Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অবিতথ , অবিতথ্য Bengali definition [অবিতথো, অবিতোত্‌থো] (বিশেষ্য) যথার্থ্য; সত্যতা। □ (বিশেষণ) সত্য; যথার্থ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+ বি+ তথ, তথ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)
  • Bengali Word অবিদগ্ধ Bengali definition [অবিদগ্‌ধো] (বিশেষণ) ১ পন্ডিত বা বিদ্বান নয় এমন; বেরসিক। ২ অকুশলী; অচতুর। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিদগ্ধ, (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিদিত Bengali definition [অবিদিতো] (বিশেষণ) ১ অজ্ঞাত; অজানা (সৃষ্টিরহস্য মানুষের নিকট আজও অবিদিত)। ২ অপরিচিত; অখ্যাত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিদিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)
  • Bengali Word অবিদ্ধ Bengali definition [অবিদ্‌ধো] (বিশেষণ) বিদ্ধ হয়নি এমন; অচ্ছেদিত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিদ্ধ; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অবিদ্বান Bengali definition [অবিদ্‌দান] (বিশেষণ) অপণ্ডিত; বিদ্যাহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিদ্বান; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস )}
  • Bengali Word অবিদ্যমান Bengali definition [অবিদ্‌দোমান্] (বিশেষণ) অবর্তমান; অনুপস্থিত। অবিদ্যমানে ক্রিবিণ। অবিদ্যমানতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিদ্যমান; ( নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিদ্যা Bengali definition [অবিদ্‌দা] (বিশেষ্য) ১ (দর্শন) অজ্ঞান; মায়া (অবিদ্যা পাঁচ প্রকারের যথা- তম, মোহ, মাহামোহ, তামিস্র এবং অন্ধতামিস্র)। ২ প্রকৃতি। ৩ রক্ষিতা; বারাঙ্গনা; বেশ্যা। ৪ যুদ্ধাস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিদ্যা; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিধবা Bengali definition [অবিধোবা] (বিশেষণ) সধবা; এয়ো; স্বামীর মৃত্যু হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিধবা; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিধান Bengali definition [অবিধান্] (বিশেষ্য) ১ অন্যায় নির্দেশ; অশাস্ত্রীয় ব্যবস্থা। ২ অব্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিধান; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিধি Bengali definition [অবিধি] (বিশেষ্য) ১ অনিয়ম। ২ অশাস্ত্রীয় বিধান। □ (বিশেষণ) নিয়মবিরুদ্ধ। ২ শাস্ত্র বহির্ভূত। ৩ অনুচিত; অসঙ্গত (এখানে কাপালিক আসিতে পারে, এখানে কোন কথা অবিধি-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {( তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিধি; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিধেয় Bengali definition [অবিধেয়ো] (বিশেষণ) ১ অন্যায়; অকর্তব্য; অনুচিত (পাঠকের কর্ণ পীড়ন করা অবিধেয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ শাস্ত্র বিরুদ্ধ; নীতি বহির্গত (বিনা প্রণাম প্রদক্ষিণে চলিয়া যাওয়া অবিধেয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিধেয়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিনশ্বর Bengali definition [অবিনশ্‌শর্] (বিশেষণ) অক্ষয়; অবিনাশী; শাশ্বত (প্রেম অবিনশ্বর-রাজশেখর বসু (পরশু))। অবিনশ্বরতা (বিশেষ্য) (আত্মার অবিনশ্বরতা)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিনশ্বর; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিনাশ Bengali definition [অবিনাশ্] (বিশেষ্য) ১ ক্ষয়শূন্যতা। ২ অমরত্ব। □ (বিশেষণ) অক্ষয়; অমর; শাশ্বত (অবিনাশ পুরেত যাইমু-সৈয়দ সুলতান)। অবিনাশপুর (বিশেষ্য) বেহেশ্‌ত; অমরানগরী (মৃত্যু হইয়া অবিনাশপুরেত রহিলা-সৈয়দ সুলতান)।অবিনাশী (-শিন্) (বিশেষণ) ১ অক্ষয়; অনশ্বর (কাশীতে যে পাপ হবে অবিনাশী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ২ শাশ্বত; অমর; চিরন্তন। ৩ তাজা; টাটকা; (তেকারণে যত দ্রব্য ছিল অবিনাশী-ক্ষেমানন্দ দাস)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিনাশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিনীত Bengali definition [অবিনিতো] (বিশেষণ) অবিনয়ী; উদ্ধত; অশিষ্ট। অবিনীতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিনীত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিন্যাস্ত Bengali definition [অবিন্‌নোস্‌তো] (বিশেষণ) ১ অসজ্জিত। ২ অগোছালো; এলোমেলো। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্)+বিন্যস্ত}
  • Bengali Word অবিনয় Bengali definition [অবিনয়্] (বিশেষ্য) ১ বিনয়ের অভাব। ২ অশিষ্টতা। ৩ ঔদ্ধত্য; ধৃষ্টতা। অবিনয়ী (-য়িন্) (বিশেষণ) অশিষ্ট; উদ্ধত; ধৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিনয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিপন্ন Bengali definition [অবিপন্‌নো] (বিশেষণ) অবিপদগ্রস্ত; বিপদে পড়েনি এমন। {(তৎসম বা সংস্কৃত ) অ(নঞ্)+বিপন্ন; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিবাদ Bengali definition [অবিবাদ্] (বিশেষ্য) বিরোধশূন্যতা; মৈত্রী। অবিবাদী (-দিন্) (বিশেষণ) নির্বিরোধ; শান্ত; নিরীহ। অবিবাদে (ক্রিয়াবিশেষণ) নির্বিবাদে; অনায়াসে; সহজে। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিবাদ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিবাহিত Bengali definition [অবিবাহিতো] (বিশেষণ) বিবাহ হয়নি এমন; অনূঢ়। অবিবাহিতা, অবিবাহী (-হিন্) (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অনূঢ়া কুমারী (অবিবাহী গর্ভবতী আপদের চিন-ক্ষেমানন্দ দাস)। {( তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিবাহিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিবেক Bengali definition [অবিবেক্] (বিশেষ্য) ১ অজ্ঞানতা। ২ মূঢ়তা; বিবেকহীনতা। □ (বিশেষণ) বিবেকহীন; মূঢ়; অজ্ঞ (অবিবেক সিন্ধু বন্ধু তারে প্রাণ ঝুরে-ভবানন্দ)। অবিবেকতা, অবিবেকিতা (বিশেষ্য) বিবেকশূন্যতা; মূঢ়তা। অবিবেকী (-কিন্) (বিশেষণ) অজ্ঞ; মূঢ়; বিবেকহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিবেক; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিবেচক Bengali definition [অবিবেচক্] (বিশেষণ) ১ বিবেচনাশূন্য; বিচারবুদ্ধিহীন (অবিবেচক লোকে তদপেক্ষা তাহাকে ঢের বেশি বাড়াইয়া থাকে- রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ হঠকারী; অন্যায়কারী। অবিবেচনা (বিশেষ্য) ১ বিবেচনা বা বিচার বুদ্ধির অভাব। ২ অবিচার; অন্যায়। অবিবেচিত (বিশেষণ) বিবেচনা করা হয়নি এমন; ধীরভাবে বা বিশেষরূপে অবিচারিত।অবিবেচনীয়, অবিবেচ্য (বিশেষণ) বিবেচনার অযোগ্য; অবিচার্য । {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিবেচক; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিভক্ত Bengali definition [অবিভক্‌তো] (বিশেষণ) ১ ভাগ করা হয়নি এমন। ২ অখণ্ডিত; অনংশিত। ৩ সম্পূর্ণ; অখাণ্ড(তখন শেরে বাংলা ছিলেন অবিভক্ত বঙ্গদেশের প্রধানমন্ত্রী)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিভক্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিভাজ্য Bengali definition [অবিভাজ্‌জো] (বিশেষণ) ভাগ করা অসাধ্য বা অনুচিত এমন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিভাজ্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস); ( বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিভাষণ Bengali definition [ওবিভাশোন্] (বিশেষ্য) সভায় প্রদত্ত বক্তৃতা; বক্তৃতা; address (সভাপতির অভিভাষন)। {(তৎসম বা সংস্কৃত) অভি+ভাষণ}
  • Bengali Word অবিমিশ্র Bengali definition [অবিমিস্‌স্রো] (বিশেষণ) ১ ভেজালমুক্ত। ২ বিশুদ্ধ; খাঁটি। ৩ অমিশ্র। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিমিশ্র; (নঞ্ ‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অবিমৃষ্য Bengali definition [অবিমৃশ্‌শো] (বিশেষণ) ১ অবিবেচক; অসহনশীল। ২ অসন্দিগ্ধ। অবিমৃষ্যকারিতা, অবিমৃষ্যকারিত্ব (বিশেষ্য) পূর্বাপর বিবেচনাহীনতা; হঠকারিতা (আমাদের ... অবিমৃষ্য-কারিতার দোষেই এই বিষম সর্বনাশ ঘটিতেছে- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অবিমৃষ্যকারী (-রিন্) (বিশেষণ) হঠকারী; গোঁয়ার; অবিবেচক (সাতিশয় উদ্ধতস্বভাব ও অবিমৃষ্যকারী পুরুষ ছিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিমৃষ্য; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিযুক্ত Bengali definition [অবিজুক্‌তো] (বিশেষণ) অখিণ্ডিত; সংলগ্ন; অবিচ্ছিন্ন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিযুক্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিরত Bengali definition [অবিরতো] (বিশেষণ) অবিশ্রান্ত; বিরামহীন; ধারাবাহিক। □ (ক্রিয়াবিশেষণ) অনবরত; সতত; একটানা। অবিরতি (বিশেষ্য) বিরামের অভাব; অবিশ্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিরত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিরল Bengali definition [অবিরল্] (বিশেষণ) ১ ঘন; ফাঁকশূন্য; নিবিড় (অবিরল তরুশাখার অসংখ্য নীড়ে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অজস্র; অসংখ্য (অবিরল শুপুরির সারি-জীবনানন্দ দাশ)। □ (ক্রিয়াবিশেষণ) অবিশ্রান্ত; নিরন্তর (কোমল কণ্ঠে কুলুকুলু সুর, ফুটে অবিরল তরল মধুর-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিরল; ( নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অবিরাম Bengali definition [অবিরাম্] (ক্রিয়াবিশেষণ) ১ সর্বদা; নিরন্তর। □ (বিশেষণ) ১ থামে না এমন; বিরতিহীন। ২ বিরাম বা বিশ্রামহীন। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+বিরাম; (বহুব্রীহি সমাস)}