Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word আহব Bengali definition [আহব্, আহোব্‌] (বিশেষ্য) ১ সংগ্রাম; যুদ্ধ (আপনি এই ভীষণ আহবে নেতৃত্ব গ্রহণ করুন-ইসমাইল হোসেন শিরাজী)। ২ হিন্দুদের যজ্ঞ/হোম করার স্থান। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহেব+অ(অপ্)}
 • Bengali Word আহবাব Bengali definition [আহ্‌বাব্] (বিশেষ্য) বন্ধুবান্ধব। {(আরবি)আহবাব (বহুবচন); (একবচন) হাবীব্}
 • Bengali Word আহমক Bengali definition আহাম্মক
 • Bengali Word আহমদ Bengali definition [আহ্‌মদ্] (বিশেষ্য) ১ সর্বাপেক্ষা অধিক প্রশংসিত ব্যক্তি। ২ হজরত মুহম্মদ (সা.) এর অন্য নাম। {(আরবি)আহমদ}
 • Bengali Word আহরণ Bengali definition [আহোরন্‌, আহরন্‌] (বিশেষ্য) ১ সংগ্রহ। ২ সঞ্চয়করণ। ৩ সঙ্কলন। ৪ উপার্জন। ৫ আয়োজন। ৬ যৌতুক; উপটৌকন। আহরণী (বিশেষ্য) সঙ্কলনী; চয়নিকা। আহরণীয়, আহর্তব্য (বিশেষণ) সংগ্রহ বা আহরণের যোগ্য। আহর্তা (বিশেষ্য), (বিশেষণ) সংগ্রাহক; আহরণকারী। {(তৎসম বা সংস্কৃত ) আ+Öহৃ+অন(ল্যুট্)}
 • Bengali Word আহরিত (অপ্র), আহৃত Bengali definition [আহোরিতো, আহ্রিতো] (বিশেষণ) ১ সংগৃহীত; সঞ্চিত; সঙ্কলিত; আহরণ করা হয়েছে এমন। ২ উপার্জিত। ৩ আয়োজিত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öহৃ+ণিচ্+ত(ক্ত); আ+Öহৃ+ত(ক্ত); (তৎসম বা সংস্কৃত ) আহৃত> (প্রাকৃত) Öআহর+ত(ক্ত)}
 • Bengali Word আহরিৎ Bengali definition [আহোরিত্] (বিশেষণ) ঈষৎ সবুজ। {(তৎসম বা সংস্কৃত) আ+হরিৎ}
 • Bengali Word আহর্তব্য, আহর্তা Bengali definition আহরণ
 • Bengali Word আহল Bengali definition আহেল
 • Bengali Word আহলবাহল, আহলবিহল (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আহোল্‌বাহোল্, আহোল্‌বিহোল্‌] (বিশেষ্য) আড়াল-আবডাল; আনাচ-কানাচ; অন্ধিসন্ধি (আহলবাহল চাহি আন্ধারিয়া কোণে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {( তৎসম বা সংস্কৃত) অন্তরাল>আড়াল> আহল, অনু. বাহল}
 • Bengali Word আহলিয়া Bengali definition [আহোলিয়া] (বিশেষ্য) স্ত্রী। {(আরবি)আহ্‌লিয়াহ্‌}
 • Bengali Word আহলিয়াত Bengali definition [আহ্‌লিয়াত্] (বিশেষ্য) যোগ্যতা। {(আরবি)আহ্‌লিয়্যত্}
 • Bengali Word আহলে Bengali definition আহেল
 • Bengali Word আহা Bengali definition [আহা] (অব্যয়) দুঃখ শোক আক্ষেপ সমবেদনা ইত্যাদি সূচক শব্দ। আহামরি (অব্যয়) প্রশংসা অনুকম্পা বা বিদ্রূপসূচক শব্দ। □ (বিশেষণ) প্রশংসনীয়; অনিন্দ্য সুন্দর; চমৎকার (আহা মরি রূপ)। {(তৎসম বা সংস্কৃত) অহহ>}
 • Bengali Word আহা-হা Bengali definition [আহাহা] (অব্যয়) দুঃখ ক্ষোভ শোক পরিতাপ অনুকম্পা আনন্দ ইত্যাদি সূচক শব্দ (আহা-হা বাহা বাহ কহিছে কানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আহো, অহহ}
 • Bengali Word আহাদ, আল-আহাদ Bengali definition [আহাদ্‌, আল্-আহাদ্‌] (বিশেষ্য) ১ অদ্বিতীয় সত্তা; একক। ২ আল্লাহ; খোদা (আহাদ আছিল এক- কাদৌ; আল-আহাদের সন্ধানে কর নাই তিল অবসর- ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি)আহাদ্ }
 • Bengali Word আহাদিল Bengali definition [আহাদিল্] (বিশেষণ) ব্যথিত; আহত-জন (আমার নুরুকে কোন আহাদিল বদদোওয়া দিসনে যেন-কাজী নজরুল ইসলাম)। {আহা+দিল}
 • Bengali Word আহাম্মক, আহাম্মুক, আহমক Bengali definition [আহাম্‌মক্, আহাম্‌মুক্, আহমক্] (বিশেষণ) নির্বোধ; বুদ্ধিহীন; কাণ্ডজ্ঞানশূন্য; স্থূলবুদ্ধি সম্পন্ন (তারি ফন্দীতে তুমিও নারাজ-আমি কি আহাম্মক-মোহিতলাল মজুমদার)। আহাম্মকি, আহাম্মুকি (বিশেষ্য) মূর্খতা; বোকামি; নির্বুদ্ধিতা (রায়তের পক্ষ থেকে তার প্রতিবাদ করা আহাম্মকি-প্রথম চৌধুরী)। আহাম্মকের ধাড়ি (বিশেষণ) অত্যন্ত বোকা।
 • Bengali Word আহার Bengali definition [আহার্] (বিশেষ্য) ১ ভোজন; খাদ্যগ্রহণ; খাওয়া। ২ খাদ্য; ভোজ্যদ্রব্য। ৩ আহরণ। আহার–আশ্রম (বিশেষ্য) বিনামূল্যে আহার্য বিতরণের স্থান; লঙ্গরখানা (সুসজ্জিত সুন্দর রমণীয় আহার-আশ্রম খোলা হইয়াছে-ইসমাইল হোসেন শিরাজী)। আহার-নিদ্রা (বিশেষ্য) ১ শয়ন-ভোজন। ২ সকল কাজ; নিত্যনৈমিত্তিক যাবতীয় কর্তব্য (আহার-নিদ্রা ত্যাগ করিয়া সে এই কাজে লাগিয়াছে)। আহার-বিহার (বিশেষ্য) ভোজন ও আমোদ আহ্লাদ; আহার ও বিচরণ। আহার বৃত্তি (বিশেষ্য) ভোজনকার্য; খাওয়া দাওয়া; ক্ষুৎপিপাসা নিবারণ (আহারবৃত্তি কিরূপে নির্বাহ করো?)। আহারান্ত (বিশেষ্য) ভোজন শেষ। আহারাভাব (বিশেষ্য) ১ খাদ্যবস্তুর অভাব; অন্নাভাব। ২ উপবাস; অনশন। আহারার্থী (-র্থিন্), আহারপ্রার্থী (-থিন্) (বিশেষ্য) (বিশেষণ) যে খেতে চায়; ভোজনাভিলাষী; বুভুক্ষু। আহারী (-রিন্) (বিশেষণ) ১ ভোজনকারী (মিতাহারী)। ২ আহারে পটু; ভুরিভোজনক্ষম। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহৃ+অ(ঘঞ্)}
 • Bengali Word আহার্য Bengali definition [আহার্‌জো] (বিশেষ্য) খাদ্যদ্রব্য; ভোজ্যবস্তু। □ (বিশেষণ) ১ আহারের যোগ্য; ভক্ষ্য; ভোজ্য। ২ আহরণীয়; সংগ্রহযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহৃ+য(ণ্যৎ)}
 • Bengali Word আহিক Bengali definition [আহিক্] (বিশেষ্য) ১ সাপুড়ে। ২ কেতুগ্রহ। ৩ পাণিনি মুনি। {(তৎসম বা সংস্কৃত) অহি+ইক} আহিত [আহিতো] (বিশেষণ) ১ অর্পিত; ন্যস্ত। ২ প্রতিষ্ঠিত; স্থাপিত। {(তৎসম বা সংস্কৃত) আ+Öধা+ত(ক্ত)}
 • Bengali Word আহির, আহীর Bengali definition [আহির্] (বিশেষণ) গোপ জাতি বিশেষ; পশ্চিম দেশীয় গোয়ালা।। আহীরী, আহিরনী, আহিরিনী (স্ত্রীলিঙ্গ) (আহিরিনী চলে যায় ষাট-বিষ্ণু দে; আমরা আহিরিনী সারা হল বিকিকিনি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আভীর>(প্রাকৃত) আহীর; (হিন্দি) অহীর}
 • Bengali Word আহুট, আহুঠ, আলুঠ (প্রাচীন বাংলা) Bengali definition [আহুট্, আহুঠ্, আলুঠ্] (বিশেষ্য), (বিশেষণ) সাড়ে তিন; (আহুট হাথ কলেবর তোর-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধচতুর্থ> আড্‌ঢ+চতুট্‌ঠ>অড্‌ড+ অউট্‌ঠ> আহুট্‌ঠ> আহুট}
 • Bengali Word আহুত Bengali definition [আহুতো] (বিশেষণ) আহুতি দেওয়া হয়েছে এমন। আহুতি (বিশেষণ) হিন্দু পূজার হোম (এ আগুনে কেন আহুতি দান?-মাইকেল মধুসূদন দত্ত)। ২ মহৎ কার্যে আত্মোৎসর্গ (দেশের সেবায় আত্মহুতি)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহু+ত(ক্ত)}
 • Bengali Word আহুড়, আহুড়ি (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [আহুড়্‌, আহুড়ি] (বিশেষ্য) দ্রুতগামী বার্তাবাহক; ধারক (বিষম কটাক্ষ আহুড়ি-ঘাতক-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত)আ+Öহেব+ত(ক্ত)> আহূত>}
 • Bengali Word আহূত Bengali definition [আহুতো] (বিশেষণ) আহ্বান করা হয়েছে এমন; আমন্ত্রিত; নিমন্ত্রিত (যাত্রার জন্য আহূত হইয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। আহূতি (বিশেষণ) আহ্বান; আমন্ত্রণ। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öহ্বে+ত(ক্ত)}
 • Bengali Word আহৃত Bengali definition আহরিত (অপ্র)
 • Bengali Word আহে (প্রাচীন বাংলা) Bengali definition [আহে] (অব্যয়) সম্ভাষণসূচক শব্দ (আহে রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) আহো}
 • Bengali Word আহের Bengali definition [আহের্] (বিশেষ্য) মৃগয়া; শিকার (আহের করএ গতি-সৈয়দ আলাওল)। আহেরিয়া, আহেড়িয়া (বিশেষ্য) বসন্তের প্রথম দিবসে উদ্‌যাপিত রাজপুতনার বিখ্যাত শিকারোৎসব বিশেষ। □ (বিশেষণ) শিকারি; মৃগয়াকারী। {(তৎসম বা সংস্কৃত) আখেট>আহেড়>আহের}
 • Bengali Word আহের, আহেরা (ব্রজবুলি) Bengali definition [আহের, আহেরা] (ক্রিয়াবিশেষণ) ১ দিনরাত; দিবারাত্র; অহোরাত্র। ২ সর্বদা (মাধব, মনমথ ফিরত আহেরা-গোবিন্দদাস)। {(তৎসম বা সংস্কৃত) অহোরাত্র> আহের (পদ্যে মিলের জন্য +আ)}