Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word on-line Bengali definition [অন্‌লাইন্‌] (adjective) (কম্পিউটার) (কল সম্বন্ধে) কম্পিউটারের সঙ্গে যুক্ত ও কম্পিউটার দ্বারা নিয়ন্ত্রিত: an on-line ticket-booking system.
  • English Word once Bengali definition [ওআন্‌স্‌] (adverb) (১) একবারের জন্য; একবারমাত্র: I saw him once before. She goes to the theatre once a week. once more আবার; আর একবার। once or twice একবার কি দুই বার; এক-আধবার। once and againl; once in a while মাঝেমধ্যে; কখনোসখনো; বারকয়েক। (for) this once; (just) for this once শুধু এই একবার; শুধু এইবার। once (and) for all, দ্রষ্টব্য all 5 (৫). once in a blue moon, দ্রষ্টব্য blue 1. (২) একদা; ইতিপূর্বে: They once lived in Chittagong. Once upon a time (বিশেষত শিশুকিশোর ও লোককাহিনি শুরুর প্রথাসিদ্ধ রীতি) এককালে: Once upon a time there lived a wise king called Solomon. (৩) (negative, conditional বা indefinite clause সমূহ) কখনো; আদপেই; একবারও: He never once showed any interest in the project. Once (=যদি যেইমাত্র… অমনি) you speak to him, you will see how blind he is in his loyalty to the party. (৪) at once (ক) দেরি না-করে; এক্ষুনি: I’m going away from here at once; Fetch a doctor at once.(খ) একসঙ্গে; যুগপৎ: They all spoke at once. You don’t expect me to do two things at once, do you? allat once হঠাৎ; আকস্মিক; অকস্মাৎ: All at once I heard footsteps behind me. get/give somebody/something the once-over (কথ্য) কাউকে/কোনোকিছুকে চটপট পরীক্ষা করে দেখা: Before bying the car I gave it the once-over.
  • English Word oncoming Bengali definition [অন্‌কামিঙ্] (adjective) অগ্রসরমাণ; আসন্ন: the oncoming shift, (কারখানায়) ডিউটিতে আসা বদলি (শ্রমিকের) দল; oncoming traffic. □ (noun) এগিয়ে-আসা; অগ্রসরণ: the oncoming of summer.
  • English Word one 1 Bengali definition [ওআন্‌] (numeral adjective), (pronoun)' ১ এক. (১) (ক) one shirt; three minus one is two; (খ) one thousand; (গ) one taka ten paisa, এক টাকা দশ পয়সা। দ্রষ্টব্য পরি. ৪। (২) (noun হিসেবে plural ones-সহ) (১)- এই প্রতীক সংখ্যা: a row of ones, ১- এর সারি অর্থাৎ ১, ১, ১, ১(৩) যথা: Chapter One, প্রথম অধ্যায়। (৪) যথা: one day; one evening. (৫) (the other বা another বা other(s)- সহযোগে সরাসরি বা পরোক্ষে বৈসাদৃশ্য নির্দেশ করার জন্য one ব্যবহৃত হয়): The two boys are so much alike that it is difficult to tell (the) one from the other. This is one way of solving the problem, but there are other ways too; I for one, don’t believe what the government is saying about the state of our economy (অর্থাৎ সরকারি ভাষ্য অবিশ্বাস করার মতো আরো লোক থাকতে পারে- এমন ইঙ্গিত করে)। for one thing (অন্য অনেক কারণের) একটি কারণ: I dont like him. For one thing, he always speaks in an arrogant tone. (৬) (সর্বদা stress যুক্ত; গুরুত্বারোপের জন্য ব্যবহৃত হয়): There’s only one way to do it. They fought as one man, একসঙ্গে, যেন সবাই মিলে একজন এমনভাবে যুদ্ধ করেছে(৭) (পারিবারিক নাম বা পদবির পূর্বে, Mr/Mrs-সহ ব্যতিরেকে); দ্রষ্টব্য a 2(৯) জনৈক: One (Mr.) Kabir, (প্রাচীন আনুষ্ঠানিক) কবির নামে জনৈক ব্যক্তি। (৮) (adjective হিসেবে) একই: The children scampered off in one direction. be at one (with somebody) (কারো সঙ্গে) একমত হওয়া: I’m at one with him on this subject. It’s all one (to somebody) একই কথা/সমান কথা: It’s all one to me whether he comes or does not come, তার আসা না-আসা (আমার কাছে) সমান কথা। one and the same (জোর দেওয়ার জন্য) একই; পুরোপুরি এক: Ali Saber and Ali Jaber are one and the same person. become one; be made one মিলিত হওয়া, এক বা একীভূত হওয়া; পরিণয়সূত্রে আবদ্ধ হওয়া। (৯) (phrase-সমূহ) one and all প্রত্যেকে। (all) in one একইসঙ্গে সব; একাই সব: He is our friend, teacher and guide in one. one or two কিছু: I must attend to one or two things before I leave. by ones and twos একসঙ্গে একজন বা দুইজন করে: They entered the big hall by ones and twos. be one up (on somebody) (কারো চেয়ে) বাড়তি সুবিধা থাকা; (কারো চেয়ে) এক ধাপ এগিয়ে থাকা। one-upmanship [ওয়ানআপমন্‌শিপ্‌] (noun) (কারো চেয়ে) এক ধাপ এগিয়ে থাকার কৌশল। number one (কথ্য) নিজেকে; স্বার্থ: she’s always thinking of ‘number one’, সব সময়ে নিজের কথা ভাবে। (১০) (of-adjunct-সহ) উল্লিখিত ব্যক্তি বা বস্তুসমূহের একজন বা একটি: one of the boys, ছেলেদের একজন; one of the books, বইগুলোর একটি। (১১) (যৌগশব্দ) one-armed (adjective) এক হাতবিশিষ্টone-armed bandit (noun) (কথ্য) জুয়া খেলার মুদ্রাচালিত মেশিন (এর আর এক নাম fruit-machine) one-eyed (adjective) এক চক্ষুবিশিষ্ট। one-horse (adjective) (ক) এক ঘোড়ায় টানা বা এক ঘোড়ায় চালিত। (খ) (লাক্ষণিক অপশব্দ) দীনহীন; a one-horse municipal park, বসার জায়গা নেই, বাচ্চাদের খেলার সরঞ্জাম ইত্যাদি নেই এমন। one-idea’d (adjective) যার ভিতর/যার মাথায় একটিমাত্র ধারণা/ভাবনা ছাড়া আর কিছু নেই। one-man (attributive(ly)) (adjective) একজনকৃত: a one-man show. one off (noun), (adjective) মাত্র এক বার-করা (জিনিস): a one-off design, মাত্র একবার করা নকশা। one-sided (adjective) একতরফা; একদেশদর্শী; পক্ষপাতদুষ্ট: a one-sided view, একপেশে অভিমত। one-time (adjective) এক সময়কার; প্রাক্তন: a one-time student-leader. one-track mind (noun) একটিমাত্র বিষয়, অভিপ্রায় ইত্যাদি দ্বারা আবিষ্ট মন। one-way street (noun) যে সড়কে শুধু একদিকে যানবাহন চলতে পারে।
  • English Word one 2 Bengali definition [ওআন্‌] (indefinite) (pronoun) (‘one’-এর আগে বা পরে বসা কোনো শ্রেণি বা গোষ্ঠীর সদস্যনির্দেশক noun- এর পরিবর্তে ব্যবহৃত হয়) (১) (অন্তর্ভুক্তি নির্দেশক of- adjunct সহযোগে; among-এর সমর্থক): Shahed is one of her admirers, (তার অনুরাগীদের একজন); This question is one of utmost importance. I regarded him as one of the family (= পরিবারের একজন সদস্য হিসেবে); one of the boys is blind. (২) (indefinite article দ্বারা বিশেষিত noun বা some অথবা any দ্বারা বিশেষিত plural noun-এর পরিবর্তে one বসে): I haven’t a pen. Can you lend me one? You said you had some books on classical painting. Will you please lend me one? (৩) (that, those-এর সমর্থক হিসেবে কথ্যরীতিতে pronoun ‘one’ plural ‘ones’ ব্যবহৃত হয়): He left his table for the one (= for that) at which she was sitting. The people who rise to power are not always the ones (= those) with the cleanest of careers. (৪) (definite article বা adjective- এর পরে বসলে pronoun ‘one’ কে ‘prop- word’ বা ঠেকনা-শব্দ বলা যেতে পারে। কোনো শ্রেণি বা গোষ্ঠীর এক বা একাধিক সদস্যসূচক adjective একা বসতে পারে না বলে adjective টিকে ‘one’ দ্বারা ‘prop up’ বা ঠেকনা দেওয়া হয়, যেমন): this one; that one; my old ones (আমার সোনারা, আমার আদরের ধনেরা): That book on prosody is a good one.
  • English Word one 3 Bengali definition [ওআন্‌] (personal pronoun) (১) (নির্দিষ্ট কোনো ব্যক্তি বা জীবের জন্য বিশেষণসহযোগে ব্যবহৃত হয়): the Holy One, ঈশ্বর; the Evil One, শয়তান; The little ones, বাচ্চারা(২) (সাহিত্যরীতিতে অনুগামী (adjective), phrase বা clause-সহযোগে ব্যবহৃত হয়) : She lay there like one dead. He is one (এমন একজন মানুষ) who will never take things lying down. (৩) one another (each other-এর মতো পারস্পরিক ক্রিয়া বা পারস্পরিক সম্পর্ক বোঝাতে ব্যবহৃত হয়): They hated one another.
  • English Word one 4 Bengali definition [ওআন্‌] (impersonal) (pronoun) (বক্তা বা লেখকসহ যে কাউকে বোঝাতে পারে। সম্বন্ধসূচক: one’s, আত্মবাচক: oneself): What is one to do in such a situation? One doesn’t always find people (whom) one can trust, (কথ্যরীতিতে you, we, people অধিক প্রচলিত: You never can tell.)
  • English Word oner Bengali definition [ওআনঅ্যার] (noun) (countable noun] লক্ষণীয় বস্তু বা ব্যক্তি; অভিজ্ঞ ব্যক্তি: I did the last drink in a oner. □ (verb) সজোরে ঘুষি বা আঘাত।
  • English Word onerous Bengali definition [অনারাস্‌] (adjective) কষ্টসাধ্য; গুরুভার: onerous duties. onerously (adverb)
  • English Word oneself Bengali definition [ওআন্‌সেল্‌ফ্‌] (reflexive), emphat (pronoun) নিজে; নিজেকে: protect oneself; live for oneself alone.
  • English Word onesie Bengali definition [ওআনজি] (noun) [countable noun] (১) ওয়ানসি; দেখতে শিশুদের স্লিপিং পোশাকের মতো বড়দের একখণ্ড কাপড় যাতে একসঙ্গে মাথা, দুই হাত ও দুই পা আবৃত থাকে: Onesie looks just like a full business suit. (২) বড়দের বিশ্রাম নেওয়া বা ঘুমানোর জন্য একপ্রস্থ ঢিলেঢালা পোশাক(৩) (উত্তর আমেরিকায়) শিশুদের ব্যবহৃত এক ধরনের হালকা জামা যাতে কোনো স্লিভ থাকে না এবং পা দুটোও ঢাকা পড়ে না: Onesies are very practical clothing for babies to wear.
  • English Word onestop Bengali definition [ওআনস্টপ] (adjective) যে প্রতিষ্ঠান বা কেন্দ্রে নানা পণ্য ও সেবা মেলে; যে প্রতিষ্ঠান বা কেন্দ্রে একযোগে একাধিক কাজ পরিচালিত হয়; ওয়ানস্টপ: Many Universities now have onestop ‘job shops’.
  • English Word onion Bengali definition [আনিআন্‌] (noun) [countable noun, uncountable noun] পেঁয়াজknow one’s onions (অপশব্দ) সেয়ানা হওয়া।
  • English Word onlooker Bengali definition [অন্‌লুকা(র্‌)] (noun) (বিশেষত কোনো ঘটনার) দর্শকThe onlooker sees most of the game, (প্রবাদ) যারা ঘটনা ঘটায় তাদের চেয়ে দর্শকের বোঝার সুবিধা বেশি।
  • English Word only 1 Bengali definition [ওউন্‌লি] (adjective) (১) (singular noun-সহ) একমাত্র; কেবল: He is the only person who has been there before. Amit is an only child. (২) (plural noun-সহ): They were the only people who spoke for me. (৩) সর্বোৎকৃষ্ট; বিবেচনাযোগ্য যা আছে, তার মধ্যে সবচেয়ে ভালো: She is the only woman for the job. He says an hour at the Coffee House in the evenings is the only thing for a gentleman.
  • English Word only 2 Bengali definition [ওউন্‌লি] (adverb) শুধুমাত্র; আর কেউ নয়; আর কিছু নয়(১) (একটিমাত্র শব্দকে বিশেষিত করে এবং তার পাশে বসে): I saw only Kaiser. Only the teachers were allowed into the examination hall. Ladies only; You can only guess what happened. (২) only too (adjective অথবা past participle- সহ) অত্যন্ত: I shall be only too pleased to be rid of his company. What you saw was only too real. if only ইচ্ছা প্রকাশক: If only I know!, যদি জানতাম! দ্রষ্টব্য if(৮)।
  • English Word only 3 Bengali definition [ওউন্‌লি] (conjunction) তবে কিনা; তবে এ কথা বলতেই হবে যে: Shawkat is certainly a kindly person; only he is a bit erratic. only that (মুশকিল/ব্যাপার) শুধু এই যে, যদি না: I would certainly have helped you, only that I had no money on me.
  • English Word onomatopoeia Bengali definition [অনাম্যাটাপিআ] (noun) [uncountable noun] আলোচ্য বস্তুর সঙ্গে সংশ্লিষ্ট ধ্বনির অনুকরণে শব্দগঠন; ধ্বন্যাত্মক শব্দ বা শব্দগঠন: The tick-tock of a clock.
  • English Word onrush Bengali definition [অন্‌রাশ] (noun) সবেগে সামনে ধাবিত হওয়া; বেগবান সম্মুখপ্রবাহ
  • English Word onset Bengali definition [অন্‌সেট্‌] (noun) আক্রমণ; প্রারম্ভ; সূত্রপাত: The onset of the monsoon.
  • English Word onshore Bengali definition [অন্‌শো(র্‌)] (adjective), (adverb) তীরবর্তী; তীরের অভিমুখে
  • English Word onslaught Bengali definition [অন্‌স্লোট্] (noun) [countable noun] প্রচণ্ড আক্রমণ
  • English Word onto Bengali definition [consonant- এর আগে: অন্‌টা; vowel- এর আগে বা বা বাক্য ইত্যাদির শেষে: অনটূ] (preposition(al)) দ্রষ্টব্য on 1 (২).
  • English Word ontology Bengali definition [অন্‌টলাজি] (noun) [uncountable noun] অস্তিত্বের স্বরূপ দর্শনের যে শাখার বিষয়বস্তু; [countable noun] অস্তিত্বের স্বরূপবিষয়ক সুনির্দিষ্ট তত্ত্ব।
  • English Word onus Bengali definition [ওউনাস্‌] (noun) the onus দায়িত্বভার: the onus of proof, প্রমাণ সরবরাহের দায়িত্ব।
  • English Word onward Bengali definition [অন্‌ওআড্‌] (adjective) সম্মুখ: an onward movement. □ (adverb) (অপিচ onwards) সম্মুখে; সামনের দিকে।
  • English Word onyx Bengali definition [অনিক্‌স্‌] (noun) [uncountable noun] অলংকার ইত্যাদিতে ব্যবহৃত পাথরবিশেষ
  • English Word oodles Bengali definition [ঊড্‌ল্‌জ্‌] (noun), (plural) (অপশব্দ) প্রচুর পরিমাণ বা বিরাট অঙ্ক: oodles of money.
  • English Word oomph Bengali definition [ঊম্‌ফ্] (noun) (অপশব্দ) শক্তি; যৌন আবেদন
  • English Word ooze Bengali definition [ঊজ্‌] (noun) [uncountable noun] বিশেষত নদী; পুকুর বা সরোবরের তলাকার নরম পিচ্ছিল কাদা। □ (verb intransitive), (verb transitive) (১) (আর্দ্র, ঘন তরল পদার্থ) চুইয়ে পড়া: blood oozing from a wound; (লাক্ষণিক) ধীরে ধীরে শেষ হওয়া বা ফুরিয়ে যাওয়া: My strength was oozing away. (২) ধীরে ধীরে নির্গত বা নিঃসৃত করা: ooze sweat. oozy (adjective) কর্দমাক্ত; পিচ্ছিল।