Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আলেখা Bengali definition [আল্যাখা] (বিশেষণ) ১ অলিখিত। ২ সাদা; আঁচড়শূন্য। {আ+লেখা}
  • Bengali Word আলেখ্য Bengali definition [আলেক্‌খো] (বিশেষ্য) চিত্র; ছবি; প্রতিমূর্তি। {(তৎসম বা সংস্কৃত ) আ+ Öলিখ্+য}
  • Bengali Word আলেপ Bengali definition আলেপন
  • Bengali Word আলেপন, আলাপ Bengali definition [আলেপোন্‌, আলেপন, আলেপ্] (বিশেষ্য) ১ আলপনা। ২ লেপন; প্রলেপ দান। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলিপ+ অন(ল্যুট্), অ(ঘঞ্)}
  • Bengali Word আলেম, আলিম Bengali definition [আলেম, আলিম্] (বিশেষ্য), (বিশেষণ) ১ ইসলাম ধর্মতত্ত্বজ্ঞ (মোল্লা আলীম ফকির-দৌলত উজির বাহরাম খান; আলিম ওলমা নহি, করেন্ত আদর-সৈয়দ আলাওল)। ২ বিদ্বান। আলেমদার (বিরল) (বিশেষণ) বিদ্বান; পণ্ডিত (ফার্সিতে সত্যই আলেমদার-গোপাল হালদার)। আলেমুন গায়েব (বিশেষ্য), (বিশেষণ) যিনি অদৃশ্য বিষয় জানেন; সর্বজ্ঞ (আল্লাহ্ আলেমুল গায়েব-মঈন)। {( আরবি)আলিম}
  • Bengali Word আলেয়া Bengali definition [আলেয়া] (বিশেষ্য) ১ জলাভূমিতে দৃষ্ট একপ্রকার বাষ্পোদ্ভূত আলোক বা জ্বলন্ত গ্যাস (আলেয়াগুলো দপদপিয়ে জ্বলছে নিবে, নিবছে জ্বলে -সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ (আলঙ্কারিক) ধাঁধা; প্রহেলিকা (আলেয়ার পিছনে ছুটিও না; আঁধার জীবন মাঠে দেখিলাম যে আলেয়া-কায়কোবাদ)। আলেয়ার আলো (বিশেষ্য) (আলঙ্কারিক) মিথ্যা প্রলোভন। {( তৎসম বা সংস্কৃত) আলোক+ইয়া>আলোকিয়া>আলেয়া}
  • Bengali Word আলো ১ Bengali definition [আলো] (বিশেষ্য) ১ আলোক; দীপ্তি। ২ দীপ। ৩ রূপ; সৌন্দর্য (সতী এমন সুন্দরী যে সোনা হীরে তাঁর সোনার অঙ্গের আলোর কাছে টিম-টিম করতে লাগল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) উজ্জ্বল; আলোকিত। আলো-আঁধারি (বিশেষ্য) আলো ও অন্ধকারের মিশ্রণ; অস্পষ্ট আলোক। □ (বিশেষণ) (আলঙ্কারিক) কিছুটা স্পষ্ট ও কিছুটা অস্পষ্ট এমন ভাষায় বা ভাবে বর্ণিত বা চিত্রিত। আলোকরা (ক্রিয়া) উদ্ভাসিত করা; শোভিত করা। □ (বিশেষণ) উজ্জ্বলকারী; দীপ্তিদানকারী (দশ দিক আলো করা)। আলোচাল (বিশেষ্য) সূর্যতাপে পক্ব চাল; আতপ চাল; অসিদ্ধ ধানের চাল। আলোছায়া (বিশেষ্য) ১ আলো ছায়ার পাশাপাশি অবস্থান। ২ ছবিতে যুগপৎ আলো ও আঁধার বা স্পষ্টতা ও অস্পষ্টতার মিশ্রণ; আলো-আঁধার। আলো-বিহঙ্গ (বিশেষ্য) আলো রূপ বিহঙ্গ (আলো-বিহঙ্গ ভোলে হে সূর্য তোমার শেখানো পথের সুর-ফররুখ আহমদ)। আলোয় আলোয় (ক্রিয়াবিশেষণ) ১ দিনের আলো থাকতে; অন্ধকার হওয়ার পূর্বে। ২ (আলঙ্কারিক) সুযোগ বা সময় থাকিতে। {(তৎসম বা সংস্কৃত) আলোক> আলোঅ> আলো}
  • Bengali Word আলো ২, আল Bengali definition [আলো, আল, আলো] (অব্যয়) সম্বোধনসূচক (আল রাধা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) হলা>}
  • Bengali Word আলোক Bengali definition [আলোক্] (বিশেষ্য) জ্যোতি; কিরণ; দীপ্তি; প্রভা। আলোকচিত্র (বিশেষ্য) ছায়াচিত্র; ফোটোগ্রাফ। আলোচ্ছটা/ছটা. (বিশেষ্য) আলোক-রশ্মি; আলোকের বিচ্ছুরণ। আলোবিজ্ঞান (বিশেষ্য) আলোক ও দৃষ্টিসংক্রান্ত বিজ্ঞান; optics । আলোলতা (বিশেষ্য) সাধারণত কুলগাছে বর্ধিত মূলহীন হরিদ্রাভ লতা বিশেষ (মানুষের উন্নাসিকতা আলোকলতার মতো মূল্যহীন চটক-মুহম্মদ এনামুল হক)। আলোসঙ্কেত (বিশেষ্য) আলোকের সাহায্যে পথাদি জানানোর ব্যবস্থা; beacon। আলোসজ্জা (বিশেষ্য) আলো দ্বারা সজ্জিত মণ্ডপাদির বৈদ্যুতিক আলোকের সাজ। আলোস্তম্ভ (বিশেষ্য) পথনিদের্শক আলোকযুক্ত উচ্চ স্তম্ভ; বাতিঘর; light house। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলুক্+অ(ঘঞ্)}
  • Bengali Word আলোকন Bengali definition [আলোকন্] (বিশেষ্য) ১ দর্শন; দেখা; অবলোকন। ২ প্রদর্শন; দেখা। আলোকননীয় (বিশেষণ) দর্শনযোগ্য; দ্রষ্টব্য। আলোকননীয় (স্ত্রীলিঙ্গ)। (তৎসম বা সংস্কৃত) আ+Öলুক্+অন (ল্যুট্)}
  • Bengali Word আলোচনা, আলোচন Bengali definition [আলোচনা, আলোচন্] (বিশেষ্য) ১ অনুশীলন; চর্চা (জ্ঞানালোচনা)। ২ বিচার (কাব্যালোচনা)। ৩ আন্দোলন (এ নিয়ে খুব আলোচনা চলছে)। আলোচনী (বিশেষ্য) আলোচনার বিষয়। আলোচনীয়, আলোচ্য (বিশেষণ) ১ আলোচনার জন্য উপস্থাপিত বা গৃহীত বা নির্দিষ্ট। ২ আলোচনার যোগ্য। আলোচিত (বিশেষণ) আলোচনা করা হয়েছে এমন। আলোচ্যমান (বিশেষণ) আলোচনা করা হচ্ছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলুচ্+ অন(ল্যুট্)+ আ(টাপ্)}
  • Bengali Word আলোনা Bengali definition [আলোনা] (বিশেষণ) লবণাক্ত নয় এমন; আলুনি (এখানে আলোনা মাটিতে সমুদ্রের স্পর্শমাত্র নেই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) লবণ> (বাংলা) আ + (নেই অর্থে)+ নুন+ আ= আনুনা> আলুনা> আলোনা (স্বরসাম্যে)}
  • Bengali Word আলোপ, অলুপ Bengali definition [আলোপ্, অলুপ্‌] (বিশেষণ) লুপ্ত; অন্তর্নিহিত (ক্ষেণেক আলোপ চন্দ্র ক্ষেণেক বিদিত-সৈয়দ আলাওল; অলুপ করিব ভানু-সৈয়দ আলাওল)। □ ( বিশেষণ) বিনাশ; ধ্বংস। {(তৎসম বা সংস্কৃত) অবলুপ্ত>}
  • Bengali Word আলোল Bengali definition [আলোল্] (বিশেষণ) ১ ঈষৎচঞ্চল। ২ বিলোল। আলোল–বিলোল (বিশেষণ) চঞ্চল (মধুর-মূরতি পতি আলোল-বিলোল গতি-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) আ+লোল}
  • Bengali Word আলোহিত Bengali definition [আলোহিত্] (বিশেষণ) ১ ঈষৎ লাল। ২ রক্তাভ। {(তৎসম বা সংস্কৃত) আ+লোহিত}
  • Bengali Word আলোড়ক Bengali definition [আলোড়ক্‌] (বিশেষ্য) ১ আলোড়নকারী। ২ আলোড়ন দণ্ড। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলুড়+অক}
  • Bengali Word আলোড়ন Bengali definition [আলোড়ন্‌] (বিশেষ্য) ১ মন্থন; আবর্তন; ঘোটন। ২ আন্দোলন; বিক্ষোভ। আলোড়িত (বিশেষণ) আলোড়ন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öলুড়্+অন}
  • Bengali Word আলোয়ান, আলওয়ান Bengali definition [আলোয়ান্] (বিশেষ্য) পশমি চাদর বিশেষ; পাড়বিহীন শাল। {(আরবি)আলরান্ }
  • Bengali Word আল্লা Bengali definition আল্লাহ্
  • Bengali Word আল্লামা, আল্‌লামা Bengali definition [আল্‌লামা] (বিশেষ্য) মহাবিদ্বান; পণ্ডিত (আল্‌লামা ইকবাল প্রাচ্য ও প্রতীচ্যের জ্ঞানসুধা আকণ্ঠ পান করেছিলেন-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। {(আরবি)আল্লামাহ্‌}
  • Bengali Word আল্লামি Bengali definition [আল্‌লামি] (বিশেষ্য) ১ মহাবিদ্বান। ২ সম্রাট আকবর কর্তৃক প্রদত্ত তাঁর উজির আবুল ফজরের উপাধি। {(আরবি)আল্লামী}
  • Bengali Word আল্লাহ, আল্লা Bengali definition [আল্‌লাহ্, আল্‌লা] (বিশেষ্য) খোদা; কোরানোক্ত নিরাকার, বিশ্বরাচরের স্রষ্টা ও রক্ষাকর্তা, একক, অদ্বিতীয়, জন্ম ও মৃত্যুহীন, পাপের শাস্তিদাতা, পুণ্যের পুরস্কারদাতা, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, সদাজাগ্রত, অক্লান্ত; পরম দয়ালু; একমাত্র উপাস্য; সর্বজীব ও জগতের একমাত্র প্রভু। আল্লাহওয়ালা (বিশেষণ) আল্লাতে সমর্পিত প্রান; ধর্মভীরু; খোদাভক্ত। আল্লাহর কসম, আল্লাহর কিরা-আল্লাহর পবিত্র নাম উচ্চারণপূর্বক শপথ। আল্লাহর কুদরত (বিশেষ্য) অলৌকিক কাণ্ড। আল্লাহর গজব, আল্লাহর গযব (বিশেষ্য) আল্লাহ প্রদত্ত শাস্তি। {(আরবি)আল্লাহ্ }
  • Bengali Word আলয় Bengali definition [আলয়্] (বিশেষ্য) ১ বাড়ি; গৃহ; আগার (বিদ্যালয়);। ২ বাসস্থান (লোকালয়)। ৩ আশ্রয়; নিলয় (কমলালয়)। ৪ আধার (হিমালয়)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öলী+অ(অচ্)}
  • Bengali Word আশ ১ Bengali definition [আশ্] (বিশেষ্য) আহার; ভোজন; অশন (প্রাতরাশ)। {(তৎসম বা সংস্কৃত) Öঅশ্+ অ(অণ্)}
  • Bengali Word আশ ২ Bengali definition [আশ্] (বিশেষ্য) ১ আশা; আকাঙ্ক্ষা; কামনা (যে তান সাধিতে করেছিনু আশ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ইচ্ছা; অভিপ্রায় (কুচকুম্ভ কহি গেও আপনকি আশ-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) আশা>}
  • Bengali Word আশংসা, আশংসন Bengali definition [আশঙ্‌শা, আশঙ্‌শন্‌] (বিশেষ্য) ১ আশা; প্রত্যাশা। ২ কামনা; ইচ্ছা। ৩ সম্ভাবনা্ ৪ সন্দেহ; সংশয়। আশংসিত (বিশেষণ) আকাঙ্ক্ষিত; প্রার্থিত। আশংসু বিন প্রত্যাশী; আকাঙ্ক্ষী। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öশন্‌স্+অ+আ (টাপ্), অন(ল্যুট্)}
  • Bengali Word আশক Bengali definition এশক
  • Bengali Word আশকারা, আস্কারা Bengali definition [আশ্‌কারা] (বিশেষ্য) ১ প্রশ্রয় (তোমার আস্কারাতেই ও উচ্ছন্নে গেছে-প্রেমেন্দ্র মিত্র)। ২ তদন্তের পর রহস্য বা গুপ্ত বিষয় প্রকাশ (কিন্তু চুরির আস্কারা হইল না-নজিবর রহমান)। আশকারা দেওয়া (ক্রিয়া) প্রশ্রয় দেওয়া (আশকারা দিয়ো না, একেবারে মাথায় চড়ে বসবে)। {(ফারসি) আশকার}
  • Bengali Word আশখাস Bengali definition [আশ্‌খাশ্] (বিশেষ্য) ব্যক্তিগণ। {(আরবি)আশ্‌খাস্‌ ; (একবচন) শখ্‌স}
  • Bengali Word আশঙ্কা Bengali definition [আশঙ্‌কা] (বিশেষ্য) ১ সংশয়; সন্দেহ। ২ ত্রাস; শঙ্কা। আশঙ্কনীয় বিন ত্রাসযোগ্য; ভীতিপ্রদ; ভয়ের। আশঙ্কাস্থল (বিশেষ্য) ভয়ের বা সন্দেহের ব্যাপার। আশঙ্কিত বিন ১ সংশয়িত; সন্দিগ্ধ। ২ ভীত; ত্রস্ত। ৩ আশঙ্কা করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+শঙ্কা}