Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word dumbwaiter Bengali definition [ডাম্‌ওয়েইটা(র্‌)] (noun) (১) খাবার টেবিলে খাদ্যদ্রব্য পরিবেশনের জন্য ঘূর্ণায়মান তাকসম্পন্ন রেকাব(২) (America(n))(British/Britain= food-lift) তাকওয়ালা বাক্স, যা কোনো দণ্ডের সাহায্যে রেস্তোরাঁ বা অন্য কোথাও একতলা থেকে অন্যতলায় ওঠানামা করার কাজে ব্যবহৃত হয়
  • English Word dumdum Bengali definition [ডাম্‌ডাম্] (noun) dumdumbullet দমদম বুলেট; যা দেহের সংস্পর্শে এসে প্রসারিত হয় এবং চওড়া ক্ষতের সৃষ্টি করে
  • English Word dummy Bengali definition [ডামি] (noun) (১) প্রতিরূপ নকল মূর্তি বা কাঠামো; কুশপুত্তলিকা: a tailor’s dummy. (২) (attributive(ly)) নকল বা মেকি দ্রব্য: a dummy gun. (৩) (কার্ড, বিশেষত ব্রিজ খেলায়) যে হাত পাতা হয় বা নামানো হয়; এমন খেলোয়াড় যার হাত নামানো হয়েছে(৪) কোনো ঘটনা ঘটার সময়ে যে ব্যক্তি উপস্থিত থাকে, কিন্তু সক্রিয়ভাবে অংশ নেয় না; সাক্ষিগোপাল(৫) (attributive(ly)) dummy run আক্রমণ, প্রদর্শনী ইত্যাদির মহড়া বা অনুশীলন
  • English Word dump Bengali definition [ডাম্‌প্] (noun) (১) আবর্জনা ইত্যাদি ফেলার স্থান; আবর্জনার স্তূপ(২) সামরিক দ্রব্যাদির অস্থায়ী ভাণ্ডার: an ammunition dump. (৩) নোংরা বা অপরিচ্ছন্ন স্থান। □(verb transitive) (১) বোঝা নামানো; ধপ করে নামানো(২) (বাণিজ্য) স্বদেশে চাহিদা নেই এমন দ্রব্য বিদেশে অল্প দামে বিক্রয় করা; (লাক্ষণিক) অবাঞ্ছিত বস্তু বা ব্যক্তি চালান দেওয়াdumper (noun) (অপিচ dump truck) আবর্জনা, মাটি ইত্যাদি বহনকারী ট্রাক।
  • English Word dumpling Bengali definition [ডাম্‌প্‌লিঙ্] (noun) (১) ময়দার তাল বা পিণ্ডের মধ্যে মাংস বা তরকারি ভরে সিদ্ধ করে তৈরি ছোট গোল পিঠাজাতীয় খাদ্য(২) ময়দার পিণ্ডের মধ্যে আপেল বা অন্য ফল পুরে তা সেঁকে তৈরি ছোট গো মিষ্টি পিঠাজাতীয় খাদ্য; পুরু পুডিংবিশেষ(৩) (কথা) ছোটখাটো গোলগাল চেহারার ভালো মানুষ
  • English Word dumps Bengali definition [ডাম্‌প্‌স্‌] (noun) (plural) (down) in the dumps (কথ্য) বিষণ্ণ ও অবসাদগ্রস্ত
  • English Word dumpy Bengali definition [ডাম্‌পি] (adjective) (dumpier, dumpiest) (ব্যক্তি) বেঁটে এবং মোটা। □(noun) বেঁটে এবং মোটা লোক। dumpiness (noun) খর্বতা স্থূলতা।
  • English Word dun 1 Bengali definition [ডান্‌] (adjective), (noun) (১) পিঙ্গল বর্ণ; মেটে বর্ণ(২) এ ধরনের বর্ণের ঘোড়া
  • English Word dun 2 Bengali definition [ডান্‌] (verb transitive) (dunned, dunning, duns) ঋণ পরিশোধে তাগাদা দেওয়া। □(noun) যে ঋণদাতা পাওনা পরিশোধে ঘন ঘন তাগাদা দেয়; ঋণ পরিশোধের তাগাদা; ঋণের অর্থ সংগ্রহকারী: dunning letter. ঋণ পরিশোধের তাগাদাপত্র।
  • English Word dunce Bengali definition [ডান্‌স্‌] (noun) গবা ছাত্র; সহজে বুঝতে পারে না বা ধীরগতিতে শেখে এমন ছাত্র; স্থুলবুদ্ধিসম্পন্ন বা নির্বোধ ব্যক্তিdun’s cap বিদ্যালয়ের গবা ছাত্রকে শাস্তিস্বরূপ কাগজের তৈরি চূড়াকার যে টুপি পরানো হয়; তুলনীয় গাধার টুপি।
  • English Word dunderhead Bengali definition [ডান্‌ডাহেড্‌] (noun) জড়বুদ্ধিসম্পন্ন লোক; নির্বোধ ব্যক্তি
  • English Word dune Bengali definition [ডিউন্‌ (America(n) ডূন্‌] (noun) বালিয়াড়ি; সমুদ্র উপকূলে বা মরুভূমিতে বায়ুপ্রবাহে সৃষ্ট বালির স্তূপ
  • English Word dung Bengali definition [ডাঙ্] (noun) [uncountable noun] পশুর মল, বিশেষত গোবর যা জমিতে সাররূপে ব্যবহৃত হয়dung-cake (noun) ঘুঁটে। dung-cart (noun) গোবর বহনকারী গাড়ি। dunghill গোবর-গাদা।
  • English Word dungarees Bengali definition [ডাঙ্‌গারীজ্‌] (noun) (plural) সাধারণত মোটা সুতি কাপড়ে তৈরি আলখাল্লাজাতীয় বহিরঙ্গের পোশাক, যা মূল পোশাককে ময়লা থেকে রক্ষা করে; এ উদ্দেশ্যে পরিধেয় ট্রাউজার বা একত্র সংযুক্ত শার্ট ও ট্রাউজার
  • English Word dungeon Bengali definition [ডান্‌জান্‌] (noun) (ইতিহাস) ভূগর্ভস্থ অন্ধকার কারাকক্ষ
  • English Word dunk Bengali definition [ডাঙ্‌ক্‌] (verb transitive) তরল পদার্থে খাদ্যদ্রব্য চুবানো বা ডুবানো
  • English Word duo Bengali definition [ডিউঔ America(n) ডূঔ] (noun) (plural duos) (১) দ্বৈতসংগীত বা বাদন(২) কোনো বন্ধনে আবদ্ধ দুই ব্যক্তির জোড়: They make a good duo.
  • English Word duodecimal Bengali definition [ডিঊআডেসিম্‌ল্ America(n) ডূআডেসিম্‌ল্] (adjective) দ্বাদশমিক; দ্বাদশাংশিক
  • English Word duodenum Bengali definition [ডিউআডীনাম্‌ America(n) ডূআডীনাম্‌] (noun) (ব্যবচ্ছেদবিদ্যা) গ্রহণি; ক্ষুদ্রান্তের প্রথম অংশ duodenal (adjective) গ্রহণিসংক্রান্ত: a duodenal ulcer.
  • English Word duologue Bengali definition [ডিউআলগ্‌ America(n) ডিউআলোগ্‌] (noun) দুই ব্যক্তির মধ্যে কথোপকথন
  • English Word dupatta Bengali definition [দোপাট্‌টা:] (অপিচ odhani [ওড়ানি]) (noun) মহিলাদের সালোয়ার বা ঘাগরার উপর পরার জন্য এক ধরনের লম্বা কাপড়, যা সাধারণত মাথা ও ঘাড় ঢেকে রাখার কাজে ব্যবহৃত হয়; দোপাট্টা
  • English Word dupe Bengali definition [ডিউপ্‌ America(n) ডূপ্‌] (verb transitive) প্রতারণা করা; বোকা বানানো: They realized they had been duped. □ (noun) যে প্রতারিত হয়।
  • English Word duplex Bengali definition [ডিউপ্লেক্‌স্‌ America(n) ডূপ্লেক্‌স্‌] (adjective) দ্বিগুণ; দ্বৈত: a duplex apartment (America(n)), এমন ফ্ল্যাটবাড়ি যার দুই তলায় কক্ষসমূহ এবং ভিতরে সিঁড়ি রয়েছে; উভয়মুখ; উভয়দিগ্বর্তী।
  • English Word duplicate 1 Bengali definition [ডিউপ্লিকাট্ America(n) ডূপ্লিকাট্] (adjective) (১) সদৃশ; অনুরূপ: duplicatekeys. (২) দুটি অনুরূপ অংশবিশিষ্ট; দ্বিগুণ। □(noun) [countable noun] অবিকল নকল; অনুলিপি; প্রতিলিপি: a duplicate copy. in duplicate (দলিলপত্র ইত্যাদি) প্রতিলিপিসহ।
  • English Word duplicate 2 Bengali definition [ডিউপ্লিকেইট্] (verb transitive) (১) হুবহু নকল বা প্রতিলিপি করা(২) দ্বিগুণিত করাduplication [ডিউপ্লিকেইশন্‌ America(n) ডূপ্লিকেইট্] (noun) [uncountable noun] প্রতিলিপিকরণ। [countable noun]: প্রতিলিপি। duplicator [ডিউপ্লিকেইটা(র্‌)] (noun) প্রতিলিপি মুদ্রণের যন্ত্রবিশেষ।
  • English Word duplicity Bengali definition [ডিউপ্লিসাটি America(n) ডূপ্লিসাটি] (noun) [uncountable noun] কপটতা; শঠতা; চাতুরী
  • English Word durable Bengali definition [ডিউরাব্‌ল্‌ America(n) ডূরাব্‌ল্‌] (adjective) টেকসই; মজবুত: durable shoes. □ (noun) (সাধারণত plural) টেকসই দ্রব্যাদি: consumer durables. durability [ডিউআরাবিলাটি America(n) ডুআরাবিলাটি] (noun) [uncountable noun] টেকসই হওয়ার গুণ বা শক্তি।
  • English Word durance Bengali definition [ডিউআরান্‌স্‌ America(n) ডুআরান্‌স্‌] (noun) (পুরাতনী) কয়েদ; আটকাবস্থা; অবরোধ
  • English Word duration Bengali definition [ডিউরেইশ্‌ন্‌ America(n) ডুরেইশ্‌ন্‌] (noun) [uncountable noun] স্থিতিকাল; স্থায়িত্ব: of long duration.
  • English Word durbar Bengali definition [ডাবা:(র্)] (noun) (ইতিহাস) দরবার; উপমহাদেশীয় রাজন্যবর্গের রাজসভা; উপমহাদেশীয় রাজাবাদশাহ কর্তৃক প্রদত্ত অভ্যর্থনা