Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word beaver 1 Bengali definition [বীভা(র্‌)] (noun) (১) এক ধরনের লোমশ জন্তু যা জলে ও স্থলে বাস করে; বিবর(২) [Uncountable noun] উক্ত জন্তুর পশম(৩) [Uncountable noun] খুব ভারী পশমি পোশাক(৪) [Countable noun] উক্ত প্রাণীর পশম দিয়ে তৈরি টুপি, দস্তানা প্রভৃতি
  • English Word beaver 2 Bengali definition [বীভা(র্‌)] (noun) পুরাকালে সৈন্যদের হেলমেট বা শিরস্ত্রাণের পরিবর্তনযোগ্য নিম্নাংশ যা ঠোঁট ও চিবুক রক্ষা করত
  • English Word beaver 3 Bengali definition [বীভা(র্‌)] (verb intransitive) beaver away (at something) (কথ্য) কঠোর পরিশ্রম করা
  • English Word bebop Bengali definition [বীবপ্‌] = bop.
  • English Word becalmed Bengali definition [বিকা:ম্‌ড্‌] (predicatively adjective) (কোনো পালতোলা জাহাজ) বাতাসের অভাবে গতিহীন বা অচল
  • English Word became Bengali definition become–এর past tense
  • English Word because Bengali definition [বিকজ্‌] (conjunction) (১) সে-কারণে; কেননা; যেহেতু: I couldn’t attend the meeting because I was ill. (২) because of (preposition(al)) জন্য; দরুন: He had to retire because of ill health. because of his bad leg, he could not walk fast. just because: you can’t be rude to me just because you are my boss.
  • English Word beck 1 Bengali definition [বেক্‌] (noun) (ইংল্যান্ডের উত্তরাঞ্চলে) পাহাড়ি ঝরনা বা ছোট নদী
  • English Word beck 2 Bengali definition [বেক্‌] (noun) হাত, মাথা, চোখ, বাহু প্রভৃতির ইঙ্গিতে আহ্বান; ইশারাbe at somebody’s beck and call কারো সম্পূর্ণ আজ্ঞাবহ বা তাবেঁদার হওয়া। Have somebody at one’s beck and call কাউকে সব সময়ে আজ্ঞাবহ করে রাখা।
  • English Word beckon Bengali definition [বেকান্‌] (verb transitive), (verb intransitive) অঙ্গপ্রত্যঙ্গের ইঙ্গিতে কাউকে ডাকা (অনুসরণ করতে); ইশারা করা: The policeman beckoned to me with his forefinger.
  • English Word become Bengali definition [বিকাম্‌] (verb intransitive), (verb transitive) (Past tense became [বিকেইম], (past participle become) (১) হয়ে-আসা বা হয়ে-ওঠা: He has become a famous lawyer. He has become accustomed to his new duties. (২) become of সংঘটিত হওয়া; ঘটা: I wonder what became of him. (৩) শোভন হওয়া; মানানো: Her new dress becomes her. (৪) যথোপযুক্ত হওয়া: This short of behavior hardly becomes a person in your position. becoming (adjective) becomingly (adverb)
  • English Word bed 1 Bengali definition [বেড্‌] (noun) (১) বিছানা; শয্যা; ঘুমানোর আসবাববিশেষ; খাট; পালঙ্ক: Put the children to bed; (লাক্ষণিক) যৌনমিলন: He thinks of nothing but bed. দাম্পত্যজীবন। Single bed একজনের জন্য শয্যা। double bed দুইজনের শয্যা। twin beds হুবহু একরুপ দুটি একক শয্যা। spare bed (room) মেহমান বা অতিথির জন্য সংরক্ষিত বাড়তি শয্যা/শয্যাকক্ষ। bed and board থাকা ও খাওয়া; (কোনো সরাইখানা ইত্যাদিতে) আতিথ্য। make the bed শয্যা বিন্যাস করা; বিছানার চাদর, কম্বল, বালিশ ইত্যাদি যথারীতি বিন্যস্ত অবস্থায় রাখা। As you make your bed so you must lie on it (প্রবাদ) তোমাকে তোমার কর্মফল মানতেই হবে। He got out of bed on the wrong side আজ সারাদিন তার মেজাজ বিগড়ে আছে। take to/keep to one’s bed অসুস্থতার কারণে শয্যাশায়ী থাকা। (২) জাজিম; গদি: a spring-bed. (৩) মসৃণ ও সমতল ভূমি যেখানে কিছু রাখা যায় বা স্থাপন করা যায়: The machine rests on a bed of concrete. (৪) সমুদ্র, নদী, হ্রদ প্রভৃতির তলদেশ; রাস্তা বা রেলপথের ভিত্তি হিসেবে স্থাপিত শিলাস্তর বা পাথরের স্তর; মাটির নীচে কাদা, শিলা ইত্যাদির স্তর: Dig anywhere near sea-side, a bed of clay will come up. bed-rock মাটির নিচে বিভিন্ন জায়গায় বিভিন্ন গভীরতায় প্রাপ্ত জমাট শিলা; (লাক্ষণিক) যেসব মূল সত্য বা নীতিমালার উপর কোনো তত্ত্ব সুপ্রতিষ্ঠিত থাকে। (৫) বাগানের জন্য নির্বাচিত জমি: seed-bed; onion-bed; flower-beds. (৬) যৌগশব্দ bedbug (noun) ছারপোকাbed-clothes (noun) (plural) বিছানায় ব্যবহৃত চাদর, কম্বল ইত্যাদি। bed-fellow (noun) শয্যাসঙ্গী বা শয্যাসঙ্গিনী; (লাক্ষণিক) সঙ্গী। bedpan (noun) অসুস্থ বা পঙ্গু ব্যক্তির শয্যাশায়ী থাকা অবস্থায় মলমূত্র ত্যাগের নিমিত্তে ব্যবহৃত পাত্রবিশেষ। bed rest [বেডরেস্‌ট্‌] (noun) চিকিৎসকের পরামর্শে অসুস্থ ব্যক্তিকে বিছানায় শুয়ে সময় কাটাতে বাধ্য হওয়ার অবস্থা; বিছানায় বিশ্রাম; বেড রেস্ট; bed during pregnancy can present challenges. bed ridden শয্যাগত; দুর্বলতা বা বার্ধক্যের কারণে শয্যায় আশ্রিত। bedroll (noun) সহজে গুটানো যায় এবং এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যায় এমন শয্যা। bedroom শয়নকক্ষ; শয্যাকক্ষ। bedside (noun) (বিশেষত কোনো রোগীর) শয্যাপার্শ্ব: A good doctor knows good bedside manners. bed sit(ter) (bed-sitting-room এর কথ্য) (noun) যে কক্ষে শয়ন ও উপবেশন চলে। bedsore (noun) শয্যাক্ষত; দীর্ঘকাল শয্যাশায়ী থাকায় রোগীর পিঠে সৃষ্ঠ ক্ষত। bedspread (noun) যে চাদর দিয়ে দিনে বিছানা ঢেকে রাখা হয়। bedstead (কাঠ, ধাতু ইত্যাদির তৈরি) খাট বা পালঙ্কের মূল অংশ, যার উপর জাজিম বিছানো হয়। bedtime (noun) ঘুমানোর নির্দিষ্ট সময়: He has no fixed bedtime. bed work (noun) বিছানায় শুয়ে শুয়ে যে কাজ করা যায়; (লক্ষণিক) খুব সহজ কাজ।
  • English Word bed 2 Bengali definition [বেড্‌] (verb transitive) (১) bed (in/out) রোপণ করা; লাগানো (চারা, বীজ ইত্যাদি): Mr. Fahim is bedding out some young cabbage plants. (২) bed (in) ভিত তৈরি করার জন্য স্থাপন করা: Bricks and stones are bedded in mortar and concrete. (৩) bed down শয্যা জোগানো; গদি আঁটানো: bed down a horse. bedded নির্দিষ্ট সংখ্যক শয্যাযুক্ত: a double-bedded room. bedding (noun) [Uncountable noun]. শয্যোপকরণ।
  • English Word bedabble Bengali definition [বিডাব্‌ল্‌] (verb) তরল বস্তু (সাধারণত রক্ত, বস্তু) ছিটিয়ে নোংরা করা: Clothes bedabbled with paint. bedabbling (noun)
  • English Word bedaubed Bengali definition [বিডোব্‌ড্‌] (adjective) bedaubed with লেপাবৃত; মাখানো (নোংরা, ভেজা, আঠালো কোনো পদার্থ দিয়ে)।
  • English Word bedding Bengali definition [বেডিঙ্‌] (noun) [Uncountable noun] দ্রষ্টব্য bed 2
  • English Word bedevil Bengali definition [বিডেভ্‌ল্‌] (verb transitive) (bedevilled, bedevilling, bedevils, America(n) bedeviled, bedeviling, bedevils) (সাধারণত passive) গোলমেলে করা হয়েছে; ভণ্ডুল করা হয়েছে; জটিল করা হয়েছে এমন: Many of our industries are bedevilled by financial problems.
  • English Word bedewed Bengali definition [বিডিঊড্‌ America(n) বিডিডূড্‌] (adjective) bedewed with (সাহিত্যিক) শিশিরসিক্ত, ভিজানো: Nasima’s face is bedewed with tears.
  • English Word bedimmed Bengali definition [বিডিম্‌ড্‌] (adjective) bedimmed with (সাহিত্যিক) (চোখ, মন ইত্যাদি) ঝাপসা হয়েছে এমন: After her father’s death, Rahima’s mind was bedimmed with sorrow.
  • English Word bedlam Bengali definition [বেড্‌লাম] (noun) (প্রাচীন প্রয়োগ) (১) উন্মাদাশ্রম; পাগলাগারদ(২) হট্টগোলপূর্ণ স্থান; হট্টমন্দির: The court-room turned into a bedlam as the judge delivered his verdict.
  • English Word Bedouin, Beduin Bengali definition [বেডুইন্‌] (noun) (plural-এ অপবিরর্তিত) বেদুঈন; মরুভূমিতে বসবাসকারী যাযাবর আরব
  • English Word bedraggled Bengali definition [বিড্র্যাগ্‌ল্‌ড্‌] (predicatively adjective) (কাপড় ইত্যাদি) বৃষ্টি, কাদা প্রভৃতিতে ভিজে নোংরা হয়েছে এমন
  • English Word bee Bengali definition [বী] (noun) (১) মৌমাছি; মধুকর; ভ্রমরhave a bee in one’s bonnet ছিটগ্রস্ত হওয়া। make a bee-line for সবচেয়ে কাছের পথ ধরে যাওয়া; খুব দ্রুত যাওয়া। bee-hive (noun) মৌচাক; মধুচক্র। (২) (প্রধানত America(n)) একই সঙ্গে কাজ ও বিনোদনের জন্য এক জায়গায় জড়ো হওয়াbee-house (noun) মৌমাছির বাসা। bee-keeping (noun) মৌমাছি পালন।
  • English Word beech Bengali definition [বীচ্‌] (noun) [Countable noun] মসৃণ বল্কল, উজ্জ্বল ঘন সবুজ পাতা ও ত্রিভুজাকৃতির ক্ষুদ্র বাদামজাতীয় ফলবিশিষ্ট বুনোগাছ; [Uncountable noun] ঐ গাছের কাঠ। beech mast (noun) [Uncountable noun] বিচফল।
  • English Word beedi Bengali definition = bidi
  • English Word beef Bengali definition [বীফ্‌] (noun) (১) [Uncountable noun] গোমাংস; গরুর মাংসbeef cattle মাংস সংগ্রহের উদ্দেশ্যে যেসব গরু ইত্যাদি পালন করা হয়। beef tea গোমাংস থেকে বের করে আনা রস (অসুস্থ ব্যক্তিদের পথ্য হিসেবে ব্যবহৃত)। beefsteak (noun) কাবাব ইত্যাদি বানানোর জন্য লম্বা ফালি করা মাংস। beefeater ব্রিটেনের রাজকীয় রক্ষীবাহিনীর সদস্য (সাধারণত টাওয়ার অব লন্ডন বা অন্যত্র প্রহরার কাজে নিয়োজিত। (২) [Uncountable noun] (পুরুষদের ক্ষেত্রে) পেশি; পেশিবল: He has got plenty of beef. (৩) beeves [বীভজ] (noun) [Countable noun] (plural) খাদ্য হিসেবে বিবেচিত খুব মোটা ষাঁড়। □(verb intransitive) (কথ্য) অভিযোগ করা: Stop beefing again and again. beefy (adjective) (ব্যক্তি) বেশ পেশিযুক্ত; সবল।
  • English Word been Bengali definition দ্রষ্টব্য be 1.
  • English Word beep Bengali definition [বীপ্‌] (noun) পৌনঃপুনিক সংকেত; (যেমন টেলিফোনে কথা বলার সময় এ ধরনের সংকেত দিয়ে জানানো হয় যে এই কথাবার্তা রেকর্ড করা হচ্ছে)।
  • English Word beer Bengali definition [বিয়া(র্‌)] (noun) [Uncountable noun] এক রকম হালকা মদ; বিয়ারsmall beer অনুগ্র মদ; (আলংকারিক অর্থ) তুচ্ছ বিষয়বস্তু বা ব্যক্তি: Rahman thinks no small beer of himself. beery (adjective) স্বাদে বা গন্ধে বিয়ারের মতো।
  • English Word beeswax Bengali definition [বীজ্‌ওয়্যাকস্‌] (noun) [Uncountable noun] মৌমাছির শরীরনিঃসৃত মোম যা দিয়ে মৌচাক তৈরি হয়- এই মোম কাঠ পালিশে ব্যবহৃত হয়। □(verb transitive) এই মোম দিয়ে পালিশ করা।