অ পৃষ্ঠা ৪৮
- Bengali Word অবৈধ Bengali definition [অবোইধো] (বিশেষণ) ১ হারাম; শাস্ত্রবিরুদ্ধ। ২ আইন বহির্ভূত; বেআইনি; নাজায়েজ। ৩ নীতিবিরুদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বৈধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অবোধ Bengali definition [অবোধ্] (বিশেষণ) ১ অবুঝ (অবোধ শিশু)। ২ নির্বোধ। ৩ অজ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বোধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অবোধ্য Bengali definition [অবোদ্ধো] (বিশেষণ) বোঝা যায় না এমন; অজ্ঞেয়; বুদ্ধির অতীত (অবোধ্য ভাষা)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বোধ্য; ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word অবোলা , অবোল Bengali definition [অবোলা, অবোল্] (বিশেষণ) ১ মূক; বাকশক্তিহীন; বোলা নেই এমন; অ-বলা (অবোলা জীব-মনোজ বসু)। ২ অসহায়া (অবোলা বৌ-অচিন্তকুমার সেনগুপ্ত)। {বাংলা অ(নঞ্)+বোল+আ, বোল; (বহুব্রীহি সমাস )}
- Bengali Word অবোলেপ Bengali definition [অবোলেপ্] (বিশেষ্য) ১ প্রলেপ। ২ লেপন। ৩ গর্ব; অহঙ্কার। অবলেপন (বিশেষ্য) প্রলেপন। মাখানো। {(তৎসম বা সংস্কৃত)অব+লেপ}
- Bengali Word অব্জ Bengali definition [অব্জো] (বিশেষ্য) পদ্ম; কমল; উৎপল (জবায় কানন, অব্জে তড়াগ সাজায় তোমার পূজার ডালি-কালিদাস রায় )। {(তৎসম বা সংস্কৃত) অপ্+√জন্+অ(ড)}
- Bengali Word অব্দ Bengali definition [অব্দো] (বিশেষ্য) ১ বৎসর; সন (মরিব গরল ভক্ষি অব্দ অবশেষে-সাবিরিদ খান)। ২ বিশেষ পদ্ধতিতে গণনা করা বৎসর (আপন নামে অব্দ প্রচলিত করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অপ্+√দা+অ(ক)}
- Bengali Word অব্ধি Bengali definition [ওব্ধি] (বিশেষ্য) সমুদ্র; জলধি; সাগর। অব্ধজ (বিশেষণ) সমুদ্রজাত। {(তৎসম বা সংস্কৃত) অপ্+ √ধা+ ই(কি)}
- Bengali Word অব্ধ্যগ্নি Bengali definition [অব্ধোগ্নি] বাড়বাগ্নি; বাড়বানল। {(তৎসম বা সংস্কৃত) অব্ধি+অগ্নি}
- Bengali Word অব্যক্ত , অবেক্ত Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অব্ব্যাক্তো, অবেক্তো] (বিশেষণ) ১ অপ্রকাশিত; গুপ্ত। ২ অস্পষ্ট। ৩ অজ্ঞাত (তোমার অবেক্ত কিছু গুহ্য নাহি মোর-ভবানন্দ)। ৪ সূক্ষ্ম। □ (বিশেষ্য) (দর্শন.) পরমাত্মা; প্রকৃতি। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যক্ত; ( নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যবধান Bengali definition [অব্যাবোধান্] (বিশেষ্য) ১ ব্যবধানহীনতা। ২ মোটেই ফাঁক বা বিরাম নেই এমন অবস্থা; immediacy । {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবধান; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যবসায় Bengali definition [অব্যাবোশায়্] (বিশেষ্য) ১ অভ্যাস বা চর্চার অভাব। ২ অনধিকার। ৩ উদ্যমের অভাব। অব্যবসায়ী (-য়িন্) (বিশেষণ) ১ অনভিজ্ঞ। ২ অনধিকারী। ৩ ব্যবসা-বুদ্ধিহীন; অবণিক। ৪ চর্চা বা অনুশীলনে উদ্যোগী নয় এমন। অব্যবসায়িনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবসায়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যবস্থ , অব্যবস্থিত Bengali definition [অব্যাবোস্থো, অব্যাবোস্থিতো] (বিশেষণ) ১ বিশৃঙ্খল; অগোছালো; এলোমেলো। ২ অস্থির; চঞ্চল; পরিবর্তনশীল। ৩ কর্তব্যাকর্তব্য মীমাংসারহিত; অনিশ্চিত। অব্যবস্থা (বিশেষ্য) ১ অবন্দোবস্ত; বিশৃঙ্খলা; অনিয়ম। ২ বিধিপালন বা নিয়মের অভাব। অব্যবস্থিতচিত্ত ( বিশেষণ) অস্থিরমতি; চঞ্চলচিত্ত (অকৃতজ্ঞ অব্যবস্থিতচিত্ত রাজা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবস্থা, ব্যবস্থিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যবহার Bengali definition [অব্ব্যাবোহার্] (বিশেষ্য) ১ ব্যবহারের অভাব। ২ কদাচরণ; কুব্যবহার। অব্যবহার্য (বিশেষণ) ব্যবহারের অযোগ্য; অকেজো। অব্যবহৃত (বিশেষণ) ১ ব্যবহার করা হয়নি এমন। ২ অনাচরিত; অপ্রচলিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবহার; ( নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যবহিত Bengali definition [অব্ব্যাবোহিতো] (বিশেষণ) ব্যবধানহীন; সংলগ্ন। অব্যবহিত পূর্বে (ক্রিয়াবিশেষণ) ঠিক পূর্বক্ষণে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যবহিত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যভিচার Bengali definition [অব্ব্যাভিচার্] (বিশেষ্য) ১ স্থিরতা; একনিষ্ঠতা; অপরিবর্তন। ২ অবৈধ আচারশূন্যতা; অস্খলন। অব্যভিচারী (-রিন্) ( বিশেষণ) ১ একনিষ্ঠ; অবিচলিত; দৃঢ়। ২ ব্যভিচারী নয় এমন। অব্যভিচারে (ক্রিয়াবিশেষণ) অবাধে; অনায়াসে। {অ(নঞ্)+বি+অভিচার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যর্থ Bengali definition [অব্ব্যার্থো] (বিশেষণ) কখনো বিফল হয় না এরূপ; অমোঘ; সার্থক (অব্যর্থ সাধনা, অব্যর্থ লক্ষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যর্থ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যাকুল Bengali definition [অব্ব্যাকুল] (বিশেষণ) অনাকুল; চিত্তচাঞ্চল্যশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যাকুল; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যাকৃত Bengali definition [অব্ব্যাকৃতো] (বিশেষণ) অপরিবর্তিত; অভিন্ন; অখণ্ডিত। □ (বিশেষ্য) (বেদান্তে) ব্রহ্ম ভিন্ন জগদুৎপত্তি-বীজ (জগৎ অব্যাকৃত ছিল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যাকৃত; ( নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যাঘাত Bengali definition [অব্ব্যাঘাত্] (বিশেষ্য) ব্যাঘাতের অভাব। □ (বিশেষণ) বাধাবন্ধহীন; অপ্রতিবন্ধ। অব্যাঘাতে (ক্রিয়াবিশেষণ) নির্বিঘ্নে; অবাধে (অব্যাঘাতে তন্ত্রশাস্ত্রের অনুশীলন করিতে পারিব-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যাঘাত; (নঞ্ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যাজ Bengali definition [অব্ব্যাজ্] (বিশেষ্য) অকপটতা; সারল্য। □ (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; ত্বরা; অবিলম্বে (একজন চর তুমি পাঠাও অব্যাজ-হেয়াত মাহমুদ)। অব্যাজে (ক্রিয়াবিশেষণ) ১ অবিলম্বে; শীঘ্র (রিপুবধ কর অব্যাজে-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ অকপটে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যাজ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যাপার Bengali definition [অব্ব্যাপার্] (বিশেষ্য) ১ অবিষয়। ২ বাজে কাজ; অকাজ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যাপার; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যাহত Bengali definition [অব্ব্যাহতো/ অব্ব্যাহোতো] (বিশেষণ) ১ অপ্রতিহত; অবাধ। ২ অব্যর্থ। অব্যাহতরূপে (ক্রিয়াবিশেষণ) বিনা বাধায়। অব্যাহতি (বিশেষ্য) নিস্তার; মুক্তি; পরিত্রাণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ ব্যাহত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অব্যুৎপন্ন Bengali definition [অব্বুত্পন্নো] (বিশেষণ) ১ ব্যুৎপত্তিহীন; যার মূল অজ্ঞাত এমন (অব্যুৎপন্ন শব্দ)। ২ অশিক্ষিত; অপণ্ডিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যুৎপন্ন; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস )}
- Bengali Word অব্যূঢ় Bengali definition [অব্বুঢ়ো] (বিশেষণ) অবিবাহিত; অনূঢ়। অব্যূঢ়া (স্ত্রীলিঙ্গ)। অব্যূঢ়ান্ন (বিশেষ্য) হিন্দুসমাজের আইবড় ভাত; গাত্রহরিদ্রার পর ও বিবাহের পূর্বে কন্যাকে দেয় অন্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যূঢ়(বি+উঢ়); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্যয় Bengali definition [অব্বয়্] (বিশেষণ) ক্ষয় বা পরিবর্তন নেই এমন; অনন্ত; নিত্য (আমি অজর অমর অক্ষয়; আমি অব্যয়-কাজী নজরুল ইসলাম)। □ (বিশেষ্য) (ব্যাকরণ) লিঙ্গ বচন কারক বা বিভক্তিভেদে যে শব্দের কোনো পরিবর্তন ঘটে না। অব্যয়ীভাব (বিশেষ্য) (ব্যাকরণ) সমাসবিশেষ এই সমাস অব্যয়ের সাথে বিশেষ্য যোগে সম্পন্ন হয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্যয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অব্রাহ্মণ Bengali definition [অব্রাম্হোন্] (বিশেষ্য) ১ ব্রাহ্মণ ব্যতীত অন্য জাতি (অব্রাহ্মণ নহ তুমি তাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হীন ব্রাহ্মণ; পতিত ব্রাহ্মণ। □ (বিশেষণ) ব্রাহ্মণসুলভ নয় এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ব্রাহ্মণ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অবয় Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অব্যয়্] (বিশেষ্য) অবয়ব; আকৃতি (চিত্র লিখে একে একে অবয়-আকৃতি লিখে প্রাণমাত্র দিতে পারে নাই –ক্ষেদা)। {( তৎসম বা সংস্কৃত)অবয়ব>}
- Bengali Word অবয়ব Bengali definition [অবোয়ব্] (বিশেষ্য) ১ অঙ্গ; হস্তপদাদি। ২ চেহারা; আদল; আকৃতি (আবরিলা অবয়ব সূচারু-হাসিনী-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ অংশ; উপকরণ। অবয়বী (-বিন্) (বিশেষণ) অবয়ব বিশিষ্ট; অঙ্গী। {(তৎসম বা সংস্কৃত) অব+√যু+অ(অপ্)}
- Bengali Word অভক্ত Bengali definition [অভক্তো] (বিশেষণ) ১ ভক্ত নয় এমন; ভক্তভিন্ন। ২ বিভক্ত নয় এমন। অভক্তি (বিশেষ্য) ১ অশ্রদ্ধা। ২ ঘৃণা। ৩ ভক্তির অভাব। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভক্ত; (নঞ্ তৎপুরুষ সমাস)}