অ পৃষ্ঠা ১৮
- Bengali Word অধিরূঢ়, অধ্যারূঢ় Bengali definition [ওধিরুঢ়ো, ওদ্ধারুঢ়ো] (বিশেষণ) আরূঢ়; সমাসীন (সিংহাসনে অধিরূঢ় হইয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√রুহ্+ ত(ক্ত), অধি+আ+√রুহ্+ত(ক্ত)}
- Bengali Word অধিরোপ Bengali definition [ওধিরোপ] (বিশেষ্য) আরোপ; প্রয়োগ (সমাধি যুড়িয়া ঋষি করে অধিরোপ-দৌলত উজির বাহরাম খান)। অধিরোপিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অধ্যারোপ>}
- Bengali Word অধিরোপণ Bengali definition [ওধিরোপোন্] (বিশেষ্য) ১ আরোহন করানো। ২ ধনুকে শরযোজন। {(তৎসম বা সংস্কৃত)অধি+√রোপি+অন(ল্যুট্)}
- Bengali Word অধিরোহণ Bengali definition [ওধিরোহোন্] (বিশেষ্য) উপরে ওঠা; আরোহণ; চড়া। অধিরোহণী, অধিরোহিণী (বিশেষ্য) যা দ্বারা উপরে চড়া যায়; সোপান; সিঁড়ি (কিরূপে জলন্ত অধিরোহণী দ্বারা আরোহণ করিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধিরোহী(-হিন্)(বিশেষ্য), (বিশেষণ) আরোহী। অধিরোহিণী (স্ত্রীলিঙ্গ)।{(তৎসম বা সংস্কৃত)অধি+√রুহ্+ অন(ল্যুট্),+ইন্}
- Bengali Word অধিশায়িত Bengali definition [ওধিশায়িতো] (বিশেষণ) অধিষ্ঠাপিত; শায়িত। {(তৎসম বা সংস্কৃত) অধি+√শী+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word অধিশয়িত Bengali definition [ওধিশোয়িতো] (বিশেষণ) অধিষ্ঠিত; শুয়ে আছে এমন। {(তৎসম বা সংস্কৃত) অধি+√শী+ত(ক্ত)}
- Bengali Word অধিষ্ঠাতা Bengali definition [ওধিশ্ঠাতা] (বিশেষণ) অধিষ্ঠানকারী; অবস্থানকারী। (বিশেষ্য) নিয়ন্তা। অধিষ্ঠাত্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) অধি+√স্থা+ তৃ(তৃচ্)}
- Bengali Word অধিষ্ঠান Bengali definition [ওধিশ্ঠান্] (বিশেষ্য) ১ অবস্থিতি; স্থিতি(কুলাচারে অধিষ্ঠান-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ আবির্ভাব; উপস্থিতি। ৩ আশ্রয়; আধার (দেবতার অধিষ্ঠান)। ৪ উপবেশন। {(তৎসম বা সংস্কৃত)অধি+√স্থা+অন(ল্যুট্)}
- Bengali Word অধিষ্ঠাপন Bengali definition [ওধিশ্ঠাপোন্] (বিশেষ্য) অধিষ্ঠান করানো। অধিষ্ঠাপিত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অধি+√স্থা+ণিচ্+ অন(ল্যুট্)}
- Bengali Word অধিষ্ঠিত Bengali definition [ওধিশ্ঠিতো] (বিশেষণ) ১ অবস্থিত; অধ্যুষিত। ২ আবির্ভূত; উপস্থিত। ৩ অধিকৃত; আক্রান্ত; বেষ্টিত। {(তৎসম বা সংস্কৃত)অধি+√স্থা +ত(ক্ত)}
- Bengali Word অধীত Bengali definition [ওধিতো] (বিশেষণ) পাঠ করা হয়েছে এমন; পঠিত (সে কালের শিক্ষায় ব্যাকরণ অধীত হত বারো বছর ধরে-সুধীন্দ্রনাথ দত্ত)। অধীতি (বিশেষ্য) অধ্যায়ন (সাহিত্য সৃষ্টিতে প্রথম দরকার প্রতিভা, দ্বিতীয় অসাধারণ অধ্যাবসায় ও গভীর অধীতি –মুহম্মদ মনসুরউদ্দীন। অধীতী(-তিন&) (বিশেষ্য), (বিশেষণ) যে পাঠ করে; অধ্যায়নকারী; কৃতবিদ্য। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ত(ক্ত)}
- Bengali Word অধীন Bengali definition [ওধিন্] (বিশেষণ) ১ আয়ত্ত; বশীভূত (আজ্ঞার অধীন)। ২ অন্তর্গত; অন্তর্ভূক্ত (শাসনের অধীন)। ৩ অনুগত; বাধ্য (অধীন জন)। (বিশেষ্য) ১ অধীন ব্যক্তি (অধীনের বিনীত নিবেদন)। ২ নিয়ন্ত্রণ; তত্ত্ববধান (তাঁর অধীনে আমি কাজ করি)। অধীনতা (বিশেষ্য) আজ্ঞানুবর্তিতা; পরাধীনতা। অধীনা, অধিনী, অধীনী (বিশেষণ) আশ্রিতা; বশীভূতা; অনুগতা (তুমি নব জলধর এ তব অধীনী-মাইকেল মধুসূদন দত্ত; তাইতো কাঁদায় নিশিদিনই এ অধীনী –কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত)অধি+ইন(খ)}
- Bengali Word অধীর Bengali definition [ওধির্] (বিশেষণ) ১ অস্থির; চঞ্চল। ২ ধৈর্যহীন; অসহিষ্ণু। ৩ কাতর; ব্যাকুল। ৪ ব্যগ্র; উৎকন্ঠিত। অধীরতা (বিশেষ্য)। অধীরা (বিশেষণ) স্ত্রী. ধৈর্যহারা; ধৈর্যহীনা (শকুন্তলা একান্ত অধীরা হইয়া কহিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধীরতা (বিশেষ্য) চঞ্চলতা; অধৈর্য; অস্থিরতা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ ধীর; (নঞ্ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অধীশ, অধীশ্বর Bengali definition [ওধিশ্, ওধিশ্শর্] (বিশেষ্য) ১ মালিক; অধিপতি; কর্তা। ২ সম্রাট; নৃপতি; রাজা। {(তৎসম বা সংস্কৃত)অধি+ঈশ, ঈশ্বর}
- Bengali Word অধীয়মান Bengali definition [ওধিয়োমান্] (বিশেষণ) পঠিত হচ্ছে এমন(অধীয়মান পুস্তক)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+শানচ্(মান)}
- Bengali Word অধীয়ান Bengali definition [ওধিয়ান্] (বিশেষণ) বিদ্যার্থী; অধ্যাযনকারী (ছাত্র)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+আন(শানচ্)}
- Bengali Word অধুনা Bengali definition [ওধুনা] অব্যয় সম্প্রতি; আজকাল; বর্তমানে। অধুনাতন, অধুনাতনী (বিশেষণ) আধুনিক; বর্তমানকালীন; আজকালকার (অধুনাতনী হঠকারিতা-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)ইদম্+ধুনা}
- Bengali Word অধৃষ্ট Bengali definition [অধ্রিশ্টো] (বিশেষণ) বিনীত; অনুদ্ধত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ ধৃষ্ট; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অধৃষ্য Bengali definition [অধ্রিশ্শো] (বিশেষণ) অজেয়; পরাজিত করা যায় না এমন। অধৃষ্যতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধৃষ্য; (বহুব্রীহি সমাস); (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অধৈর্য Bengali definition [অধোইর্জো] (বিশেষ্য) অস্থিরতা; অসহিষ্ণুতা (স্ত্রীর অধৈর্য উত্তরোত্তর বাড়িয়া উঠিতেছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। (বিশেষণ) অস্থির; ধৈর্যহীন; ব্যাকুল। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধৈর্য}
- Bengali Word অধোগতি, অধোগমন Bengali definition [অধোগোতি, অধোগমোন্] (বিশেষ্য) ১ নিম্নগতি; নিচের দিকে যাওয়া। ২ অবনতি; দুর্দশা; অধঃপতন (আকস্মিক অধোগতির খবরতার কানে আসে-অচিন্তকুমার সেনগুপ্ত)। ৩ নরকবাস; দোজখে যাওয়া। অধোগত, অধোগামী (-মিন্) (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) অধঃ+গতি,গমন; (বহুব্রীহি সমাস).;৭ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word অধোদৃষ্টি Bengali definition [অধোদৃশ্টি] (বিশেষণ) নিম্নদৃষ্টিসম্পন্ন; নিচের দিকে লক্ষ্য এমন। (বিশেষ্য) নিম্নদিকে দৃষ্টি বা লক্ষ্য। {(তৎসম বা সংস্কৃত)অধঃ+দৃষ্টি;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অধোদেশ Bengali definition [অধোদেশ্] (বিশেষ্য) নিচের দিক; নিম্নাংশ। {(তৎসম বা সংস্কৃত)অধঃ+দেশ; কর্মধা.}
- Bengali Word অধোবদন Bengali definition ⇒ অধোমুখ
- Bengali Word অধোভাগ Bengali definition [অধোভাগ্] (বিশেষ্য) নিম্নাঙ্গ; নিম্নস্থল। {(তৎসম বা সংস্কৃত)অধঃ+ভাগ; কর্মধা.}
- Bengali Word অধোভুবন, অধোলোক Bengali definition [অধোভুবন্, অধোলোক] (বিশেষ্য) পাতাল; রসাতল। {(তৎসম বা সংস্কৃত)অধঃ+ভুবন, লোক; কর্মধা.}
- Bengali Word অধোমুখ, অধোবদন Bengali definition [অধোমুখ্, অধোবদোন্] (বিশেষণ) নতমুখ; নতশির; মাথা হেঁট করেছে এমন (রানী এককালে হতবুদ্ধি ও অধোবদন হইয়া রহিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অধঃ+মুখ,বদন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অধোলোক Bengali definition ⇒ অধোভুবন
- Bengali Word অধ্যক্ষ Bengali definition [ওদ্ধোক্খো] (বিশেষ্য) ১ কর্তা; প্রভু; মালিক (আমবাগানের অধ্যক্ষ প্রতিবেশীর অভিযোগক্রমে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ পরিচালক; তত্ত্বাবধায়ক; principal। ৩ ভারপ্রাপ্ত কর্মচারী (কোষাধ্যক্ষ, সংকলনাধ্যক্ষ)। অধ্যক্ষত্ব, অধ্যক্ষতা (বিশেষ্য) মাতব্বরি; বিজ্ঞপনা (অধ্যক্ষতা করিতে গিয়া-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত)অধি+ অক্ষ, প্রাদি সমাস}
- Bengali Word অধ্যবসায় Bengali definition [ওদ্ধোবশায়্] (বিশেষ্য) ১ অবিরাম সাধন; ক্রমাগত চেষ্টা (অফুরন্ত তাদের অধ্যবসায়-মনোজ বসু)। ২ দৃঢ় প্রযত্ন (এই মুসলমান সন্তানের জন্য আপনার এতদূর পর্যন্ত অধ্যবসায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। অধ্যবসায়ী (-য়িন), অধ্যবসায়শীল (বিশেষণ) অক্লান্ত পরিশ্রমী; নিয়ত যত্নশীল; উদ্যোগী। {(তৎসম বা সংস্কৃত)অধি+অব+√সো+অ(ঘঞ্)}