Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অনবধান Bengali definition [অনবধান্‌] (বিশেষ্য) ১ অমনোযোগ; উপেক্ষা। □ (বিশেষণ) অমনোযোগী; যত্নহীন। অনবধানতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অবধান; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবরত Bengali definition [অনবরতো] (ক্রিয়াবিশেষণ) অবিরাম; অবাধে; সতত (নয়নযুগল হইতে অনবরত অশ্রুধারা নির্গত হইতেছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ অবিশ্রান্ত; নিরন্তর। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অব+√রম্‌+ত(ক্ত); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবরুদ্ধ Bengali definition [অনবরুদ্‌ধো] (বিশেষণ) মুক্ত; স্বাধীন। অনবরোধ (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবরুদ্ধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনবসর Bengali definition [অনবশর্‌] (বিশেষ্য) অনবকাশ; সময়ের অভাব (কেবল অনভ্যাস, অনিচ্ছা, অনবসর ইত্যাদি কারণেই পারে না-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) অবকাশহীন; বিরামশূন্য (অনবসর কর্মপ্রবাহ-মনোজ বসু)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবসর; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবসিত Bengali definition [অনবোশিতো] (বিশেষণ) অসমাপ্ত; অপরিণত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবসিত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবস্থ , অনবস্থিত Bengali definition [অনবস্‌থো, অনবস্‌থিতো] (বিশেষণ) অব্যবস্থিত; অস্থির; চঞ্চল। অনবস্থিতচিত্ত (বিশেষণ) চঞ্চলমতি; অব্যবস্থিতচিত্ত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবস্থা, অবস্থিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনবস্থা Bengali definition [অনবস্‌থা] (বিশেষ্য) ১ অব্যবস্থা; অস্থিরতা। ২ উপপাদ্য ও উপপাদকের অনবরত উল্লেখহেতু তর্কদোষবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবস্থা; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবস্থিত , অনবস্থিতচিত্ত Bengali definition অনবস্থ
  • Bengali Word অনবহিত Bengali definition [অনবহিতো] (বিশেষণ) ১ অমনোযোগী। ২ অসতর্ক (তুমি এ বিষয়ে ক্ষণমাত্রও অনবহিত থাকিবে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ অবিদিত; অজ্ঞাত। ৪ যত্নহীন। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবহিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনভিজাত Bengali definition [অনোভিজাতো] (বিশেষণ) অসম্ভ্রান্ত; অকুলীন; বংশমর্যাদাহীন (লেখকগণও সাধারণত অনভিজাত নন-আহমদ শরীফ)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অভিজাত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনভিজ্ঞ Bengali definition [অনোভিগ্‌গো] (বিশেষণ) অভিজ্ঞতাহীন; অজ্ঞ; আনাড়ি। অভিজ্ঞতা স্ত্রী. (নিজেকে নিতান্ত অক্ষমা অনভিজ্ঞা জ্ঞান কারয়াছিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনভিজ্ঞতা (বিশেষ্য) অজ্ঞতা; অভিজ্ঞতাশূন্যতা (ঘরের লোকের বাধা, অনভিজ্ঞতার বাধা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অভিপ্রায়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনভিপ্রেত Bengali definition [অনোভিপ্‌প্রেত্‌] (বিশেষণ) ইচ্ছাবিরুদ্ধ; অবাঞ্ছিত; অননুমত (ইহা তাহার অনভিপ্রেত ছিল না –রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌+অনভিপ্রেত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনভিব্যক্ত Bengali definition [অনোভিব্‌ব্যাক্‌তো] (বিশেষণ) অব্যক্ত; অস্পষ্ট; অপ্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অভিব্যক্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনভিভবনীয় Bengali definition [অনোভিভবোনিয়ো] (বিশেষণ) পরাভবের অতীত; অপরাজেয়। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অভিবব+ অনীয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনভিভূত Bengali definition [অনোভিভুতো] (বিশেষণ) ১ অপরাজিত। ২ অব্যাহত। ৩ অব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অভিভূত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনভিমত Bengali definition অননুমত
  • Bengali Word অনভিলষণীয় Bengali definition [অনোভিলশোনিয়ো] (বিশেষণ) অবাঞ্ছনীয়; অপ্রার্থনীয়। অনভিলষিত (বিশেষণ) অবাঞ্ছিত; অপ্রার্থিত। অনভিলাষ (বিশেষণ) ইচ্ছার অভাব; অভিলাষহীনতা। অনভিলাষী (বিশেষণ) {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অভিলষণীয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনভ্যস্ত Bengali definition [অনোভ্‌ভোস্‌তো] (বিশেষণ) ১ অভ্যাস নেই এমন; আনাড়ি। ২ অভ্যাস করা হয়নি এমন(অনভ্যস্থ কাজ)। অনভ্যাস (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অভ্যস্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনমনীয় Bengali definition [অনমোনিয়ো] (বিশেষণ) নত হয় না বা করা যায় না এমন; শক্ত; দৃঢ়। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ নমনীয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনমিত Bengali definition [অনমিতো] (বিশেষণ) নত নয় এমন; সমুন্নত (আঁখি তোলো অনমিত-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+নমিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনম্বয় Bengali definition [অনম্‌বর্‌] (বিশেষণ) বস্ত্রহীন; নগ্ন; উলঙ্গ। □ (বিশেষ্য) ১ আকাশ (অনম্বরপথে চলিল কনকরথ-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বৌদ্ধ সন্ন্যাসীবিশেষ। অনম্বরা (বিশেষণ) স্ত্রী. বস্ত্রহীনা ; নগ্না, উলঙ্গিনী (অনম্বরা অনাসক্তা চির একাকিনী-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অম্বর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনর্গল Bengali definition [অনর্‌গল্‌] (ক্রিয়াবিশেষণ) ক্রমাগত; অবিরাম; অনবরত (মাঝে মাঝে দাড়াঁয় বেঁকে নিন্দা শুনে অনর্গল-সত্যেন্দ্রনাথ দত্ত; অনর্গল আরবীতে কি বকছে-মুহাম্মদ আবদুল হাই)। □ (বিশেষণ) বাধাবন্ধহীন; উদ্দাম। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অর্গল; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনর্ঘ Bengali definition [অনর্‌ঘো] (বিশেষণ) নির্দিষ্ট মূল্য নেই এমন; অমূল্য। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অর্ঘ}
  • Bengali Word অনর্থ Bengali definition [অনর্‌থো] (বিশেষ্য) ১ অনিষ্ট; অমঙ্গল; অশুভ। ২ অঘটন; বিপত্তি (দশটায় পৌঁছুতে না পারলে মহা অনর্থ ঘটবে-রাজিয়া খান)। ৩ ভুল অর্থ; কদর্থ (কত-না অর্থ কত অনর্থ-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) নিরর্থক; ব্যর্থ; নিস্ফল (অর্থ সাধনের নিমিত্ত অনর্থ প্রয়াস পাইয়াছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনর্থকর বিন অমঙ্গল ঘটায় এমন; অনিষ্টজনক। অনর্থকরী স্ত্রী.। অনর্থদর্শী (বিশেষণ) দুঃখবাদী; সবর্ত্র অমঙ্গল দর্শনকারী। অনর্থদর্শিনী (বিশেষণ) স্ত্রী. অশুভদর্শিনী; অনিষ্ট লক্ষ্যকারিণী (বুদ্ধি যেন অনর্থদর্শিনী না হয়-রাজশেখর বসু (পরশু))। অনর্থপাত (বিশেষ্য) অশুভ ঘটনা; বিপদ (কিছুই দিবেন না; দিলেই অনর্থপাত হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অর্থ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনর্থক Bengali definition [অনর্‌থক্‌] (বিশেষণ) ১ ব্যর্থ; নিস্ফল (অনর্থক চেষ্টা)। ২ অকারণ; অহেতুক (অনর্থক বিলম্ব)। □ ক্রিবিন শুধু শুধু; বৃথা (অনর্থক বকা)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অর্থ+ক(কন্‌); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনল Bengali definition [অনল্‌/অনোল্‌] (বিশেষ্য) অগ্নি; আগুন। {(তৎসম বা সংস্কৃত)√অন্‌+অল(কলচ্‌)}
  • Bengali Word অনলস Bengali definition [অনলশ্‌] (বিশেষণ) আলস্যহীন; পরিশ্রমী। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অলস; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনল্প Bengali definition [অনল্‌পো] (বিশেষণ) অধিক; বেশি। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অল্প; বহু; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনশন Bengali definition [অনশন্‌/অনোশন্‌] (বিশেষ্য) উপবাস; অনাহার। অনশনক্লিষ্ট (বিশেষণ) উপবাসপিড়ীত; অনাহারে কাতর। অনশনব্রত (বিশেষ্য) উপবাসের দৃঢ়সঙ্কল্প; অনাহার প্রতিজ্ঞা। অনশনা (বিশেষ্য) স্ত্রী. উপবাসিনী; অনাহারিণী (মাতঙ্গিনী অনশনা রহিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অশন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনশ্বর Bengali definition [অনশ্‌শর] (বিশেষণ) অবিনাশী; চিরস্থায়ী; অক্ষয় (অনশ্বর প্রণয়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনশ্বরতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্‌)+নশ্বর; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}