Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অনুভূতি Bengali definition [ওনুভুতি] (বিশেষ্য) উপলব্ধি; অনুভব। ২ সুখ দুঃখবোধ; feeling। অনুভূত (বিশেষণ) উপলব্ধ; অবগত। □ (বিশেষ্য) (বিরল) উপলব্ধি; অনুভব (ভক্তির যথার্থ স্বরূপ যিনি অনুভূত করিতে চান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ভূ+তি(ক্তি)}
  • Bengali Word অনুভূবিন্দু Bengali definition [অনুভুবিন্‌দু] (বিশেষ্য) (জ্যোবি) চাঁদের কক্ষপথের বিন্দুবিশেষ (চাঁদের কক্ষপথের যে বিন্দুটা পৃথিবীর সবচেয়ে কাছে রয়েছে সেটাকে বলে অনুভূবিন্দু-শাহ ফজলুর রহমান)। {(তৎসম বা সংস্কৃত)অনুভূ+বিন্দু}
  • Bengali Word অনুভূমিক Bengali definition [ওনুভূমিক্] (বিশেষণ) দিক চক্রবালের সমান্তরাল; horizonatal। {(তৎসম বা সংস্কৃত)অনু+ভূমি+ক(কন্)}
  • Bengali Word অনুমত Bengali definition [ওনুমতো] (বিশেষণ) ১ অনুমোদিত; স্বীকৃত; সম্মত। ২ আদিষ্ট; নির্দেশপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+মত}
  • Bengali Word অনুমতি Bengali definition [ওনুমোতি] (বিশেষ্য) ১ সম্মতি; অনুমোদন (কর্তার অনুমতিতেই কর্ম সম্পাদিত হয়)। ২ অনুকূলমতি; সম্মত (আইস গো মনসা দেবি হয়ে অনুমতি -বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অনু+√মন্+ তি(ক্তি)}
  • Bengali Word অনুমন্তা Bengali definition [ওনুমন্‌ন্তা] (বিশেষণ) অনুমতিদাতা; আজ্ঞাকর্তা। {(তৎসম বা সংস্কৃত) অনু+√মন্+ তা(তৃচ্)}
  • Bengali Word অনুমরণ Bengali definition [ওনুমরোন্] (বিশেষ্য) সহমরণ। অনুমৃত বিণ। অনুমৃতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অনু+মরণ; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুমান , অনুমিতি Bengali definition [ওনুমান্, ওনুমিতি] (বিশেষ্য) ১ ধারণা; আন্দাজ। ২ বির্ধারণ; যুক্তির দ্বারা সিদ্ধান্তে আগমন। ৩ (আল.) অর্থালঙ্কারবিশেষ। অনুমিত (বিশেষণ) অনুমান করা হয়েছে এমন। অনুমেয় (বিশেষণ ) অনুমানযোগ্য; অনুমান দ্বারা লভ্য। {(তৎসম বা সংস্কৃত) অনু+√মা+অন(ল্যুট্), তি(ক্তি)}
  • Bengali Word অনুমাপক Bengali definition [ওনুমাপোক্] (বিশেষণ) ১ নির্ধারক; নির্ণায়ক। ২ অনুমানের হেতু; অনুমানজনক। {(তৎসম বা সংস্কৃত)অনু+√মা+ণিচ্+অক(ণ্বুল্)}
  • Bengali Word অনুমিত , অনুমিতি Bengali definition অনুমান
  • Bengali Word অনুমৃত , অনুমৃতা Bengali definition অনুমরণ
  • Bengali Word অনুমেয় Bengali definition অনুমান
  • Bengali Word অনুমোদক Bengali definition অনুমোদন
  • Bengali Word অনুমোদন Bengali definition [ওনুমোদন্] (বিশেষ্য) ১ সম্মতিদান; সমর্থন। ২ মঞ্জুরি; sanction; confirmation। অনুমোদক বিণ। অনুমোদিত (বিশেষণ) ১ অনুমত; সমর্থিত। ২ সরকারি পর্যায়ে স্বীকৃত বা মঞ্জুরিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√মদ্+ণিচ্+অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুযাত্র , অনুযাত্রিক Bengali definition [ওনুযাত্‌ত্রো, অনুযাত্‌ত্রিক্] (বিশেষণ) অনুচর; অনুগামী; পশ্চাদ্ গামী। □ (বিশেষ্য) সঙ্গী; সাথি। {(তৎসম বা সংস্কৃত)অনু+যাত্র,+ইক(ঠন্); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুযায়ী Bengali definition (য়িন্) [ওনুজায়ি] (বিশেষণ) ১ অনুরূপ; সদৃশ। ২ অনুগামী; অনুচর; অনবর্তী (স্বীয় অনুযায়ীদিগকে বিশ্রাম করিতে আদেশ দিয়া- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√যা+ইন্(ণিনি)}
  • Bengali Word অনুযুক্ত Bengali definition অনুযোগ
  • Bengali Word অনুযোগ Bengali definition [ওনুজোগ্] (বিশেষ্য) ১ দোষারোপ; নালিশ; অভিযোগ। ২ ভৎসনা; তিরস্কার। অনুযুক্ত (বিশেষণ) ১ যোগ্য; উপযুক্ত (কন্যা অনুযুক্ত নহে জামাতা দুর্জয়-কাজী দৌলত)। ২ তিরস্কৃত; নিন্দিত। অনুযোক্তা,অনুযোগী(-গিন্) (বিশেষণ) অনুযোগকারী; নালিশকারী। অনুযোগিনী (স্ত্রীলিঙ্গ)। অনুযোগ্য, অনুযোজ্য (বিশেষণ) অনুযোগের বিষয় হওয়ার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু+যোগ; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুরক্ত Bengali definition [ওনুরক্‌তো] (বিশেষণ) অনুরাগবিশিষ্ট; আসক্ত (কতকগুলি অনুরক্ত শিষ্যও সংগ্রহ করিয়াছেন-রাজশেখর বসু (পরশু))। অনুরক্তা (স্ত্রীলিঙ্গ)। অনুরক্তি (বিশেষ্য) অনুরাগ; আসক্তি (ঐকান্তিক অনুরক্তি)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রন্ জ্+ত(ক্ত)}
  • Bengali Word অনুরঞ্জক Bengali definition অনুরঞ্জন
  • Bengali Word অনুরঞ্জন Bengali definition [ওনুরন্‌জোন্] (বিশেষ্য) ১ মনোরঞ্জন; তুষ্টকরণ; প্রীতি সম্পাদন (প্রজালোকের সর্বাঙ্গীণ অনুরঞ্জনের জন্য –ঈবি)। ২ রঞ্জিতকরণ।অনুরঞ্জক (বিশেষণ) প্রীতি সম্পাদক; মনোরঞ্জনকারী (প্রজানুরঞ্জক নরপতি)। □ (বিশেষ্য) যে রং করে। অনুরঞ্জিত (বিশেষণ) ১ অনুরাগযুক্ত। ২ বর্ণরঞ্জিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রঞ্জি+অন(ল্যূট্); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুরণন Bengali definition [ওনুরনোন্] (বিশেষ্য) প্রতিধ্বনি; ধ্বনির প্রভাবে ইত্থিত কম্পন। □ ক্রি অন্য ধ্বনির প্রভাবে ধ্বনিত হওয়া। অনুরণিত (বিশেষণ) প্রতিধ্বনিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ রণ্+অন(ল্যুট্); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুরত Bengali definition [ওনুরতো] (বিশেষণ) অনুরক্ত; আসক্ত (প্রবীণ প্রাচীন চীন নিশি দিনমান কর্ম-অনুরত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনুরতি (বিশেষ্য) অনুরক্তি; আসক্তি। {(তৎসম বা সংস্কৃত)অনু+√ রম্+ত(ক্ত)}
  • Bengali Word অনুরাগ Bengali definition [ওনুরাগ্] (বিশেষ্য) ১ প্রেম; প্রীতি; সোহাগ। ২ আদর; স্নেহ; যত্ন। ৩ প্রবৃত্তি; আসক্তি (ধর্মানুরাগ)। ৪ (সন্) রাগের সহচর (অনুরাগ সেসব রাগিণী-ভারতচন্দ্র রায় গুণাকর)। ৫ দোষ; ফল (সকল হারিয়ে কন্যা কর্মের অনুরাগে- পূর্ববঙ্গ গীতিকা) □ (ক্রিয়াবিশেষণ) যদৃচ্ছা; যেমন খুশি (কোহ্ন ভাই ক্রুদ্ধ হই মারে অনুরাগে-শাহ মুহম্মদ সগীর)। অনুরাগী (-গিন্) (বিশেষণ) ১ প্রেমিক; অনুরাগযুক্ত। ২ আসক্ত; অনুরক্ত। অনুরাগিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+রাগ; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুরাধা Bengali definition [ওনুরাধা] (বিশেষ্য) নক্ষত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অনু+√রাধ্+আ(টাপ্); প্রাদি.}
  • Bengali Word অনুরুদ্ধ Bengali definition [ওনুরুদ্‌ধো] (বিশেষণ) ১ অনুরোধ করা হয়েছে এমন। ২ প্রার্থনা করা হয়েছে এমন; প্রার্থিত; যাচিত। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রুধ্+ত(ক্ত); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুরূপ Bengali definition [ওনুরুপ্] (বিশেষণ) ১ তুল্য; সদৃশ; সম; corresponding। ২ যোগ্য; উপযুক্ত (তুমি অনুরূপ পাত্রেই অনুরাগিণী হইয়াছ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনুরূপ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+রূপ; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুরোধ Bengali definition [অনুরোধ্] (বিশেষ্য) প্রার্থনা; সুপারিশ (অনেকেই অনুরোধে ঢেঁকি গেলে)। □ (ক্রিয়াবিশেষণ) উপলক্ষ; খাতির (কার্যানুরোধ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√রুধ্+অ(ঘঞ্‌)}
  • Bengali Word অনুর্বর Bengali definition [ওনুর্‌বর্] (বিশেষণ) ১ উৎপাদন-ক্ষমতাশূন্য; উর্বর নয় এমন। ২ মেধাশূন্য; অপ্রখর (অনুর্বর মস্তিষ্ক)। অনুর্বরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নিষ্ফলা; ব্যর্থ (অনুর্বরা অভিশাপ তব-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উর্বর্; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুলম্ব Bengali definition [ওনুলম্‌বো] (বিশেষণ) খাড়াই বরাবর; লম্বালম্বি। {(তৎসম বা সংস্কৃত) অনু+লম্ব; অব্যয়ীভাব সমাস}