Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অভক্ষ্য , অভক্ষণীয় Bengali definition [অভোক্‌খো, অভোক্‌খোনিয়ো] (বিশেষণ) ১ আহারের অযোগ্য (তাহার অভক্ষ্য প্রায় কিছুই নাই-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ অখাদ্য। □ (বিশেষ্য) নিষিদ্ধ খাদ্য; শাস্ত্রবিরুদ্ধ আহার্য; হারাম খাদ্য (প্রাণ বাঁচাইতে গিয়া অভক্ষ্যও ভক্ষণ করা বিধেয়)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভক্ষ্য, ভক্ষণীয়; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভগ্ন Bengali definition [অভগ্‌নো] (বিশেষণ) ১ ভাঙ্গা নয় এমন; যুক্ত। ২ পূর্ণ; আস্ত; গোটা (অভগ্ন রাশি)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভগ্ন; ( বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভঙ্গ Bengali definition [অভঙ্‌গো] (বিশেষণ) ১ অটুট। ২ আস্ত; গোটা। □ (বিশেষ্য) মহারাষ্ট্রীয় সাধু তুকারামের কবিতা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভঙ্গ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভঙ্গুর Bengali definition [অভোঙ্‌গুর্] (বিশেষণ) ভাঙে না বা নষ্ট হয় না এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভঙ্গুর; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভদ্র Bengali definition [অভদ্‌দ্রো] (বিশেষণ) ১ অশিষ্ট; অসভ্য। ২ ইতর; ছোটলোক। ৩ নিন্দনীয়। ৪ গর্হিত। অভদ্রতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভদ্র; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভব্য Bengali definition [অভোব্‌বো] (বিশেষণ) ১ অশিষ্ট; অভদ্র; গোঁয়ার। ২ অমার্জিত; অসংস্কৃত (অভব্য বস্তুতন্ত্রের পটভূমিতে- সুধীনন্দ্রনাথ দত্ত)। অভব্যতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভব্য; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভরসা Bengali definition [অভর্‌শা] (বিশেষ্য) ভরসাহীনতা; নির্ভরশূন্যতা (ডাকিলে বোলান না দেও অভরসা পাই-বিজয় গুপ্ত)। {বাংলা অ(নঞ্+বাংলা ভরসা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভাগা Bengali definition [অভাগা] (বিশেষণ) ভাগ্যহীন; হতভাগ্য। □ (বিশেষ্য) করুণার পাত্র। অভাগী, অভাগিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভাগ্য>; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভাগ্য Bengali definition [অভাগ্‌গো] (বিশেষ্য) দুর্ভাগ্য; দুরদৃষ্ট (অল্পকালে ঘটে আমি অশেষ অভাগ্য-ঘনরাম চক্রবর্তী)। □ (বিশেষণ) ভাগ্যহীন; হতভাগ্য (আমি অভাগ্য এনেছি বহিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভাগ্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভাজন Bengali definition [অভাজোন্] (বিশেষ্য) অযোগ্য ব্যক্তি; অক্ষম মানুষ; অতি হীনজন (যত অভাজন, যত পাপীতাপী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভাজন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভাব Bengali definition [অভাব্] (বিশেষ্য) ১ অবিদ্যমানতা; না থাকার ভাব। ২ অনটন; অর্থকষ্ট (অভাবের সংসার)। অভাবী, অভাব গ্রস্ত ( বিশেষণ) দারিদ্র; গরিব। অভাব পূরণ (বিশেষ্য) দারিদ্রমোচন। অভাবে স্বভাব নষ্ট-দারিদ্রহেতু মানুষের স্বীয় প্রকৃতিবিরুদ্ধ আচরণ বা ব্যবহার। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভাব; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভাবনীয় , অভাব্য Bengali definition [অভাবোনিয়ো, অভাব্‌বো] (বিশেষণ) ১ ভাবা যায় না এমন; অচিন্তনীয় (অভাবনীয় ভবিষ্যৎ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অঘটনীয়; অপ্রত্যাশিত (মহাকাব্য সেই অভাব্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষ্য ) অপ্রত্যাশিত বস্তু বা বিষয় (আমরা চকিত অভাবনীয়ের...-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ ভাবনীয়, ভাব্য; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অভাবিত Bengali definition [অভাবিতো] (বিশেষণ) ভাবা হয়নি এমন; অসম্ভাবিত; অচিন্তিত (অভাবিত উচ্চহাস্যে উড়াইয়া দেয় দিকে দিকে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অভাবিত পূর্ব (বিশেষণ) পূর্বে ভাবা হয়নি এমন; অচিন্তিতপূর্ব (পাছে পিছনের দিক হইতে অভাবিতপূর্ব একটা কিছু ঘটে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ভাবিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অভাবী Bengali definition অভাব
  • Bengali Word অভাব্য Bengali definition অভাবনীয়
  • Bengali Word অভি - Bengali definition [ওভি] (অব্যয়) সমীপ সম্মুখ নিকট সাদৃশ্য বীপ্সা ইত্যাদিসূচক তৎসম উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
  • Bengali Word অভিকর্য Bengali definition [ওভিকরশো] (বিশেষ্য) ভূ-কেন্দ্রের অভিমুখে জড় পদার্থর আকর্ষণ; gravitational attraction । {(তৎসম বা সংস্কৃত)অভি+কর্ষ}
  • Bengali Word অভিকেন্দ্র Bengali definition [ওভিকেন্‌দ্রো] (বিশেষণ) কেন্দ্রের অভিমুখে গমনকারী; কেন্দ্রাতিগ; centripetal। {(তৎসম বা সংস্কৃত) অভি+কেন্দ্র}
  • Bengali Word অভিগম Bengali definition অভিগমন
  • Bengali Word অভিগমন , অভিগম Bengali definition [ওভিগমোন্, ওভিগমো] (বিশেষ্য) ১ সম্মুখে গমন; প্রত্যুদ্‌গমন। ২ আশ্রয়। ৩ প্রাপ্তি। ৪ সঙ্গম; সম্ভোগ (এইজন্য তিনি অহল্যাতে অভিগমন করেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অভিগম্য (বিশেষণ) ১ অভিমুখে গমনসাধ্য। ২ আশ্রয়ণীয়। অভিগামী (-মিন্) (বিশেষণ) অভিমুখে গমনকারী। অভিগামিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+গমন, গম}
  • Bengali Word অভিগ্রস্ত Bengali definition [ওভিগ্‌গ্রোস্‌তো] (বিশেষণ) ১ কবলিত। ২ আক্রান্ত। ৩ লুণ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) অভি+গ্রস্ত}
  • Bengali Word অভিগ্রহ Bengali definition [ওভিগ্‌গ্রোহো] (বিশেষ্য) আক্রমণ। আক্রমণার্থে অভিযান। ২ লুণ্ঠন। ৩ স্পর্ধা। {(তৎসম বা সংস্কৃত) অভি+গ্রহ}
  • Bengali Word অভিগ্রহণ Bengali definition [ওভিগ্‌গ্রোহোন্] (বিশেষ্য) লুণ্ঠন। ২ যুদ্ধ দ্বারা দখলে আনয়ন। {(তৎসম বা সংস্কৃত) অভি+গ্রহণ}
  • Bengali Word অভিঘাত Bengali definition [ওভিঘাত্] (বিশেষ্য) ১ আঘাত; প্রবল আঘাত। ২ আলোড়ন। ৩ প্রতিঘাত। ৪ হত্যা; বধ। ৫ শব্দাদির উপর ঝোঁক; emphasis; উক্ত ঝোঁক প্রদানের চিহ্ন। অভিঘাতী (-তিন্) (বিশেষণ) আঘাতকারী; বিনাশকারী। □ (বিশেষ্য) শত্রু। অভিঘাতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ঘাত+ইন্(ণিনি)}
  • Bengali Word অভিচার Bengali definition [ওভিচার্] (বিশেষ্য) ১ নিজের ইষ্ট ও অন্যের অনিষ্ট সাধনের জন্য কৃত তান্ত্রিক প্রক্রিয়া (সৃজিছে অভিচার নিঠুর অবিচার- সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পরহিংসা। (অভিচারী(রিন্) (বিশেষণ) অভিচারকর্তা। অভিচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অভি+চার}
  • Bengali Word অভিজন Bengali definition [ওভিজন্/অভিজোন] (বিশেষ্য) ১ আভিজাত্য; কৌলীন্য। ২ বংশ; কুল। ৩ কুলশ্রেষ্ঠ। ৪ জন্মভূমি। {(তৎসম বা সংস্কৃত) অভি+জন}
  • Bengali Word অভিজাত Bengali definition [ওভিজাতো/ওভিজাত্] (বিশেষণ) ১ উচ্চবংশীয়; কুলীন। ২ সদ্বংশজাত। ৩ সম্ভ্রান্ত; মর্যাদাসম্পন্ন। ৪ ভদ্রোচিত; শিষ্ট। ৫ জ্ঞানী। আভিজাত্য (বিশেষ্য)। অভিজাততন্ত্র (বিশেষ্য) উচ্চবংশীয় সম্প্রদায়ের দ্বারা রাজ্য শাসন প্রণালী; aristocracy। {(তৎসম বা সংস্কৃত) অভি+জাত}
  • Bengali Word অভিজিৎ Bengali definition [ওবিজিত্] (বিশেষণ) জয়লাভ করে এমন। □ (বিশেষ্য) নক্ষত্র বিশেষ; Vega । {(তৎসম বা সংস্কৃত) অভি+ √জি+ক্বিপ্}
  • Bengali Word অভিজ্ঞ Bengali definition [ওভিগ্‌গোঁ] (বিশেষণ) ১ বিশেষজ্ঞ। ২ বহুদর্শী। ৩ জ্ঞানী; বিজ্ঞ। অভিজ্ঞা (স্ত্রীলিঙ্গ)। অভিজ্ঞতা (বিশেষ্য) সাধনা বা বহুদর্শিতা দ্বারা লব্ধ জ্ঞান। {(তৎসম বা সংস্কৃত) অভি+√জ্ঞা+অ(ক)}
  • Bengali Word অভিজ্ঞা Bengali definition [ওভিগ্‌গাঁ] (বিশেষ্য) আদ্যজ্ঞান; স্মৃতি (ব্যক্তিগত অভিজ্ঞতা আর কাব্যগত অভিজ্ঞা এক নয়-সুধীন্দ্রনাথ দত্ত)। অভিজ্ঞাত ( বিশেষণ) চর্চা নিদর্শন দ্বারা জ্ঞাত। অভিজ্ঞান (বিশেষ্য) স্মারক; নিদর্শন; পরিচায়ক বস্তু বা চিহ্ন (তবে যদি কোন অভিজ্ঞান দর্শাইতে পারে; তাহার শাপমোচন হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অভিজ্ঞান-পত্র (বিশেষ্য) পরিচয়-পত্র; credential; নিদর্শন-পত্র; identity card । {(তৎসম বা সংস্কৃত) অভি+ √জ্ঞা+ অ(অঙ্)+ আ(টাপ্)}