Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বর্হ Bengali definition [বর্‌হো] (বিশেষ্য) ময়ূরপুচ্ছ (ময়ূরের বর্হসম ময়ূরের মালা-সত্যেন্দ্রনাথ দত্ত)। বর্হী (-ইন্‌) বর্হ বা ময়ূরপুচ্ছধারী; ময়ূর। {(তৎসম বা সংস্কৃত) √বর্হ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বরড়া (মধ্যযুগীয় বাংলা) Bengali definition [বরোড়া] (বিশেষ্য) বহেড়া। {(তৎসম বা সংস্কৃত) বিভীতকী>(হিন্দি) বহেড়া>}
  • Bengali Word বল ১ Bengali definition [বল্‌] (বিশেষ্য) ১ শক্তি; সামর্থ্য; ক্ষমতা (বাহুবল, ধনবল)। ২ সৈন্য (আপনার বলে তুমি থাক সর্বহিতে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৩ সহায়। ৪ রাজা ও বড়ে ভিন্ন দাবা খেলার অন্যান্য ঘুঁটি। ৫ বলরাম (বল হাতে প্রলম্ব বধিলা-ভারতচন্দ্র রায়গুণাকর)। বলকর, বলকারক (বিশেষণ) শক্তিবর্ধক। বলকরা (ক্রিয়া) জোর করা; শক্তি প্রকাশ করা (বল করি চিত্ত চোরায়ল মোরি-বিদ্যাপতি)। বলদ১ (বিশেষণ) বলদায়ক; শক্তিদাতা। বলদৃপ্ত, বলদর্পিত, বলগর্বিত (বিশেষণ) ১ ক্ষমতাগর্বিত (বলদৃপ্ত কাঞ্চন বরণ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ শক্তিমন্ত (বলদর্পিত করাঘাত করিতে লাগিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। বলপূর্বক (ক্রিয়াবিশেষণ) জোর করে; জবরদস্তি করে; সবলে। বলবৎ (বিশেষণ) ১ বলশালী; শক্তিযুক্ত; প্রবলপরাক্রান্ত। ২ বহাল; প্রচলিত; কার্যকর (আইন বলবৎ থাকা)। বলবত্তা (বিশেষ্য) শক্তিশালিতা; শক্তিমত্তা। বলবন্ত (বিশেষণ) ১ বলবান। ২ বলবৎ। বলবর্ধক (বিশেষ্য) শক্তিবৃদ্ধি। □ (বিশেষণ) শক্তিবৃদ্ধিকর; বলবৃদ্ধিকারক। বলবান (বিশেষণ) শক্তিশালী; ক্ষমতাবান। বলবতী( স্ত্রীলিঙ্গ) । বলবিদ্যা (পদার্থ.) (বিশেষ্য) পদার্থের কর্মশক্তি বিষয়ক বিদ্যা; mechanics। বলবিন্যাস (বিশেষ্য) ব্যূহ রচনা; যুদ্ধার্থে সেনা স্থাপন। বলশালী (বিশেষণ) শক্তিমান; বলবান। বলশালিতা বি। বলশালিনী( স্ত্রীলিঙ্গ) । বলসঞ্চালন (বিশেষ্য) সৈন্য চালনা। বলহীন (বিশেষণ) দুর্বল; নিঃশক্ত। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বল ২ Bengali definition [বল্‌] (বিশেষ্য) ১ খেলার গোলক বা ভাঁট; ক্রীড়াকন্দুক বিশেষ (ফুটবল, ভলিবল)। ২ পাশ্চাত্য দেশে প্রচলিত নাচ বিশেষের মজলিস। বলনাচ (বিশেষ্য) পাশ্চাত্যের নাচ বিশেষ; যাতে নারী-পুরুষ এক সঙ্গে নাচে; ball dance। {(ইংরেজি) ball }
  • Bengali Word বল ৩ Bengali definition [বল্‌] (বিশেষ্য) হিন্দুদের উপাধি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বলক Bengali definition [বলোক্‌] (বিশেষ্য) জ্বালে বসানো দুধ ইত্যাদির উথলানো বা ফেঁপে ওঠা (বলক দিয়ে ক্ষীর-সায়রে ছুটছে পুলক অ বলগা-সত্যেন্দ্রনাথ দত্ত)। বলকা (বিশেষণ) বলক উঠেছে এমন; বলক যুক্ত (বলকা দুধ)। এক বলকা দুধ (বিশেষ্য) মাত্র একবার ফুটে ওটা দুধ। {(হিন্দি) বলক্‌না}
  • Bengali Word বলকর, বলকরা, বলকারক Bengali definitionবল১
  • Bengali Word বলক্ষ Bengali definition [বলোক্‌খো] (বিশেষণ) সাদা; ধবল; শ্বেত (বলক্ষা বরণ কেশ বেশ শেষ বয়ী-ঘনরাম চক্রবর্তী)। বলক্ষপক্ষ (বিশেষ্য) শুক্লপক্ষ (পূজহ বলক্ষপক্ষে-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অব+লক্ষ+অ(অচ্‌), আদ্য অ-লোপে}
  • Bengali Word বলগর্বিত Bengali definition বল১
  • Bengali Word বলটু Bengali definition বোলটু
  • Bengali Word বলদ ২ Bengali definition [বলোদ্‌] (বিশেষ্য) ১ ষাঁড়; বৃষ; যে ষাঁড়ের মুষ্ক ছিন্ন করা হয়েছে। ২ দামড়া; যে গরু হাল বা গাড়ি টানে। ৩ (আলঙ্কারিক) বির্বোধ; আহম্মক। কলুর বলদ ⇒ কলু। চিনির বলদ ⇒ চিনি। {(তৎসম বা সংস্কৃত) কলীবর্দ>(প্রাকৃত) বলীঅদ্দ>}
  • Bengali Word বলদর্পিত, বলদৃপ্ত Bengali definition বল১
  • Bengali Word বলদেব, বলভদ্র, বলরাম Bengali definition [বলোদেব্‌, বলোভদ্‌দ্রো, বলোরাম] (বিশেষ্য) ১ কৃষ্ণের জ্যেষ্ঠ ও বৈমাত্র ভ্রাতা; হলধর; হলায়ুধ। ২ (হিন্দুপুরাণ মতে) বিষ্ণুর অষ্টম অবতার। {(তৎসম বা সংস্কৃত) বল+দেব, ভদ্র, রাম}
  • Bengali Word বলন ১ Bengali definition [বলোন্‌] (বিশেষ্য) কথন; কথা বলা; ভাষণ। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌>(প্রাকৃত) √বোল্ল>(বাংলা) √বল; (তুলনীয়) (হিন্দি) বোল্‌না}
  • Bengali Word বলন ২ Bengali definition [বলোন্‌] (বিশেষ্য) বৃদ্ধি; পুষ্টি; সুডৌল (মূলাকে জিনিয়া মোটা দন্তের বলেন-মানিক গাঙ্গুলী)। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+অন(ল্যুট্‌)}
  • Bengali Word বলন ৩, বলনি, বলনী Bengali definition [বলোন্‌, বলোনি, বলোনি] (বিশেষ্য) সুডৌল, সুগোল আকৃতি বা আকার (মাজার বলন-ভারতচন্দ্র রায়গুণাকর; ভুরুর বলনী কামধনু জিনি ইন্দ্রধনুকের আভা-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+(বাংলা) অন, অনি, অনী}
  • Bengali Word বলনিসূদন Bengali definition [বল্‌নিশুদন্‌] (বিশেষ্য) ইন্দ্র। {(তৎসম বা সংস্কৃত) বল+নিসূদন}
  • Bengali Word বলনী Bengali definition বলন৩
  • Bengali Word বলপূর্বক, বলবৎ, বলবত্তা, বলবন্ত, বলবর্ধন, বলবান, বলবিদ্যা, বলবিন্যাস Bengali definition বল১
  • Bengali Word বলভদ্র Bengali definition বলদেব
  • Bengali Word বলভি, বলভী Bengali definition [বলোভি] (বিশেষ্য) ১ ঘরের ছাদ বা চাল। ২ ছাদের উপরস্থ গৃহ; চিলে কুঠরি (কাঁদে সুনির্জন ভবন- বলভি-মোহিতলাল মজুমদার; প্রাসাদা হর্ম্য বলভী-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ গৃহচূড়া। ৪ ছাদ বা চালের পাড়। {(তৎসম বা সংস্কৃত) √বল্‌+অভি, +ঈ(ঙীয্‌)}
  • Bengali Word বলরাম Bengali definition বলদেব
  • Bengali Word বলশালী Bengali definition বল১
  • Bengali Word বলশেভিক, বলসেভিক Bengali definition [বল্‌শেভিক্‌] (বিশেষ্য) ১। ১৯১৭ সালের রুশবিপ্লবে নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল; রুশ কমিউনিস্ট পার্টি। ২। রুশদেশের প্রাচীন শাসন ব্যবস্থার উচ্ছেদ করে যারা সাম্যতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। বলশেভিকবাদ (বিশেষ্য) বলশেভিকদের নীতি বা দর্শন (ইসলামের সাম্য ও ন্যায়নীতির আদর্শের কাছে বলশেভিকবাদের ভোগনীতির সাম্য ম্লান হয়ে যায়-আনিসুজ্জামান)। (তুলনীয়) ম্যাগেশেভিক। {রু. Bolsheviki}
  • Bengali Word বলসঞ্চালন Bengali definition বল১
  • Bengali Word বলসেভিক Bengali definition বলশেভিক
  • Bengali Word বলস্থিতি Bengali definition [বলোস্‌থিতি] (বিশেষ্য) ১ শিবির; সৈন্য ছাউনি। ২ সৈন্যসমাবেশ। {(তৎসম বা সংস্কৃত) বল+স্থিতি}
  • Bengali Word বলহীন Bengali definition বল১
  • Bengali Word বলা ১ Bengali definition [বলা] (বিশেষ্য) ১ কথন (বলা শেষ হয়েছে)। ২ উল্লেখকরণ (এখানে সে কথা বলার দরকার কি?)। ৩ বর্ণন। ৪ জ্ঞাপন (সংবাদ বলা হয়েছে?)। □ (বিশেষণ) কথিত; পূ্র্বে বর্ণিত (সেখানে যাওয়ার কথা বলা ছিল)। □ (ক্রিয়া) ১ কহা (কথা বলা)। ২ বিবৃত বা বর্ণনা করা (এবার ঘটনাটি বলো)। ৩ উল্লেখ করা (কে চুরি করেছে, কার কথাই বা বলি!)। ৪ সম্মতি বা অনুমতি দেওয়া (যদি বলো ত যাই)। ৫ জ্ঞাপন করা (সংবাদ বলা)। ৬ বিচার বা বিবেচনা করে দেখা (ধন বলো যৌবন বলো সকলই অনিত্য)। ৭ উপদেশ বা পরামর্শ দেওয়া (এখন কি করি বলুন)। ৮ আদেশ বা অনুরোধ (তাকে এ কাজটা করতে বলো)। ৯ প্রকাশ বা ব্যক্ত করা (দুঃখের কথা কাকে বলি)। ১০ ডাকা; নিমন্ত্রণ করা; আহবান করা (এ সভায় তাকে বলা হয়নি)। ১১ লজ্জা দেওয়া; তিরস্কার করা; নিন্দা করা (যথেষ্ঠ হয়েছে আর বলো না)। ১২ অনুমতি বা সম্মতি নেওয়া (সাহেবের কাছে বলেই এসেছি)। বলতে কি-সত্য বলতে হলে। বলা কওয়া (বিশেষ্য) ১ কথোপকথন। ২ বিশেষ করে বলন বা অনুরোধ বুঝানো। ৩ বোঝা-পড়া (পালের সহিত অনেক বলা-কহা করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪ জ্ঞাপন। বলানো (বিশেষণ) উক্ত অর্থে (বলানো বুলি)। □ (ক্রিয়া) অন্যকে দিয়ে কওয়ানো (সাহেব দিয়ে বলাতে পারলে ভালো হয়)। বলাবলি (বিশেষ্য) ১ পরস্পর আলাপ-আলোচনা। ২ কথোপকথন। ৩ ক্রমাগত অনুরোধ। বলো কি? বিস্ময় প্রকাশক উক্তি (বলো কি! তার এ কাজ?)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্‌>(প্রাকৃত) বোল্ল>(বাংলা) √বল্‌+আ}
  • Bengali Word বলা ২ Bengali definition [বলা] (ক্রিয়া) বৃদ্ধি পাওয়া (লতাটা বলেছে)। বলানো (ক্রিয়া) বাড়ানো। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধি>}