অ পৃষ্ঠা ১৯
- Bengali Word অধ্যশন Bengali definition [ওদ্ধোশন্] (বিশেষ্য) অতিভোজন; মাত্রাতিরিক্ত আহার (অধ্যশন স্বাস্থ্যের পক্ষে অনিষ্টকর)।{(তৎসম বা সংস্কৃত)অধি+অশন}
- Bengali Word অধ্যাত্ম Bengali definition [ওদ্ধাত্তোঁ] (বিশেষণ) ১ পরমাত্মবিষয়ক; আল্লাহ সন্বন্ধীয়; ঈশ্বরবিষয়ক। ২ আত্না বা চিত্ত বিষয়ক। ৩ শরীর সর্ম্পকীয়। অধ্যাত্মজ্ঞান, অধ্যাত্মতত্ত্ব (বিশেষ্য) ১ আল্লাহ বা ঈশ্বর বিষয়ক জ্ঞান। ২ আত্নবিদ্যা। অধ্যাত্মতত্ত্ববিৎ, অধ্যাত্মতত্ত্ববিদ (বিশেষণ) অধ্যাত্মজ্ঞানসম্পন্ন। অধ্যাত্মবাদ (বিশেষ্য) আল্লাহ বা পরমাত্মাই সকল কিছুর মূল-এই মতবাদ। অধ্যাত্মসধান (বিশেষ্য) খোদা বা পরমাত্মা প্রাপ্তির সাধনা। {(তৎসম বা সংস্কৃত)অধি+ আত্মন্+অ(টচ্); আত্নাকে অধিকার করে-অব্যয়ী.}
- Bengali Word অধ্যাত্মিক Bengali definition ⇒ আধ্যাত্মিক
- Bengali Word অধ্যাপক, অধ্যাপয়িতা Bengali definition ওদ্ধাপোক্,ওদ্ধাপোয়িতা] (বিশেষ্য) শিক্ষক; ওস্তাদ; আচার্য। কলেজ ও বিশ্ববিদ্যালযের শিক্ষকতার পদবিশেষ। অধ্যাপিকা, অধ্যাপয়িত্রী স্ত্রী.। অধ্যাপকি (বিশেষ্য) শিক্ষাদানের পেশা বা বৃত্তি; অধ্যাপনা (অধ্যাপকি করো আর যাই কর, পাঠানত্ব যাবে কোত্থেকে -সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ণিচ্+অক(ণ্বুল), তা (তৃচ্)}
- Bengali Word অধ্যাপন, অধ্যাপনা Bengali definition [ওদ্ধাপোন্, ওদ্ধাপনা] (বিশেষ্য) শিক্ষাদান; অধ্যয়ন করানো। অধ্যাপিত (বিশেষণ) পড়ানো হয়েছে এমন (এই সকল বিদ্যা যে এদেশে অধীত, অধ্যাপিত, আদৃত এবং অনুবাদিত হয়, ইহা সামান্য দুঃখের বিষয় নহে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ণিচ্+অন(ল্যুট্)+আ}
- Bengali Word অধ্যাপিত Bengali definition ⇒ অধ্যাপন
- Bengali Word অধ্যাপয়িতা, অধ্যাপয়িত্রী, অধ্যাপিকা Bengali definition ⇒ অধ্যাপক
- Bengali Word অধ্যারূঢ় Bengali definition ⇒ অধিরূঢ়
- Bengali Word অধ্যারোপ Bengali definition ⇒ অধ্যাস
- Bengali Word অধ্যারোপন Bengali definition [ওদ্ধারোপন্] (বিশেষ্য) আরোপ করা; স্থাপন। {(তৎসম বা সংস্কৃত)অধি+আরোপণ}
- Bengali Word অধ্যাস , অধ্যাসন Bengali definition [ওদ্ধাশ্, ওদ্ধাশন্] (বিশেষ্য) সত্তা বা গুণাগুণ আরোপ; এক বস্তুতে অন্য বস্তুর কল্পনা বা জ্ঞান (গৌরীশৃঙ্গ অধ্যাস মরীচিকা-বিষ্ণু দে)। অধ্যাসিত, অধ্যাসীন (বিশেষণ) অধিষ্ঠিত; উপবিষ্ট; আরূঢ়। {(তৎসম বা সংস্কৃত)অধি+ √আস্+ অ(ঘঞ্),অন (ল্যুট্)}
- Bengali Word অধ্যাহরণ , অধ্যাহার Bengali definition [ওদ্ধাহরোন্, ওদ্ধাহার্] (বিশেষ্য) ঊহ্য বাক্য পূরণ; পাদপূরণ। অধ্যাহৃত বিণ। {(তৎসম বা সংস্কৃত)অধি+আ+√হৃ+ অন(ল্যুট্),অ (ঘঞ্)}
- Bengali Word অধ্যায় Bengali definition [ওদ্ধায়্] (বিশেষ্য) পুস্তকের বা পরিচ্ছেদ বা বিভাগ; পর্ব; কাণ্ড; পাঠ; chapter। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ অ+(ঘঞ্)}
- Bengali Word অধ্যুষিত Bengali definition [ওদ্ধুশিতো] (বিশেষণ) উপনিবিষ্ট; অধিষ্ঠিত। (মোসলেম অধ্যুষিত দেশসমুহে-এ(তৎসম বা সংস্কৃত)ওয়াজেদ আলী)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√বস্+ত(ক্ত)}
- Bengali Word অধ্যেতব্য Bengali definition [ওদ্ধেতব্বো] (বিশেষণ) অধ্যয়ন করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+তব্য}
- Bengali Word অধ্যেতা Bengali definition [ওদ্ধেতা] (বিশেষ্য) পাঠক; বিদ্যার্থী; ছাত্র। অধ্যেত্রী স্ত্রী.। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+ তৃ (তৃচ্)}
- Bengali Word অধ্যেষণ Bengali definition [ওদ্ধেশন্] (বিশেষ্য) প্রার্থনা; সবিনয় জিজ্ঞাসা; আরজ। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ইষ্+অন(ল্যুট্)}
- Bengali Word অধ্যয়ন Bengali definition [ওদ্ধয়ন্/ওদ্ধয়োন] (বিশেষ্য) পাঠ; মনোযোগের সঙ্গে পাঠ। অধ্যয়ননিবিষ্ট, অধ্যয়ননিরত, অধ্যয়নরত, অধ্যয়নমগ্ন (বিশেষণ) গভীর মনোযোগের সঙ্গে পাঠ করছে এমন। অধ্যয়নশীল (বিশেষণ) গভীর মনোযোগের সঙ্গে পাঠ করার স্বভাববিশিষ্ট (অধ্যয়নশীল ছাত্রের উন্নতি অনিবার্য)। {(তৎসম বা সংস্কৃত)অধি+√ই+অন(ল্যুট্)}
- Bengali Word অধ্রুব Bengali definition [অধ্রুবো] (বিশেষণ) অনিত্য; পরিবর্তনশীল; অনিশ্চিত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+ধ্রুব; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনক্ত Bengali definition [অনক্তো] (বিশেষ্য) অসময় (অনক্তে কি ছেলে ঘরের বার করতে হয়?-মোজাম্মেল হক। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+আ. রাক্ত্}
- Bengali Word অনক্ষর Bengali definition [অনক্খর্, অনক্খোর্] (বিশেষণ) ১ বর্ণজ্ঞানহীন মূর্খ; নিরক্ষর। ২ অক্ষরশূন্য; লুপ্ত অক্ষর (হ’ল কাব্য অনক্ষর-নবীনচন্দ্র সেন)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+অক্ষর; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনঘ Bengali definition [অনঘ্] (বিশেষণ) ১ পবিত্র; নিষ্পাপ। ২ দুঃখরহিত; বিপদ-শূন্য। ৩ মনোজ্ঞ; মনোরম। {(তৎসম বা সংস্কৃত) অন্(নঞ্)+অঘ;(বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনঙ্গ Bengali definition [অনঙ্গো] (বিশেষ্য) ১ মদন; কন্দর্প (গিরিশ তোমার রূপে, মোহিলা অনঙ্গকোপে-ক্ষেমানন্দ দাস)। ২ কামভাব; কামরিপু(গুরুজন লঙ্ঘিলা যে দুরন্ত অনঙ্গে –ভবানন্দ)। ৩ দেহহীন; অঙ্গহীন। অনঙ্গকলা (বিশেষ্য) কামভাব(চাতুরী সুভেষ বালা জাগায় অনঙ্গ-কলা -দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনচ্ছ Bengali definition [অনচ্ছো] (বিশেষণ) অস্বচ্ছ; অনির্মল (অনচ্ছ আলোকে-মোহিতলাল মজুমদার) {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অচ্ছ; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনটন Bengali definition [অনোটন্] (বিশেষ্য) অভাব; টানাটানি; অপ্রতুল। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অটন; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনত Bengali definition [অনতো] (বিশেষণ) গর্বিত; দুর্বিনীত। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+নত}
- Bengali Word অনতহি Bengali definition (মবা.) [অনতহি] অব্যয় অন্যত্র; অন্যস্থানে (অনতহি গমনে এতহি নিহার-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত)অন্যত্র>অনত+ হি(৭মী)}
- Bengali Word অনতি Bengali definition [অনোতি] (বিশেষণ) বেশি নয়; অল্প (অনতিদূর)। অনতিকাল (বিশেষ্য) অল্প সময়; অচিরকাল(ইহার অনতিকাল পরেই-রবীন্দ্রনাথ ঠাকুর)।অনতিদীর্ঘ (বিশেষণ) কিঞ্চিৎ দীর্ঘ; নাতিদীর্ঘ; বেশি লম্বা নয় এমন। অনতিদূর বিন কিয়দ্দূর; খুব দূরে নয় এমন। অনতিদূরে ক্রিবিণ। অনতিপক্ক (বিশেষণ) ১ অল্পবয়স্ক; সুকুমার (সতেরো বৎসর বয়সের সময় তাহাকে অনতিপক্ক সতেরোর অপেক্ষা অতি –পরিপক্ক চৌদ্দর মতো দেখাইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ খুব পাকা নয়; অল্প পাকা বা ডাঁসা। অনতিপূর্ব (বিশেষণ) খুব পূর্বের নয়; ক্ষনকাল পূর্বের। অনতিপূর্বে ক্রিবিণ। অনতিবিলম্ব বিন খুব বেশি দেরিতে নয়; শীঘ্র। অনতিবিলম্বে (ক্রিয়াবিশেষণ) (মহাশয়ের অভিপ্রায় অনতিবিলম্বে সফল হইবে-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনতিব্যক্ত (বিশেষণ) খুব স্পষ্ট নয় এমন; প্রায় অপ্রকাশিত (একই রকম অনতিব্যক্ত আভাসের আশ্চর্য জাদু আমরা দেখেছি-অচিন্তকুমার সেনগুপ্ত)। অনতিমূল্যবান (বিশেষণ) অধিক মূল্যবান নয় এমন; সাধারণ (তাহারঁ পরিচ্ছদ অনতিমূল্যবান-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। অনতিরিক্ত (বিশেষণ) বেশী নয় এমন; খুব অধিক নয় এমন। অনতিস্ফুট (বিশেষণ) বেশি ফোটেনি এরূপ; অর্ধস্ফুট (অনতিস্ফুট চাপা ফুলটির মতো পেলব-রবীন্দ্রনাথ ঠাকুর)। অনতিক্রম, অনতিক্রমণ (বিশেষ্য) লঙ্ঘন না করা; পার না হওয়া। অনতিক্রমনীয়, অনতিক্রম্য বিন লঙ্ঘন করা উচিত নয় বা করা যায় না এমন (তারই অদম্য অনতিক্রম্য টানে-বুদ্ধদেব বসু)। অনতিক্রান্ত (বিশেষণ) লঙ্ঘিত করা হয়নি এমন; অনুত্তীর্ণ। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+অতি; (নঞ্ তৎপুরুষ সমাস)}
- Bengali Word অনতীত Bengali definition [অনোতিত্] (বিশেষণ) গত বা অতিক্রান্ত হয়নি এমন। অনতীতবাল্য (বিশেষণ) বাল্যকাল অতীত হয়নি এমন। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ অতীত; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word অনধিক Bengali definition [অনোধিক্] (বিশেষণ) ১ কিঞ্চিৎ; অল্প। ২ বেশি নয় এমন। ৩ মধ্যে (হাজার টাকার অনধিক)। {(তৎসম বা সংস্কৃত)অন্(নঞ্)+ অধিক; (নঞ্ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস)}