Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word কদর Bengali definition [কদোর্] (বিশেষ্য) ১ সম্মান; মূল্য মর্যাদা (লেখকের কদর তখনই হবে, যখন তাঁর লেখা পড়ে পাঠক হবেন আপনা আপনি খুশী-আবুল মনসুর আহমদ)। ২ সমাদর; যত্ন; খাতির। ৩ শবেকদর বা পুণ্যময়ী রজনী; রমজান মাসের শেষ দশদিনের যে কোনো দিনগত রাত্রে, বিশেষ করে ২৭ শে রমজানের রাত্রে ‘শবেকদর’ ঘটে বলে মুসলমানদের ধারণা(রমজানশেষে দশ রাত্রি জাগ যবে। ভক্তিভাবে বসিলে কদর পাইবে তবে-সৈয়দ আলাওল)। কদর দান (বিশেষণ) গুণগ্রাহী; সমঝদার; পৃষ্ঠপোষক। কদম দানি (বিশেষ্য) সমাদর; সম্মাননা; পৃষ্ঠপোষকতা (হিন্দুদের কদরদানিতে এইবার তিনি কংগ্রেসের অন্যতম প্রধান নেতা-আবুল মনসুর আহমদ)। {(আরবি) কদর }
  • Bengali Word কদর্থ Bengali definition [কদর্‌থো] (বিশেষ্য) কু-অর্থ; বিকৃত অর্থ; কুৎসিত; ব্যাখ্যা। কদর্থন, কদর্থনা, কদার্থন (বিশেষ্য) ১ বিকৃত অর্থ আবিষ্কার করণ; কুৎসিত অর্থ বাহির করণ। ২ যাতনাদান; পীড়ন; নিন্দা (গোর্খেরে ধরিয়া শিবে করে কদার্থন-শেখ ফয়জুল্লাহ)। কদর্থিত, কদর্থীকৃত (বিশেষণ) ১ খারাপ অর্থ করা হয়েছে এরূপ; কুৎসিতরূপে ব্যাখ্যাকৃত। ২ বিড়ম্বিত; পীড়িত; নিন্দিত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+অর্থ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদল , কদলক Bengali definition কদলী
  • Bengali Word কদলী , কদলিকা , কদল , কদলক Bengali definition [কদোলি, কদোলিকা, কদল, কদলক্‌] (বিশেষ্য) ১ কলাগাছ (আখের খেতের পারে কদলী সুপারী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ কলা (কাঁচা বা পাকা)। কদলী প্রদর্শন করা (ক্রিয়া) কলা দেখানো অর্থাৎ ফাঁকি দেওয়া (তোকে কদলী প্রদর্শন করিয়া চলিলাম রে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক+√দল&+ঈ, ক; (তৎসম বা সংস্কৃত শব্দ) কদি+অল(অলচ্‌)=কদল, +ঈ(ঙীয্‌), কদল+ক(কন্‌)=কদলক+আ(টাপ্‌)=কদলিকা}
  • Bengali Word কদাকার Bengali definition [কদাকার্‌] (বিশেষণ) ১ কুশ্রী; কুরূপ; দেখতে খারাপ; কুৎসিত আকৃতিবিশিষ্ট। ২ ঘৃণ্য; জঘন্য; ন্যক্কারজনক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু+আকার; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদাচ , কাচন , কদাচিৎ Bengali definition [কদাচো, কদাচন্‌, কদাচিত্‌] (অব্যয়) কদাচিৎ; ক্বচিৎ; rare (বরকন্যার এমন মিল ঘটে কদাচন-ময়মনসিংহ গীতিকা)। ২ কদাপি; কখনো; কোনো সময়ে (যার সংসারে দেখবেন টানাটানি; কদাচ তেমন লোককে আমল দেবেন না-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কিম্‌(=ক)+দা (কালার্থে)=কদা; (তৎসম বা সংস্কৃত শব্দ) কদা+চন, চিৎ=, কদাচিৎ; ‘কদাচন’ বাংলা অর্ধতৎসম; (তৎসম বা সংস্কৃত শব্দ) ‘কদাচন’>বাংলা ‘কদাচ’}
  • Bengali Word কদাচার , কদাচরণ Bengali definition [কদাচার্‌, কদাচরোন্‌] (বিশেষ্য) কুৎসিত আচার; জঘন্য আচরণ; নোংরা ব্যবহার বা চালচলন।□ (বিশেষণ) কুৎসিত আচরণ বিশিষ্ট; চালচলন জঘন্য এমন। কদাচারী (বিশেষণ) জীবনযাত্রা জঘন্য এরূপ আচরণ যার; জঘন্য আচরণ বিশিষ্ট; ঘৃণ্য এমন (কদাচারী স্বামী বিনা দোষে তার স্ত্রীকে তাড়িয়ে দিলে-শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কদ&)+আচার=কদাচার; কু(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদাচিৎ Bengali definition [কদাচিত্‌] (অব্যয়) ক্বচিৎ, কখনও; কখনো কখনো; সংখ্যায় কয়েকবার মাত্র। {⇒কদাচ}
  • Bengali Word কদাপি Bengali definition [কদাপি] (অব্যয়) কখনো; কক্ষনো; কখনোই; কোনোকালে; কদাচ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কদা+অপি}
  • Bengali Word কদাহার Bengali definition [কদাহার্‌] (বিশেষ্য) কুখাদ্য গ্রহণ; অখাদ্য ভোজন। কদাহারী বিণ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কৎ)+আহার; কু(তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদিন , কদ্দিন Bengali definition [কদিন্‌, কদ্‌দিন্‌] (ক্রিয়াবিশেষণ) ১ কয়দিন ও কতোদিন-এর সংক্ষিপ্তরূপ। ২ কয়েকদিন; সংখ্যায় অল্পদিন (কদিন অপেক্ষা করো)। ৩ বেশি দিন নয়; অল্পদিন (বয়স হয়েছে আমার আর কদনি)। {কত+ দিন>কত্‌+ দিন> কদিন, কদ্দিন(সন্ধিতে)>}
  • Bengali Word কদিম , কদীম Bengali definition [কদিম্] (বিশেষণ) প্রাচীন। □ (বিশেষ্য) প্রাচীনকাল; পুরাতনকাল; পুরাকাল। কদিমী, কদীমী (বিশেষণ) প্রাচীন; পুরাতন; বনেদি; পুরাকালীন; পৈতৃক (কোহে আলকা বিচে মেরা কদিমি মোকাম-সৈয়দ হামজা)। {(আরবি) কদীম }
  • Bengali Word কদু Bengali definition [কোদু] (বিশেষ্য) লাউ; অলাবু (ওরে ঐ কদুর ডগাটা মাচার উপর তুলে দে-প্যারীচাঁদ মিত্র ( টেকচাঁদ ঠাকুর))। {(ফারসি) কদূ, কদ্দূ }
  • Bengali Word কদুক্তি Bengali definition [কদুক্‌তি] (বিশেষ্য) কটুবাক্য; গালিগালাজ; দুর্বাক্য; অশোভন উক্তি; অশালীন উক্তি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কদ্‌)+উক্তি; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদুত্তর Bengali definition [কদুত্‌তর্‌] (বিশেষ্য) অন্যায় উত্তর; মন্দ উত্তর; কটু উক্তি; রূঢ় ভাষায় উত্তর; দুর্বচন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(=কদ্)+উত্তর; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদুষ্ণ Bengali definition [কদুশ্‌নো] (বিশেষণ) ঈষদুষ্ণ; কবোষ্ণ; কুসুম গরম। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কৎ)+উষ্ণ=কদুষ্ণ; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদুৎসাহী Bengali definition [কদুত্‌শাহি] (বিশেষণ) মন্দ বা অন্যায় কাজে উৎসাহী (এক সময়ে কোনো এক কুদৎশাহী শাসনকর্তা চুনকাম করে সমস্তটা ঢেকে দিয়েছিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কু(কদ্‌)+উৎসাহী=কদুৎসাহী; (তৎপুরুষ সমাস)}
  • Bengali Word কদ্দিন Bengali definition কদিন
  • Bengali Word কনক Bengali definition [কনোক্] (বিশেষ্য) ১ স্বর্ণ; সোনা। ২ গম (ক্ষেতের সোনালী কনক কাটাবার সময় হলে-রাহুল সাংকৃত্যায়ন )। □ (বিশেষণ) স্বর্ণবর্ণ; স্বর্ণের ন্যায় উজ্জ্বল; প্রভাময়; দ্যুতিমান (চুম্বন মধু কনকহাস্য বিতরিল তারা কত-মোহিতলাল মজুমদার)। কনকক্ষার (বিশেষ্য) সোহাগা, যা দিয়ে সোনা গলানো হয়।কনকচাঁপা (বিশেষ্য) স্বর্ণচাঁপা; কনকবর্ণ পুষ্পবিশেষ। ৩ স্বর্ণ আভাযুক্ত চূড়া যার। কনকদণ্ড (বিশেষ্য) সোনার দণ্ড; স্বর্ণময় যষ্টি (অমনি রমণী কনকদণ্ড আঘাত করিল ভূমে-রবীন্দ্রনাথ ঠাকুর)। কনকধুতুরা (বিশেষ্য) হলুদ বর্ণের ফুল ও গাছ। কনকপ্রভ (বিশেষণ) স্বর্ণের ন্যায় প্রভাময়; স্বর্ণের ন্যায় দ্যুতিমান; স্বর্ণের উজ্জ্বল বর্ণের ন্যায় প্রভাবিশিষ্ট। কনকময় (বিশেষণ) সুবর্ণময়; স্বর্ণমণ্ডিত; স্বর্ণনির্মিত। কনকমুকুট (বিশেষ্য) ১ সোনার মুকুট। ২ স্বর্ণময় বা কনকবর্ণ মুকুট যার। কনকরঞ্জিত (বিশেষণ) সোনার গিল্টি করা; সোনার জলে পালিশ করা। কনকরস (বিশেষ্য) সুবর্ণদ্রব; হরিতাল। কনকরেণু (বিশেষ্য) চূর্ণাকার স্বর্ণ। কনকলতা (বিশেষ্য) স্বর্ণলতা; সোনালি লতাবিশেষ; আলোকলতা।কনকসূত্র (বিশেষ্য) স্বর্ণতন্তু; সোনার তার; স্বর্ণসূত্র। কনকাচল (বিশেষ্য ) ১ সুমেরু পর্বত। ২ স্বর্ণময় পর্বত। কনকাঞ্চল (বিশেষ্য) স্বর্ণবর্ণের অঞ্চল; স্বর্ণাভাযুক্ত শাড়ির আঁচল; সোনার মতো ঝলঝলে শাড়ির আঁচল। কনকাঞ্জলি (বিশেষ্য) সুবর্ণ নিবেদন; স্বর্ণ অর্ঘ্য; হিন্দুমতে শুভ কর্মে আনুষ্ঠানিক দানবিশেষ। { (তৎসম বা সংস্কৃত শব্দ) √কন্‌+অক(বুন্‌)}
  • Bengali Word কনকন ১ , কণকণ ১ Bengali definition [কন্‌কন্‌] (বিশেষ্য) ক্ষীণ তীক্ষ্ণ আওয়াজ; অলঙ্কার; নিক্বণ (কেন বাজাও কাঁকন কনকন কত ছলভরে-রবীন্দ্রনাথ ঠাকুর) কনকনি বি। { ধ্বন্যাত্মক}
  • Bengali Word কনকন ২ Bengali definition [কন্‌কন্‌] (বিশেষ্য) তীক্ষ্ণ অনুভূতিসূচক শব্দ (দাঁত কনকন করা)। কনকনানি বি। কনকনে (বিশেষণ) তীব্র; তীক্ষ্ণ অনুভূতি সৃষ্টি করে এরূপ (কনকনে শীত)। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word কনকলতা Bengali definition [কনোক্‌লতা] (বিশেষ্য) স্বর্ণলতা; আলোকলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনক+লতা}
  • Bengali Word কনকাম্ভোজ Bengali definition [কনোকাম্‌ভোজ্‌] (বিশেষ্য) ১ স্বর্ণ শতদল; স্বর্ণপদ্ম। ২ ((আলঙ্কারিক)) গৌরবময় পূর্ণ বিকাশ; গৌরবমণ্ডিত মহৎ প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কনক+অম্ভোজ}
  • Bengali Word কনফারেন্স Bengali definition [কন্‌ফারেন্‌স্‌] (বিশেষ্য) সভা; সম্মেলন; আলোচনা-সভা (তার প্রমাণ আমাদের কনফারেন্স-কন্‌গ্রেসে নিত্যই পাওয়া যায়- প্রথম চৌধুরী)। {(ইংরেজি) conference}
  • Bengali Word কনফিডেনসিয়াল Bengali definition [কন্‌ফিডেন্‌শিয়াল্‌] (বিশেষণ) গোপনীয়। {(ইংরেজি) confidential}
  • Bengali Word কনভোকেশন Bengali definition [কন্‌ভোকেশন্‌] (বিশেষ্য) সমাবর্তন অনুষ্ঠান; বিশ্ববিদ্যালয়ের উপাধি বিতরণ সভা। {(ইংরেজি) Convocation}
  • Bengali Word কনসার্ট , কনসাট Bengali definition [কন্‌সার্‌ট, কন্‌সাট্‌] (বিশেষ্য) ঐকতান; বিভিন্ন কন্ঠ বা যন্ত্র থেকে উত্থিত বিভিন্ন সুরের যোগে সৃষ্ট একতান (কনসার্ট আরম্ভ হইল -বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) concert}
  • Bengali Word কনসাল্ট Bengali definition [কন্‌সাল্‌ট্‌] (বিশেষ্য) ১ দেখা (অভিধান কনসাল্ট করিয়া লিখিতে হয়-কাজী দীন মোহাম্মদ)। ২ আলোচনা (কনসাল্ট করা)। {(ইংরেজি) Consult}
  • Bengali Word কনস্টবল , কনস্টেবল Bengali definition [কন্‌স্‌টবল্‌, কন্‌স্‌টেবল্‌] (বিশেষ্য) পাহারাদার; পুলিশ প্রহরী; সরকারের শান্তিরক্ষী; থানার সিপাহি। {(ইংরেজি ) Constable}
  • Bengali Word কনিষ্ঠ Bengali definition [কোনিশ্‌ঠো] (বিশেষণ) ১ সকলের ছোট (কনিষ্ঠ পুত্র)। ২ বয়সে ছোট (বয়ঃকনিষ্ঠ)। ৩ অনুজ (কনিষ্ঠ ভ্রাতা)। কনিষ্ঠা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ সকলের ছোট। ২ বয়সে ছোট। ৩ অনুজা। □ (বিশেষ্য) কড়ে আঙুল। {(তৎসম বা সংস্কৃত শব্দ) যুবন্‌+ ইষ্ঠ(ইষ্ঠন্‌)}