Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

 • Bengali Word অদৃষ্ট ১ Bengali definition [অদৃশ্‌টো] (বিশেষণ) ১ চোখে দেখা যায় না এমন; দৃষ্টির অগোচর। ২ অপ্রত্যক্ষ জগতের; অতীন্দ্রিয় সত্তার (তোমার গায়ের শক্তি তোমাকে পীড়িতের নিক্ষিপ্ত অদৃশ্য বান হতে রক্ষা করে না-ডাঃ লুৎফর রহমান)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+√দৃশ্‌+ ত(ক্ত); (নঞ্‌ তৎপুরুষ সমাস) ; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অদৃষ্ট ২ Bengali definition [অদৃশ্‌টো] (বিশেষ্য) ভাগ্য; কপাল; তকদির; নিয়তি(অদৃষ্টের লেখা মোছে না)।  (বিশেষণ) দেখা যায় না বা দেখা যায়নি এমন; দৃষ্টির অগোচর (অন্যের অদৃষ্ট কিছু কারিকরি করি-ভারতচন্দ্র রায় গুণাকর)। অদৃষ্টক্রমে (ক্রিয়া (বিশেষণ))কপাল গুণে; ভাগ্যবশত। অদৃষ্টচর (বিশেষণ) চর্মচক্ষের অতীতরূপে বিচরণকারী (আমি এক অদৃষ্টচর অশ্রুতপূর্ব আশ্চর্য দর্শন করিয়াছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অদৃষ্টপরীক্ষা (বিশেষ্য) ভাগ্য যাচাই করণ; ভাগ্য পরীক্ষা। অদৃষ্টপুরুষ (বিশেষ্য) ভাগ্যবিধাতা। অদৃষ্টপূর্ব (বিশেষণ) আগে দেখা যায়নি এমন। অদৃষ্টবাদ (বিশেষ্য) প্রাক্তন (পুর্বজন্মের)কর্মফলের দরুন ইহজন্মের সুখ-দুঃখ ভোগ-এই মতবাদ; ভাগ্যে যা আছে তা-ই হবে–এই মতবাদ; ভাগ্যের প্রতি আস্থা। অদৃষ্টবাদী (বিশেষণ) ভাগ্যের উপর একান্ত নির্ভরশীল। অদৃষ্টবৈগুণ্য (বিশেষ্য) ভাগ্যহীনতা; দুর্ভাগা (আমারই অদৃষ্টবৈগুণ্যবশত এই উপদ্রব উপস্থিত হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অদৃষ্টলিপি (বিশেষ্য) কপালের লেখা। অদৃষ্টের পরিহাস (বিশেষ্য) ভাগ্য–বিড়ম্বনা। {(তৎসম বা সংস্কৃত)অ+√দৃশ্‌+ত(ক্ত); (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অদৃষ্টি Bengali definition [অদৃশ্‌টি] (বিশেষ্য) কুদৃষ্টি; বিরক্তিপূর্ণ দৃষ্টি।{(তৎসম বা সংস্কৃত)অ+দৃষ্টি; (নঞ্‌ তৎপুরুষ সমাস) }
 • Bengali Word অদেখা, আদেখা, আদেখ Bengali definition (মধ্যযুগীয় বাংলা)[অদ্যাখা, আদেখা, আদেখ্‌] (বিশেষণ) দেখা হয়নি বা যায়নি এমন; অদৃশ্য; অদৃষ্ট (আনাচ-কানাচই নেই আর অদেখা-অচিন্ত্য কুমার সেনগুপ্ত; আদেখা সেই জগৎ থেকে –ড, মুহম্মদ শহীদুল্লাহ; উদ্যান মেদিনী জথ হইল আদেখ-দৌলত উজির বাহরাম খান)। {(বাংলা) অ,আ+দেখা; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অদেয় Bengali definition [অদেয়ো] (বিশেষণ) দেওয়ার অযোগ্য; দিতে পারা যায় না এমন (অদেয় যা দিনু মাখায়ে ছাপার কালি-রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+দেয়; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অদ্বিতীয় Bengali definition [অদ্‌দিতিয়ো] (বিশেষণ) দ্বিতীয় বা তুল্য নেই এমন; শ্রেষ্ঠ (তাজমহল জগতে অদ্বিতীয় হর্ম্য)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্বিতীয়; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অদ্বৈত Bengali definition [অদ্‌দোইতো] (বিশেষণ) ভেদশূন্য; অদ্বিতীয়।  (বিশেষ্য) শ্রীচৈতন্যের জনৈক প্রধান পার্শ্বচর। অদ্বৈতবাদ (বিশেষ্য) ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় কিছুই নেই, জীব ও ব্রহ্ম অভিন্ন-এই মতবাদ। তুল. ওয়াহদাতুল ওজুদ বা হামা উস্ত মতবাদ। অদ্বৈতবাদী (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্বৈত; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অদ্বয় Bengali definition [অদ্‌দয়] (বিশেষণ) অদ্বিতীয়; অতুল্য (আত্মার অমল দীপ্তির খনি। পৃথ্বীর মাঝে অদ্বয় গণি-সত্যেন্দ্রনাথ দত্ত)। অদ্বয়বাদ (বিশেষ্য) অদ্বৈতবাদ; একেশ্বরবাদ; তৌহিদ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+দ্বয়;(নঞ্‌ তৎপুরুষ সমাস); (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অদ্ভুত Bengali definition [অদ্‌ভুত্‌] (বিশেষণ) ১ বিস্ময়কর; আশ্চার্যজনক; চমৎকার। ২ আকস্মিক। ৩ অসাধারণ।  (বিশেষ্য) কাব্যের রসবিশেষ। অদ্ভুতকর্মা (বিশেষণ) ১ অলৌকিক কার্য সম্পাদন-কারী। ২ অসাধারণ কর্মশক্তিবিশিষ্ট।  (বিশেষ্য) (ব্যঙ্গার্থ) সৃষ্টি ছাড়া কাণ্ড করে যে। { (তৎসম বা সংস্কৃত)অৎ+√ভূ+উত(ডুতচ্‌)>}
 • Bengali Word অদ্য Bengali definition [ওদ্‌দো] অব্যয় ১ এখন। ২ সম্প্রতি। ৩ আজ ।  (বিশেষ্য) ১ আজকের দিন। ২ বর্তমান কাল (তখনো তো হেথা এক অখণ্ড অদ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। অদ্যকার, অদ্যতন (বিশেষণ) আজকের। {(তৎসম বা সংস্কৃত)ইদম্+দ্য}
 • Bengali Word অদ্যাপি Bengali definition [ওদ্‌দাপি] অব্যয় এখনও; আজও; একাল পর্যন্ত (অদ্যাপি ব্যবহৃত)। {(তৎসম বা সংস্কৃত) অদ্য+অপি}
 • Bengali Word অদ্যাবধি Bengali definition [ওদ্‌দাবোধি] অব্যয় ১ আজ থেকে । ২ আজ পর্যন্ত। {(তৎসম বা সংস্কৃত) অদ্য +অবধি; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অদ্রব Bengali definition [অদ্‌দ্রোবো] (বিশেষণ) অগলিত; গলে না এমন। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্)+দ্রব; (বহুব্রীহি সমাস)}
 • Bengali Word অদ্রি Bengali definition [ওদ্‌দ্রি] (বিশেষ্য) পর্বত। {(তৎসম বা সংস্কৃত) √অদ্‌+রি (ক্রিন্‌)}
 • Bengali Word অদ্রোহ Bengali definition [অদ্‌দ্রোহো] (বিশেষ্য) অহিংসা; অবিরোধ। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+দ্রোহ; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}
 • Bengali Word অদয় Bengali definition [অদয়্‌] (বিশেষণ) নির্দয়; নিষ্ঠুর(অদয় অক্রূর যবে সে আসিল ব্রজমণ্ডলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ+দয়া; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অধ Bengali definition (মধ্যযুগীয় বাংলা) [অধ] (বিশেষণ) অর্ধ (অধ নদী গেলে –বিড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) অর্ধ}
 • Bengali Word অধঃ Bengali definition [স্বতন্ত্র পদ হিসেবে অধহ্, কিন্তু সন্ধিস্থলে পরপদের প্রথম বর্ণের দ্বিত উচ্চারণ, যেমনঃ অধঃপাত=অধোপ্‌পাত, অধো] অব্যয় নিম্নে (নীচে পৃথিবী রেখেছ সপ্ত পাতালের অধঃ –ঘনরাম চক্রবর্তী)। অধঃকৃত (বিশেষণ) ১ দমিত; পরাভূত (তবু দুঃসহ সঙ্কোচকেও অধঃকৃত করিয়া -রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ নিপাতিত; নিম্নীকৃত। অধঃপতন, অধঃপাত (বিশেষ্য) অধোগতি; নৈতিক অবনতি; উচ্ছন্নপ্রাপ্তি। অধঃপতিত (বিশেষণ)। অধঃপাতে যাওয়া ক্রি উৎসন্নে যাওয়া; খারাপ হওয়া; গোল্লায় যাওয়া। অধঃপেতে, অধঃপাতিয়া (বিশেষণ) উন্মার্গগামী ; উৎসন্ন; নষ্ট। অধঃশিরা, অধঃশির (বিশেষণ) মাথা নিম্নদিকে এমন; নিম্নশির (এই তপস্বী অধঃশিরা ও বৃক্ষে লম্বমান হইয়া ধুমপান করিতেছেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। অধঃস্থ, অধঃস্থিত (বিশেষণ) ১ নিম্নে আছে এমন; নিম্নস্থিত। ২ অধীন; নিম্নপদস্থ। { (তৎসম বা সংস্কৃত)অধস্‌}
 • Bengali Word অধন্য Bengali definition [অধোন্‌নো] (বিশেষণ) অভাগ্য; অকৃতার্থ (চির অধন্য হয়েছি হঠাৎ সকল ধনীর ধনী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ ধন্য; (নঞ্‌ তৎপুরুষ সমাস);(বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অধবা Bengali definition [অধোবা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) স্বামী ছাড়া; স্বামীবর্জিতা (অধবা নারীর ভাগ্যে দুঃখ নাহি যায়-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ ধবা(স্বামী); (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অধম Bengali definition [অধম্‌/অধোম্‌] (বিশেষণ) হীন; তুচ্ছ; অপকৃষ্ট; নিন্দিত। অধমাঙ্গ (বিশেষ্য) চরণ; পা। অধমাধম (বিশেষণ) নীচতম; অত্যন্ত নিকৃষ্ট; অধমদের মধ্যে সব চেয়ে অধম। {(তৎসম বা সংস্কৃত)অধস্‌+ম}
 • Bengali Word অধমর্ণ Bengali definition [অধোমর্‌নো] (বিশেষ্য) দেনাদার; খাতক; কর্জদার; ঋণকারী। {(তৎসম বা সংস্কৃত)অধম+ঋণ; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অধমাঙ্গ, অধমাধম Bengali definition অধম
 • Bengali Word অধর Bengali definition [অধোর্‌] (বিশেষ্য) ১ নিচের ঠোঁট (ওষ্ঠে অধরেতে চাপি অন্তরের দ্বার ঝাঁপি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ওষ্ঠ; ঠোঁট (তাম্বুল রাতুল হৈল অধর পরশে-সৈয়দ আলাওল)। অধরপল্লব (বিশেষ্য) কিশলয়তুল্য কোমল ওষ্ঠ। অধরচুম্বন (বিশেষ্য) মুখচুম্বন। অধরমদিরা/ অধরমধু/অধরসুধা/অধরামৃত পান করা (ক্রিয়া) চুম্বন করা। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+√ধৃ+অ(অচ্‌)}
 • Bengali Word অধরা ১ Bengali definition [অধরা] (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) অধরবিশিষ্টা (কিম্বা বিম্বাধরা রামা অম্বুরাশি তলে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত)অধর+আ(টাপ্‌)}
 • Bengali Word অধরা ২ Bengali definition [অধরা] (বিশেষণ) ধরা যায় না এমন; ইন্দ্রিয়াতীত (অধরা রূপ -রবীন্দ্রনাথ ঠাকুর) {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ধরা; (বহুব্রীহি সমাস) }
 • Bengali Word অধরামৃত Bengali definition অধর
 • Bengali Word অধরু Bengali definition (ব্র.)[অধোরু] (বিশেষণ) অস্থির(অধরু আচর ওর-বিদ্যাপতি)।{(তৎসম বা সংস্কৃত)অধৈর্য>}
 • Bengali Word অধরোষ্ঠ, অধরৌষ্ঠ Bengali definition [অধরোশ্‌ঠো, অধরৌশ্‌ঠো] (বিশেষ্য) নিচের ও উপরের ঠোঁট। অধরোষ্ঠ্য (বিশেষণ) অধরোষ্ঠ দ্বারা উচ্চারিত হয় এমন। {(তৎসম বা সংস্কৃত) অধর+ওষ্ঠ; দ্বন্দ্ব.}
 • Bengali Word অধর্ম Bengali definition [অধর্‌মো] (বিশেষ্য) পাপ; অন্যায়; ধর্মবিরুদ্ধ আচরণ।  (বিশেষণ) ধর্মবিরুদ্ধ; নীতিবহিভূর্ত; গর্হিত (সতত অধর্ম কর্মে রত লঙ্কাপতি-মাইকেল মধুসূদন দত্ত)। অধর্মনিষ্ঠ, অধর্মচারী, অধর্মপারয়ণ, অধর্মাচারী, অধর্মী (বিশেষণ) ধর্মবিরুদ্ধ কার্যে নিরত; পাপী; অন্যায়কারী; ধর্মহীন (বিনাশিব অধর্মী সৌমিত্রি মূঢ়ে-মাইকেল মধুসূদন দত্ত)। অধর্মাচরণ, অধর্মানুষ্ঠান (বিশেষ্য) পাপকাজ; ধর্মবিরুদ্ধ আচরণ বা কর্ম। অধর্ম্য (বিশেষণ) ধর্মবিরুদ্ধ; গর্হিত; অন্যায়। {(তৎসম বা সংস্কৃত)অ(নঞ্‌)+ধর্ম; (নঞ্‌ তৎপুরুষ সমাস)}