অ পৃষ্ঠা ১৭
- Bengali Word অধস্তন Bengali definition [অধস্তন, অধস্তনো] (বিশেষণ) ১ নিম্নস্থিত; নিম্নগত; বংশপরস্পরাক্রমে পরবর্তী(অধস্তন পুরুষ)। ২ অধীন; পদমর্যাদায় ন্যূন (অধস্তন কর্মচারী)। {(তৎসম বা সংস্কৃত)অধস্+তন}
- Bengali Word অধার্মিক Bengali definition [অধার্মিক্] (বিশেষণ) পাপিষ্ঠ; ধর্মহীন। (বিশেষ্য) অধার্মিকতা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধার্মিক; (বহুব্রীহি সমাস) }
- Bengali Word অধি Bengali definition [ওধি] অব্যয় প্রাধান্য আধিপত্য আধিক্য ইত্যাদিসূচক উপসর্গ। {(তৎসম বা সংস্কৃত)উপসর্গ}
- Bengali Word অধিক Bengali definition [ওধিক্] (বিশেষণ) বেশী; অনেক; অতিরিক্ত। অধিকা (স্ত্রীলিঙ্গ) (তুমি সখি পরাণ-অধিকা-মোহিতলাল মজুমদার)। অধিকতম (বিশেষণ) সর্বাপেক্ষা অধিক; সবচেয়ে বেশি। অধিকতর (বিশেষণ) দুইয়ের মধ্যে অধিক; অপেক্ষাকৃত বেশি। {(তৎসম বা সংস্কৃত)অধি+ক(কন্)}
- Bengali Word অধিকন্তু Bengali definition [অধিকোন্তু] অব্যয় আরও; বেশির ভাগে; উপরন্তু; তার উপর। {(তৎসম বা সংস্কৃত)অধিকং+তু}
- Bengali Word অধিকরণ Bengali definition [ওধিকরোন্] (বিশেষ্য) ১ (ব্যাকরণ) ক্রিয়ার আধারবোধক কারকবিশেষ। ২ অধিকার করা; দখল করা। ৩ স্থান; কার্যালয়। {(তৎসম বা সংস্কৃত)অধি+√কৃ +অন(ল্যুট্)}
- Bengali Word অধিকর্তা Bengali definition [ওধিকর্তা] (বিশেষ্য) কোনো প্রতিষ্ঠানের সর্বোচ্চ দায়িত্বশীল ব্যক্তি; পরিচালক। {(তৎসম বা সংস্কৃত)অধি+কর্তা}
- Bengali Word অধিকাংশ Bengali definition [ওধিকাঙ্শো] (বিশেষণ) বেশির ভাগ। {(তৎসম বা সংস্কৃত)অধিক+অংশ; কর্মধা.}
- Bengali Word অধিকার Bengali definition [ওধিকার্] (বিশেষ্য) ১ স্বত্ব; স্বামিত্ব; দাবি। ২ দখল; আয়ত্ত (অধিকার করা)। ৩ জ্ঞান; অভিজ্ঞতা(শাস্ত্রে অধিকার)। ৪ আধিপত্য; কর্তৃত্ব(তদীয় অধিকার কালে প্রজালোকের সৌভাগ্য সঞ্চার ঘটিয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৫ যোগ্যতা; উপযুক্ততা(স্বাধীনতার অধিকার)। ৬ এলাকা। অধিকারভেদ (বিশেষ্য) যোগ্যাযোগ্যের পার্থক্যবিচার। অধিকারী (-রিন্) (বিশেষণ) স্বত্ববান; মারিকানাসম্পন্ন। (বিশেষ্য) ১ মালিক; প্রভু। ২ যাত্রাদলের অধ্যক্ষ বা দলপতি (যাত্রার বালক অধিকারীর কানমলা খাইয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ উপাধিবিশেষ। ৪ উচ্চপদস্থ কর্মচারী(নীরব সচিববৃন্দ, অধিকারী যত রক্ষঃশ্রেষ্ঠ-মাইকেল মধুসূদন দত্ত)। অধিকারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√কৃ+অ(ঘঞ্)+ ইন্}
- Bengali Word অধিকৃত Bengali definition [ওধিক্ক্রিতো] (বিশেষণ) ১ আয়ত্বে বা দখলে আনীত। ২ শিক্ষা বা চর্চার দ্বারা লব্ধ। (বিশেষ্য) যার উপর কার্যনির্বাহের ভার অর্পিত হয়; অধ্যক্ষ (কেবল অধিকৃতবর্গের বিবেচনার উপর নির্ভর করিয়া নিশ্চিত হইয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধিকৃতি (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√কৃ+ত(ক্ত)}
- Bengali Word অধিগত Bengali definition [ওধিগতো] (বিশেষণ) ১ প্রাপ্ত ; লব্ধ। ২ জ্ঞাত; শিক্ষার দ্বারা আয়ত্ত। {(তৎসম বা সংস্কৃত)অধি+√গম্+ ত(ক্ত)}
- Bengali Word অধিগম, অধিগমন Bengali definition [ওধিগম্, ওধিগমোন্] (বিশেষ্য) প্রাপ্তি; লাভ; আয়ত্ত। {(তৎসম বা সংস্কৃত)অধি+√গম্+ অ(ঘঞ্), অন(ল্যুট্)}
- Bengali Word অধিগম্য Bengali definition [ওধিগোম্মো] (বিশেষণ) ১ জ্ঞেয়; জ্ঞানগম্য। ২ প্রাপ্য; লভ্য (তাঁদের পক্ষে অধিগম্য বাড়িগুলো মনে মনে ভেবে গেলো-বুদ্ধদেব বসু)।{(তৎসম বা সংস্কৃত)অধি+√গম্+য(ণ্যৎ)}
- Bengali Word অধিত্যকা Bengali definition [ওধিত্তোকা] (বিশেষ্য) (ভূগো.) পর্বতের সমতল উপরিভাগ বা সানুদেশ।{(তৎসম বা সংস্কৃত)অধি+ত্যক(ত্যকন্)+ আ}
- Bengali Word অধিদেব, অধিদেবতা, অধিদৈবত Bengali definition [ওধিদেব্, ওধিদেবোতা, ওধিদোইবত্] (বিশেষ্য) অধিষ্ঠাত্রী দেবতা; অন্তর্যামী পুরুষ (ফলত অধিদৈবতের সংঙ্গে তারা প্রায় অপত্য সমন্ধ পাতিয়েছিল-সুধীন্দ্রনাথ দত্ত)।{(তৎসম বা সংস্কৃত)অধি+দেব, দেবতা, দৈবত}
- Bengali Word অধিনায়ক Bengali definition [ওধিনায়োক্] (বিশেষ্য) নেতা; দলপতি; সেনাপতি। অধিনায়কত্ব (বিশেষ্য) । {(তৎসম বা সংস্কৃত)অধি+নায়ক}
- Bengali Word অধিপ, অধিপতি Bengali definition [ওধিপো, ওধিপোতি] (বিশেষ্য) মালিক; প্রভু; রাজা(এহিজন মৃত্যু অধিপতি-সৈয়দ সুলতান)।{(তৎসম বা সংস্কৃত)অধি+√পা+অ(ক), অতি(ডতি)}
- Bengali Word অধিবাস ১ Bengali definition [ওধিবাশ্] (বিশেষ্য) বাসস্থান; আবাস। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বস্+অ(ঘঞ্)}
- Bengali Word অধিবাস ২ Bengali definition [ওধিবাশ্] (বিশেষ্য) বিবাহের পূর্বে অথবা শুভকর্মাদির আগে পালনীয় হিন্দু সংস্কারবিশেষ (করিলা মঙ্গল অধিবাস-ঘনরাম চক্রবর্তী)। অধিবাসন (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বস্+ণিচ্+অ(অচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word অধিবাসী Bengali definition [ওধিবাশি] (বিশেষণ) নিবাসী; বাসিন্দা। {(তৎসম বা সংস্কৃত)অধিবাস+ইন্(ণিনি)}
- Bengali Word অধিবিন্না Bengali definition ⇒ অধিবেদন
- Bengali Word অধিবৃত্ত Bengali definition [ওধিবৃত্তো] বি. (গণিত.) বৃত্তবৎ ক্ষেত্রবিশেষ; parabola । অধিবৃত্তাকার (বিশেষ্য) (অধিবৃত্তাকার কক্ষপথ কদাচিৎ দেখতে পাওয়া যায়-শেখ ফজলল করিম)। {(তৎসম বা সংস্কৃত)অধি+বৃত্ত}
- Bengali Word অধিবেত্তা Bengali definition ⇒ অধিবেদন
- Bengali Word অধিবেদন Bengali definition [ওধিবেদোন্] (বিশেষ্য) প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও দ্বিতীয়বার বিবাহ করা। অধিবেত্তা (বিশেষ্য) প্রথম স্ত্রী থাকা থাকা সত্ত্বেও যে স্বামী দ্বিতীয়বার বিবাহ করে। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বিদ্+অন(ল্যুট্)}
- Bengali Word অধিবেশন Bengali definition [ওধিবেশোন্] (বিশেষ্য) সভা ইত্যাদির অনুষ্ঠান; বৈঠক। ২ সভার সন্মেলন; meeting। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বিশ্+ অন(ল্যুট্)}
- Bengali Word অধিভুক্ত Bengali definition [অধিভুক্তো] (বিশেষণ) কোনো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণে এমন (অধিভুক্ত কলেজ); affiliated। {(তৎসম বা সংস্কৃত)অধি+ভূক্ত}
- Bengali Word অধিভূ Bengali definition ⇒ অধিপ
- Bengali Word অধিমাংস Bengali definition [ওধিমাঙ্শো] (বিশেষ্য) ১ ফোঁড়া; বিস্ফোটক। ২ চক্ষুর এক প্রকার রোগ। {(তৎসম বা সংস্কৃত)অধি+মাংস}
- Bengali Word অধিরথ Bengali definition [ওধিরথ্] (বিশেষ্য) ১ সারথি।২ কর্ণের পালক –পিতা। ৩ মহারথ। {(তৎসম বা সংস্কৃত)অধি+রথ}
- Bengali Word অধিরাজ Bengali definition [ওধিরাজ্] (বিশেষ্য) সম্রাট; শাহানশাহ; প্রধান রাজা। অধিরাজ্য (বিশেষ্য) সার্বভৌম রাষ্ট্রের অধীন রাজ্যবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) অধি+রাজন্}