Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আস্কন্দিত Bengali definition [আস্‌কোন্‌দিতো] (বিশেষ্য) (অশ্বের) লাফিয়ে লাফিয়ে বেগে চলা; প্লুত গতি (আস্কন্দিতে নাচে বাজীরাজী-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্বন্দ্ +ণিচ্+ত(ক্ত)}
  • Bengali Word আস্কারা, আস্কারা দেওয়া Bengali definition আশকারা
  • Bengali Word আস্কে Bengali definition আসকে
  • Bengali Word আস্ত Bengali definition [আস্‌তো] (বিশেষণ) ১ গোটা; অখণ্ড; অভগ্ন; সমগ্র; পূর্ণ (আস্তে মানুষ গেলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পুরাপুরি; পুরাদস্তুর (আস্ত পাগল)। ৩ প্রকৃত; পাকা (আস্ত চোর)। ৪ মারত্মক; ভয়ঙ্কর (আস্ত কেউটে)। আস্ত না রাখা (ক্রিয়া) নির্মমভাবে প্রহার করা; মারের চোটে অস্থি বা অঙ্গ-প্রত্যঙ্গ চূর্ণ করা (কাঞ্চীকে কি আর আস্ত রাখতুম?-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) Öঅস্+তি>অস্তি>}
  • Bengali Word আস্তব্যস্ত, আস্তবেস্ত (বিরল) Bengali definition [আস্‌তোব্যাস্‌তো] (বিশেষণ) অতিশয় ব্যস্ত (আস্তবেস্ত হয়া খুলে মাথার পাগুড়ি-হেয়াত মাহমুদ)। আস্তেব্যস্তে, (ক্রিয়া) (বিশেষণ) ব্যগ্রভাবে; ত্রস্ত হয়ে (আস্তেব্যস্তে উঠি রাণী ধরে দুই হাত-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) অস্ত+ব্যস্ত}
  • Bengali Word আস্তর ১ Bengali definition অস্তর১
  • Bengali Word আস্তর ২, আস্তরণ Bengali definition [আস্‌তোর্, আস্‌তোরন্] (বিশেষ্য) আচ্ছাদন বস্ত্র (সূর্য নিজেরে লুকায় টানিয়া বালুর আস্তরণে-কাজী নজরুল ইসলাম)। ২ কারুকার্যখচিত চাদর বিশেষ। ৩ হাতির পিঠে পাতানোর জন্য কারুকার্যখচিত চাদর। ৪ গালিচা। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্তৃ+অ(অণ্), অন(ল্যুট্)}
  • Bengali Word আস্তাগফেরুল্লাহ Bengali definition [আস্‌তাগ্‌ফেরুল্‌রাহ্] আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করি-কোনো গুনাহর কাজ করলে একথা বলতে হয়। {(আরবি)আস্‌তাগফিরুল্লাহ্}
  • Bengali Word আস্তানা Bengali definition আস্‌তানা] (বিশেষ্য) ১ খানকা; আশ্রম (সম্মুখে একটি পীরের আস্তানা-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। ২ আড্ডা; বসত (ঝোপঝাড় কাটিয়া আস্তানা সাজাইবার কাজে ব্যস্ত হইয়া পড়িল-শামসুদ্দীন আবুল কালাম)। ৩ বাসস্থান; আশ্রয়স্থল (শুধু খোরাকি আর আস্তানা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। আস্তান গাড়া, আস্তানা করা (ক্রিয়া) সাময়িকভাবে বাস করার বা আড্ডা দেওয়ার জন্য কোনো স্থানে ওঠা (মোড়লের বাড়িতে আস্তানা করিলেন-আবুল মনসুর আহমদ)। আস্তানা গুটানো (ক্রিয়া) আড্ডা তোলা বা ভাঙ্গা। {(ফারসি) আস্‌তানাহ্}
  • Bengali Word আস্তাবল Bengali definition [আস্‌তাবল্] (বিশেষ্য) অশ্বশালা; হাতি ঘোড়া উট ইত্যাদি পশু রাখবার স্থান (ঘোড়া রাখিয়া আস্তাবলে- নই)। {(ফারসি) ইস্তবল}
  • Bengali Word আস্তিক Bengali definition [আস্‌তিক্] (বিশেষণ) আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী; পরকাল মানে এমন (হবে আস্তিক হবে আল্লা-মানুষে জানাজানি-কাজী নজরুল ইসলাম)। আস্তিকতা, আস্তিত্ব, আস্তিক্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অস্তি+ইক(ঠক্)}
  • Bengali Word আস্তিন Bengali definition [আস্‌তিন্] (বিশেষ্য) কোট জামা ইত্যাদির হাতা (আস্তিন চিড়িল আপনার-হেয়াত মাহমুদ; নওশার সাজ নাও খুন-খচা আস্তিন-কাজী নজরুল ইসলাম)। আস্তিন গুটানো (ক্রিয়া) মারবার উদ্যোগ করা; মারমুখো হয়ে ওঠা; যুদ্ধং দেহি ভাব দেখানো (আস্তিন গুটাইয়া বলিল-রাজশেখর বসু (পরশু))। {(ফারসি) আসতীন }
  • Bengali Word আস্তীর্ণ, আস্তত Bengali definition [আস্‌তিরনো, আস্‌ত্রিতো] (বিশেষ্য) ১ বিছানো বা পাতা হয়েছে এমন। ২ প্রসারিত; বিস্তীর্ণ। ৩ সমাকীর্ণ; আচ্ছাদিত (উন্নতির পথ কুসুমাস্থীর্ণ নয়)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্তৃ+ত(ক্ত)}
  • Bengali Word আস্তে Bengali definition [আস্‌তে] (ক্রিয়াবিশেষণ) ১ ধীরে (কাজটা আস্তে করে)। ২ সযত্নে; সন্তর্পণে (জিনিসটা আস্তে রাখো)। ৩ লঘুপদে (আস্তে হাঁটো)। ৪ অনুচ্চকণ্ঠে; মৃদুস্বরে (আস্তে কথা বলো)। ৫ চুপে চুপে; নিঃশব্দে। {(ফারসি) আহিস্‌তাহ্ }
  • Bengali Word আস্তেব্যস্তে Bengali definition আস্তব্যস্ত
  • Bengali Word আস্থা Bengali definition [আস্‌থা] (বিশেষ্য) ১ বিশ্বাস; ভরসা। ২ শ্রদ্ধা; নিষ্ঠা (ধর্মে আস্থা)। ৩ আশ্রয়; অবলম্বন (বিশেষ আস্তা না থাকাতে তাঁহাদের দুর্গ এক প্রকার নষ্ট হইয়া গিয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৪ স্থিতি। ৫ সভা; সমিতি। আস্থাবান (বিশেষণ)। আস্থাভাজন (বিশেষ্য) ১ বিশ্বাসের উপযুক্ত; ভরসার পাত্র। ২ শ্রদ্ধার পাত্র; শ্রদ্ধার যোগ্য্ {(তৎসম বা সংস্কৃত) আ+Öস্থা+অ(অঙ্)}
  • Bengali Word আস্থান Bengali definition [আস্‌থান্] (বিশেষ্য) ১ অবস্থিতি। ২ আশ্রয়; স্থান। ৩ আস্থা। ৪ সভা। {(তৎসম বা সংস্কৃত) আ+Öস্থা+অন(ল্যুট্)}
  • Bengali Word আস্থায়ী (-ইন্) Bengali definition [আস্‌থায়ি] (বিশেষ্য) সঙ্গীতের বা সুরের প্রথম চরণ (যার আস্থায়ীর সঙ্গে অন্তরার কোন সন্ধান নেই-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্থা+ইন্(ণিনি)}
  • Bengali Word আস্থিত Bengali definition [আস্‌থিতো] (বিশেষণ) ১ আরূঢ়। ২ অধিষ্ঠিত। ৩ আশ্রিত। ৪ পরিব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+স্থিত}
  • Bengali Word আস্পদ Bengali definition [আশ্‌পদ্] (বিশেষ্য) আধার; পাত্র (স্নেহাস্পদ, প্রেমাস্পদ, কল্যাণাস্পদ; রাজত্ব কি বিষম অসুখের ও বিপদের আস্পদ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öপদ্+অ(স্ আগমে)}
  • Bengali Word আস্পর্ধা Bengali definition [আস্‌পর্‌ধা] (বিশেষ্য) ১ স্পর্ধা। ২ দর্প; অহঙ্কার; দম্ভ। ৩ আস্ফালন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্পর্ধ্+অ+আ(টাপ্)}
  • Bengali Word আস্ফালন, আস্ফাল Bengali definition [আশ্‌ফালন্, আশ্‌ফাল্] (বিশেষ্য) ১ গর্ব প্রকাশ; আত্মশ্লাঘা। ২ জোরে সঞ্চালন; বেগে আন্দোলিত করণ (ডাল না ভেঙ্গে পড়ে ঘাড়ে বানরের আস্ফালে-অবনীন্দ্রনাথ ঠাকুর; গ্রামবাসী লেজা লইয়া আস্ফালন করিয়া উঠিল-শামসুদ্দীন আবুল কালাম)। ৩ তাড়ন। ৪ রোষ বা কোপ প্রকাশ। আস্ফালিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্ফালি+অন(ল্যুট্), অ(অচ্)}
  • Bengali Word আস্ফোট, আস্ফোটন Bengali definition [আস্‌ফোটো, অস্‌ফোটন্] (বিশেষ্য) ১ সংঘর্ষ জনিত শব্দ; ঠোকাঠুকি বা আছড়ানোর শব্দ (লাঙ্গুলাস্ফোট)। ২ মল্লক্রীড়ায় তাল ঠোকা (সহস্র আস্ফোট বজ্র নিনাদ হইতে লাগিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ বিকাশ; প্রস্ফুটন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্ফোটি+ অ(অচ্), অন(ল্যুট্)}
  • Bengali Word আস্বাদ Bengali definition [আশ্‌শাদ্] (বিশেষ্য) ১ রসানুভূতি; স্বাদ (বারবার আনিয়াছে বিস্ময়ের অপূর্ব আস্বাদ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আস্বাদন; রসগ্রহণ। আস্বাদক (বিশেষণ) ১ স্বাদগ্রহণকারী। ২ রসগ্রাহী (সাহিত্যের আস্বাদক)। আস্বাদন (বিশেষ্য) ১ স্বাদগ্রহণ; জিহ্বা দ্বারা স্বাদ অনুভবকরণ। ২ রসগ্রহণ (কাব্যের আস্বাদন)। আস্বাদনীয়, আস্বাদ্য (বিশেষণ) আস্বাদনের যোগ্য। আস্বাদিত (বিশেষণ) ১ স্বাদ গ্রহণ করা হয়েছে এমন। ২ অনুভূত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্বদ্+অ(ঘঞ্)}
  • Bengali Word আস্য Bengali definition [আশ্‌শো] (বিশেষ্য) ১ মুখ; আনন (সহাস্য আস্যের ঈদৃশ বিসদৃশ ভাব-মীর মশাররফ হোসেন)। ২ মুখগহ্বর (মোহনভোগ প্রস্তুত করিয়া ধূমপায়ী তপস্বীর আস্যে অর্পিত করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) Öঅস্‌+য(ণ্যৎ)}
  • Bengali Word আহওয়াল, আওহাল, আওয়াল, আহোয়াল (বিরল) Bengali definition [আহ্‌ওয়াল্, আওহাল্, আওয়াল্, আহোয়াল্] (বিশেষ্য) অবস্থা; দশা; সমাচার (বুঝাইয়া কহ মোরে তাহার আহওয়াল-সৈয়দ হামজা; আমি সকলকে ডেকে বলি যে আমার এই আওহাল-গিরিশচন্দ্র সেন)। {(আরবি)আহরাল (বহুবচন); (একবচন) হাল}
  • Bengali Word আহকাম Bengali definition [আহ্‌কাম্] (বিশেষ্য) ১ আদেশ; আজ্ঞা (হুকুম আহকাম)। ২ বিধানসমূহ (কিন্তু কেয়ামে আহকামে সে উদ্দেশ্য নষ্ট হইয়া যায়-নজিবর রহমান)। {(আরবি)আহকাম (বহুবচন); (একবচন) হুকুম }
  • Bengali Word আহট Bengali definition [আহট্‌] (বিশেষ্য) ১ পদধ্বনি; পদক্ষেপের মৃদু আওয়াজ (সরকার সাহেবের আহট পাইয়া তিনি ..... ছুটিয়া আসিলেন-আবুল মনসুর আহমদ)। ২ মৃদু শব্দ। {আঞ্চলিক}
  • Bengali Word আহত Bengali definition [আহোতো, আহত] (বিশেষণ) ১ আঘাতপ্রাপ্ত; প্রহৃত। ২ ধ্বনিত; বাদিত (বাদ্যযন্ত্রাদি)। ৩ তাড়িত (বাত্যাহত)। ৪ মর্দিত (পদাহত)। আহতি (বিশেষ্য )। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহন্+ত(ক্ত)}
  • Bengali Word আহদ Bengali definition [আহদ্] (বিশেষ্য) অঙ্গীকার; প্রতিশ্রুতি। আহদনামা (বিশেষ্য) অঙ্গীকারপত্র। {(আরবি)আহদ্ }