Skip to main content
Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • English Word alchemist Bengali definition [অ্যাল্‌কামিস্‌ট্‌] (noun) কিমিয়া বা মধ্যযুগীয় রসায়ন শাস্ত্রের সেবক; আহলে কিমিয়া
  • English Word alchemy Bengali definition [অ্যাল্‌কামি] [Uncountable noun] মধ্যযুগীয় রসায়নশাস্ত্র- অপকৃষ্ট ধাতুকে কীভাবে সোনায় পরিণত করা যায়, তা আবিষ্কার করাই ছিল এই শাস্ত্রের প্রধান লক্ষ্য; কিমিয়া
  • English Word alcohol Bengali definition [অ্যাল্‌কাহল্‌ America(n) অ্যাল্‌কাহোল্‌] (noun) (১) [Uncountable noun] বিয়ার, মদ, ব্র্যান্ডি, হুইস্কি প্রভৃতি পানীয়; এসব পানীয়তে বিদ্যমান বিশুদ্ধ, বর্ণহীন তরল পদার্থ; কোহল; সুরা(২) [Uncountable noun, Countable noun] (রসায়ন) উপর্যুক্ত (১) তরল পদার্থের তুল্য রাসায়নিক যৌগের বৃহৎ বর্গ; কোহলalcoholic [অ্যাল্‌কাহলিক্ America(n) অ্যাল্‌কাহোলক্] (adjective) কোহল সম্পর্কিত। □ (noun) সুরাসক্ত ব্যক্তি। alcoholism [অ্যাল্‌কাহলইজাম্] (noun) সুরাসক্ততা; এহেন আসক্তি হেতু রুগ্‌ণাবস্থা।
  • English Word alcopop Bengali definition [এল্‌কোপপ্‌] [Countable noun] তরুণ প্রজন্মকে কাছে টানতে অ্যালকোহলযুক্ত সফট ড্রিঙ্কস বা কোমল পানীয়; অ্যালকোপপ: The defendant had drunk several pints of beer, alcopops and a quadruple vodka.
  • English Word alcove Bengali definition [অ্যাল্‌কোউভ্] (noun) (ক) কোনো কক্ষের আংশিকভাবে পরিবেষ্টিত বর্ধিতাংশ, যেখানে অনেক সময়ে শয্যা বা আসন রাখা হয়; চোরকুঠুরি; নিভৃত কক্ষ। (খ) বাগানের ঘেরের মধ্যে অনুরূপ স্থান; ছায়াকুঞ্জ; কুঞ্জকুটির।
  • English Word alder Bengali definition [ওল্‌ডা(র্)] (noun) ভূর্জজাতীয় গাছবিশেষ, যা সাধারণত জলাভূমিতে জন্মে
  • English Word alderman Bengali definition [ওল্‌ডামান্] (noun) (plural men [ওলডামান্]) ইংল্যান্ড ও আয়ারল্যান্ডে পৌরপরিষদের ঊর্ধ্বতন সদস্য, যার পদমর্যাদা মেয়রের নিচে এবং যিনি তার সহকর্মী পারিষদদের দ্বারা নির্বাচিত হন; পৌরমুখ্য
  • English Word ale Bengali definition [এইল্] [Uncountable noun] (British/Britain) বিয়ার; এক ধরনের বিয়ার; যবসুরা (প্রাচীন প্রয়োগ) = beer. অপিচ দ্রষ্টব্য ginger. ale-house (noun) public house বা পানশালার প্রাচীন নাম; পানশালা।
  • English Word aleatory Bengali definition [এইলিআটারি] (adjective) দৈবনির্ভর; আপতিক
  • English Word alee Bengali definition [আলী] (adverb), (predicatively adjective) (নৌচালনবিদ্যা) জাহাজের আচ্ছাদিত দিকে/দিকের অভিমুখে; প্রতিবাত; বায়ুপ্রতিমুখে
  • English Word alembic Bengali definition [আলেম্‌বিক্‌] (noun) (আলকিমিস্টদের) চোলাইযন্ত্র; বকযন্ত্র
  • English Word alert Bengali definition [আলাট্] (adjective) সতর্ক; হুশিয়ার; সজাগ; সচেতন; জীবন্ত; প্রাণবন্ত(noun) (১) on the alert (কিছুর জন্য, কিছু করার জন্য, সম্ভাব্য আক্রমণ ইত্যাদির বিরুদ্ধে) হুশিয়ার; সাবধান(২) [Countable noun] শত্রুর আক্রমণ, বিশেষত বিমান হামলার মুখে সতর্কতা; সতর্কতাকাল(৩) [Countable noun] প্রস্তুত থাকার বিজ্ঞপ্তি; সতর্কবাণী। □ (verb transitive) (সেনাবাহিনী ইত্যাদিকে বিপদ সম্পর্কে সজাগ ও প্রস্তুত থাকার জন্য) সতর্ক করা। alertly (adverb) সতর্কতার সঙ্গে; সতর্কভাবে। alertness (noun) সতর্কতা; ক্ষিপ্রতা; ক্ষিপ্রকারিতা।
  • English Word alexandrine Bengali definition [অ্যালিগ্‌জ্যানড্রাইন্] (noun) (কবিতার ছন্দবিষয়ক) ছয় পদবিশিষ্ট চরণ
  • English Word alexia Bengali definition [আলেক্‌সিআ] [Uncountable noun] (প্যাথলজি) মস্তিষ্কের ব্যাধিবিশেষ, যাতে পড়ার ক্ষমতা লোপ পায়; শব্দান্ধতাalexic [আলেক্‌সিক্] (adjective) শব্দান্ধ: alexic children.
  • English Word alfalfa Bengali definition [অ্যাল্‌ফ্যাল্‌ফা] [Uncountable noun] (America(n)= lucerne, পশুখাদ্য হিসেবে ব্যবহৃত উদ্ভিদবিশেষ; আলফালফা
  • English Word alfresco Bengali definition [অ্যাল্‌ফ্রেস্‌কোউ] (adjective), (adverb) (আহার) খোলা জায়গায়; চার দেয়ালের বাইরে; প্রাচীরাতিশায়ী
  • English Word alga Bengali definition [অ্যাল্‌গা] (noun) (plural algae [অ্যাল্‌জী/অ্যাল্‌গী]) (উদ্ভিদবিদ্যা) খুব সরল নির্মিতির জলজ উদ্ভিদ; শৈবাল; শেওলা
  • English Word algebra Bengali definition [অ্যাল্‌জিব্‌রা] (noun) বীজগণিতalgebraic [অ্যাল্‌জিব্‌রেইক্‌], algebraical [অ্যাল্‌জিব্‌রাক্‌ল্‌] (adjective) বীজগাণিতিক। algebraically [অ্যাল্‌জিব্‌রাক্‌লি] (adverb) বীজগাণিতিকভাবে।
  • English Word algorithm Bengali definition [অ্যাল্‌গারিদাম্] (noun) (কম্পিউটার) কোনো গণনার জন্য প্রণালি বা পর্যায়পরম্পরা; আলগরিদম
  • English Word alias Bengali definition [এইলিআস্] (noun) (plural aliases [এইলিআসিজ্‌]) নামান্তর; উপনামalias (adverb) ওরফে; বনাম।
  • English Word alibi Bengali definition [অ্যালিবাই] (noun) (plural alibis [অ্যালিবাইজ্]) (১) (আইন সম্বন্ধীয়) ঘটনা, বিশেষত অপরাধমূলক ঘটনা ঘটার সময়ে অন্যত্র থাকার ওজর বা অজুহাত; অন্যতস্থতা: He has got an alibi for the incident that took place last week. (২) (কথ্য) (ব্যর্থতা ইত্যাদির জন্য) ওজর; অজুহাত
  • English Word alien Bengali definition [এইলিআন্] (noun) (আইন সম্পর্কিত কিংবা সরকারি প্রয়োগ) বিদেশী ব্যক্তি, অর্থাৎ যে দেশে বাস করেন সে দেশের নাগরিক নন; বহিরাগত; পরদেশী; ভিনদেশীalien (adjective) (১) বিদেশি; অনাত্মীয়; চরিত্র বা স্বভাবের দিক থেকে পৃথক; বিরুদ্ধ: customs that are alien to our culture. (২) বিরোধী; বিপরীত; বিরুদ্ধ: Meanness is totally alien to his nature.
  • English Word alienate Bengali definition [এইলিআনেইট্] (verb transitive) (১) alienate somebody (from) (অপ্রিয় বা অরুচিকর কাজকর্মের দ্বারা) কাউকে (যে আগে বন্ধুভাবাপন্ন ছিল) বৈরী বা নিরাসক্ত করা; পর করা; চটানো; বিরূপ করা; বহিষ্কার করা: New tax proposals will alienate many voters. (২) (সম্পত্তির) মালিকানা হস্তান্তর করা; জব্দ করা: enemy property alienated in time of war. alienation [এইলিআনেইশ্‌ন্‌] (noun) বিচ্ছেদ; বিচ্ছিন্নতা: বিচ্ছিন্নতাবোধ; বিরাগ; (মঞ্চ) নাটকে উপস্থাপিত সমস্যাবলী সম্পর্কে (অভিনেতা–অভিনেত্রী ও দর্শকদের) সমালোচনাত্মক নির্লিপ্ততা এবং আবেগগত নিরাসক্ততা।
  • English Word alienist Bengali definition [এইলিআনিস্‌ট্‌] (noun) (১) (America(n)) আদালতে সাক্ষীদের মানসিক যোগ্যতা নির্ণয়ে বিশেষজ্ঞ ব্যক্তি(২) (প্রাচীন প্রয়োগ) মানসিক রোগবিশেষজ্ঞ; (আধুনিক নাম psychiatrist)।
  • English Word alight 1 Bengali definition [আলাইট্] (predicatively adjective) (১) জ্বলন্ত; আগুন ধরানো: The factory was set alight by the angry workers. (২) প্রদীপ্ত; উজ্জ্বল; প্রফুল্ল: faces alight with happiness.
  • English Word alight 2 Bengali definition [আলাইট্] (verb intransitive) (১) (বাস, ঘোড়ার পিঠ ইত্যাদি থেকে) নামা; অবতরণ করা(২) (পাখি) আকাশ থেকে নেমে আসা এবং গাছের ডাল ইত্যাদির উপর বসা(৩) alight on (আনুষ্ঠানিক) (লাক্ষণিক) দৈবাৎ খুঁজে পাওয়া বা লাভ করা
  • English Word align Bengali definition [আলাইন্] (verb transitive), (verb intransitive) (১) সারিবদ্ধ করা; কাতারবন্দি করা; এক রেখায় (বিশেষত তিন বা ততোধিক বিন্দুকে এক সরলরেখায়) আনা(২) একমত হওয়া; এক কাতারে শামিল হওয়া বা করা: Even their adversaries aligned themselves with them. alignment [Countable noun, Uncountable noun] সরলরেখায় বিন্যাস; সারিবদ্ধকরণ; পঙ্‌ক্তিবিন্যাস: in/out of alignment, পঙ্‌ক্তিবদ্ধ। পঙ্‌ক্তিচ্যুত: a new alignment of European powers, ইউরোপীয় শক্তিসমূহের নতুন বিন্যাস।
  • English Word alike Bengali definition [আলাইক্] (predicatively adjective) (আকৃতি বা প্রকৃতিতে) একই রকম; সদৃশ: They are very much alike. □ (adverb) সমভাবে।
  • English Word alimentary Bengali definition [অ্যালিমেনটারি] (adjective) পুষ্টিকর; পুষ্টিসংক্রান্তthe alimentary canal খাদ্যনালী; গলনালি।
  • English Word alimony Bengali definition [অ্যালিমানি] [Uncountable noun] বিচারকের নির্দেশে বর্তমান বা প্রাক্তন স্ত্রীকে দেয় খোরপোষ