অ পৃষ্ঠা ২৫
- Bengali Word অনিরূপিত Bengali definition [অনিরুপিতো] (বিশেষণ) অনির্ণীত; নির্দিষ্ট নয় এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিরূপিত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্ণীত Bengali definition [অনির্নিতো] (বিশেষণ) অনির্দিষ্ট; অনির্ধারিত (এমন অনির্ণীত-অচিন্তকুমার সেনগুপ্ত)। অনির্ণয় (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্ণীত; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনির্ণেয় Bengali definition [অনির্নেয়ো] (বিশেষণ) নির্ণয় করা যায় না এমন (সৌরজগতের গ্রহের সংখ্যা আজও অনির্ণেয়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্ণেয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্দিষ্ট Bengali definition [অনির্দিশ্টো] (বিশেষণ) অনির্ধারিত; অনির্ণীত; অনিশ্চিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্দিষ্ট; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্দেশ Bengali definition [অনির্দেশ] (বিশেষ্য) অনির্দিষ্ট অবস্থা। অনির্দেশ্য (বিশেষণ) নির্দিষ্ট করা যায় না এমন; অনির্ণেয়(একটা অনির্দেশ্য কাল্পনিক পদার্থের অনুসন্ধানে –রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্দেশ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনির্বাণ Bengali definition [অনির্বান] (বিশেষণ) ১ নির্বাণ বা মুক্তি-রহিত। ২ অনির্বাপিত; জলন্ত (প্রথম আলোর স্পর্শে জেগেছে যে জ্বালা এখনো তা অনির্বাণ- রসিদ খাঁন)। ৩ অনিবৃত্ত; অশান্ত। অনির্বেয় (বিশেষণ) নির্বাপিত করা যায় না এমন (অনির্বেয় কামানল পোড়ায় হৃদয়ে –মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্বাণ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনির্বাদ Bengali definition [অনির্বাদ] (বিশেষ্য) নির্বিবাদ; অকলহ (অনির্বাদে নির্বাহ যত দায়-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নির্বাদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনির্বেয় Bengali definition ⇒ অনির্বাণ
- Bengali Word অনিল Bengali definition [ওনিল্] (বিশেষ্য) বায়ু; বাতাস; সমীরণ(মলয়ানিল)। {(তৎসম বা সংস্কৃত)√অন্(বাঁচা)+ইল(ইলচ্)}
- Bengali Word অনিশ্চয় Bengali definition [অনিশ্চয়] (বিশেষ্য) সন্দেহ; সংশয়। অনিশ্চিত (বিশেষণ) অনির্ণীত; অনির্ধারিত (মানুষের অনিশ্চিত ভবিষ্যৎকে নিশ্চিত করিবে?)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিশ্চয়; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিষ্ট Bengali definition [অনিশ্টো] (বিশেষ্য) অমঙ্গল; অপকার; ক্ষতি। □ (বিশেষণ) অবাঞ্ছিত; অনভিলষিত। অনিষ্টকর, অনিষ্টকারী, অনিষ্টকারক, অনিষ্টজনক, অনিষ্টদায়ক (বিশেষণ) হানিকর; ক্ষতিকারক। অনিষ্টাচরণ (বিশেষ্য) ক্ষতিসাধন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ইষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিষ্ঠ Bengali definition [অনিশ্ঠ] (বিশেষণ) নিষ্ঠাশূন্য; অনুরক্তিহীন; শ্রদ্ধাহীন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিষ্ঠা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিষ্ঠা Bengali definition [অনিশ্ঠা] (বিশেষ্য) নিষ্ঠার অভাব; অনাস্থা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিষ্ঠা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিয়ত Bengali definition [অনিয়তো] (বিশেষণ) ১ অসংযত; উচ্ছৃঙ্খল। ২ অনিশ্চিত; অনির্দিষ্ট; অস্থির। অনিয়তাকার (বিশেষণ) কোনো নির্দিষ্ট আকারবিহীন; প্রায়ই আকার পরিবর্তিত হয় এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিয়ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিয়ন্ত্রিত Bengali definition [অনিয়ন্ত্রিতো] (বিশেষণ) অসংযত; অনিবারিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিয়ন্ত্রিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিয়ম Bengali definition [অনিয়ম] (বিশেষ্য) ১ অবিধি; নিয়মের অভাব। ২ অব্যবস্থা; বিশৃঙ্খলা। ৩ অসংযম। ৪ নিয়মের ব্যতিক্রম বা ব্যত্যয় (আমি অনিয়ম উচ্ছৃঙ্খল-কাজী নজরুল ইসলাম)। অনিয়মিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিয়ম; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনীক Bengali definition ⇒ অনীকিনী
- Bengali Word অনীকিনী , অনীক Bengali definition [ওনিকিনি, ওনিক্] (বিশেষ্য) ১ সৈন্যদল (সম্রাটের অনীকিনী সনে –কায়)। ২ সৈনিক; সেনানী (পাশে উপবনে পরদেশী অনীকিণী-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন+ঈক+ইন্+(ঙীপ্),অন+ঈক}
- Bengali Word অনীত Bengali definition [অনিতো] (মধ্যযুগীয় বাংলা)(বিশেষ্য) কুরীতি; দুর্নীতি (অনীত দেখিয়া রত প্রলয়কারণ-ক্ষেমানন্দ দাস)। (বিশেষণ) ১ অন্যায়; গর্হিত; নীতিবিরুদ্ধ (অনীত কর্ম)। ২ দুর্বিনীত; অশিষ্ট (অনীত দেখিয়া শিবে দক্ষ কোপে রোষে-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)অনীত>(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনীতি Bengali definition [অনিতি] (বিশেষ্য) দুর্নীতি; কুনীতি। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নীতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনীপ্সিত Bengali definition [অনিপ্শিতো] (বিশেষণ) অবাঞ্ছিত; অনভিলষিত। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঈপ্সিত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনীশ , অনীশ্বর Bengali definition [অনিশ্, অনিশ্শর] (বিশেষণ) নাস্তিক; ঈশ্বরের অস্তিত্বে আস্থাহীন; ঈশ্বরহীন। অনীশ্বরবাদ (বিশেষ্য) নাস্তিকতা; ঈশ্বর বলে কেউ নেই-এই মত। অনীশ্বরবাদী বিণ। {(তৎসম বা সংস্কৃত)অন্ + ঈশ, ঈশ্বর}
- Bengali Word অনীহ Bengali definition ⇒ অনীহা
- Bengali Word অনীহা Bengali definition [অনিহা] (বিশেষ্য) নিস্পৃহতা; নিশ্চেষ্টতা, অনুৎসাহ(মজ্জাগত অনীহার অঙ্গীকার শুধু আমাদের আত্মপ্রসাদে বাজে না-সুধীন্দ্রনাথ দত্ত)।অনীহ (বিশেষণ) নিস্পৃহ; অনিচ্ছুক। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ঈহ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনু ১ Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[ওনু] (বিশেষ্য) ১ অনুরূপ; অনুযায়ী (নৃপতি কিঙ্কর, সেবি নিরন্তর, আজ্ঞা অনুজেই কর্ম-সৈয়দ আলাওল)। ২ পশ্চাৎ, পশ্চাৎভাগ; পিছন দিক (যেন বড় সুবুদ্ধি সন্ধান করে অনু-ঘনরাম চক্রবর্তী)।{(তৎসম বা সংস্কৃত)√অন্ + উ(সাদৃশ্যার্থে)}
- Bengali Word অনু ২ Bengali definition [ওনু] (অব্যয়) পশ্চাৎ সাদৃশ্য ব্যাপ্তি অধীন বারংবার ইত্যাদি অর্থবোধক তৎসম উপসর্গ। যেমন – অনুগমন (পশ্চাদর্থে), অনুরূপ(সাদৃশ্যার্থে), অনুক্ষণ (ব্যাপ্তি অর্থে), অনুগত (অধীন অর্থে), অনুলেপন (বারংবার অর্থে)। {(তৎসম বা সংস্কৃত) √অন্ + উ}
- Bengali Word অনুকম্পন Bengali definition [ওনুকম্পোন্] (বিশেষ্য) শিহরণ; স্পন্দন (সমস্ত শিরার মধ্যে অনুকম্পন এবং গানের তালে তাহার সর্বাঙ্গে আন্দোলন উপস্থিত হইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অনু + কম্পন; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুকম্পা Bengali definition [ওনুকম্পা] (বিশেষ্য) সমবেদনা; দয়া; অনুগ্রহ (অনুকম্পা হৈল অনুভব-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) অনু+কম্পা; অব্যয়ীভাব সমাস }
- Bengali Word অনুকরণ , অনুকর্ম Bengali definition [ওনুকরোন্, ওনুকর্মো] (বিশেষ্য) ১ নকল; সদৃশীকরণ। ২ অনুসরণ; অনুরূপ আচরণ। অনুকরণকারী, অনুকর্তা। (বিশেষ্য), (বিশেষণ) যে অনুকরণ করে। অনুকরণদক্ষ, অনুকরণপটু (বিশেষণ) অপরের অনুকরণ করতে নিপুণ। অনুকরণপ্রিয় (বিশেষ্য), (বিশেষণ) অনুকরণ করতে ভালোবাসে এমন। অনুকরণবৃত্তি (বিশেষ্য) অনুকরণ করবার অভ্যাস। অনুকরনীয় (বিশেষণ) অনুকরণের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অনু + করণ, কর্ম; অব্যয়ীভাব সমাস}
- Bengali Word অনুকল্প Bengali definition [ওনুকল্পো] (বিশেষ্য) ১ বদল; পরিবর্ত; alternative (নীলিমার অনুকল্পে আজ যারা সয়েছে বিমান-জীবনানন্দ দাশ; অনুকল্পের অভাব ছিল না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ প্রতিনিধি; substitute। ৩ গৌণ বিধি; অপ্রধান নিয়ম (যে জগতে তার বাস, সেখানে স্থিতি অনুকল্প-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অনু + কল্প; অব্যয়ীভাব সমাস}