মণ। ৪ সর্প। ৫ নারীর বক্ষাবরণ (অন্তর্বাসক [শাড়ি] আর কঞ্চুকীতে [বক্ষাবরণ] সে সজ্জিত ছিল-রাহুল সাংকৃত্যায়ন)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চুক+ইন্}
  • Bengali Word কঞ্চুল , কঞ্চূল Bengali definition [কোন্‌চুল্] (বিশেষ্য) কাঁচুলি; স্ত্রীলোকের স্তনাবরণ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঞ্চ্ + উল(উলচ্)}
  • Bengali Word কঞ্চুলিকা , কঞ্চুলী Bengali definition [কোন্‌চুলিকা, কোন্‌চুলি] (বিশেষ্য) বাঁচুলি; স্ত্রীলোকের স্তনাবরণ (কঞ্চুলিকার স্বর্ণলিখায় মিলায় কথা-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কঞ্চ্ +উন+(উন্‌চ)+ক(কন্)+আ(টাপ্), √কঞ্চ্+উন+(উন্‌চ)+ ঈ(ঙীপ্)}
  • Bengali Word কঞ্চূল Bengali definition কঞ্চুল
  • Bengali Word কঞ্জ Bengali definition [কন্‌জো] (বিশেষ্য) ১ কমল (কঞ্জনয়নী খঞ্জন গতিহারী-জগদানন্দ)। ২ চুল; চিকুর; কেশ। ৩ অমৃত। □ (বিশেষণ) জলে জন্মে এমন; জলজ। কঞ্জমুখী (বিশেষণ) কমলাননা; পদ্মমুখী (কালরাত্রি কঞ্জমুখী কত জান কলা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্ + √জন্ +অ(ড)}
  • Bengali Word কঞ্জক , কঞ্জন , কঞ্জল Bengali definition [কন্‌জক্, কন্‌জন্, কনজল্] (বিশেষ্য) পক্ষীবিশেষ; ময়না পাখি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কম্+√জন্ +অক (ম্বুল্), অন(ল্যুট্), ল(লচ্)}
  • Bengali Word কঞ্জুষ Bengali definition কঞ্জুস
  • Bengali Word কঞ্জুস , কঞ্জুষ Bengali definition [কোন্‌জুশ্] (বিশেষণ) কৃপণ; কিপটে। কঞ্জুসপনা (বিশেষ্য) কৃপণতা (নিজেদের উপর দিয়েই যত কঞ্জুষপনা-মনোজ বসু)। কঞ্জুসি, কঞ্জুসী (বিশেষ্য ) কৃপণতা (স্বপ্নেই যদি পোলাও খাবেন তবে ঘি ঢালতে কঞ্জুসি করছেন কেন?-সৈয়দ মুজতবা আলী; মোরা খুনজোশী বীর, কঞ্জুসী লেখা আমাদের খুনে নাই-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কণ্(=কণা)+√চুষ্(=চুষে) খাওয়া)=কঞ্জুষ; প্রাকৃতকঞ্চুষ=যে একটি কণাও ছাড়ে না অর্থাৎ হদ্দ কৃপণ। (তুলনীয়) (হিন্দী) কংজূস্=কৃপণ}
  • Bengali Word কট ১ Bengali definition [কট্] (বিশেষ্য) ১ তৃণ; খড়; মাদুর; তৃণাসন; দরমা। ২ কাছি; ঘাস দ্বারা প্রস্তুত মোটা দড়ি। ৩ তক্তা। ৪ ঘাসের দড়িতে প্রস্তুত খাটিয়া; শববাহী খাটিয়া। ৫ মদবর্ষণকারী হস্তিগণ্ড। ৬ আচার; বিধান; নিয়ম (আগে বড় পিছে ছোট বিধির এ কট। তুই কি করিবি তাহে উলট-পালট-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+অ(অচ্)}
  • Bengali Word কট ২ Bengali definition [কট্] (বিশেষ্য) নির্দিষ্ট শর্তের দলিল; খত; তমসুক (এই কটের উপর অনুমতি দিলেক, যে গমের ক্ষেত যাহা তোমার সম্মুখে আছে- তারিণীচরণ মিত্র)। কটকবলা, কটকবালা ‘বন্ধকি দলিল’ যার ফলে সময় উত্তীর্ণ হলে ‘বন্ধক রাখা’ জমি মহাজনের হাতে চলে যায়। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কট্+ (আরবি) কবালাহ }
  • Bengali Word কটক ১ Bengali definition [কটক্] (বিশেষ্য) ১ সৈন্য; সেনাবাহিনী (কটক ছাপ্পান্ন কোটি বহু সেনাপতি। সপ্তদল সহস্র তুরঙ্গ বায়ুগতি-সৈয়দ আলাওল)। ২ বলয়; ভূষণ বিশেষ। ৩ চক্র। ৪ পর্বতের সানুদেশ। ৫ শিবির; ছাউনি; সেনানিবেশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+অক(বুন্)}
  • Bengali Word কটক ২ Bengali definition [কটক্] (বিশেষ্য) উড়িষ্যা প্রদেশের নগর বিশেষ। কটকি, কটকী (বিশেষণ) কটকে তৈরি; কটকের; কটক দেশীয়(বালকের পরনে হাঁটুর উপরে পরা একখানি কটকি ধুতি-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্ +অক}
  • Bengali Word কটকট Bengali definition [কট্‌কট্] (বিশেষ্য) শক্তবস্তু কাটতে থাকার শব্দ। □ (অব্যয়) তীব্রবেদনাবোধ সূচক(খোঁড়া হাঁসের পায়ের বাত কটকট করে উঠল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। কটকটা (বিশেষ্য) কড়মড়ানির শব্দ; দাঁতে দাঁতে ঘষার শব্দ(দন্ত কটকটা-কাশীরাম দাস)। কটকটি (বিশেষ্য) ১ কটকট শব্দে দাঁতে কেটে খাবার মিঠাই বিশেষ। ২ খেতে কটকট শব্দ হয় এরূপ বস্তু। কটকটে (বিশেষণ) কড়া; তীব্র (কটকটে রোদ; কটকটে কথা)। □ (বিশেষ্য) কটকট ধ্বনি করে এরূপ ব্যাঙ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কটকবালা Bengali definition কট২
  • Bengali Word কটকিনা , কটকেনা , কট্‌ কেনা Bengali definition [কটকিনা, কটকেনা, কটকেনা] (বিশেষ্য) ১ নিয়মের কড়াকড়ি (ছোঁয়াছুয়ি নাওয়া খাওয়া নিয়ে কটকেনা মেয়েদেরই কেন এত পেয়ে বসে?-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কঠিন প্রতিজ্ঞা (রাধার এটি কটকেনা-কবিগান)। ৩ জমির মেয়াদি ইজারা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কট+বাংলা কেনা=কটকেনা}
  • Bengali Word কটকী Bengali definition কটক২
  • Bengali Word কটকেনা Bengali definition কটকিনা
  • Bengali Word কটমট Bengali definition [কট্‌মট্‌] (বিশেষণ) কড়া (কটমট দৃষ্টি)। □ (অব্যয়) দন্তঘর্ষণজাত ধ্বনি; দন্তে কঠিন বস্তু ভাঙার শব্দ। □ (বিশেষণ) নীরস। কটমটে (বিশেষণ) কাঠখোট্টা; রসহীন; শুষ্ক। কটর মটর - কঠিন বস্তু বারবার চিবিয়ে ভাঙার শব্দ। {ধ্বন্যাত্মক; কট+মট}
  • Bengali Word কটলেট , কাটলেট Bengali definition [কট্‌লেট্, কাট্‌লেট্] (বিশেষ্য) ইংরেজি প্রণালীতে প্রস্তুত আমিষ-জাতীয় খাদ্য বিশেষ (দু’জনা ঢুকল গিয়ে এক রেঁস্তোরায় আর অর্ডার দিলে দু’খানা কটলেটের-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) cutlet}
  • Bengali Word কটা ১ Bengali definition [কটা] (বিশেষ্য) বর্ণবিশেসের নাম; পিঙ্গল বর্ণ (কটাচুল নীল চক্ষু কপিল কপোল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ রুক্ষতা। কটাসে (বিশেষণ) কটাবর্ণ ঘেঁষা; প্রায় কটা; পিঙ্গল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কড়ার>প্রাকৃতকটার}
  • Bengali Word কটা ২ Bengali definition [কটা] (বিশেষ্য) চাহনি (দ্বাদশ রবির বহ্নিজালা ভয়াল তাহার নয়ন কটায়-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাক্ষ>কটাক্‌খ> কটাহ> কটা}
  • Bengali Word কটা ৩ Bengali definition [কটা] (বিশেষ্য) কাঠবিড়াল; বেজি জাতীয় প্রাণী (কটার বাসায় ছাও হইয়াছে কুসুম ফুলের খেতে-(জসীমউদ্‌দীন))। {‘কাঠবিড়াল’ শব্দের প্রাদেশিক বা আঞ্চলিক রূপ ‘কট’; (তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠ+বিড়াল=সংক্ষেপে কাষ্ঠ>কট্‌ঠ>কাঠ (বর্ণ বিপর্যয়ে)> কঠা> কটা(বিশিষ্টার্থে)}
  • Bengali Word কটাক্ষ Bengali definition [কটাক্‌খো] (বিশেষ্য) ১ বাঁকা চাউনি; বক্রদৃষ্টি; আড়চোখের চাওয়া; অপাঙ্গ দৃষ্টি। ২ বক্র আলোচনা; প্রতিকূল সমালোচনা; বিদ্রূপপূর্ণ সমালোচনা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কট+অক্ষি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word কটাক্ষপাত Bengali definition [কটাক্‌খোপাত্‌] (বিশেষ্য) ১ নেত্রপাত; দৃষ্টিপাত। ২ মনোযোগ; লক্ষ্য। ৩ ব্যঙ্গসূচক দৃষ্টি বা উল্লেখ। কটাক্ষে (ক্রিয়াবিশেষণ) নিমেষে; মুহূর্তে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাক্ষ+পাত}
  • Bengali Word কটাখ (ব্রজবুলি) Bengali definition [কটাখ] (বিশেষ্য) কটাক্ষ (যাঁহা যাঁহা জটিল কটাখ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কটাক্ষ}
  • Bengali Word কটার , কটারি Bengali definition [কটার্, কটারি] (বিশেষ্য) অস্ত্র বিশেষ; ছোরা; কাটারি; দা (হান্ হান্ হাঁকটা শত শত বাঁকা বাঁকা কটার বিরাজে-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কর্তরী>কত্তরি>কাতরি>কাটারি, কটারি>কটার; (তৎসম বা সংস্কৃত শব্দ) কট্টার>(হিন্দী) কটার}
  • Bengali Word কটাল , কোটাল Bengali definition [কটাল্, কোটাল্] (বিশেষ্য) অমাবস্যা ও পূর্ণিমার জলস্ফীতি; জোয়ার। ভরাকটাল (বিশেষ্য) ভরা জোয়ার। মরাকটাল (বিশেষ্য) ভাটা। {(তুলনীয়) তা. ‘কডেল’ (সমুদ্র অর্থে)>কটেল>কটাল, কোটাল; (হিন্দী) কটাল; (তৎসম বা সংস্কৃত শব্দ) করাল}
  • Bengali Word কটাস Bengali definition [কটাশ্] (অব্যয়) পিঁপড়ার কামড় বা চিমটি কাটার কাল্পনিক শব্দ। কুটুস (অব্যয়) দংশনের মৃদুতা বোঝাতে। { ধ্বন্যাত্মক}
  • Bengali Word কটাহ Bengali definition [কটাহো] (বিশেষ্য) কড়াই; লৌহনির্মিত রন্ধন পাত্র বিশেষ (চক্ষু দুটো উষ্ণ কটাহের মত গরম করে-(কাজী নজরুল ইসলাম))। {(তৎসম বা সংস্কৃত শব্দ ) কট+আ+ √হন্ +অ(ড); (হিন্দী) কড়াহ}