Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আশোবার Bengali definition আসোয়ার
  • Bengali Word আশোয়ারি Bengali definition আশাবরি
  • Bengali Word আশোয়াস, আশোয়াসা Bengali definition [আশোয়াশ, আশোয়াশা] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ১ আশ্বাস; প্রবোধ (যব ধনী পাওল হই আশোয়াস-বিদ্যাপতি)। ২ আশা (তুয়া আশোয়াসে-জ্ঞানদাস)। ৩ সাহস; ভরসা (হেরি সহচরী কছু ভেল আশোয়াস-জ্ঞানদাস)। {(তৎসম বা সংস্কৃত) আশ্বাস>}
  • Bengali Word আশ্চর্য Bengali definition [আশ্‌চোর্‌জো] (বিশেষণ) ১ অদ্ভুত; বিস্ময়কর; আজব (আশ্চর্য ব্যাপার)। ২ বিস্ময়াপন্ন; আশ্চর্যান্বিত; বিস্মিত (তোমার কথা শুনে আশ্চর্য হচ্ছি)। □ (বিশেষ্য) অদ্ভুত বস্তু; বিস্ময়কর বিষয় (অশ্রুতপূর্ব আশ্চর্য দর্শন করিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öচর+য}
  • Bengali Word আশ্বস্ত Bengali definition [আশ্‌শস্‌তো] (বিশেষণ) আশ্বাস বা ভরসাপ্রাপ্ত; উদ্বেগহীন; আশঙ্কামুক্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öশ্বস্‌+ত(ক্ত)}
  • Bengali Word আশ্বাস Bengali definition [আশ্‌শাশ্‌] (বিশেষ্য) ১ প্রবোধ; সান্ত্বনা; অভয়। ২ ভরসা (সদাগর বলে যত কপট আশ্বাস-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ উৎসাহদান। আশ্বাসক (বিশেষ্য) আশ্বাস দেয়; সান্ত্বনাদাতা; আশ্বাসন (বিশেষ্য) ১ আশ্বাসদান; সান্ত্বনাদান। ২ উৎসাহ প্রদান। আশ্বাসিত (বিশেষণ) আশ্বস্ত; সান্ত্বনা বা ভরসাপ্রাপ্ত; আশ্বাস দেওয়া হয়েছে এমন (আমি কিয়ৎ অংশে বীতশোক ও আশ্বাসিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öশ্বাসি+অ(অচ্)} আশ্বিন, আশিন [আশ্‌‌শিন্, আশিন্] বাংলা সনের ষষ্ঠ মাস। □ (বিশেষণ) উক্ত মাস সম্বন্ধীয়; আশ্বিনের (কেশের গন্ধ আনিছে আশিন হাওয়া-কাজী নজরুল ইসলাম)। আশ্বিনে, আশ্বিন্যা (বিশেষণ) আশ্বিন মাসকালীন (আশ্বিন্যা পানিতে দেখে মাঠে নাইক ধান-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) আশ্বিনী+অ(অণ্)}
  • Bengali Word আশ্মান Bengali definition [আশ্‌মন্] (বিশেষণ) প্রস্তরসম্বন্ধীয়; পাথুরে। □ (বিশেষ্য) সূর্যের সারথি ‘অরুণ’। {(তৎসম বা সংস্কৃত) অশ্মন্ (প্রস্তর)+অ(অণ্)}
  • Bengali Word আশ্রম Bengali definition [আস্‌স্রোম্, আস্‌স্রম্‌] (বিশেষ্য) ১ সংসারত্যাগী সাধু সন্ন্যাসীদের বাসস্থান। ২ সাধনা বা শাস্ত্রচর্চার জন্য নির্দিষ্ট স্থান; মঠ; আস্তানা। ৩ তপোবন (মুনির আশ্রম)। ৪ আশ্রয়; স্থান; গৃহ (অনাথাশ্রম)। ৫ শাস্ত্রোক্ত হিন্দু জীবনযাত্রার চতুর্বিধ অবস্থা-ব্রহ্মচর্য গার্হস্থ্য বানপ্রস্থ ও সন্ন্যাস। আশ্রমধর্ম (বিশেষ্য) আশ্রম-আচার; আশ্রমবাসীদের পালনীয় কর্তব্য। আশ্রমিক, আশ্রমী (বিশেষ্য) (বিশেষণ) ১ আশ্রমধর্মচারী; আশ্রমধর্ম পালনকারী। ২ যে আশ্রমে বাস করে। {(তৎসম বা সংস্কৃত) আ+Öশ্রম্+অ(ঘঞ্)}
  • Bengali Word আশ্রুত Bengali definition [আস্‌স্রুতো] (বিশেষণ) ১ অঙ্গীকৃত; প্রতিশ্রুত। ২ শ্রুত; আকর্ণিত। {(তৎসম বা সংস্কৃত) আ+শ্রুত}
  • Bengali Word আশ্রয় Bengali definition [আস্‌স্রয়্] (বিশেষ্য) ১ রক্ষক; শরণ; সহায় (গরিবের আশ্রয়)। ২ অবলম্বন। ৩ আধার (সর্বগুণের আশ্রয়)। ৪ আলয়; গৃহ; বাসস্থান। (আশ্রয়হীন)। ৫ আশ্রয় গ্রহণ; অবলম্বন। আশ্রয়ণীয় (বিশেষণ) আশ্রয় গ্রহণের উপযুক্ত; আশ্রয় করা যায় এমন। আশ্রয়ণীয়া (স্ত্রীলিঙ্গ)। আশ্রয়দাতা (বিশেষ্য) ১ যে আশ্রয় দান করে। ২ প্রতিপালক। আশ্রয়দাত্রী (স্ত্রীলিঙ্গ)। প্রার্থী Þ আশ্রয়ার্থী। আশ্রয়বিহীন, আশ্রয়শূন্য (বিশেষণ) নিরাশ্রয়; সহায় সম্বলহীন; গৃহশূন্য; অনাথ। আশ্রয়ার্থী, আশ্রয়প্রার্থী বিন আশ্রয় চায় এমন। আশ্রয়ার্থিনী, আশ্রয়-প্রার্থিনী (স্ত্রীলিঙ্গ)। আশ্রয়ী (-য়িন্) (বিশেষণ) ১ আশ্রয়গ্রহণকারী (রাঘবের পদাশ্রয়ে রক্ষার্থে আশ্রয়ী-মাইকেল মধুসূদন দত্ত)। ২ আশ্রয়প্রাপ্ত। আশ্রিত (বিশেষণ) ১ আশ্রয়প্রাপ্ত; শরণাগত। ২ অনুগ; সেবক। ৩ অবস্থিত (দেহাশ্রিত)। আশ্রিতা (স্ত্রীলিঙ্গ)। আশ্রিতবৎসল (বিশেষণ) আশ্রিতের প্রতি স্নেহশীল; শরণাগত জনের প্রতি কৃপালু। আশ্রিতবৎসলা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öশ্রি+অ(অচ্)}
  • Bengali Word আশ্লিষ্ট Bengali definition [আস্‌স্লিশ্‌টো, আশ্‌শ্লিশ্‌টো] (বিশেষণ) ১ সংশ্লিষ্ট; জড়িত (আমি সেই শাপে এই পাপে আশ্লিষ্ট ছিলাম-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ আলিঙ্গিত। ৩ পরিব্যাপ্ত। ৪ শ্লেষপূর্ণ; শ্লেষোক্তিবিশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) আ+Öশ্লিষ্+ত(ক্ত)}
  • Bengali Word আশ্লেষ Bengali definition [আশ্‌শ্লেশ্‌, আশ্‌স্লেশ্] (বিশেষ্য) ১ আলিঙ্গন (পৃথিবী দেখার মতো অনেক অন্তরঙ্গ আশ্লেষে-সৈয়দ আলাওলআ)। ২ মিলন। ৩ শ্লেষ। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öশ্লিষ্+ অ(ঘঞ্)}
  • Bengali Word আশয় Bengali definition [আশয়্] (বিশেষ্য) ১ আধার (জলাশায়)। ২ অন্তঃকরণ; প্রবৃত্তি (নীচাশয়, সদাশয়)। ৩ আশ্রয়; স্থান (কুন্তলেরি পাকে প্রিয়ার আশয় খোঁজে আমার পরাণ-কাজী নজরুল ইসলাম)। ৪ বাসনা; অভিলাষ; আশা (দাসের আশয়পূর-ঘনরাম চক্রবর্তী)। ৫ ঐশ্বর্য; বিভব (বিষয় আশয়)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öশী+ অ(অচ্)}
  • Bengali Word আষাঢ় Bengali definition [আশাঢ়্] (বিশেষ্য) ১ বাংলা সনের তৃতীয় মাস। ২ (আলঙ্কারিক) বর্ষা। আষাঢ়ে, আষাঢ়িয়া (বিশেষণ) ১ আষাঢ় মাসে জন্মে এমন (একে একে ভাঙ্গে, আষাঢ়িয়া যেন ভ্রূকুণ্ডা-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ আষাঢ় মাস সম্বন্ধীয়। আষাঢ়ে গল্প (বিশেষ্য) অদ্ভুত গল্প; অবিশ্বাস্য কাহিনী (আষাঢ়ে গল্প সে কই, আমাদের নিতান্তই ঘরের জিনিস-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öসহ(হ=ঢ়)+অ; পূর্ব/উত্তর-আষাঢ়ী+ অ(অণ্)}
  • Bengali Word আষ্টেপৃষ্ঠে, অষ্টেপৃষ্ঠে Bengali definition [আশ্‌টেপৃশ্‌ঠে, অশ্‌টেপৃশ্‌ঠে] (ক্রিয়াবিশেষণ) সর্বাঙ্গে; অষ্টাঙ্গে (দ্বিধা যেন ওর জিহ্বাকে আষ্টেপৃষ্টে ঠেসে ফেলেছে-মঈন)। {(তৎসম বা সংস্কৃত) অষ্ট>(আষ্ট+ (বাংলা) এ=আষ্টে) +পৃষ্ঠ+ (বাংলা) এ=পৃষ্ঠে=আষ্টেপৃষ্ঠে}
  • Bengali Word আসওয়ার Bengali definition আসোয়ার
  • Bengali Word আসক Bengali definition এশ্‌ক
  • Bengali Word আসকে, আস্কে Bengali definition [আশ্‌কে] (বিশেষ্য) চালের গুঁড়া দ্বারা ছাঁচে প্রস্তুত পিঠাবিশেষ (একটা আস্কে পিঠে গড়িবার মুচি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) আসেকিম}
  • Bengali Word আসক্ত Bengali definition [আশক্‌তো] (বিশেষণ) ১ অতিশয় অনুরক্ত বা প্রীত (প্রণয়াসক্ত)। ২ সংসক্ত; সংলিপ্ত। আসক্তি (বিশেষ্য) গভীর অনুরাগ; লিপ্সা। ২ ভোগবিলাস। ৩ সহবাস; সঙ্গ; সংসক্তি। ৪ অভিনিবেশ। {(তৎসম বা সংস্কৃত) আ+Öসন্‌জ্+ত(ক্ত)}
  • Bengali Word আসঙ্গ Bengali definition [আশঙ্‌গো] (বিশেষ্য) ১ মিলন; সহবাস (আসঙ্গ লিপ্সা)। ২ ভোগাভিলাষ। ৩ প্রীতি; অনুরাগ (বন্ধনহীন মহা-আসঙ্গ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ মনোযোগ; অভিনিবেশ। আসঙ্গ লিপ্সা (বিশেষ্য) সহবাসের ইচ্ছা (নারীর আসঙ্গ লিপ্সার একই মদোন্মত্ততার প্রকাশভেদ হয়েছে মাত্র-আনিস চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) আ + Öসন্‌জ+অ(ঘঞ্)}
  • Bengali Word আসছে Bengali definition [আশ্‌ছে] (বিশেষণ) আসছে এমন; আগত; আগামী (আসছে মাস)। {আসিতেছে>}
  • Bengali Word আসত্তি Bengali definition [আশোত্‌তি] (বিশেষ্য) ১ মিলন; সংযোগ। ২ (ব্যাকরণ) বাক্যে পরস্পর অন্বিত পদসমূহের সন্নিহিত অবস্থান (যদি গ্রন্থমধ্যে বর্ণভ্রম ও আসত্তিদোষ থাকে-ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) আ+Öসদ্+তি(ক্তি)}
  • Bengali Word আসন Bengali definition [আশোন্] (বিশেষ্য) ১ বসবার স্থান বা উপকরন (কাষ্ঠাসন)। ২ বসবার ছোট কম্বল, গালিচা ইত্যাদি। ৩ পীঠ। ৪ সম্মানিত অবস্থিতি; মর্যাদা (বিদ্বানের আসন)। ৫ বাসস্থান; গৃহ (ভদ্রাসন)। ৬ যোগসাধনায় উপবেশনের বিবিধ ভঙ্গি বা কৌশল (পদ্মাসন)। আসন গ্রহণ (বিশেষ্য) উপবেশন। আসন পিঁড়ি, (বিশেষ্য) এক পায়ের উপর অন্য পা মুড়ে উপবেশন (নিমি তখন আসনপিঁড়ি হইয়া বসিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) Öআস্+অন(ল্যুট্)}
  • Bengali Word আসনাই Bengali definition আশনাই
  • Bengali Word আসন্ন Bengali definition [আশন্‌নো/আশোন্‌নো] (বিশেষণ) ১ উপস্থিত বা আগতপ্রায় (আসন্ন বিপদ)। ২ বিপন্ন বা অন্তিম (আসন্নকাল)। ৩ নিকটবর্তী; ঘনিষ্ঠ (দুর্দশাপন্ন আসন্ন জ্ঞাতিসন্তানকে অন্ন দেওয়া দুরূহ ব্যাপার নহে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আসন্নকাল (বিশেষ্য) ১ মৃত্যুর সময়; অন্তিমকাল। ২ বিপৎকাল। আসন্ন প্রসবা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) প্রসবকাল নিকটবর্তী হয়েছে এমন। আসন্ন মৃত্যু (বিশেষণ) মূমূর্ষু; মরণ অতি নিকটবর্তী এমন। {(তৎসম বা সংস্কৃত) আ+Öসদ্+ত(ক্ত)}
  • Bengali Word আসব Bengali definition [আশব্/আশোব্‌] (বিশেষ্য) ১ চুয়ানো মদ; চোলাই করা মদ (রভস তোমার আসব-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ তাড়ি। আসবমত্ত, আসবমাতা (প্রাচীন বাংলা) (বিশেষণ) সুরাপানে মত্ত; মাতাল; মদমত্ত। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öসু+অ(অপ্)}
  • Bengali Word আসবাব Bengali definition [আশ্‌বাব্] (বিশেষ্য) ১ গৃহসজ্জার উপরকণ (আসবাবঠাসা হাঁশফাঁশ-করা গুমোট ঘরে-বুদ্ধদেব বসু)। ২ উপকরণ; সরঞ্জাম (আসবাব দেখিয়া দেলে হবে বেকায়ার-সৈয়দ হামজা)। আসবাবপত্র (বিশেষ্য) আসবাবাদি। {(আরবি)আসবাব}
  • Bengali Word আসমান, আছমান Bengali definition [আস্‌মান্] (বিশেষ্য) আকাশ। আসমান জমিন (বিশেষ্য) আকাশ ও পৃথিবী; দ্যুলোক ও ভূলোক। □ (বিশেষণ) সীমাহীন; আকাশ-পাতাল; দূরতিক্রম্য। আসমান জমিন ফারাক, আসমান জমিন তফাত (বিশেষ্য) আকাশ-পাতাল প্রভেদ; দূরতিক্রমা ব্যবধান (বুদ্ধি ও বিবেচনা বিষয়ে উভয়ের আসমান জমীন ফরক-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আসমানি (বিশেষণ) ১ আকাশের রং; হালকা নীল; নীলাভ (আসমানি রঙের মাড়ি)। ২ স্বর্গীয়; ঐশী (আসমানি কিতাব)। ৩ আকাশ সম্বন্ধীয়। আসমানের চাঁদ হাতে পাওয়া (ক্রিয়া) দুষ্প্রাপ্য জিনিস লাভ করা। {(ফারসি) আসমান}
  • Bengali Word আসমুদ্র Bengali definition [আশোমুদ্‌দ্রো] (ক্রিয়াবিশেষণ) সমুদ্র থেকে বা সমুদ্র পর্যন্ত। আসমুদ্র–হিমাচল (বিশেষণ) (ক্রিয়াবিশেষণ) সমুদ্র থেকে হিমালয় পর্যন্ত বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) আ+সমুদ্র; (অব্যয়ীভাব সমাস)}
  • Bengali Word আসর ১ Bengali definition [আশোর্] (বিশেষ্য) সভা; মজলিস; বৈঠক (গানের আসর, সাহিত্যের আসর)। আসর গরম করা (ক্রিয়া) কথাবার্তা বা বক্তৃতার দ্বারা উদ্দীপনা সৃষ্টি করা। আসর জমা (ক্রিয়া) ১ লোকসমাগম হওয়া। ২ সভাস্থ লোকের অন্তরে আনন্দ বা উদ্দীপনা সঞ্চার হওয়া। আসর জমানো, আসর মাতানো (ক্রিয়া) বাকচাতুর্য হাস্য পরিহাস ইত্যাদি দ্বারা শ্রোতৃবর্গকে হর্ষোৎফুল্ল করে তোলা। আসর জাঁকানো (ক্রিয়া) বাকচাতুর্য বা ভাবভঙ্গি দ্বারা নিজেকে শ্রোতৃবর্গের মধ্যে বিশিষ্ট করে তোলা। আসরে নামা (ক্রিয়া) সভাস্থলে বা কর্মক্ষেত্রে অবতীর্ণ হওয়া। {(আরবি)আশ্‌র (= দশ, অর্থাৎ দশজনের সভা)}