Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word আশনা Bengali definition [আশ্‌না] (বিশেষ্য) ১ প্রণয়ী; প্রেমিক। ২ পরিচিত ব্যক্তি; বন্ধু। {(ফারসি) আশ্‌না}
  • Bengali Word আশনাই, আসনাই Bengali definition [আশ্‌নাই] (বিশেষ্য) ১ প্রেম; প্রণয়; আসক্তি (মন যত বলে আশা নাই, হৃদে তত জাগে আমনাই-কাজী নজরুল ইসলাম)। ২ অবৈধ প্রণয়; অসামাজিক প্রণয়। ৩ পরিচয় (আপনার নাম কহ, আমাকে আশনাই দেহ-সৈয়দ হামজা)। {(ফারসি) আশনাঈ}
  • Bengali Word আশপাশ Bengali definition [আশ্‌পাশ্] (বিশেষ্য) চারিপার্শ্ব; চারপাশ; এদিক ওদিক (আশপাশ থেকে)। □ (বিশেষণ) চারিদিকস্থ (আশপাশ গাঁয়ের ছেলেরা)। আশপাশে, আশেপাশে (ক্রিয়াবিশেষণ) ১ চারিদিকে; চারিপার্শ্বে। ২ ইতস্তত। {(তুলনীয়) (হিন্দি) আস্‌পাস্; (তৎসম বা সংস্কৃত) আশা (=পাশের দিক)>আশ+(সহচর শব্দ) পাশ<(তৎসম বা সংস্কৃত) পার্শ্ব}
  • Bengali Word আশপড়শি, আস-পড়শী Bengali definition [আশ্‌পড়্‌শি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) চারিদিকের প্রতিবেশী (আশ-পড়শীগন গুরু গরবিত জন-ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত) আমা (=পাশের দিক)> আস, আশ+(তৎসম বা সংস্কৃত) প্রতিবেশী>পড়শি}
  • Bengali Word আশরত Bengali definition [আশ্‌রত্] (বিশেষ্য) স্ফূর্তি; আমোদ (কেটেছে নরম আয়েশ আশরত বহুদিন-ফররুখ আহমদ)। {(আরবি)আশারাহ্‌}
  • Bengali Word আশরফ Bengali definition [আশ্‌রফ্] (বিশেষণ) ১ সম্ভ্রান্ত; ভদ্র; অধিক ভদ্র। ২ শ্রেষ্ঠ। {(আরবি)আশ্‌রফ্}
  • Bengali Word আশরফি, আসরফি Bengali definition [আস্‌রফি] (বিশেষ্য) স্বর্ণমুদ্রা বিশেষ; ১০ মাসা বা প্রায় ১০ গ্রাম ওজনের সোনার মোহর (আসরফি বস্ত্র অনঙ্কার আদি যত-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(আরবি)আশ্‌রফ্ + (ফারসি) ঈ }
  • Bengali Word আশরাফ Bengali definition [আশ্‌রাফ্] (বিশেষ্য) ভদ্রলোক; সম্ভ্রান্ত ব্যক্তি (আশরাফ আতরাফ)। {(আরবি)আশরাফ; (একবচন) শরীফ }
  • Bengali Word আশরাফ-উল-আম্বিয়া Bengali definition [আশ্‌রাফ্‌-উল্-আম্‌বিয়া] (বিশেষণ) নবীদের মধ্যে শ্রেষ্ঠ (হে আশরাফ-উল-আম্বিয়া মানবের শ্রেষ্ঠ পথপ্রদর্শক-এ(তৎসম বা সংস্কৃত) ওয়াজেদ আলী)। □ (বিশেষ্য) হজরত মুহম্মদ (সা.)-এর উপাধিবিশেষ। {(আরবি)আম্‌রফুল আম্‌বিয়া }
  • Bengali Word আশরাফুল মখলুকাত Bengali definition [আশ্‌রাফুল্‌ মখ্‌লুকাত্] (বিশেষ্য), (বিশেষণ) সৃষ্টির সেরা (মানুষ আশরাফুল মখলুকাত)। {(আরবি)আশ্‌রফুল মখলুকাত }
  • Bengali Word আশশাওড়া Bengali definition আসশেওড়া
  • Bengali Word আশা ১ Bengali definition আসা২
  • Bengali Word আশা ২ Bengali definition [আশা] (বিশেষ্য) ১ আকাঙ্ক্ষিত কোনো কিছু পাওয়ার জন্য অপেক্ষা; কাম্যবস্তু পাওয়ার সম্ভাবনায় বিশ্বাস; প্রত্যাশা (আশার ছলনে ভুলি কি ফল লভিনু হায়!-মাইকেল মধুসূদন দত্ত)। ২ আশ্বাস; ভরসা (আশা দিয়ে, ভাষা দিয়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ ইচ্ছা; বাসনা; আকাঙ্ক্ষা (যাওয়ার আশা আছে)। ৪ দিক (পূর্বাশা, উত্তরাশা)। আশাতীত (বিশেষণ) অপ্রত্যাশিত; আশার অধিক। □ (বিশেষ্য) আশার অতীত কোনো বস্তু; অসম্ভব কোনো কিছু (আকাশ-পানে বাহু তুলে চাহিনে, ভাই, আশাতীত-রবীন্দ্রনাথ ঠাকুর) । আশা দেওয়া (ক্রিয়া) আশ্বাস বা ভরসা দেওয়া। আশানাশিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আশা ভঙ্গকারিণী; নিরুৎসাহব্যঞ্জক (মেহের-উন্নিসার আশা-নাশিনী কথা শুনিয়াও অসুখী হয়েন নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আশন্বিত (বিশেষণ) আশাযুক্ত; আশাবান। আশান্বিত (স্ত্রীলিঙ্গ)। আশাবাদী (-দিন্) (বিশেষণ) আশা পোষণকারী (ভবিষ্যৎ সম্পর্কে আমি একজন আশাবাদী-আবদুল করিম সাহিত্যবিশারদ)। আশাবান (বিশেষণ) আশান্বিত; আশাযুক্ত। আশাবতী (স্ত্রীলিঙ্গ)। আশাভঙ্গ (বিশেষণ) হতাশ; ভরসাশূন্য। আশা-ভরসা (বিশেষ্য) ১ নির্ভর; অবলম্বন (এখন তুমিই আমার আশা ভরসা)। ২ সম্ভাবনা (পাওয়ার আশা-ভরসা নাই)। আশা রাখা (ক্রিয়া) ভরসা করা; প্রত্যাশা করা। আশারি, আশারী (বিশেষণ) আশান্বিত; প্রত্যাশী (মলুয়া নহে ত সেই সুখের আশারী-ময়মনসিংহ গীতিকা)। আশাস্পদ (বিশেষ্য) আশা-ভরসার স্থল (এই সমস্ত ভাবী আশাস্পদদিগের ব্যাকরণের ভ্রম সংশোধন করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। আশাহত, আশাহীন (বিশেষণ) হতাশ; নিরাশ (ছিলাম নিশিদিন আশাহীন প্রবাসী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ+ Öঅশ্+ অ(অচ্)}
  • Bengali Word আশান Bengali definition আসান
  • Bengali Word আশাবরি, আশাবরী, আশোয়ারি Bengali definition [আশাবোরি, আশাবোরি, আশোয়ারি] (বিশেষ্য) রাগিণী বিশেষ (আশাবরী সুরে ঝুরে সানাই-কাজী নজরুল ইসলাম; সানাইতে আলোয়ারি রাগিণী ভাঁজছিল-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)আশাবরী }
  • Bengali Word আশি, আশী ১ Bengali definition [আশি] (বিশেষ্য) ৮০ সংখ্যা। □ (বিশেষণ) ৮০ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) অশীতি>(প্রাকৃত) আশীই>আশি, আশী}
  • Bengali Word আশিক Bengali definition আশেক
  • Bengali Word আশিন Bengali definition আশ্বিন
  • Bengali Word আশিস Bengali definition [আশিশ্] (বিশেষ্য) আশীর্বাদ; শুভেচ্ছা; দোয়া (প্রভাতের আলো আশিস-পরশ করিছে তাহার দেহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আশীঃ>}
  • Bengali Word আশী ১ Bengali definition আশি
  • Bengali Word আশী ২ Bengali definition [আশি] (বিশেষ্য) সাপের বিষদাঁত। আশীবিষ (বিশেষ্য) সর্প; সাপ (কি যাতনা বিষে, বুঝিবে সে কিসে, কভু আশীবিষে দংশেনি যারে-কৃষ্ণচন্দ্র মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) আশী}
  • Bengali Word আশীর্বচন Bengali definition আশীর্বাদ
  • Bengali Word আশীর্বাদ, আশীর্বচন Bengali definition [আশির্‌বাদ্, আশির্‌বচন্] (বিশেষ্য) কল্যাণ প্রার্থনা; শুভেচ্ছা; মঙ্গল কামনা; দোয়া (সমস্ত অন্তর দিয়ে আশীর্বচন উচ্চারণ করেন প্রৌঢ় ভদ্রলোক-নীলিমা ইব্রাহীম)। আশীর্বাদক (বিশেষ্য) আশীর্বাদকারী; দোয়াকারী। আশীর্বাদিকা (স্ত্রীলিঙ্গ)। আশীর্বাদী (বিশেষণ) আশীর্বাদের সঙ্গে দেয় (আশীর্বাদী ফুল, আশীর্বাদী কাপড়)। □ (বিশেষ্য) আশীর্বাদের সঙ্গে দেয় বস্তু বা উপহার। {(তৎসম বা সংস্কৃত) আশীঃ+বাদ, বচন}
  • Bengali Word আশু ১ Bengali definition আউশ
  • Bengali Word আশু ২ Bengali definition [আশু] (বিশেষণ) দ্রুত; ক্ষিপ্র (আশু গতি)। □ (ক্রিয়াবিশেষণ) সত্বর; শীঘ্রই; অবিলম্বে (আশু গৃহে তার দেখিবে না আর নিশীথে প্রদীপ ভাতি-কৃষ্ণচন্দ্র মজুমদার)। আশুকারী (-রিণ) (বিশেষণ) শীঘ্র কাজ করতে সক্ষম এমন; চটপটে। আশুগতি, আশুগামী (-মিন্), আশুগ (বিশেষণ) দ্রুতগামী; ক্ষিপ্রগতি বিশিষ্ট (তুরঙ্গম বেগে আশুগতি-মাইকেল মধুসূদন দত্ত)। আশুচেতন (বিশেষণ) অকালপক্ব; ইঁচড়ে পাকা (আশুচেতন শিশু প্রথমে বিবশ বালকে ও পরিণামে বিদ্রোহী যুবকে বদলাতে বাধ্য-সুধীন্দ্রনাথ দত্ত)। আশুতর (বিশেষণ) ক্ষিপ্রতর (পবন অমনি চালাইল আশুতরে-মাইকেল মধুসূদন দত্ত)। আশুতোষ (বিশেষণ) শীঘ্র বা অল্পে তুষ্ট। আশুপাতি (বিশেষণ) শীঘ্র পতন হয় এমন; শীঘ্র পড়ে বা ঝরে যায় এমন। আশু শুক্ষণি (বিশেষ্য) যে শীঘ্র শুষ্ক করে বা শুকায়; আগুন (চৌদিকে মঙ্গল ধ্বনি, দক্ষিণে আশু শুক্ষণি দধি দধি ডাকে গোয়ালিনী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) Öঅশ্+উ(উণ্)}
  • Bengali Word আশুরা Bengali definition [আশুরা] (বিশেষ্য) মুহররম চান্দ্র মাসের দশম দিন। {(আরবি)আশুরা}
  • Bengali Word আশুষ্ক Bengali definition [আশুশ্‌কো] (বিশেষণ) কিঞ্চিৎ শুষ্ক (আশুষ্ক পুরীষস্তূপকে শূকর উল্টেপাল্টে দিলে-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) আ+শুষ্ক}
  • Bengali Word আশেক, আশিক Bengali definition [আশেক্, আশিক্] (বিশেষ্য) প্রেমিক; প্রণয়াসক্ত (সন্ধান তার মিলবে আশেক দিল-পিয়ারার ওষ্ঠ চুমায়-কাজী নজরুল ইসলাম; মাশুকের বাহু ছড়ায়ে আশিক কসম করেছে হবে শহীদ-কাজী নজরুল ইসলাম)। {(আরবি)‘আশিক}
  • Bengali Word আশেপাশে Bengali definition আশপাশ
  • Bengali Word আশৈশব Bengali definition [আশোইশব্] (অব্যয়) (ক্রিয়াবিশেষণ) শিশুকাল থেকে বাল্যবধি। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি) +শৈশব; (অব্যয়ীভাব সমাস)}