Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অনুকার Bengali definition [ওনুকার্‌] (বিশেষ্য) অনুকরণ; সদৃশীকরণ। □ (বিশেষণ) অনুকারী (তাহা গুরুত্ব অনুকারী-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনুকরণীয় (বিশেষণ) অনুকরণযোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু +√কৃ+অ(ঘঞ্‌)}
  • Bengali Word অনুকূল Bengali definition [ওনুকুল] (বিশেষণ) ১ সহায়; হিতকারী; পোষক (অনুকুল পতি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সদয় (চিরদিনে সে বিহি ভেলি অনুকূল-বিদ্যাপতি)। □ ( ক্রিয়াবিশেষণ) সদয়ভাবে (চলিলে সাথে হাসিলে অনুকূল-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনুকূলতা, আনুকূল্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু + কূল; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুকৃত Bengali definition [ওনুক্‌কৃতো] (বিশেষণ) অনুকরণ করা হয়েছে এমন (তোমার পবিত্র আদর্শ জগতের ঘরে ঘরে অনুকৃত হবে-ফক)। অনুকৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+কৃত}
  • Bengali Word অনুক্ত Bengali definition [অনুক্‌তো] (বিশেষণ) ১ অকথিত; বলা হয়নি এমন (কোনো অনুক্ত অনির্দিষ্ট কারণে তাকে দেবে না-বুদ্ধদেব বসু)। ২ ((ব্যাকরণ)) ঊহ্য(অনুক্ত কর্তা)।{(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উক্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুক্রম Bengali definition [অনুক্‌ক্রোম] (বিশেষ্য) ১ পর্যায়পরস্পরা; পারস্পর্য; যথাক্রম; order (কিরূপ পূজিত হবে অনুক্রম কহ শুনি তার-কৃত্তিবাস ওঝা)। ২ কর্মসূচি; কার্যতালিকা; programme। অনুক্রমণ (বিশেষ্য) অনুসরণ; অনুবর্তন। অনুক্রমণিকা, অনুক্রমণি (বিশেষ্য) ভূমিকা; মুখবন্ধ; অবতরণিকা। অনুক্রমিক (বিশেষণ) ক্রমানুসারী। {(তৎসম বা সংস্কৃত)অনু + ক্রম; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুক্ষণ , অনুখন Bengali definition [ওনুক্‌খন্, ওনুখন্] (পদ্যে ব্যবহৃত) (ক্রিয়াবিশেষণ) সর্বদা; প্রতিক্ষণ; নিরন্তর (এ বিশ্বে অনন্ত রস ঝরে অনুক্ষণ-কাজী নজরুল ইসলাম; অনুখন যেই করিছে মথন অতীতের পারাবার-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অনু +ক্ষণ; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুগ Bengali definition [ওনুগো] (বিশেষণ) ১ অনুচর; অনুগামী; সেবক। ২ অনুযায়ী; অনুসারী (নিয়মানুগ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +গম্ +অ(ড)}
  • Bengali Word অনুগত Bengali definition [ওনুগতো] (বিশেষণ) ১ বাধ্য; অধীন; আশ্রিত। ২ মতানুসারী; মতাবলম্বী। আনুগত্য (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অনু+√গম্‌+ত (ক্ত)}
  • Bengali Word অনুগমন , অনুগম Bengali definition [ওনুগমোন্, ওনুগম্] (বিশেষ্য) ১ অনুসরণ; পশ্চাদ্‌গমন (বেদাঙ্গের অনুগম করেন্‌-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সহযাত্রা; একত্রে গমন। ৩ সহমরণ। অনুগামী (-মিন্) (বিশেষণ) ১ অনুসরণকারী; পশ্চাদ্‌গমনকারী (তব অনুগামী দাস-মাইকেল মধুসূদন দত্ত)। ২ সহচর; সহযাত্রী। অনুগামিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +√গম্‌ + অন্(ল্যুট্), অ(ঘঞ্); অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুগৃহীত Bengali definition [ওনুগ্‌গৃহিতো] (বিশেষণ) ১ উপকৃত; প্রতিপালিত। ২ অনুগ্রহপ্রাপ্ত; কৃপাপ্রাপ্ত। অনুগৃহীতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু+গৃহীত}
  • Bengali Word অনুগ্র Bengali definition [ওনুগ্‌গ্রো] (বিশেষণ) ১ শিষ্ট, ভদ্র, শান্ত (অনুগ্রস্বভাব)। ২ উগ্রতাশূন্য; মৃদু (অনুগ্র সৌরভ)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ উগ্র; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুগ্রহ Bengali definition [ওনুগ্‌গ্রোহো] (বিশেষ্য) ১ দয়া; কৃপা; করুণা। ২ সহায়তা; আনুকূল্য; উপকার। ৩ প্রসন্নতা; সন্তুষ্টি। অনুগ্রাহক, অনুগ্রাহী (বিশেষণ) অনুগ্রহকারী; সহায়। অনুগ্রাহিকা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +√গ্রহ্ +অ(অপ্)}
  • Bengali Word অনুঘটক Bengali definition [ওনুঘটোক্‌] (বিশেষ্য), (বিশেষণ) প্রভাবক; catalyst (যে সব পদার্থ রাসায়নিক ক্রিয়ায় অংশগ্রহণ না করিয়াও ঐ ক্রিয়াকে সাহায্য করিতে পারে; তাহাদিগকে অনুঘটক বা প্রভাবক বলে-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত)অনু +ঘটক; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুচর Bengali definition [ওনুচর্‌] (বিশেষ্য) ১ সহচর; অনুগামী; সঙ্গী। ২ ভৃত্য; আজ্ঞাবহ; দাস। □ (বিশেষণ) অনুগমনকারী; follower (আমরাও কালের অনুচর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনুচরী (স্ত্রীলিঙ্গ)। অনুচারী(-রিন্) (বিশেষণ) অনুগামী; অনুসারী। □ (বিশেষ্য) ভৃত্য; পরিচারক। অনুচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অনু +চর;√চর্+ অ(অচ্); অনুগামী চর-মধ্যপদলোপী কর্মধারয় সমাস}
  • Bengali Word অনুচিকীর্ষা Bengali definition [ওনুচিকির্‌শা] (বিশেষ্য) অনুকরণ করার ইচ্ছা। অনুচিকীর্ষু (বিশেষণ) অনুকরণ করতে ইচ্ছুক (এখনও বহু কবি ও গীতিকার নজরুল ইসলামের অনুচিকীর্ষু)। {(তৎসম বা সংস্কৃত) অনু+চিকীর্ষা}
  • Bengali Word অনুচিত Bengali definition [অনুচিত্] (বিশেষণ) অন্যায়; অকর্তব্য অযথা। □ (ক্রিয়াবিশেষণ) অন্যায়ভাবে (তাহে হৈল বিপরীতি, আরো কহ অনুচিত-ভারতচন্দ্র রায় গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উচিত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুচিন্তন , অনুচিন্তা Bengali definition [ওনুচিন্‌তন্, ওনুচিন্‌তা] (বিশেষণ) ১ অনুধ্যান; পশ্চাৎচিন্তা। ২ নিরন্তর চিন্তা; গভীর চিন্তা। {(তৎসম বা সংস্কৃত)অনু +চিন্তন, চিন্তা; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুচ্চ Bengali definition [অনুচ্‌চো] (বিশেষণ) ১ উঁচু নয় এমন; নিচ (অনুচ্চ স্থান)। ২. নিম্ন, মৃদু (অনুচ্চ কন্ঠে)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উচ্চ; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুচ্চারণীয় , অনুচ্চা র্য Bengali definition [অনুচ্‌চারোনিয়ো, অনুচ্‌চার্‌জো] (বিশেষণ) ১ উচ্চারণ করতে পারা যায় না অথবা উচ্চারিত হয় না এমন (ফরাসি শব্দে অনুচ্চার্য)। ২ অকথ্য; উচ্চারণের অযোগ্য। অনুচ্চারিত (বিশেষণ) অনুক্ত; অব্যক্ত (একটু বা বিতৃষ্ণা আছে অনুচ্চারিত-অচিন্তকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উচ্চারণীয়; উচ্চার্য; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনুচ্ছেদ , অণুচ্ছেদ Bengali definition (অশুদ্ধ কিন্তু প্রচলিত.)[অনুচ্‌ছেদ্] (বিশেষ্য) প্রবন্ধ বা আইনের ক্ষুদ্রাংশ; paragraph। {(তৎসম বা সংস্কৃত)অনু +ছেদ>; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুজ , অনুজন্মা Bengali definition [ওনুজো, ওনুজন্‌মা] (বিশেষ্য) কনিষ্ঠ ভ্রাতা; ছোটভাই। অনুজা (স্ত্রীলিঙ্গ)। অনুজাত (বিশেষণ) পরে জাত বা উৎপন্ন। {(তৎসম বা সংস্কৃত)অনু+জ(<জন্+ড), জন্ম(জন্মন্)}
  • Bengali Word অনুজীবী Bengali definition [ওনুজিবি] (বিশেষ্য) ভৃত্য; আশ্রিত; পোষ্য। □ (বিশেষণ) অনুবর্তী, অনুগামী। অনুজীব্য (বিশেষণ) আশ্রয় করার বা সহায় হওয়ার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত)অনু+জীবিন্>}
  • Bengali Word অনুজ্জ্বল Bengali definition [অনুজ্‌জল্] (বিশেষণ) ১ অল্প দীপ্তি বা প্রভাযুক্ত (অনুজ্জ্বল দীপ)। ২ অপ্রখর; মেধাহীন (অনুজ্জ্বল প্রতিভা)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উজ্জ্বল; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুজ্ঞা Bengali definition [অনুগ্‌গাঁ] (বিশেষ্য) ১ আদেশ; অনুমতি; সন্মতি; (আমি তোমাকে অনুজ্ঞা প্রদান করি নাই-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রবর্তনা; নিয়োগ। ৩ ((ব্যাকরণ)) ক্রিয়ার আদেশভাব (যেমন ‘মারা ক্রিয়ার অনুজ্ঞায় ‘মার্’)। অনুজ্ঞাত (বিশেষণ) আদেশ বা অনুমতিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু+জ্ঞা+অ(অঙ্)+আ(টাপ্)}
  • Bengali Word অনুতপ্ত Bengali definition [ওনুতপ্‌তো] (বিশেষণ) কৃতকর্মের জন্য দুঃখিত; সন্তপ্ত। {(তৎসম বা সংস্কৃত)অনু +তপ্ত; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুতাপ Bengali definition [ওনুতাপ্] (বিশেষ্য) অনুশোচনা; আফসোস; পরিতাপ। অনুতপ্ত বিণ। অনুতাপগ্রস্ত (বিশেষণ) অনুতপ্ত; পরিতাপগ্রস্ত; আক্ষেপকারী (ক্রোধ শান্তি হইলে যারপরনাই অনুতাপগ্রস্ত হইবেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অনু +তাপ; অব্যয়ীভাব সমাস}
  • Bengali Word অনুত্তম Bengali definition [অনুত্‌তম্] (বিশেষণ) ১ সর্বোৎকৃষ্ট; অত্যুত্তম(পরোপকার অনুত্তম ধর্ম)। ২ নিকৃষ্ট ; অধম; (অনুত্তম বংশে যার জন্ম; তার আচরণ প্রায়ই অশোভন হয়)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উত্তম; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুত্তর Bengali definition [অনুত্‌তর্] (বিশেষণ) ১ নিরুত্তর; প্রত্যুত্তরহীন। ২ যার উত্তরে অর্থ্যাৎ পরে আর কিছু নেই; শ্রেষ্ঠ; সর্বোত্তম। ৩ উত্তর দিকে অবস্থিত নয় এমন; দক্ষিণ দিকস্থ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উত্তর; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুত্তী র্য Bengali definition [অনুত্‌তিরজো] (বিশেষণ) দুস্তর; দুরতিক্রম্য (বৃক্ষাদিশূন্য অনন্ত প্রান্তরবৎ জীবনের পথ অনুত্তীর্য হইত-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ উত্তীর্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনুদাত্ত Bengali definition [অনুদাত্‌তো] (বিশেষণ) অনুচ্চস্বর; নিম্নস্বর। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+উদাত্ত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}