Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কটাৎ Bengali definition [কটাত্] (বিশেষ্য) দন্তে বা অন্ত্রে এক প্রয়াসে কঠিন বস্তু ছেদনের শব্দ। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কটি Bengali definition [কোটি] (বিশেষ্য) কোমর; কাঁকাল; মাজা। কটিতট, কটিদেশ (বিশেষ্য ) কোমর। কটিত্র, কটিবন্ধ (বিশেষ্য) কোমরবন্ধ; বেল্ট, ঘুনসি (আপনার হাতে যতন করিয়া পরাইল কটিবন্ধ-রবীন্দ্রনাথ ঠাকুর)। কটিবসন, কটিবাস (বিশেষ্য) কটিদেশ লগ্ন বস্ত্র; কটিদেশের পরিধেয়। কটিভূষণ (বিশেষ্য) অলঙ্কার বিশেষ; মেখলা। কটিশূল (বিশেষ্য) কোমরের বাত। কটিসূত্র (বিশেষ্য) ঘুনসি; কোমরবন্ধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্ +ইন্>ই; অথবা √কট্ +ই=কটি}
  • Bengali Word কটু Bengali definition [কোটু] (বিশেষণ) ১ তিক্ত। ২ ঝালযুক্ত বা ঝাঁঝাল (কটু তৈল)। ৩ বিস্বাদ। ৪ উগ্র; কঠোর; তীব্র। ৫ পীড়াদায়ক। □ (বিশেষ্য) দুর্বাক্য; কুকথা (মর্ম না বুঝিয়া ব্যাস কটু কন কত-ভারতচন্দ্র রায় গুণাকর)।কটুকাটব্য (বিশেষ্য) কড়া কথা; গালি গালাজ; রূঢ় বাক্য (জোয়ারের প্রতি কটুকাটব্য প্রয়োগ করেন-প্রথম চৌধুরী)। কটুতা (বিশেষ্য) কঠোরতা; উগ্রতা (কটুতায় কোটি কোটি কালকুট সম- ভারতচন্দ্র রায় গুণাকর)। কটুভাষী (বিশেষণ) রূঢ় বাক্য প্রয়োগকারী; অপ্রিয়বাদী; দুর্মুখ। কটুক্তি (বিশেষ্য) দুর্বাক্য; গালিগালাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্+উ}
  • Bengali Word কটুআ (মধ্যযুগীয় বাংলা) কটুয়া Bengali definition [কোটুয়া] (বিশেষ্য) কৌটা (সোনার কটুআ দু’টি মানিকে পূরাআঁ-বড়ু চণ্ডীদাস; অধমার চরণধূলি রাখ কটুয়া ভরি-বৃন্দাবন দাস)। {ব. কৌটা; ( তৎসম বা সংস্কৃত শব্দ) কাষ্ঠুক>কাট্‌ঠুঅ>কাঠু্অ>কাঠুআ, কটুয়া}
  • Bengali Word কটুকাটব্য , কটুতা , কটুভাষী , কটুক্তি Bengali definition কটু
  • Bengali Word কটোরা Bengali definition [কটোরা] (বিশেষ্য) খুরি; বাটি; পানি পান করার ধাতব পাত্র (কবিরা…সুমেরু শিখর তাও এনে বুকের উপর সহজে বসিয়ে দিলেন, কিন্তু মূর্তিকার … সে কনক কটোরা পর্যন্ত এগোল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তুলনীয়) (হিন্দী) কটোরা(পানপাত্র); (তৎসম বা সংস্কৃত শব্দ) √কট্ + ওল(ওলচ্); (ল=রা)+বাংলা আ}
  • Bengali Word কট্ট Bengali definition [কট্‌টো] (বিশেষ্য) কটিপ্রদেশের মধ্যবর্তী ক্ষীণ অংশ; কাঁখ; কাঁকাল (কটিকট্ট-ভারতচন্দ্র রায় গুণাকর)। □ (বিশেষণ) ছিন্ন; কর্তিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কৃত্ত> প্রাকৃত কট্ট}
  • Bengali Word কট্টর Bengali definition [কট্‌টর্] (বিশেষণ) কড়া; নিয়মের কড়াকড়ি আছে এরূপ; গোঁড়া (খোদ সৃষ্টিকর্তার বিরুদ্ধে, ইসলামের মত কট্টর ধর্মাবলম্বীদের দেশে তিনি তাঁর বিদ্রোহ জাহির করিলেন কোন সাহসে?-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ‘কঠোর’>বাংলায় (অতিশয্যে)কট্টর; অথবা, (তৎসম বা সংস্কৃত শব্দ) কৃত্ত>প্রাকৃতকট্ট+র; (হিন্দী) কট্টর}
  • Bengali Word কঠিন Bengali definition [কোঠিন্] (বিশেষণ) ১ শক্ত; দৃঢ়; অনমনীয়। ২ গাঢ়; নিবিড়; নিশ্চিদ্র (কঠিন ঘুমে ছিল অচেতন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ দুর্বোধ্য; দুরূহ; দুরধিগম্য। ৪ নির্দয়; স্নেহবিহীন; হৃদয়হীন। ৫ ভয়ানক (কঠিন লোক)। ৬ দুরারোগ্য; জটিল(কঠিন রোগ)। কটিনত্ব, কঠিনতা কাঠিন্য (বিশেষ্য) (মোর দৃপ্ত কঠিনতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কঠ্ +ইন(ইনচ্)}
  • Bengali Word কঠিনা , কঠিনিকা , কঠিনী Bengali definition [কোঠিনা, কোঠিনিকা; কোঠিনি] (বিশেষ্য) কাঠখড়ি; খড়িমাটি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠিন+আ, ইক+আ, ঈ}
  • Bengali Word কঠিনীকৃত Bengali definition [কোঠিনিক্রিতো] (বিশেষণ) শক্ত করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠিন+ঈ(চ্রি)+কৃত(√কৃ+ত(ক্ত))}
  • Bengali Word কঠিনীভূত Bengali definition [কোঠিনিভূতো] (বিশেষণ) শক্ত হয়ে গেছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠিন+(চ্রি)ঈ+ভূত(√ভূ+ত(ক্ত))}
  • Bengali Word কঠিয়া Bengali definition [কোঠিয়া] (বিশেষ্য) ১ কন্ঠী; কন্ঠমালা। ২ কন্ঠীধারী বৈষব (কঠিয়া তেলিয়া বাড়িক লাগিয় গেল চলিয়া-মানিক রাজার গান)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কন্ঠ>কট্‌ঠি>কঠি+বাংলা আ}
  • Bengali Word কঠোপনিষদ , কঠোপনিষৎ Bengali definition [কঠোপোনিশদ্, কঠোপোনিশত] (বিশেষ্য) স্রষ্টা সম্বন্ধে আলোচনা সমৃদ্ধ উপনিষদ বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কঠ+ উপনিষৎ}
  • Bengali Word কঠোর Bengali definition [কঠোর্] (বিশেষণ) ১ কঠিন; দৃঢ়; শক্ত (কঠোর বন্ধন)। ২ নিষ্ঠুর; নির্মম; পরুষ; কর্কশ। ৩ অবিচল; অনমনীয়; দৃঢ় (কঠোর পণ)। ৪ স্নেহহীন; নীরস; শুষ্ক (কঠোর চিত্ত)। ৫ দুঃসাধ্য; দুরূহ (কঠোর ব্রত)। ৬ কষ্টকর; দুঃসহ (কঠোর শ্রম)। কঠোরতা বি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কঠ্+ওর(ওরন্)}
  • Bengali Word কণ Bengali definition [কন্/কন] (বিশেষ্য) ১ অনুপরিমাণ অংশ; কণা; অতি ক্ষুদ্র অংশ। ২ গুঁড়া; রেণু। ৩ শস্যাদির ক্ষুদ্র অংশ; কুঁড়া; খুদ। {লক্ষনীয় ( তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ (সংক্ষেপ করা, ক্ষুদ্র করা) + অ(অচ্)-এই ধাতুর অর্থ বাংলায় ব্যবহৃত; যেমন ‘সে সন্দেশের কণ খুঁটিয়া খাইল’}
  • Bengali Word কণা Bengali definition [কনা] (বিশেষ্য) ১ অণু; তিল পরিমাণ; সামান্যতম (তোর জন্য আমার কণামাত্র দুঃখ হয় না)। ২ রেণু; বিন্দু (জলকাণা)। ৩ চালের খুদকুঁড়া। ৪ খণ্ড; অংশ; টুকরা (চাঁদের কণা)। কণাবাদী (বিশেষ্য) অণুবিজ্ঞানীদের একদল বা শাখা (অবশ্য আলোকের স্বরূপ সম্বন্ধে কণাবাদীদের সঙ্গে তরঙ্গ ধর্মীদের বাদ-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ +অ(অচ্)+আ(টাপ্)}
  • Bengali Word কণাদ Bengali definition [কনাদ্] (বিশেষ্য) বৈশোষিক দর্শনকার মুনি বিশেষ। □ (বিশেষণ) পণ্ডিত; নৈয়ায়িক শ্রেষ্ঠ (নব্য ন্যায়ের কণাদরা যদিচ এমন বিশ্লেষণে সিদ্ধহস্ত যার পরে বিস্তারিত সিদ্ধান্তের প্রত্যেক খণ্ড প্রমাণসাধ্য-সুধীন্দ্রনাথ দত্ত)। {কণ্+√অদ্+অ(অণ্); অথবা কণ্+আ +√দা +অ(অক্)}
  • Bengali Word কণি , কুণি Bengali definition [কোনি, কুনি] (বিশেষ্য) নখের কোণ; নখপ্রান্তিক ছুঁচালো অংশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কোণ +বা, ‘ই’=কোণি>কুণি (স্বরসাম্যে)}
  • Bengali Word কণিক Bengali definition [কোণিক] (বিশেষণ) কণা পরিমাণ; অত্যল্পমাত্রা; অল্পখনিক (লয়ে আমার তুচ্ছ কণিক ক্ষণিকতা গো- রঠা)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কণ+ ইক(ঠন্), কণা +ক(কন্)}
  • Bengali Word কণিকা Bengali definition [কোণিকা] (বিশেষ্য) কণা; ক্ষুদ্র; অংশ (যবের কণিকা তুলিয়া সে ধীরে দিতেছে চঞ্চুপুটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কণ+ইক(ঠন্)+আ(টাপ্)}
  • Bengali Word কণিত Bengali definition [কোণিতো] (বিশেষণ) ধ্বনিত; কনকন শব্দে মুখরিত। {√কণ্+ত(ক্ত)}
  • Bengali Word কণ্ডন Bengali definition [কন্‌ডন্] (বিশেষ্য) কাঁড়া; কুঁড়া বের করা; তুষ ঝাড়া। কণ্ডনী (বিশেষ্য) চাল কাঁড়ার কাষ্ঠাপাত্র ও দণ্ড, উখলি, উদুখল ও মুষল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্ + অন(ল্যুট্)}
  • Bengali Word কণ্ডু , কণ্ডূ Bengali definition [কোন্‌ডু] (বিশেষ্য) খোস; পাঁচড়া; চুলকানি; নানা জাতীয় চর্মরোগ। কণ্ডুতি (বিশেষ্য) চুলকানি; সুড়সুড়ানি। কণ্ডুয়ন (ক্রিয়া) চুলকানো (মস্তক কণ্ডুয়ন করা)। □ (বিশেষ্য) ১ চুলকানি। ২ পাঁচড়া। কণ্ডুল (বিশেষণ) কণ্ডুরোগে আক্রান্ত; খোসো (কণ্ডুন শরীরের সংস্পর্শ দুষণীয়)।কণ্ডুয়মান (বিশেষণ) চুলকাচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্‌+উ(কু)}
  • Bengali Word কণ্ডোল Bengali definition [কন্‌ডোল্] (বিশেষ্য) বাঁশ বা নল দ্বারা নির্মিত শস্যাধার; ডোল; গোলা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্ড্+ওল}
  • Bengali Word কণ্ব Bengali definition [কন্‌নো] (বিশেষ্য) হিন্দু পুরাণখ্যাত মুনি বিশেষ; শকুন্তলার পালক পিতা। কণ্বসূতা (বিশেষ্য) শুকন্তলা। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কণ্+ব(বন্)}
  • Bengali Word কণ্যান Bengali definition [কোন্‌নান্] (বিশেষণ) কনিষ্ঠ; সর্বাপেক্ষা ছোট (পাণ্ডু ন্‌মণি কণ্যান রমণী মদ্র মহীপতিসূতা-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনীয়ান্}
  • Bengali Word কত ১ , কৎ Bengali definition [কত্] (বিশেষ্য) তেরছাভাবে কাটা কলমের সূক্ষ্ম অগ্রভাগ; কলমের নিব। কৎকাটা ( ক্রিয়া) কলমের মুখ কেটে লেখার উপযোগী করা। {(আরবি) কত্ত্ }
  • Bengali Word কতক Bengali definition [কতোক্] (বিশেষ্য) ১ কিয়দংশ; কিছু। □ (বিশেষণ) কয়েক। কতকটা (বিশেষণ) খানিকটা; কিছুটা; কিছু পরিমাণ। {কত২ +ক}
  • Bengali Word কতবেল , কয়েতবেল , কদবেল Bengali definition [কত্‌বেল্, কয়েত্‌বেল্‌, কদ্‌বেল্‌] (বিশেষ্য) অম্লস্বাদ বেলসদৃশ ফল বিশেষ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কপিত্থ> কইত্থ> কৈথ>কত>কৎ+বেল<(তৎসম বা সংস্কৃত শব্দ) বিল্ব}