Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আলি ৪ ,আলী ৩ Bengali definition [আলি] (বিশেষ্য) সখী; সঙ্গিনী (আলি আলিঙ্গন চাহে-বিদ্যাপতি)। {(তামিল) আলি>}
  • Bengali Word আলি ৫ ,আলী ৪ Bengali definition [আলি] (বিশেষণ) মহান; উদার; উন্নত; (গুরুদাসের মেজাজ আলি হয়ে গ্যাচে-কালীপ্রসন্ন সিংহ)। আলিমেজাজ, আলিমিযাজ (বিশেষণ) উদারমতি; উন্নতমনা। আলিশান, আলিছান (বিশেষণ) ১ বিরাট; খুব বড়ো (জমিদার-বাড়ির আলিশান গম্বুজটার কিনারে-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ মহান (ধার্মিক সুজন আলাল গুণে আলিছান-পূর্ববঙ্গ গীতিকা)। ৩ সম্ভ্রান্ত; মর্যাদাসম্পন্ন। আলিহুকুম (বিশেষ্য) দরাজ অনুমতি; ঢালাওহুকুম (এত আলিহুকুম উচিত আজি নয়-ঘনরাম চক্রবর্তী; তিনি তাহাই তাহাদিগকে লইতে আলী হুকুম দিয় দিলেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি)‘আলী }
  • Bengali Word আলিএ কালিএ (প্রাচীন বাংলা) Bengali definition [আলিয়ে কালিয়ে] (বিশেষ্য) ১ অলি-গলিতে। ২ (আলঙ্কারিক) আলো-আঁধারিতে; নানান জটিলতায় (আলিএ কালিএ রাট রুন্ধেলা-চর্যাপদ)। {অ (বর্ণ)+আলি (শ্রেণি)+ক(বর্ণ)+আলি (শ্রেণি); (তামিল) আলি (নারী), অনু. কালি}
  • Bengali Word আলিঙ্গন Bengali definition [আলিঙ্‌গন্] (বিশেষ্য) ১ কোলাকুলি; আশ্লেষ; প্রীতি বা স্নেহভরে বুকে জড়িয়ে ধরা। ২ সানুরাগে বরণ (মৃত্যুকে আলিঙ্গন করা)। আলিঙ্গিত (বিশেষণ) আলিঙ্গন করা হয়েছে এমন; বাহুবদ্ধ; আশ্লিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলিঙ্গ্+অন (ল্যুট্)}
  • Bengali Word আলিছান Bengali definition আলি৫
  • Bengali Word আলিজালি, আলিঝালি Bengali definition [আলিজালি, আলিঝালি] (ক্রিয়াবিশেষণ) এলোমেলো (প্রথম বিয়ের প্রাণ মাতোয়ারা উন্মাদনার কথা স্মরণ হয় আলিঝালি-ওয়ালি)। {Þ আউল ঝাউল}
  • Bengali Word আলিপনা Bengali definition আলপনা
  • Bengali Word আলিম Bengali definition আলেম
  • Bengali Word আলিমিযাজ, আলি মেজাজ Bengali definition আলি৫
  • Bengali Word আলিম্পন, আলিম্পনা Bengali definition [আলিম্‌পন্, আলিম্‌পনা] (বিশেষ্য) ১ আলিপনা; আলপনা (শুভদিনে আলিম্পনে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ (ঘাসে ঘাসে রঙীন ফুলের আলিম্পন-রবীন্দ্রনাথ ঠাকুর; আষাঢ়ের পুঁটি যায় আলতার আলিম্পনা এঁটে-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলিম্‌প্+ অন(ল্যুট্)}
  • Bengali Word আলিশা Bengali definition আলিসা
  • Bengali Word আলিশান Bengali definition আলি৫
  • Bengali Word আলিস (পদ্যে ব্যবহৃত) Bengali definition [আলিস্] (বিশেষ্য) আলস্য (বালিশ শুয়ে আলিস করে মানুষের কাজ হাঁটা-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষণ) কুঁড়ে; অলস। {(তৎসম বা সংস্কৃত) আলস্য>}
  • Bengali Word আলিসা, আলিশা, আলসে Bengali definition [আলিশা, আলিশা, আল্‌শে] (বিশেষ্য) ১ ছাদের প্রান্তভাগ বা কার্নিশ (আলিসায় একটি সলজ্জা রজনীগন্ধা-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ ছাদের প্রান্তস্থ অনুচ্চ প্রাচীর (বসি আলিসার আড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আলি + (বাংলা) সা (সাদৃশ্যার্থে)}
  • Bengali Word আলিস্যি Bengali definition আলস্য
  • Bengali Word আলিহুকুম Bengali definition আলি৫
  • Bengali Word আলী ১, আলি Bengali definition [আলি] (বিশেষ্য) ১ মুসলমানের নামের অংশবিশেষ। ২ ইসলামের চতুর্থ খলিফা; হজরত মুহম্মদ (সা.)-এর চাচাতো ভাই এবং কনিষ্ঠ জামাতা। {(আরবি)‘আলী}
  • Bengali Word আলী ২ Bengali definition আলি
  • Bengali Word আলীন Bengali definition [আলিন্‌] (বিশেষণ) ১ লয়প্রাপ্ত; বিলীন। ২ পরিব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলী+ত(ক্ত)}
  • Bengali Word আলীম Bengali definition আলেম
  • Bengali Word আলীহুকুম Bengali definition আলি৫
  • Bengali Word আলু Bengali definition [আলু] (বিশেষ্য) বিখ্যাত সবজি; গোল আলু; মূল বা কন্দ বিশেষ। গোলআলু (বিশেষ্য) গোলাকৃতি আলুজাতীয় কন্দ; potato। আলুর দোষ (বিশেষ্য) লাম্পট্য; চরিত্রদোষ। {অনার্য ওরাওঁ শব্দ ‘আরু’> আলু(র=ল)}
  • Bengali Word আলুথালু Bengali definition [আলুথালু] (বিশেষণ) ১ আলুলায়িত; শিথিল (আলুথালু হায় এবে কবরী বন্ধন-মাইকেল মধুসূদন দত্ত)। ২ অসংবৃত; অসংযত (বিস্রস্ত বেশে আর আলুথালু কেশে)। {(তৎসম বা সংস্কৃত) আলুলায়িত>আলু+অনু. থালু}
  • Bengali Word আলুনি, আলুনী Bengali definition [আলুনি] (বিশেষণ) ১ লবণহীন; আলোনা; উপযুক্ত পরিমাণে লবণের অভাবহেতু বিস্বাদযুক্ত (আলুন আতেল কড়কড়া ভাত-দক্ষিণারঞ্জন মিত্রমজুমদার)। ২ কমনীয়তাশূন্য; লাবণ্যহীন (যদি মেয়েগুলোর শরীর ভাল থাকে, আলুনি না হয়ে যায়-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ+লবণ+আ>আলোনা>আলোনি>}
  • Bengali Word আলুফা Bengali definition অলুফা
  • Bengali Word আলুবুখারা Bengali definition আলুবোখারা
  • Bengali Word আলুবোখারা, আলুবুখারা Bengali definition [আলুবোখারা, আলুবুখারা] (বিশেষ্য) অম্লস্বাদ কাবুলি ফলবিশেষ। {(ফারসি) আলুবুখারাহ}
  • Bengali Word আলুলায়িত, আলুলিত Bengali definition [আলুলায়িতো, আলুলিতো] (বিশেষণ) এলায়িত; অসংযত (আলুলায়িত কুন্তল-রবীন্দ্রনাথ ঠাকুর; আলুলিত কেশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলুল্+ অ(ক)=আলুল; আলুলায়্+ত(ক্ত),>}
  • Bengali Word আলুয়ানো Bengali definition [আলুয়ানো] (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) এলানো; শিথিল হওয়া (অবধানে আলুয়ায় দৃঢ়বন্ধন দড়ি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) আলুলায়ন>আলুয়ান}
  • Bengali Word আলেকুম Bengali definition আলায়কুম