Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অবিরুদ্ধ Bengali definition [অবিরুদ্‌ধো] (বিশেষণ) অপ্রতিকূল; অবিরোধী; অনুকূল (শাস্ত্রান্তরের সহিত অবিরুদ্ধ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিরুদ্ধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিরোধ Bengali definition [অবিরোধ্] (বিশেষ্য) ১ অবিবাদ। ২ সমন্বয়; ঐকমত্য। □ (বিশেষণ) বিরোধহীন। অবিরোধী (-ধিন্) (বিশেষণ) নিরীহ; শান্তস্বভাব; নির্বিরোধ। অবিরোধে (ক্রিয়াবিশেষণ) নির্বিবাদে; অবাধে (অবিরোধে ত্রিভুবন ভ্রম তপোধন-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিরোধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিলম্ব Bengali definition [অবিলম্‌বো] (বিশেষ্য) ত্বরা; বিলম্বহীনতা। □ (বিশেষণ) দ্রুত; ত্বরিত। অবিলম্বিত ( বিশেষণ) শীঘ্র; ত্বরিত। অবিলম্বে, অবিলাম (বিরল) (ক্রিয়াবিশেষণ) শীঘ্র; তাড়াতাড়ি; দেরি না করে (মায়ের তাহার ভীষণ অসুখ আসে যেন অবিলাম-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিলম্ব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিলাস Bengali definition [অবিলাশ্] (বিশেষ্য) বিলাসশূন্যতা; অশৌখিনতা। □ (বিশেষণ) ভোগবিলাস-রহিত; অবিলাসী। অবিলাসিতা (বিশেষ্য) বিলাস বা আড়ম্বর হীনতা। অবিলাসী (-সিন্) (বিশেষণ) ইন্দ্রিয়ভোগেচ্ছাবর্জিত; অশৌখিন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিলাস; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিশুদ্ধ Bengali definition [অবিশুদ্‌ধো] (বিশেষণ) ১ অখাঁটি; ভেজালমিশ্রিত। ২ দোষযুক্ত; অশুদ্ধ। ৩ অশাস্ত্রীয়; আচারবিরুদ্ধ। ৪ কৃত্রিম। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিশুদ্ধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিশেষ Bengali definition [অবিশেশ্] (বিশেষ্য) অভেদ; ভেদশূন্যতা। □ (বিশেষণ) অভিন্ন; সমান (শহরের শোভা যেন স্বর্গ অবিশেষ-ঘনরাম চক্রবর্তী) অবিশেষত্ব (বিশেষ্য)। অবিশেষিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিশেষ; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিশ্বস্ত Bengali definition [অবিশ্‌শস্‌তো] (বিশেষণ) বিশ্বাসের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিশ্বস্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিশ্বাস Bengali definition [অবিশ্‌শাশ্] (বিশেষ্য) বিশ্বাসের অভাব; অপ্রত্যয়; অনাস্থা। অবিশ্বাসী (-সিন্) (বিশেষণ) ১ বিশ্বাস করে না এমন; সন্দিগ্ধ। ২ বিশ্বাস করা যায় না এমন; বিশ্বাসঘাতক; বেইমান (অবিশ্বাসী, আততায়ী বধিল জীবন-নবীনচন্দ্র সেন)। অবিশ্বাস্য (বিশেষণ) বিশ্বাসের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিশ্বাস; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিশ্রান্ত , অবিশ্রাম Bengali definition [অবিস্‌স্রান্‌তো, অবিস্‌স্রাম্] (বিশেষণ) অক্লান্ত; অশ্রান্ত। □ (ক্রিয়াবিশেষণ) অবিরাম; অনবরত; সতত। অবিশ্রান্তা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিশ্রান্ত, বিশ্রাম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিশ্রুত Bengali definition [অবিস্‌স্রুতো] (বিশেষণ) অখ্যাত; অপ্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিশ্রুত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিষহ্য Bengali definition [অবিশোজ্‌ঝো] (বিশেষণ) দুর্বিষহ; অসহনীয়। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বি+ √সহ্+য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিষাদ Bengali definition [অবিশাদ্] (বিশেষ্য) খেদ বা দুঃখহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিষাদ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিষয় Bengali definition [অবিশয়্] (বিশেষ্য) অবস্তু; অক্ষেত্র; অপাত্র (কিন্তু ঈশ্বরগুপ্তের সময় অসময় নাই, বিষয় অবিষয় নাই, সীমা সরহদ্দ নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিষয়; (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word অবিসংবাদ Bengali definition [অবিশঙ্‌বাদ্] (বিশেষ্য) ১ অবিরোধ। ২ মিলন; ঐক্য। অবিসংবাদিত (বিশেষণ) বিরোধ বা মতানৈক্য শূন্য; সর্বসম্মত। অবিসংবাদিতা, অবিসংবাদিত্ব (বিশেষ্য) বিরোধহীনতা; মতৈক্য। অবিসংবাদী (-দিন্) (বিশেষণ) অবিরোধী; অপ্রতিকূল। অবিসংবাদিনী (স্ত্রীলিঙ্গ)। অবিসংবাদে (ক্রিয়াবিশেষণ) নির্বিবাদে; অবিরোধে (তোমার ন্যায়, অবিসংবাদে সংবাদে সর্বসাধারণের নিরতিশয় স্নেহভূমি আমার দৃষ্টিপথে পতিত হয় নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিসংবাদ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিস্তীর্ণ Bengali definition [অবিস্‌তির্‌নো] (বিশেষণ) সঙ্কীর্ণ; অপ্রশস্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিস্তীর্ণ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিস্মরণীয় Bengali definition [অবিশ্‌শঁরোনিয়ো] (বিশেষণ) ভুলবার নয় এমন; চির জাগরূক (জাগো অবিস্মরণীয় ধ্যানমূর্তি ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিস্মরণীয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিহিত Bengali definition [অবিহিতো] (বিশেষণ) বিধানসম্মত নয় এমন; অবৈধ; শাস্ত্রবিরুদ্ধ। □ (বিশেষ্য) অকর্তব্য; অনুচিত কার্য (বিহিত হইতে অবিহিতে গিয়া উত্তীর্ণ হয়-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিহিত; ( বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবীর Bengali definition [অবির্] (বিশেষণ) ১ বীরশূন্য। ২ শক্তিহীন; নিবীর্য। অবীরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অনাথা; অবলা; পতিপুত্রহীনা (ঐ অবীরা সুপ্রীম কোর্টে আপীল করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর; অনাথার স্বামী তুমি অবীরার পুত্র-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বীর, (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবুঝ Bengali definition [অবুঝ্] (বিশেষণ) ১ নির্বোধ; অবোধ। ২ প্রবোধ মানে না এমন; একগুঁয়ে। ৩ বোঝানো যায় না এমন; দুর্বোধ্য (উদার হাসি সাগর সহে অবুঝ অবহেলা -রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বুঝ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবুরে সবুরে Bengali definition অবরে সবরে
  • Bengali Word অবৃষ্টি Bengali definition [অবৃশ্‌টি] (বিশেষণ) বৃষ্টিহীন; বারিপাত করে না এমন (আকাশে অবৃষ্টিসংরম্ভ মেঘ-রবীন্দ্রনাথ ঠাকুর )। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বৃষ্টি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবেক্ত Bengali definition অব্যক্ত
  • Bengali Word অবেক্ষক Bengali definition অবেক্ষণ
  • Bengali Word অবেক্ষণ , আবেক্ষণ , অবেক্ষা Bengali definition [অবেক্‌খন্, আবেক্‌খন্, অবেক্‌খা] (বিশেষ্য) ১ অবলোকন; দর্শন (যজ্ঞীয় হবি অবেক্ষণ বা অবলেহন করে নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পরিদর্শন; পর্যবেক্ষণ। ৩ বিচার; পর্যালোচনা (তারপর শাস্ত্র কাব্য ইত্যাদির আবেক্ষণ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৪ অনুসন্ধান। অবেক্ষক (বিশেষণ) পর্যবেক্ষক; পরিদর্শক; পরীক্ষক। অবেক্ষণীয় (বিশেষণ) পর্যবেক্ষণ বা পরিদর্শনের যোগ্য। অবেক্ষমাণ (বিশেষণ) দর্শন করছে এমন; দর্শনে রত। অবেক্ষমাণা (স্ত্রীলিঙ্গ)। অবেক্ষাধীন (বিশেষণ) পরীক্ষাধীন; বিবেচনাধীন। অবেক্ষিত (বিশেষণ) অবলোকিত; দৃষ্ট। অবেক্ষ্যমাণ (বিশেষণ) ১ আলোচিত হচ্ছে এমন। ২ দৃষ্ট বা পরিদৃষ্ট হচ্ছে এমন। অবেক্ষ্যমাণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অব+ঈক্ষণ}
  • Bengali Word অবেণীবদ্ধ , অবেণীসংবদ্ধ Bengali definition [অবেনিবদ্‌ধো, অবেনিসঙ্‌বদ্‌ধো] (বিশেষণ) আলুলায়িত; মুক্ত; বেণী করে বাঁধা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বেণীবদ্ধ, বেণীসংবদ্ধ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word অবেদন Bengali definition [অবেদান্] (বিশেষ্য) অনুভূতির লোপ; ‍anaesthesia । অবেদনিক (বিশেষণ) অনুভূতি লোপকারী। □ (বিশেষ্য) অনুভূতিনাশক ঔষধ; anaesthetic। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বেদন; (বহুব্রীহি সমাস )}
  • Bengali Word অবেদনীয় , অবেদ্য Bengali definition [অবেদোনিয়ো, অবেদ্‌দো] (বিশেষণ) ১ অবোধ্য; বুদ্ধির অগম্য। ২ অজ্ঞেয় (নবজাতকের অবেদ্য ক্রন্দন-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বেদনীয়, বেদ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবেলা Bengali definition [অব্যালা] (বিশেষ্য) ১ অসময়। ২ অশুভ ক্ষণ। ৩ দিনশেষ; বেলাশেষ (প্রায়ই আপনাকে অবেলায় এখানে দেখতে পাই-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বেলা; (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অবেলোকন Bengali definition [অবোলোকোন্] (বিশেষ্য) দর্শন (তাহাদিগকে অবলোকন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অবলোকিত (বিশেষণ) দৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত)অব+ √লোক্+ অন(ল্যুট্)}
  • Bengali Word অবৈতনিক Bengali definition [অবোইতোনিক্] (বিশেষণ) ১ বিনা বেতনে কাজ করে এমন; honorary। ২ বেতন নেওয়া হয় না এমন; free। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বেতন+ইক(ঠক্); (বহুব্রীহি সমাস)}