Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word আসর ২, আছর ১ Bengali definition [আসর্] (বিশেষ্য) ১ অপরাহ্ণ; বৈকাল। ২ নমাজের ওক্ত বিশেষ (আসরের নমাজ)। {(আরবি)আসর}
 • Bengali Word আসর ৩, আছর ২ Bengali definition [আসোর্] (বিশেষ্য) প্রভাব; চিহ্ন; ফল; ক্রিয়া (জিনের আসর)। {(আরবি)আছর }
 • Bengali Word আসরফি Bengali definition আশরফি
 • Bengali Word আসল Bengali definition [আশোল্] (বিশেষণ) ১ খাঁটি; বিশুদ্ধ; অবিকৃত; নির্ভেজাল (আসল সোনা)। ২ সত্য; প্রকৃত; যথার্থ (আসল ঘটনা)। ৩ মূল; আদি (আসল দলিল)। ৪ আনুষাঙ্গিক খরচ বাদে মোট; নিট (আসল আয়)। □ (বিশেষ্য) মূলবস্তু (নানামতে সাবধানে রাখিল আসল-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ বাণিজ্যাদির মূলধন (সুদে-আসলে)। আসলি (বিশেষণ) বিশুদ্ধ; খাঁটি; নির্ভেজাল (আসলি সোনা)। আসলে (ক্রিয়া) (বিশেষণ) প্রকৃতপক্ষে (আসলে সে একটা চোর)। {(আরবি)আসল}
 • Bengali Word আসশেওড়া, আশশাওড়া, আশ্যাওড়া Bengali definition [আশ্‌শ্যাওড়া] (বিশেষ্য) একপ্রকার গাছ; শেওড়া গাছ; যে গাছের শাখা দিয়ে দাঁত মাজা হয়। {(তৎসম বা সংস্কৃত) আস্যশাখোট> আস্‌সাহোঢ়> আস্‌সাওড়+ আ> আস্‌শেওড়া}
 • Bengali Word আসহাব Bengali definition [আশ্‌হাব্] (বিশেষ্য) হজরত মুহম্মদ (সা.)–এর সহচরবৃন্দ; সাহাবিগণ (আসহাব সকলে হেন কর জ্ঞান-সৈয়দ আলাওল)। {(আরবি)আসহাব}
 • Bengali Word আসহাব-এ-কাহাফ, আসাব কাহাফ Bengali definition [আস্‌হাব্-এ-কাহাফ্, আসাব্ কাহাফ্] (বিশেষ্য) গুহাবাসীগণ-কোরআনে উল্লিখিত সাত ব্যক্তি যাঁরা আল্লাহর প্রতি ঈমান এনে রাজরোষের ভয়ে একটি গুহায় বহুকাল ঘুমিয়ে থেকে জেগে উঠে দেশের বহু পরিবর্তন দেখে। আসাব কাহাফি (বিশেষণ) আসহাব-এ-কাহাফ সম্পর্কিত (আসাব কাহাফি ঘুম ভেঙ্গে আসিবে না গান গেয়ে-আজহারুল ইসলাম)। {(আরবি)আসহাবে কাহফ}
 • Bengali Word আসা ১ Bengali definition [আশা] (ক্রিয়া) ১ আগমন করা; উপস্থিত হওয়া (বাড়ি আসা)। ২ উদ্রেক হওয়া; দেখা দেওয়া (ঘেন্না আসা; চক্ষে জল আসা)। ৩ কোনো কিছুতে জ্ঞান শিক্ষা বা অভ্যাস থাকা (গান বাজনা আমার বড় আসে না)। ৪ জোগানো (মাথায় বুদ্ধি আসা)। ৫ কোনো কিছুতে লাগা; উপযোগী হওয়া (এটা কোনো কাজে আসবে না)। ৬ আরম্ভ হওয়া (বৃষ্টি আসা)। ৭ উপার্জন হওয়া; আমদানি হওয়া (কিসে কড়ি আসে দুটো-রবীন্দ্রনাথ ঠাকুর); এই হাটে সবকিছুই আসে)। ৮ ঘটা; হওয়া (বিপদ আসা; মুত্যু আসা)। ৯ যাওয়া (এখন আসি; ফুরিয়ে আসা)। ১০ ঢোকা; প্রবেশ করা (জানালা দিয়ে আলো আসে)। ১১ উপক্রম হওয়া (বমি আসা)। ১২ বিস্তৃত হওয়া; বৃদ্ধি পাওয়া (উঠোন পর্যন্ত পানি এসেছে)। □ (বিশেষণ) আগত; এসেছে এমন (কাছে আসা)। □ (বিশেষ্য) আগমন; উপস্থিতি (আমার কাছে আসার মানে কি?)। আসা যাওয়া (বিশেষ্য) ১ গমনাগমন; আনাগোনা; যাতায়াত (কেবল আসাযাওয়া সার)। ২ মেলামেশা (আমাদের মধ্যে আসাযাওয়া নেই)। □ (ক্রিয়া) ক্ষতিবৃদ্ধি হওয়া; ভাবান্তর আনা; প্রভাব বিস্তার করা (তাতে আসে যাবে কিবা আর-রবীন্দ্রনাথ ঠাকুর)। { (বাংলা) Öআস্‌+আ}
 • Bengali Word আসা ২, আশা Bengali definition [আশা] (বিশেষ্য) ১ দণ্ড; লাঠি (আসা হাতে চলছিল মুসা-শাহাদাত হোসেন; পয়গম্বর মুসার তবু তো ছিল আশা অদ্ভুত-কাজী নজরুল ইসলাম)। ২ রাজদণ্ড (লাল আসা হস্তে ধরি-সৈয়দ আলাওল)। আসানড়ি (বিশেষ্য) লাঠি। {(আরবি)আসা}
 • Bengali Word আসাদন Bengali definition [আশাদোন্, আশাদন্‌] (বিশেষ্য) ১ প্রাপ্তি; লাভ। ২ সম্পাদন। আসাদিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öসাদি+অন(ল্যুট্)}
 • Bengali Word আসান, আশান, আছান Bengali definition [আসান্] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ অবসান; লাঘব (মুশকিল আসান)। ২ উদ্ধার (লাঠি মাইর‌্যা বিনোদনের আছান করিল-ময়মনসিংহ গীতিকা)। ৩ রেহাই; নিষ্কৃতি; মুক্তি; সুবিধা (কিছুটা আসান পেত নিশ্চয়ই-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ৪ সান্ত্বনা; নিরাময় (দুঃখের দরদি নাই করিতে আসান-পূর্ববঙ্গ গীতিকা)। □ (বিশেষণ) সহজ (আসান সবক)। {(ফারসি) আসান}
 • Bengali Word আসানি Bengali definition [আসানি] (বিশেষ্য) সহজভাব; আরাম। {(ফারসি) আসানী}
 • Bengali Word আসাব কাহাফ, আসাব কাহাফি Bengali definition আসহাব এ-কাহাফ
 • Bengali Word আসাবরদার Bengali definition [আশাবর্‌দার্] (বিশেষ্য) রাজদণ্ড বহনকারী; শাসক বা মাতব্বর গোছের লোকদের দণ্ডধারী অনুচর। {(আরবি)আসা২+ (ফারসি) বর্‌দার্‌ }
 • Bengali Word আসামি ১ Bengali definition [আশামি] (বিশেষ্য) ১ অভিযুক্ত; অপরাধী; প্রতিবাদী। ২ খাতক; ঋণী; দেনাদার। ৩ প্রজা। {(আরবি)আসামী}
 • Bengali Word আসামি ২, আসামী ২ Bengali definition [আশামি] (বিশেষণ) ১ আসামদেশীয়; আসাম দেশজাত। ২ আসাম সম্বন্ধীয়। □ (বিশেষণ) ১ আসামের অধিবাসী; আসমিয়া। ২ আসামের ভাষা; অহমিয়া। { (বাংলা) আসাম+ই, ঈ}
 • Bengali Word আসার ১ Bengali definition [আশার্] (বিশেষ্য) ১ প্রবল বৃষ্টিপাত; প্রচুর বারিপাত। ২ জলকণা; জলস্রাব (ভাসিতাম দিবানিশি নয় আসারে-কায়কোবাদ)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্+ অ(ঘঞ্)}
 • Bengali Word আসার ২ Bengali definition [আসার্] (বিশেষ্য) ১ নিদর্শন; চিহ্ন। ২ প্রাচীন চিহ্ন; প্রাচীন কীর্তি। {(আরবি)আছার; (একবচন) আছর(=চিহ্ন)}
 • Bengali Word আসালতন, আছালতন Bengali definition [আসাল্‌তন্] (অব্যয়) স্বয়ং; নিজে (বাদীকে আসালতন্‌ জবাব দিতে হইবে)। {(আরবি)ইসালাহ (=মূলত)}
 • Bengali Word আসাসোঁটা Bengali definition [আশাশোঁটা] (বিশেষ্য) রাজদণ্ড; রাজশক্তির চিহ্ন। {(আরবি)আসা+(তৎসম বা সংস্কৃত) শৌণ্ড> সোঁড়> সোঁট+আ=সোঁটা}
 • Bengali Word আসিক্ত Bengali definition [আশিক্‌তো] (বিশেষণ) অল্প বা অধিক ভিজা। {(তৎসম বা সংস্কৃত) আ+সিক্ত}
 • Bengali Word আসিদ্ধ Bengali definition [আসিদ্‌ধো] (বিশেষণ) ১ সিদ্ধ নয় এমন। ২ অর্ধসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) অসিদ্ধ>}
 • Bengali Word আসীন Bengali definition [আশিন্‌] (বিশেষণ) ১ উপবিষ্ট। ২ অধিষ্ঠিত; অবস্থিত। আসীনা (স্ত্রীলিঙ্গ) (একাকী আসীনা তব চরণতলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) Öআস্+ঈন(শানচ্)}
 • Bengali Word আসুদা Bengali definition আছুদা
 • Bengali Word আসুপ্তি Bengali definition [আশুপ্‌তি] (বিশেষ্য) তন্দ্রা; অর্ধ জাগরনের অবস্থা (ক্লান্তিতে নিদ্রা-জাগরণে মেশা আসুপ্তির ভিতর দিয়ে কাটল-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öস্বপ্+ তি(ক্তি)=সুপ্তি}
 • Bengali Word আসুর, আসুরিক Bengali definition [আশুর্, আশুরিক্] (বিশেষণ) ১ অসুর সম্বন্ধীয়। ২ অসুরের ন্যায়; অসুরতুল্য। ৩ ভয়ঙ্কর; অতি ভীষণ। ৪ অসুরদের প্রথানুযায়ী। ৫ অপবিত্র। ৬ নিন্দিত; গর্হিত। আসুরী, আসুরিকী (স্ত্রীলিঙ্গ)। আসুর বিবাহ (বিশেষ্য) কন্যার অভিভাবককে অর্থ প্রদান পূর্বক অনুষ্ঠিত বিবাহ। {(তৎসম বা সংস্কৃত) অসুর+অ(অণ্), ইক}
 • Bengali Word আসেচন Bengali definition [আশেচন্] (বিশেষণ) উত্তমরূপে সেচন বা ভিজানো। □ (বিশেষ্য) ভালোভাবে সেচ প্রদান। {(তৎসম বা সংস্কৃত) আ+সেচন}
 • Bengali Word আসেব Bengali definition [আসেব্] (বিশেষ্য) প্রেতাত্মা; ভূত (বলে আসেবের আসর হয়েছে উহার উপরে দেখ চেয়ে-কাজী নজরুল ইসলাম)। {(ফারসি) আসীব}
 • Bengali Word আসেসর, আসেসরি Bengali definition এসেসার
 • Bengali Word আসোয়ার, আসওয়ার (মধ্যযুগীয় বাংলা) আছওয়ার Bengali definition [আসোয়ার্] (বিশেষণ) আরোহী; আরূঢ় (পলায় তুরঙ্গ কাটা গেলে আসোয়ার-কাশীরাম দাস; বোরাকের পূর্বে নবী হৈল আসওযার-হেয়াত মাহমুদ)। □ (বিশেষ্য) অশ্বারোহী সৈন্য (রোসাঙ্গে আসিয় হৈলুং রাজ আছওয়ার-সৈয়দ আলাওল; দেখিয়াছি আশোবার অনেক অনেক-রঙ্গলাল সেন)। {(তৎসম বা সংস্কৃত) অশ্ববার; (প্রাকৃত) (ফারসি) সবার}