অ পৃষ্ঠা ২৪
- Bengali Word অনাসক্ত Bengali definition [অনাশক্তো] (বিশেষণ) আসক্তিহীন; অননুরক্ত; নির্লিপ্ত (অনাসক্ত পূর্ণজ্ঞান বিহরে লীলায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। অনাসক্তি (বিশেষ্য)। অনাসক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আসক্তিশূন্যা; নির্লিপ্তা (অনম্বরা অনাসক্তা চির-একাকিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আসক্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাসৃষ্টি , অনাছিষ্টি Bengali definition [অনাস্রিশ্টি, অনাছিশ্টি] (বিশেষ্য) ১ সৃষ্টিছাড়া অবস্থা; অদ্ভুত ব্যাপার (নিজেকে বুঝতে পারিনে বলেই তো এই অনাসৃষ্টি-রাজিয়া খান)। □ ( বিশেষণ) ১ অদ্ভুত (বৌমার যেমন অনাছিষ্টি ঝোঁক-কাজী নজরুল ইসলাম)। ২ কুৎসিত; নিন্দনীয় (এ যে অনাসৃষ্টি অনাচার-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(বাংলা) অনা(=মন্দ)+সৃষ্টি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাস্থা Bengali definition [অনাস্থা] (বিশেষ্য) ১ আস্থার অভাব; অবিশ্বাস; ভরসাহীনতা; non-confidence। ২ উপেক্ষা; অবহেলা; অনাদর। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আস্থা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাস্বাদ Bengali definition [অনাশ্শাদ্] (বিশেষ্য) স্বাদহীনতা। □ (বিশেষণ) স্বাদহীন; বেমজাদার। অনাস্বাদিত (বিশেষণ) স্বাদ গ্রহণ করা হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আস্বাদ; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাহত , অনাহদ Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অনাহতো, অনাহদো] (বিশেষণ) ১ বাজানো হয়নি বা আঘাত পায়নি এমন (আমার অনাগত, আমার অনাহত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অক্ষত; আঘাতপ্রাপ্ত হয়নি এমন (বাজবে নাকি গহন রাতির বীণায় অনাহত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ শ্রুতিগোচর হয় না এমন; নৈসর্গিক ধ্বনিগুণবিশিষ্ট (নিশীথে সাধকরা অনাহত ধ্বনির অস্তিত্ব অনুভব করেন)। □ (বিশেষ্য) যৌগিক ষট&চক্রের অন্তর্গত চতুর্থ চক্রের নাম। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আহত>; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাহার Bengali definition [অনাহার্] (বিশেষ্য) উপবাস; অনশন। অনাহারী (বিশেষণ) উপবাসী; খায়নি এমন। অনাহারে (ক্রিয়াবিশেষণ) আহারের অভাবে; অনশনে। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আহার; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাহিত Bengali definition [অনাহিতো] (বিশেষণ) অহিতকর; অনিষ্টকারী (যে কিছু অনাহিত শুনাও বচন। সেমত উচিত ফল পাইবা রতন-দৌলত উজির বাহরাম খান)। {(বাংলা) অনা+হিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাহুত Bengali definition [অনাহুতো] (বিশেষণ) আহুতি দেওয়া হযনি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ আহুত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাহূত Bengali definition [অনাহুতো] (বিশেষণ) অনিমন্ত্রিত; ডাকা হয়নি এমন (অনাহূত-অনার্যের ঘরে গিয়ে আছ সে অবধি-সত্যেন্দ্রনাথ দত্ত; সে অনাহূত শরতের সুসজ্জিত ঘরের মধ্যে প্রবেশ করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (ক্রিয়াবিশেষণ) অপ্রাসঙ্গিক; অসঙ্গত (অনাহূত কথা কেন কওগো ভগিনী-পূর্ববঙ্গ গীতিকা.)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আহূত; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাহ্লাদ Bengali definition [অনাল্হাদ] (বিশেষ্য) অখুশি; অসন্তোষ; নিরানন্দ (ইহাতে কাহার অনাহ্লাদ আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনাহ্লাদিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+আহ্লাদ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনাড়ম্বর Bengali definition [অনাড়ম্বর্] (বিশেষ্য) জাঁকজমক বা ঘটার অভাব। □ (বিশেষণ) সাদাসিধা; আড়ম্বরহীন (অনাড়ম্বর অনুষ্ঠান)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আড়ম্বর; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনাড়ষ্ট Bengali definition [অনাড়শ্টো] (বিশেষণ) স্বচ্ছন্দ; জড়তাশূন্য (সে জীবন হতো অনাড়ষ্ট, অবিজড়িত, স্বাধীন-বুদ্ধদেব বসু)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আড়ষ্ট; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনায়ত Bengali definition [অনায়তো] (বিশেষণ) সঙ্কীর্ণ; অবিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আয়ত; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনায়ত্ত Bengali definition [অনায়ত্তো] (বিশেষণ) অবাধ্য; অবশীভূত; আয়ত্তের বহির্ভূত। অনায়ত্তি (বিশেষ্য) বিশৃঙ্খলা; এলোমেলো ভাব (ঘরে-দোরে অরুচি, অনায়ত্তি-অচিন্তকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আয়ত্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনায়াস Bengali definition [অনায়াশ্] (বিশেষ্য) অল্প পরিশ্রম; অক্লেশ। □ (বিশেষণ) সহজ; স্বতঃস্ফূর্ত; আয়াসশূন্য (অনায়াস গৌরবের সিংহাসনে বসে মৃদু হেসে-রবীন্দ্রনাথ ঠাকুর)।অনায়াসকৃত (বিশেষণ) অক্লেশে সাধিত। অনায়াসলব্ধ (বিশেষণ) সহজে প্রাপ্ত। অনায়াসলভ্য (বিশেষণ) অক্লেশে লাভ করা যায় এমন। অনায়াসসাধ্য (বিশেষণ) সহজসাধ্য; বিনা ক্লেশে করা যায় এমন। অনায়াসসিদ্ধ (বিশেষণ) অক্লেশে সম্পাদিত; সহজে সম্পন্ন। অনায়াসে ( ক্রিয়াবিশেষণ) সহজে; অক্লেশে; বিনা পরিশ্রমে। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+আয়াস; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিকাম Bengali definition [অনিকাম্] (বিশেষণ) সকাম; কামনাযুক্ত (বাংলা কাব্য ও অসংলগ্ন ভাবচ্ছবির অনিকাম সংঘট্ট-সুধীন্দ্রনাথ দত্ত)। অনিকামতা (বিশেষ্য) অনুরাগ; কামনা (সে অবস্থার বৈশিষ্ট্যই যেহেতু অনিকামতা-আদেশ উপদেশ গ্রহণের অপার ক্ষমতা-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিষ্কাম=অনিষ্কাম>অনিকাম; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিকেত Bengali definition [অনিকেত্] (বিশেষণ) গৃহহীন; উন্মূল; বাসস্থান নেই এমন (তাকে দেখি নিজের মনের আর্শিতে সকাল সন্ধ্যা অনিকেত প্রেয়সীর মত-হার)। {(তৎসম বা সংস্কৃত)অ+নিকেত(=নিকেতন);(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিচ্ছা Bengali definition [অনিচ্ছা] (বিশেষ্য) ১ অনভিলাষ; অপ্রবৃত্তি; ইচ্ছার অভাব। ২ অরুচি (আহারে অনিচ্ছা)। ৩ ঔদাসীন্য; বিরাগ। ৪ অসন্মতি; আপত্তি। অনিচ্ছাকৃত (বিশেষণ) ইচ্ছার বিরুদ্ধে সম্পাদিত বা অনুষ্ঠিত। অনিচ্ছাসত্ত্বে (ক্রিয়াবিশেষণ) ইচ্ছার অভাব সহ। অনিচ্ছায় (ক্রিয়াবিশেষণ) ইচ্ছার বিরুদ্ধে। অনিচ্ছিত (বিশেষণ) অনাকাঙ্ক্ষিত; অবাঞ্ছিত (শীতকালের বাদলা, অনিচ্ছিত অতিথির মত-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনিচ্ছুক, অনিচ্ছু (বিশেষণ) ১ অনভিলাষী; ইচ্ছাহীন। ২ অসন্মত; অরাজি; গররাজি। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+ইচ্ছা; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিত্য Bengali definition [অনিত্তো] (বিশেষণ) অস্থায়ী; নশ্বর। অনিত্যতা (বিশেষ্য) নশ্বরতা; অস্থায়িত্ব (ঐশ্বর্যের অনিত্যতা দর্শনে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অ(নঞ্)+নিত্য; বহু; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিন্দনীয় , অনিন্দ্য Bengali definition [অনিন্দোনিয়ো, অনিন্দো] (বিশেষণ) ১ নিন্দার অযোগ্য। ২ অনবদ্য (সেই আমি নিত্য নব অনিন্দ্য প্রমদা-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ সুন্দর-নিখুঁত। অনিন্দিত (বিশেষণ) ১ নিন্দিত নয় এমন; অগর্হিত; অদুষ্ট। ২ নিখুঁত; সুন্দর; অনবদ্য। অনিন্দিতা (স্ত্রীলিঙ্গ) (তুমি অনিন্দিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনিন্দ্যসুন্দরী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) নিখুঁত সুন্দরী; সর্বাঙ্গসুন্দরী (লুৎফুন্নিসা ছিলেন অনিন্দ্য সুন্দরী রূপসী-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিন্দনীয়; নিন্দ্য; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিন্দ্র Bengali definition [অনিদ্দ্রো] (বিশেষণ) নিদ্রাহীন; বিনিদ্র (ভাবিতেছি অর্ধরাত্রি অনিদ্র নয়ান-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনিদ্রা (বিশেষ্য) ১ নিদ্রাহীনতা; ঘুমের অভাব। ২ অনিদ্রা-রোগ; insomnia। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিদ্রা; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিপুণ Bengali definition [অনিপুন্] (বিশেষণ) ১ অদক্ষ; অকুশলী। ২ অগোছালো; অসজ্জিত (যতই সঙ্কীর্ণ অন্ধকার অনিপুণ হোক গৃহ–বুদ্ধদেব বসু)। অনিপুণা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিপুণ; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিবদ্ধ Bengali definition [অনিবদ্ধো] (বিশেষণ) অসংযত; শিথিল। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিবদ্ধ; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিবার Bengali definition [অনিবার] (ক্রিয়াবিশেষণ) (পদ্যে ব্যবহৃত) বারবার; ক্রমান্বয়ে; অবিচ্ছেদে (যুগে যুগে অনিবার-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) অনিবার্য; নিবারণ করা যায় না এমন; প্রচন্ড (মহাকায় বলে অনিবার-কালিদাস রায়)। অনিবারণীয়, অনিবার্য (বিশেষণ) ১ নিবারণ করা যায় না এমন; অপ্রতিরোধ্য (অনিবার্য বেগে উথলিয়া উঠিতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অবশ্যম্ভাবী। অনিবারিত (বিশেষণ) ১ অপ্রতিহত; অব্যাহত; অবাধ। ২ অনিষিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিবার; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিবিড় Bengali definition [অনিবিড়্] (বিশেষণ) হালকা (শীতকালের অনিবিড় মেঘে আকাশ আচ্ছন্ন হইয়াছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিবিড়; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনিমন্ত্রিত Bengali definition [অনিমোন্ত্রিতো] (বিশেষণ) অনাহূত; আহবান করা হয়নি এমন (সেদিন অনিমন্ত্রিত শশিভূষণ নৌকা করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিমন্ত্রিত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিমিখ , অনিমিক Bengali definition (বিরল)[অনিমিখ্,অনিমিক্] (বিশেষণ) (পদ্যে ব্যবহৃত) অপলক; নিস্পন্দ (জাগো আজো অনিমিখ-কাজী নজরুল ইসলাম)। অনিমিখে (ক্রিয়াবিশেষণ) (পদ্যে ব্যবহৃত) নিমেষে; একদৃষ্টিতে (অনিমিখে চাইয়া রৈলু স্থকিতনয়ানে-ভবানন্দ)। {(তৎসম বা সংস্কৃত)অনিমিষ>;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিমিত্ত Bengali definition [অনিমিত্তো] (বিশেষণ) অহেতুক; অকারণ। □ (বিশেষ্য) দুর্নিমিত্ত, অশুভ লক্ষণ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিমিত্ত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিমিষ , অনিমেষ Bengali definition [অনিমিশ্, অনিমেশ্] (বিশেষণ) ১ অপলক; বদ্ধদৃষ্টি (আঁখি অনিমিষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্থির; নিস্পন্দ; অচল (তুমি অনিমেষ মুরতি-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনিমেষনেত্রে, অনিমেষলোচনে (ক্রিয়াবিশেষণ) স্থির দৃষ্টিতে; অপলক দৃষ্টিতে। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিমিষ, নিমেষ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনিরুদ্ধ Bengali definition [অনিরুদ্ধো] (বিশেষণ) ১ অনির্ধারিত; অবাধ। ২ উন্মুক্ত। □ (বিশেষ্য) শ্রীকৃষ্ণের পৌত্রের নাম। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নিরুদ্ধ; (নঞ্ তৎপুরুষ সমাস)}