Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word অনধিকার Bengali definition [অনোধিকার্‌] (বিশেষ্য) স্বত্ব বা অধিকারের অভাব। অনধিকারী (-রিন্) (বিশেষণ) অধিকারহীন; অযোগ্য। অনধিকৃত (বিশেষণ) অনায়ত্ত। অনধিকারচর্চা (বিশেষ্য) যে বিষয়ে জ্ঞান নেই তার আলোচনায় লিপ্ত হওয়া বা হস্তক্ষেপ করা। অনধিকারচর্চী(-র্চিন) বিণ। অনধিকারপ্রবিষ্ট (বিশেষণ) অনুমতি বা অধিকার ছাড়াই প্রবেশ লাভ করেছে এমন। অনধিকার প্রবেশ (বিশেষ্য) বিনা অধিকারে বা অনুমতিতে কোনো স্থানে প্রবেশ। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্)+অধিকার}
  • Bengali Word অনধিগত Bengali definition [অনোধিগতো] (বিশেষণ) ১ অপঠিত; অনধীত; অজ্ঞাত। ২ অলব্ধ; অপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্)+অধি+গত; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনধিগম্য Bengali definition [অনোধিগম্‌মো] (বিশেষণ) ১ অবোধ্য; জ্ঞানের অতীত (অনধিগম্য রহস্যলীলা)। ২ অগম্য; দুর্গম (অনধিগম্য পর্বতশৃঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্)+অধি+গম্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনধীত Bengali definition [অনোধিতো] (বিশেষণ) অপঠিত; পড়া হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্‌)+অধীত; (বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনধ্যায় Bengali definition [অনোদ্‌ধ্যায়] (বিশেষ্য) পাঠে বিরতি; বিদ্যালয়ের ছুটি। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্)+অধ্যায়; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অননুকম্পায়ী Bengali definition [অনোনুকম্‌পায়ি] (বিশেষণ) সহানুভূতিহীন; নির্দয় (অননুকম্পায়ীদের সুরুচি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অন্‌(নঞ্‌)+ অনুকম্পায়ী; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অননুকরণীয় Bengali definition [অনোনুকরোনিয়ো] (বিশেষণ) অনুকরণের অসাধ্য বা অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অনুকরণীয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অননুভবনীয় Bengali definition [অনোনুভবোনিয়ো] (বিশেষণ) অনুভূতির অতীত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অনুভবনীয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অননুভূতপূর্ব Bengali definition [অনোনুভুতোপুর্‌বো] (বিশেষণ) আগে অনুভব করা হয়নি এমন। (অননুভূতর্পূব সহায় উপস্থিত হইল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অনুভূত+ র্পূব; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অননুমত , অননুমোদিত , অনভিমত Bengali definition [অনোনুমতো, অননুমোদিতো, অনোভিমতো] (বিশেষণ) অনুমতি বা সর্মথন বা অভিমত লাভ করা যায়নি এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অনুমত; অনুমোদিত; অভিমত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অননুমেয় Bengali definition [অনোনুমেয়ো] (বিশেষণ) অনুমান করা যায় না এমন। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অনুমেয়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অননুমোদন Bengali definition [অনোনুমোদন] (বিশেষ্য) অসমর্থন; অনুমোদনের অভাব। অননুমোদিত ⇒ অননুমত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অনুমোদন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অননুশীলন Bengali definition [অনোনুশিলন] (বিশেষ্য) অভ্যাস বা চর্চার অভাব। অননুশীলিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অনুশীলন; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অননুষ্ঠিত Bengali definition [অনোনুশ্‌ঠিতো] (বিশেষণ) অনুষ্ঠান করা হয়নি এমন; অসম্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অনুষ্ঠিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনন্ত Bengali definition [অনোন্‌তো] (বিশেষণ) ১ অসীম; অশেষ। ২ অক্ষয়; চিরস্থায়ী (সঙ্গে বরাঙ্গ শচী অনন্তযৌবনা-মাইকেল মধুসূদন দত্ত)। ৩ বাহুতে পরিধেয় অলঙ্কারবিশেষ (মোটা মোটা সোনার অনন্ত-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষ্য) ১ আকাশ (তোমার অনন্তমাঝে এমন সন্ধ্যা হয়নি কোন কালে–রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ সর্পরাজ শেষনাগ। অনন্তকাল (বিশেষ্য) চিরকাল; আবহমানকাল। অনন্তকালব্যাপী, অনন্তকালস্থায়ী , (বিশেষণ) নিত্য বর্তমান; চিরস্থায়ী। অনন্তনিদ্রা (বিশেষ্য) (আল.) মৃত্যু; চিরনিদ্রা। অনন্তরূপা, অনন্তরূপিণী (বিশেষণ) স্ত্রী. নানানরূপধারিণী (এক মূর্তি অনন্তরূপিণী)। অনন্তরূপী (বিশেষণ) অসংখ্য আকৃতিবিশিষ্ট। অনন্তশয়ন, অনন্তশয্যা (বিশেষণ) ১ বিষ্ণুর অনন্তনাগ শয্যা। ২ (আল.) মৃত্যু। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্ত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনন্তর Bengali definition [অনন্‌ত্‌র] ক্রিবিন তারপর; অতঃপর (অনন্তর অনতিদূরবর্তী মন্দিরে প্রবেশ-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্তর; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনন্বয় , অবন্বিত Bengali definition [অনোন্‌নয়্‌, অনোন্‌নিত্] (বিশেষণ) অসংলগ্ন; অসংযুক্ত; সম্পর্কশূন্য। অনন্বয়োপমা (বিশেষ্য) কাব্যালঙ্কার-বিশেষ; এক বস্তুতে উপমান ও উপমেয়ের ধর্ম বর্ণিত হয়ে নিজেই নিজের উপমা হলে অনন্বয়োপমা হয়(তোমার তুলনা তুমি-নিধুবাবু)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্বয়, অন্বিত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনন্য Bengali definition [অনোন্‌নো] (বিশেষণ) ১ একক; অভিন্ন। ২ অনুপম; অদ্বিতীয়। অনন্যা স্ত্রী.(ভেবেছি আসবে নিয়ে অনন্যা সুপ্রীতি –সানাউল হক)।অনন্যকর্মা (বিশেষণ) একক কর্মে রত; একাগ্র (রাজা অনন্যমনা ও অনন্যকর্মা হইয়া কেবল ভোগসুখে কালযাপন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)।অনন্যগতি, অনন্যসহায়, (বিশেষণ) গত্যন্তরহীন, অনন্যোপায়(অনন্যসহায় একমাত্র গীতিধ্বনিতে কর্ণ-বিবর পরিপূরিত হইতেছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনন্যচিত্ত বিন একাগ্রচিত্ত; অনন্যমনা। অনন্যচিত্তা (বিশেষণ) স্ত্রী. (অনন্যচিত্তা হইয়া স্থির কর্ণে শ্রবণ করে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনন্যচিন্তা বিন একক বিষয়ে চিন্তা; একাগ্র ধ্যান। অনন্যতন্ত্র বিন মৌলিক; অন্যের নেই এমন(অনন্যতন্ত্র প্রতিভা-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনন্যতন্ত্রতা (বিশেষ্য)। অনন্যদৃষ্টি (বিশেষণ) বিষয়ান্তরে দৃষ্টিহীন, একাগ্রদৃষ্টি (বিস্ময়াবিষ্ট ও অনন্যদৃষ্টি হইয়া নিরীক্ষণ করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অনন্যবৃত্তি (বিশেষণ) যার অন্য কর্ম বা চেষ্টা নেই। অনন্যমতি, অনন্যমন, অনন্যমনা (বিশেষণ) একাগ্রচিত্তে; অন্যদিকে মন নেই এমন (রাজা অনন্যমনা ও অনন্যকর্মা হইয়া কেবল ভোগসুখে কালযাপন করিতে লাগিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অনন্যমনে (ক্রিয়াবিশেষণ) একাগ্রচিত্তে (তিনি অনন্যমনে সন্তুষ্টচিত্তে –রবীন্দ্রনাথ ঠাকুর)। অনন্যসহায়⇒গতি। অনন্যসাধারণ, অনন্যসুলভ (বিশেষণ) অসাধারণ; অন্য ব্যক্তিতে দুর্লভ। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্য;(বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনন্যোপায় Bengali definition [অনোন্‌নোপায়্] (বিশেষণ) অনন্যগতি; উপায়ন্তরবিহীন(অবশেষে অনন্যোপায় হইয়া–রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অন্য+উপায়; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনপত্য Bengali definition [অনপোত্‌তো] (বিশেষণ) সন্তান নেই এমন; নিঃসন্তান। অনপত্যতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অপত্য; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনপনেয় Bengali definition [অনপনেয়ো] (বিশেষণ) ১ মোছা যায় না এমন (অনপনেয় কালি)। ২ সরিয়ে ফেলা যায় না এমন। ৩ অপসারণের অযোগ্য। ৪ অপহরণের অযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অপনেয়; (বহুব্রীহি সমাস)
  • Bengali Word অনপরাধ Bengali definition [অনপোরাধ্‌] (বিশেষ্য) অপরাধহীনতা; নির্দোষিতা। □ (বিশেষণ) নিরপরাধ; নির্দোষ। অনপরাধী বিণ। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অপরাধ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনপেক্ষ Bengali definition [অনপেক্‌খো] (বিশেষণ) নিরপেক্ষ; স্বাধীন; অন্যের মুখাপেক্ষী নয় এমন (একই অনপেক্ষ আকাশ-অচিন্তকুমার সেনগুপ্ত)। অনপেক্ষতা (বিশেষ্য)। অনপেক্ষিত (বিশেষণ) অপ্রত্যাশিত; অসম্ভাবিত। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অপেক্ষা; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনবকাশ Bengali definition [অনবোকাশ্‌] (বিশেষ্য) অনবসর; অবকাশের অভাব (এমন কি অনবকাশের সময়ও ইহার সমন্ধে চিন্তা করিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ ) অবসরহীন; অবকাশশূন্য। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবকাশ; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনবগত Bengali definition [অনবোগতো] (বিশেষণ) অবিদিত; অজ্ঞাত (এজন্য সকলের সকল ভাব সকলে অনবগত-প্যাঁরীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অবগত; (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনবগুন্ঠিত Bengali definition [অনবোগুন্‌ঠিতো] (বিশেষণ) ঘোমটাবিহীন। অনবগুন্ঠিতা স্ত্রী. (ঊষার উদয়সম অনবগুন্ঠিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অবগুন্ঠিত; বহু; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবচ্ছিন্ন Bengali definition [অনবোচ্‌ছিন্‌নো] (বিশেষণ) বিরামহীন; নিরবচ্ছিন্ন; একটানা। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবচ্ছিন্ন;(বহুব্রীহি সমাস); (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবচ্ছেদ Bengali definition [অনবোচ্‌ছেদ্‌] (বিশেষ্য) বিরামশূন্যতা; ছেদহীনতা। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবচ্ছেদ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
  • Bengali Word অনবতুল Bengali definition [অনবোতুল্‌] (বিশেষণ) অনুপম; অতুলনীয় (তাঁর অশেষ পরিবর্তন ও অনবতুল বৃদ্ধি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+অবতুল; (নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
  • Bengali Word অনবদ্য Bengali definition [অনবোদ্‌দো] (বিশেষণ) অনিন্দ্য; নির্দোষ; নিখুঁত (দেওয়ান মদীনা গাথাসাহিত্যের অনবদ্য অবদান-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) অন্‌(নঞ্‌)+ অবদ্য}