Skip to main content
Home

Bengali to Bengali

Search Section
Skip alphabetical navigation menu.

বর্ণমালা অনুক্রমে শব্দ খুঁজুন

  • Bengali Word বর্তুক Bengali definition [বোর্‌তুক্‌] (বিশেষ্য) ১ বাসন (বর্তুকে রাখ ভাত-জসীমউদ্‌দীন)। ২ খেলার গোলাকৃতি উপকরণবিশেষ (যেন বা দুইটি বর্তুক লয়ে যে বা পারে খেলিবার-জসীমউদ্‌দীন)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ>}
  • Bengali Word বর্তুল, বর্ত্তুল Bengali definition [বোর্‌তুল্‌] (বিশেষণ) ১ গোলাকার; বৃত্ত সদৃশ। ২ বাঁটুল। (বিশেষ্য) গোলক; গোলাকার বস্তু; sphere (বর্ত্তুল মাথায় সূর্য বালি ফেনা অবসর অরুণিমা ঢেলে-জীবনানন্দ দাশ)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ+উল(উলচ্‌)}
  • Bengali Word বর্ত্তন Bengali definition = বর্তন
  • Bengali Word বর্ত্তমান Bengali definition = বর্তমান
  • Bengali Word বর্ত্তা Bengali definition = বর্তা
  • Bengali Word বর্ত্তিকা Bengali definition = বর্তিকা
  • Bengali Word বর্ত্তুল Bengali definition = বর্তুল
  • Bengali Word বর্ধক Bengali definition (বিশেষ্য), (বিশেষণ) যা বাড়ায়; বর্ধনকারী; বৃদ্ধিকর। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্‌+অক(ণ্বুল্‌)}
  • Bengali Word বর্ধকী Bengali definition [বর্‌ধোকি] (বিশেষ্য) সূত্রধর; ছুতার; বাড়ই। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্‌+অক(ণ্বুল্‌)+ইন্‌(ইনি)}
  • Bengali Word বর্ধন, বর্দ্ধন Bengali definition [বর্‌ধোন্‌] (বিশেষ্য) বৃদ্ধি; উপচয়; উন্নতি; বুদ্ধিপ্রাপ্তি। □ (বিশেষণ) ১ বৃদ্ধিকরণ। ২ বৃদ্ধিকর; বৃদ্ধিকারক। বর্ধক, বর্দ্ধক (বিশেষ্য), (বিশেষণ) যা বাড়ায়; বর্ধনকারী; বৃদ্ধিকর। বর্ধমান, বর্দ্ধমান (বিশেষ্য) ১ ভারতের পশ্চিমবঙ্গের একটি জেলা ও শহর। ২ জৈন তীর্থঙ্কর মহাবীর। □ (বিশেষণ) ১ বৃদ্ধিশীল; বর্ধিষ্ণু; বাড়ছে এমন (ব্রিটিম প্রতাপ বর্দ্ধমান-সত্যেন্দ্রনাথ দত্ত)। বর্ধিত (বিশেষণ) বৃদ্ধিপ্রাপ্ত; বাড়ানো হয়েছে এমন। বর্ধিষ্ণু (বিশেষ্য) বৃদ্ধিশীল; অভ্যুদয়শীল; উন্নতিশীল (এই গ্রামে আমরা সকলের চেয়ে বর্ধিষ্ণু ছিলাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √বৃধ্‌+অন(ল্যুট্‌, যুচ্‌)}
  • Bengali Word বর্না, বর্ণা, বর্নান, বর্ণান, বর্নানো, বর্ণানো Bengali definition [বর্‌না, বর্‌না, বর্‌নান, বর্‌নানো, বর্‌নানো, বর্‌নানো] (ক্রিয়া) বর্ণনা করা; ব্যাখ্যা করা (চৌত্রিশ অক্ষরে বর্ণাইয়া কৈল স্তব-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) √বর্ণ্‌+(বাংলা) আ, আন, আনো}
  • Bengali Word বর্ফান Bengali definition [বর্‌ফান্‌] (বিশেষ্য) ১ বরফরাশি, তুষারস্তুপ। ২ হিমালয়। {(ফারসি) বরফন্‌}
  • Bengali Word বর্ব Bengali definition [বর্‌বো] (বিশেষ্য) প্রাচীন ভারতে প্রচলিত একপ্রকার স্বর্ণমুদ্রা (রাজা প্রধান সেনাপতিকে চারি হাজার বর্ব…বেতন দিতেন-রত্নমালা)। {(তৎসম বা সংস্কৃত) বর্ব}
  • Bengali Word বর্বটী Bengali definition [বর্‌বোটি] (বিশেষ্য) ১ বরবটি নামক শিম জাতীয় সবজি;রাজমাষ; cow-pea। ২ গণিকা। {(তৎসম বা সংস্কৃত) √বর্ব+অট(অটন্‌)+ঈ(ঙীষ্‌)}
  • Bengali Word বর্বণা Bengali definition [বর্‌বনা] (বিশেষ্য) নীলবর্ণ মাছি। {ধ্বন্যাত্মক}
  • Bengali Word বর্বর Bengali definition [বর্‌বর্‌] (বিশেষ্য) অসভ্য জাতি। □ (বিশেষণ) ১ অসভ্য; অমার্জিত; অশিষ্ট। ২ পাশবিক; পশুত্বব্যঞ্জক; নিষ্ঠুর। বর্বরতা (বিশেষ্য) (হেন সহবাসে, হে পিতৃব্য, বর্ব্বরতা কেন না শিখিবে-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+বর(বরচ্‌)}
  • Bengali Word বর্ম Bengali definition [বর্‌মো] (বিশেষ্য) অস্ত্রাদির আঘাত; প্রতিরোধক; দেহাবরণ; সাঁজোয়া; কবচ; তনুত্রাণ (চর্ম বর্ম অসি-মাইকেল মধুসূদন দত্ত)। বর্মিত, বর্মী (-র্মিন্‌) (বিশেষণ) বর্মপরিহিত; বর্মধারী; বর্মাবৃত; কবচধারী। {(তৎসম বা সংস্কৃত) √বৃ+মন্‌(মনিন্‌)}
  • Bengali Word বর্মণ, বর্মা ১ Bengali definition [বর্‌মোন্‌, বর্‌মা] (বিশেষ্য) হিন্দু ক্ষত্রিয় সম্প্রদায়ের পদবি বিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বর্ম>}
  • Bengali Word বর্মা Bengali definition বর্মণ
  • Bengali Word বর্মা ২, বার্মা Bengali definition [বর্‌মা, বার্‌মা] (বিশেষ্য) ব্রহ্মদেশ; বর্তমান নাম মিয়ানমার বা মায়ানমার (Myanmar)। □ (বিশেষণ) ব্রহ্মদেশ বা মিয়ানমার সংক্রান্ত বা জাত। বর্মি (বিশেষ্য) ব্রহ্মদেশ বা মিয়ানমারের অধিবাসী বা ভাষা। □ (বিশেষণ) ব্রহ্মদেশ বা মিয়ানমার সংক্রান্ত বা জাত; Burmese (বর্মি ঢাল)। {(ইংরেজি) Burma}
  • Bengali Word বর্মী Bengali definition বর্ম ও বর্মা
  • Bengali Word বর্য Bengali definition [বর্‌জো] (বিশেষণ) ১ প্রধান্য; শ্রেষ্ঠ (তার অধিষ্ঠাত্রী সর্বশক্তি বর্ষ-কৃষ্ণদাস কবিরাজ)। ২ পূজ্য; বরণীয়। {(তৎসম বা সংস্কৃত) √বর্‌+য(যৎ)}
  • Bengali Word বর্শা, বরশা Bengali definition [বর্‌শা] (বিশেষ্য) সড়কি; বল্লম; যে দণ্ডের একপ্রান্তে তীক্ষ্ণ ফলা থাকে। {(তৎসম বা সংস্কৃত) ব্রশ্চন বা বড়িশ+(বাংলা) আ}
  • Bengali Word বর্ষ, বরষ্‌ Bengali definition [বর্‌শো, বরোশ্‌] (বিশেষ্য) ১ বৎসর; বছর। বর্ষণ; বারিপাত; বৃষ্টি। ৩ পুরোণোক্ত জম্বু দ্বীপ বা এশিয়ার ভারত, কুরু, রম্যক, হিরণ্মায়, কেতুমান, হরি, ইলাবৃত, কিম্পুরুষ, ভদ্রার্থ নামক নয়টি ভূভাগ। বর্ষাকাল (বিশেষ্য) এক বৎসর। বর্ষজীবী (বিশেষ্য) যে উদ্ভিদ মাত্র এক বছর জীবিত থাকে। □ (বিশেষণ) মাত্র এক বছর জীবিত থাকে এমন। বর্ষপর্বত (বিশেষ্য) পরাণোক্ত এশিয়ার মেরু, হিমবান, হেমকূট, শ্বেত, নীল, নিষধ, মৃঙ্গবান নামক সপ্ত পর্বত। বর্ষবরণ (বিশেষ্য) নববর্ষের আগমনে মঙ্গলাচরণ; নতুন বছরকে অভ্যর্থনা বা আবাহন। বর্ষভোগ্য (বিশেষণ) এক বৎসর মেয়াদে ভোগ করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্‌+অ(অচ্‌)}
  • Bengali Word বর্ষণ, বরষণ, বরষন, বরিষণ Bengali definition [বর্‌শোন্‌, বর্‌শোন, বর্‌শোন, বোরিশন্‌] (বিশেষ্য) ১ বৃষ্টিপাত (বর্ষণ-হর্ষ ভরা ধরনীর-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বৃষ্টি (আজি বর্ষণ-মুখরিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ উপর থেকে ছড়ানো; ধারার আকারে নিচে ফেলা। ৪ প্রচুর নিক্ষেপ বা দান (তোমার কাব্যের পরে করি বরিষণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। বর্ষস্নাত (বিশেষণ) বৃষ্টিসিক্ত বা ভেজা (বর্ষণস্নাত বিকেল)। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ+অন(ল্যুট্‌)=বর্ষণ>(স্বরাগমে) বরষণ, বরষন, বরিষণ্‌}
  • Bengali Word বর্ষা, বরষা Bengali definition [বর্‌শা, বরোশা] (বিশেষ্য) ১ বৃষ্টিপাতের কাল; যে ঋতুতে প্রচুর বৃষ্টি হয়। ২ বৃষ্টিপাত (বর্ষার জন্যে কোথাও যেতে পারছি না)। □ (ক্রিয়া) বর্ষণ করা। বর্ষাকাল (বিশেষ্য) বর্ষাঋতু; আষাঢ় ও শ্রাবণ মাস। বর্ষাতি (বিশেষ্য) ১ বৃষ্টির পানি থেকে দেহ রক্ষার জন্য আলখাল্লা জাতীয় বড় জামা বা কোটবিশেষ; water-proof coat। ২ ছাতা। □ (বিশেষণ) বর্ষাকালে জাত (বর্ষাতি ফুল)। বর্ষানো (ক্রিয়া) ১ বর্ষণ করা। ২ বর্ষণ করানো (যত গর্জায় তত বর্ষায় না)। বর্ষাপ্লাবিত (বিশেষণ) বৃষ্টি বা বর্ষার পানিতে মগ্ন। বর্ষাবাদল (বিশেষ্য) বৃষ্টি ও বাদল। বর্ষা-বিধৌত (বিশেষণ) বৃষ্টিধোয়া (বর্ষাবিধৌত বনরাজির মত শ্যামল-শেখ ফজলল করিম)। বর্ষাস্নাত (বিশেষ্য) বর্ষা বা বৃষ্টির পানিবিধৌত। বর্ষিত (বিশেষণ) বৃষ্টিরূপে বা অজস্র ধারায় পতিত। {(তৎসম বা সংস্কৃত) √বৃষ্‌+অ(অচ্‌)+আ(টাপ্‌); বর্ষা>স্বরাগমে বরষা}
  • Bengali Word বর্ষিষ্ঠ Bengali definition [বোর্‌শিশ্‌টো] (বিশেষণ) ১ অতিবৃদ্ধ। ২ সকলের জ্যেষ্ঠ। {(তৎসম বা সংস্কৃত) বৃদ্ধ+ইষ্ঠ(ইষ্ঠন্‌)}
  • Bengali Word বর্ষীয়ান Bengali definition [বোর্‌শিয়ান্‌] (বিশেষণ) ১ অতিশয় বৃদ্ধ। ২ বৃদ্ধতর; অপেক্ষাকৃত বৃদ্ধ। ৩ সকলের জ্যেষ্ঠ। বর্ষীয়সী (স্ত্রীলিঙ্গ) (এইরূপে উভয়ে সেই বর্ষীয়ীর সদনে আবাস গ্রহণ করিলেন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) √বৃদ্ধ+ইয়স্‌(ইয়সুন্‌)}
  • Bengali Word বর্ষুক Bengali definition [বোর্‌শুক্‌] (বিশেষণ) বর্ষণকারী। {(তৎসম বা সংস্কৃত) বর্ষ+উক্ত (উকঞ্‌)}
  • Bengali Word বর্ষোপল Bengali definition [বর্‌শোপল্‌] (বিশেষ্য) হিমশিলা; বর্ষিত শিলাখণ্ড; করকা। {(তৎসম বা সংস্কৃত) বর্ষা+উপল}